আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই &#2

Author Topic: আপনার কম্পিউটার কি নীল পর্দায় আচ্ছন্ন?এই   (Read 1723 times)

Offline masud895

  • Jr. Member
  • **
  • Posts: 89
  • Test
    • View Profile
আজ আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি। আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিক্স ক্র্যাস করেছে। এক্ষেত্রে আমাদের পড়তে হয় মহা বিপাকে। এর থেকে মুক্তির জন্য আমরা ছুটে যাই পিসি সাভিসিং সেন্টারে। তাই্ না? আর কত টাকা ঢালবেন এই পথে, আর নয়। এবার সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন সমস্যাটির!!!এই সমস্যাটির নাম হল blue screen of death (BSOD). মূলতঃ এই সমস্যাটি ঘটে আপনার সিস্টেমের অত্যান্ত প্রয়োজনীয় কোন ফাইলের সমস্যা, বিকৃত, ফাইলটি মুছে যাওয়া বা এর যে কোন অংশের পরিবর্তনের কারণে।
উইন্ডোজ এক্সপির জন্য
   My Computer’ >>> Properties এ যান।
   এবার প্রোপার্টিজ থেকে Advanced ট্যাবে ক্লিক করুন।
   এবার Advanced ট্যাবে এসে ‘Startup and recovery >>>Settings’ এ যান।
   এবার নতুল ডা্য়লগ বক্স থেকে নিচের দিকের Write debugging information>>>Small Memory Dump (64KB)” নির্বাচন করুন।
   এবার OK ক্লিক করুন।
   ব্যস কাজ শেষ

উইন্ডোজ সেভেন এর জন্য
   Start Menu >>> Computer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
   এবার মেনু থেকে Properties এ ক্লিক করুন।
   প্রোপার্টিজ ডায়লগ বক্স থেকে ‘Advanced system settings’ এ ক্লিক করুন।
   এবার Advanced ট্যাব থেকে ‘Startup and recovery’ অংশের Settings এ ক্লিক করুন।
   এবার নতুন করে খোলা ডায়লগ বক্সটির নিচের দিক থেকে ‘Write debugging information’ >>>“Small Memory Dump (256KB)” নির্বাচন করুন।
   এবার ‘System failure’ থেকে‘Automatically Restart’ এটা আনচেক করুন।
   এবার Ok করে বেরিয়ে আসুন।
Md.Masud Parvez
Assistant Director IT
Daffodil International University