Religion & Belief (Alor Pothay) > Prophet Muhammad SAW

মুহাম্মদ (সাঃ) এর কন্যা ফাতিমা (রাঃ) কে মা ফাতেমা বলা যাবে কি?

(1/1)

Khan Ehsanul Hoque:
মুহাম্মদ (সাঃ) এর কন্যা ফাতিমা (রাঃ) কে মা ফাতেমা বলা যাবে কি?
অনেকেই ফাতেমা (রাঃ) কে "মা ফাতেমা" বলে সম্বোধন করে থাকে, আবার তারাই রাসূল (সঃ) এর স্ত্রী আয়েশা (রাঃ) কেও মা আয়েশা বলে থাকে। রাসূল (সঃ) এর কন্যা সন্তানও আমাদের মা, আবার তাঁর স্ত্রীও আমাদের মা, কিভাবে সম্ভব? খাদিজা (রাঃ) আমাদের মা, আবার তার গর্ভজাত সন্তান ফাতেমা (রাঃ) ও আমাদের মা! এটা কোনভাবেই হতে পারেনা।
আল্লাহ তায়া’লা বলেন,
اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَ اَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ
রাসূলুল্লাহ (সঃ) এর স্ত্রীগণ হলেন তার উম্মতের মা। [সূরা আহযাব, ৬]
অর্থাৎ রাসূল (সঃ) এর স্ত্রীগণের একজন খাদিজা (রাঃ) হলেন আমাদের মা এবং তাঁর গর্ভজাত কন্যা সন্তান ফাতেমা (রাঃ) হলেন আমাদের বোন সমতুল্য। বোনকে যারা মা ডাকে, তারা সু-স্পষ্ট জাহেল। তারা কুরআনের স্পষ্ট বিরোধিতাকারী । একটু চিন্তা করলেই বোঝা যাবে রাসূল (সঃ) এর চারটি কন্যা ছিলেন। তাঁদের মধ্যে শুধুমাত্র ফাতেমা (রাঃ) কেই কেনো মা বলা হয়? আসলে এটা হল শিয়াদের থেকে আমদানীকৃত একটি ভ্রান্ত আক্বিদা, যারা হযরত আলী (রাঃ) কে বাবা বলে ডাকেন, আর ফাতেমা (রাঃ) কে মা বলে ডাকেন এবং এই বাবা-মা এর পূজা করেন....
যারা না জেনে এতদিন বলে এসেছেন তাদের প্রতি আহ্বান, এই সমস্ত আক্বিদা এবং অজ্ঞতা থেকে বের হয়ে আসুন। আর যারা জেনে শুনে এমনটা বলে থাকেন আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন।

Source: https://www.facebook.com/groups/255085442843062

Navigation

[0] Message Index

Go to full version