General Category > Common Forum

ঐন্দ্রিতা

(1/1)

Mohammad Nazrul Islam:
নিশ্চয় তুমি শাড়ী পড়েছ
-ভালবাসার এই দিনে,
নিশ্চিন্ত মনে, স্বর্গের ছবি আকঁছ’
জীবনের ক্যাফেটেরিয়াতে।।

কথা মঞ্জুরী আর অনাগত আশায়
জীবনের খেয়া তরীতে-‘দুল তুলেছ’
অনাগত ভবিষ্যতের চিন্তায়
ইন্দ্রের ইন্দ্রানী হয়ে।।

শুচী,কপালে টিপ, হাতে কাঁচের চূড়ি
হালকা লিপিস্টি আর ইরানী চোখে
চিরাচরিত শাড়ীর ভাজেঁ ভাজেঁ
আবেদন ছাপিয়েছ- প্রিতমের ঐন্দ্রিতা ।।

দিবস শেষে, একলাপথে যদি,
ভাবণার সূতোগুলো ঢিল হয়ে যায়
ফিরে দেখ, কালিন্দির ঘাটের পায়ের ছাপ
 এখনো মুছে যায়নি ।।

কাক চোখের স্বচ্ছ জলে
এখনো একটি অবহেলিত জীবন কথা বলে,
ভালবাসে, এই দিবসে-
অনন্ত যোজন ধরে মহাকালের পথে ।।

Navigation

[0] Message Index

Go to full version