General Category > Common Forum

স্পর্শ

(1/1)

Mohammad Nazrul Islam:
আলো, সে-নয় আলেয়া
সকলেই জোসনার ভাগ পায়,
কোন দিন, কবে বল? সখি,
চাদেঁরে ছুতেঁ পারে
পতঙ্গ-প্রতিমায়।।

জোসনায় মন ভরে যার, প্রিয়!
তারে না দেখিলেও কভু,
মহিমায় ফোটে প্রনয় সাধ!
-চির অম্লান অক্ষয় প্রভূ্।।

সারা-দিন মান- ক্ষণ-ভরি
জাগিয়া উঠে, বাসনা যার,
অতি গোপনে,-এই-হিয়া তলে,
সাধ কি আছে বল! তারে ভুলিবার।।

চির অন্ধকারে থাকিয়া,পরবাসী
সাজিয়া দাস, আলেয়ার ঘর,
-বিজনের পরশ প্রিয়াসী-
চির কুঞ্চিতের অবসর ।।

ভালবাসা কারে কয়, চয়ণিকা?
জন্ম-জন্মান্তর গিরি-
জল-বাস্পে চির অম্লান, অক্ষয়
ফিরিতে জগৎ ঘুরি।।
[/size][/size]

Navigation

[0] Message Index

Go to full version