নিবন্ধন চলছে গুগলের ‘২০১২ সামার অব কোড’ পোগ&#25

Author Topic: নিবন্ধন চলছে গুগলের ‘২০১২ সামার অব কোড’ পোগ  (Read 1895 times)

Offline shaikat

  • Full Member
  • ***
  • Posts: 230
  • Its simple..
    • View Profile
সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম



‘সামার অব কোড’ হল গুগলের অর্থায়নে পরিচালিত একটি পোগ্রাম। ২০০৫ সাল থেকে শুরু হওয়া এই পোগ্রামের আওতায় ‘ওপেন সোর্স প্রজেক্টে’ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় পর্যায়ের যোগ্য আগ্রহী শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাচ্ছে। তিন মাস সময়সীমার এই প্রশিক্ষনমূলক কার্যক্রমে কর্মরতদের খন্ডকালিন বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

এবারের অর্থাৎ ২০১২ সালের সামার অব কোড পোগ্রামের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে গুগল। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং মেনটরসদের থেকে আসা প্রচুর পরিমানে প্রস্তাবিত প্রজেক্ট জমা পড়েছে। যার মধ্যে থেকে গুগল ১৮০টি প্রজেক্ট নির্বাচিত করেছে। তাই নিবন্ধনের পালা এখন। আগ্রহীরা তাদের পছন্দনুযায়ী প্রজেক্টের জন্য আবেদন করতে পারবে। গুগলের পরামর্শমূলক তথ্য হিসেবে দেওয়া আছে-আবেদনকারীকে অবশ্যই সেই কাজে সম্পূর্ণভাবে দক্ষ হতে হবে।

বিশ্বজুড়ে পরিচালিত এই পোগ্রামের নির্বাচিত শিক্ষার্থীদের ‘প্রতি দুইজন’ মেনটরসদের অধীনে কাজ করবে। মেনটরস/পরামর্শকগণ মুলত তাদের সফটওয়্যার দুনিয়ার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে পাশাপাশি ভবিষ্যতে ভালো কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে জোড়ালো সহায়তা করবে।

সামার অব কোডের (http://www.google-melange.com) ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের সুযোগ থাকছে ৬ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, মানসম্মত আবেদন করতে গুগলের ওয়েবসাইটে দেওয়া গুরুত্বপূর্ণ টিপস অনুসরণের সুযোগ রয়েছে আগ্রহীদের। শুধু তাই নয় আগ্রহীরা যাতে এ বিষয়ে বিশদ জানতে পারে, তাই গুগল ‘হ্যাং আউটের স্টুডেন্ট পেজে’ এপ্রিলের দুই তারিখ ৩:৩০ পিএম পিডিটি সময়ে ওপেন সোর্স পোগ্রামের ম্যানেজার ক্রিস ডিবোনো’র সাথে সরাসরি প্রশ্নত্তোর পর্বের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচিতদের তালিকা আগামী ২৩ এপ্রিল সামার অব কোড ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছে গুগল।

তাই বাংলাদেশের যেসব প্রতিভাবান শিক্ষার্থী গুগলের মত বিখ্যাত প্রতিষ্ঠানে কাজ করার জন্য মুখিয়ে আছেন, তাদের জন্য নি:সন্দেহে বড় একটি সুযোগ। তাই নির্বাচকদের বিবেচনায় আসতে পারলে হয়ত এখান থেকে শুরু হতে পারে গুগলের সাথে আপনার পথ চলা।
Moheuddin Ahmed Shaikat
Administrative Officer
Department of CSE
Daffodil International University

Offline arefin

  • Hero Member
  • *****
  • Posts: 1173
  • Associate Professor, Dept. of ETE, FE
    • View Profile
“Allahumma inni as'aluka 'Ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan”

O Allah! I ask You for knowledge that is of benefit, a good provision and deeds that will be accepted. [Ibne Majah & Others]
.............................
Taslim Arefin
Assistant Professor
Dept. of ETE, FE
DIU