কালাচাঁদ

Author Topic: কালাচাঁদ  (Read 1287 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
কালাচাঁদ
« on: May 23, 2023, 05:49:01 PM »

যে আমারে ডুবিয়েছে, সখি
আশার কথা বলে,
অথৈই আধাঁরে সাতঁরিয়ে ফিরি
-অবুঝ প্রেমের ভুলে।।

অভিসারে খুজি তারে
ভিক্ষার ঝুলি ল‘য়ে,
দশ দ্বারে, ভিক্ষা মাঙ্গি
দানের আশা ব‘য়ে ।।

রোজ নিশিতে বন্ধু আমার
আসে, স্বপ্নের কাছাকাছি
প্রেম-সোহাগে মন বিনিময়
নিত্য মাখামাখি।।

স্বপ্ন ভাঙ্গতেই কেদে মরি
প্রাণের বন্ধু, কাছে নাই
শোক সাগরে ভেসেঁ ভেসেঁ
কেন্দে বুকঁ জুড়াই।।

আমারে কান্দাইয়া বন্ধু
হলো কালের মহারথি,
কথা ছিল, মহাকালের যাত্রা পথে
হবো সঙ্গের সাথী।।

আমার কালাচাঁদ আজ
বিজনের হাত ধরে
প্রেম গীতে মত্ত সখি
সপ্ত-সিন্ধু পারে।।

যে আমারে চায় না, সখি
আমি কেন তার লাগি,
-প্রেম আদরে সদা মত্ত
অবুঝ, অভাগি।।

দিন ফুরালো সন্ধ্যা হলো, সখি
কালের তরী ধায়
একলা আমি বসে কাঁদি
অকূল নদীর কিনারায়।।

« Last Edit: February 26, 2024, 06:15:38 PM by Mohammad Nazrul Islam »