(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/01/14/4536698196.jpg/ALTERNATES/w300/4536698196.jpg)
হালকা সবুজ রংয়ের পাতা পোকা কিন্তু অনেকেরই চেনা। কচি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে, খুঁজে পাওয়ার কোনো উপায়ই থাকে না।
এদের ইংরেজি নাম ‘লিফ ইনসেক্ট’। অনেকে আবার বলেন ‘ওয়াকিং লিফ’, হেঁটে বেড়ানো পাতা। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি।
পাতা পোকারা আকারে হয় সাধারণ একটি পাতার সমান। তবে সবচেয়ে মজা হয় যখন ওরা হাঁটে। ওরা এমনভাবে হাঁটে, দেখে মনে হয় গাছের পাতা উড়ে যাচ্ছে!