Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on May 31, 2014, 05:22:00 PM

Title: নতুন রক্তে মস্তিষ্ক ‘নবায়ন’
Post by: maruppharm on May 31, 2014, 05:22:00 PM
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে শরীরে নতুন রক্ত মস্তিষ্কের বয়সজনিত রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে পারে।

 Print Friendly and PDF
0
 
 
 
0
 
 
99
 
 

গবেষকরা তিন মাস বয়সী একটি ইঁদুরের শরীর থেকে রক্ত নিয়ে ১৮ মাস বয়সী ইঁদুরের শরীরে তা সঞ্চালন করেন। এতে দেখা গেছে বয়ষ্ক ইঁদুরের মস্তিষ্কের কার্যক্ষমতা আগের চেয়ে বেড়েছে। খবর জানিয়েছে বিবিসি।

বয়সজনিত কিছু প্রক্রিয়া উল্টে দেয় তরুণ রক্ত— বলা হয়েছে গবেষণায়।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তাদের এ গবেষণা যেসব মানুষ স্মৃতিভ্রম রোগে আক্রান্ত তাদের চিকিৎসায় আশার সঞ্চার করবে।

গবেষণায় দেখা গেছে, কম বয়সী ইঁদুরের রক্তে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা বয়স্ক ইঁদুরের ব্রেনকে ‘রিচার্জ’ করে এবং একইভাবে বয়স্ক ইদুরের মস্তিষ্কে কাজ করে। এ তথ্য জানালেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষক ড. টনি উইস কোরেই।

নেচার মেডিসিন ওয়েবসাইটে গবেষণার এ তথ্য প্রকাশ করা হয়। তাতে বলা হয়, তিন মাস বয়সী ইঁদুরের শরীর থেকে রক্তের উপাদান (প্লাজমা) নিয়ে সিরিঞ্জের মাধ্যমে ১৮ মাস বয়সী একটি ইঁদুরের শরীরে দেওয়া হয়। পরবর্তীতে মেমরি টেস্টে দেখা গেছে, বয়স্ক ইঁদুরের স্মৃতিশক্তি আগের চেয়ে বেড়েছে।