কানাডা যাওয়ার কথা যদি একবারের জন্য ভেবে থাকেন তাহলে নিচের লিখাটি সম্পূর্ণ আপনার পড়া উচিৎ।
যেহেতু কানাডা তে বর্তমানে ভিজিট এবং ওয়ার্ক পার্মিট ভিসা পাওয়া সবচেয়ে সহজ, আমরা আজকে কিছু Secret আপনাদের সামনে তুলে ধরব!!
কানাডার ভিসা এপ্লাই কোন টাইপিং ওয়ার্ক না এটা একটা স্টোরি টেলিং। কি কি বিষয় লক্ষ্য রাখা উচিৎ তা নিচে আলোচনা করা হলঃ
ইনভাইটেশন লেটার: আমাদের অনেক এর ধারনা কানাডা থেকে একটা ইনভাইটেশন লেটার পেলেই হয়ত আমরা খুব সহজেই ভিসা পেয়ে যাব। ভিসা অফিসার আপনার যোগ্যতা দেখেই আপনাকে ভিসা দিবে। আমরা মনে করি ব্যাংক এ বেশি টাকা থাকলেই ভিসা পাওয়ার সম্ভবনা বেশি। ভিসার অফিসার দেখতে চান কানাডা ঘুরে আসার জন্য আপনার পর্যাপ্ত সেভিংস আছে কিনা।
💥কিন্তুু দেশে ফিরে আসার প্রমানের জন্য উনি আপনার লিকুইড ক্যাশ এর পাশাপাশি এমন কিছু সম্পদ দেখতে চান যা আপনার ফিক্সড Assest। যেমন আপনার গাড়ি, ফ্ল্যাট, জমি, বাড়ি ইত্যাদি যা কিনা আপনি ইচ্ছা করলেই ফেলে যেতে পারবেন না।
💥পাশাপাশি আপনার স্থায়ী ভালো জব এবং ব্যবসায়িক ইনকাম। আপনি যত সহজ ও বিশ্বাসযোগ্য ভাবে আপনার দেশে ফিরে আসার প্রমান ভিসা অফিসার এর কাছে তুলে ধরতে পারবেন আপনার ভিসা পাওয়ার সম্ভবনা তত বেশি।
ব্যাংক ব্যালেন্সঃ আমরা অনেকে ধারনা করি যে ব্যাংকে বেশি পরিমাণ টাকা থাকলে হয়ত ভিসা হয়ে যাবে।
💥কিন্তুু এম্বাসি থেকে কোন নির্দিষ্ট পরিমাণ টাকার কথা উল্লেখ নেই যে এত পরিমাণ টাকা থাকলেই আপনার ভিসা Approve হবে।
💥এইখানে জরুরি বিষয় হচ্ছে আপনি কত দিনের জন্য কানাডা যাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বার কত জন। আপনার পাসপোর্ট এর মেয়াদ যত দিন তত দিন এর ভিসা হবে
টুরিস্ট ভিসা তে গিয়ে থেকে যাওয়া যাবে কিনা?বাংলাদেশ থেকে প্রসেসিং করে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পার্মিট ভিসা পাওয়ার চাইতে টুরিস্ট ভিসা তে গিয়ে স্টুডেন্ট অথবা ওয়ার্ক পার্মিট এ কনভার্ট হওয়া অনেক সহজ।
💥 বাংলাদেশ থেকে প্রসেসিং করার চেয়ে ওখানে গিয়ে কনভার্ট করা তুলনামুলকভাবে বেশ সহজ।
💥যেমন স্টুডেন্ট ভিসা তে কনভার্ট করতে চাইলে IELTS করা থাকতে হবে, একাডেমিক ডকুমেন্টস রেডি রাখতে হবে ইত্যাদি।
💥 LMIA জব এর ক্ষেত্রে একা একা জব পাওয়া বেশ কঠিন। যাওয়ার আগেই আপনাকে সঠিক রিক্রূট্মেন্ট এজেন্সি অথবা ল ফার্ম এর সাথে যোগাযোগ করে যেতে হবে। রিক্রূট্মেন্ট এজেন্সি অথবা ল ফার্ম গুলোর কাছে LMIA approved জব available থাকে।
💥এছাড়াও Child Schooling, Business Investor প্রোগ্রাম, Asylum সহ আরও অনেক প্রক্রিয়া আছে।