উল্কাখণ্ডের পেনড্রাইভ!

Author Topic: উল্কাখণ্ডের পেনড্রাইভ!  (Read 1001 times)

Offline Mohammed Abu Faysal

  • Administrator
  • Full Member
  • *****
  • Posts: 230
    • View Profile
উল্কাখণ্ডের পেনড্রাইভ!
« on: November 14, 2012, 11:14:39 AM »
উল্কাপিণ্ড, হীরা, সোনা ও আফ্রিকার ব্ল্যাক উড ব্যবহার করে তৈরি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ বাজারে আসবে শিগগিরই। মূল্যবান এ পেনড্রাইভটিকে কেউ কেউ বলছেন- মহাজাগতিক পেনড্রাইভ! এক খবরে এ তথ্য জানিয়েছে গিজম্যাগ।
ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ কেবল তথ্য সংরক্ষণ কাজে ব্যবহূত সস্তা প্লাস্টিকের তৈরি প্রচলিত পণ্য এ ধারণা থেকে বেরিয়ে এসে উল্কাখণ্ড, সোনা, হীরা এসব মূল্যবান উপাদান দিয়ে পেনড্রাইভ তৈরি করছে পোল্যান্ডের নাজা ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান। উল্কাখণ্ড ব্যবহার করে তৈরি এ পেনড্রাইভের নাম ‘অ্যাপোপহিস’। প্রসঙ্গত, পৃথিবীর নিকটস্থ বিশালাকৃতির একটি উল্কাপিণ্ডের নাম ‘অ্যাপোপহিস’।
পেনড্রাইভের সৌন্দর্য বাড়াতে উল্কাখণ্ড ছাড়াও নাজা ডিজাইন এর নকশার সঙ্গে যুক্ত করেছে একটি দ্যুতিময় হীরা। পেনড্রাইভ তৈরিতে ব্যবহার করা হয়েছে আফ্রিকার বিখ্যাত কালো কাঠ যা অত্যন্ত দামি উপাদান হিসেবে ধরা হয়।
ইউএসবি ৩.০ ‘অ্যাপোপহিস’ পেনড্রাইভে নকশার ক্ষেত্রে দামি উপাদানের সঙ্গে যুক্ত হচ্ছে ৬৪ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণের সুবিধা। এ পেনড্রাইভের সঙ্গে আজীবন ওয়ারেন্টি রয়েছে। অর্থাত্ এ পেনড্রাইভটি নষ্ট হয়ে গেলে তা বদলে দেবার নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
‘অ্যাপোপহিস’ পেনড্রাইভটি দুইটি মডেলে বাজারে আসবে। দুটি মডেলেই হীরা ও উল্কাখণ্ড ব্যবহার করা হয়েছে। তুলনামূলক সাশ্রয়ী মডেলটিতে ব্যবহূত হয়েছে রুপার প্রলেপ, যার দাম এক হাজার ১৩০ ডলার, আর দামি মডেলটিতে ব্যবহূত হয়েছে ১৮ ক্যারেটের সোনা। সোনার প্রলেপ দেওয়া পেনড্রাইভটির দাম পড়বে ১ হাজার ৯৯০ ডলার।



Ref- Prothomalo