দেশে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন গেল। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ৬ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৯৪ শতাংশ। আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৮২ জনের। করোনায় মৃত্যু হয়েছিল তিন জনের। গত এক সপ্তাহে পাঁচদিনই করোনায় কারও মৃত্যু হয়নি। গত মঙ্গলবার থেকে টানা তিন দিন করোনায় কোনো মৃত্যু হয়নি।
করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৭ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন।