Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - subrata.ns

Pages: 1 ... 14 15 [16]
226
Valuable informations

227
Informative and much interesting

228
Teaching & Research Forum / Re: Presentation Skill
« on: July 13, 2015, 10:58:34 AM »
Nice one. Thanks for the post

230
ইলেকট্রিক বাইসাইকেল “বোল্ট এম১” প্রাথমিক ভাবে ইলেকট্রিক শক্তি ব্যবহার করে চলে। আবার চাইলে সাধারণ বাইসাইকেলের মতোন প্যাডেল করেও চালানো যায়.
নতুন এই ইকোবাইকে ১.৬ কিলোওয়াড লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেটি একবার ফুল চার্জ করতে মাত্র ৯০ মিনিটের মতো সময় লাগবে। আর একবার ফুল চার্জ করার পর সেটি দিয়ে সম্পূর্ণ ৫০ মাইল অর্থাৎ প্রায় ৮১ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবেন.

নতুন এই বাইকটি ২টি মোডে ব্যবহার করতে পারবেন, ১ একোনমি আর ২ স্পোর্টস। একোনমি মোডে এটি সর্বচ্চ ২০ মাইল পার ঘণ্টা গতিতে চলবে আর স্পোর্টস মোডে এটি ৫০ মাইল পার ঘণ্টা গতিতে ছুটবে।

আরও একটি আকর্ষণীয় বিষয় হল নতুন এই ইকোবাইকে ইউএসবি এবং ব্লুটুথ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে. আছে বাইকের মতোন সুন্দর একটি স্পীড মিটার সাথে ব্যাটারি সিগন্যাল।

231
 ১. চকলেট হলো কুকুরের জন্য বিষ। ১টা বড় কুকুরকে মারতে সামান্য কয়েক পাউন্ড চকলেটই যথেষ্ট।

২. লিপস্টিকের প্রধান উপকরন হলো মাছের আশেঁর গুড়া।

৩. মার্লবোরো সিগারেট কোম্পানীর প্রথম মালিক ফুসফুসের ক্যান্সারে মারা যান।

৪. কোকা কোলা কে গাড়ীর তেল (মবিলের বিকল্প) হিসেবে ব্যবহার করা যায়।

৫. চোথ থোলা রেখে হাচিঁ দেওয়া কোন মানুষের পক্ষেই সম্ভব না।

232
Common Forum/Request/Suggestions / টাউ দিবস (τ)
« on: July 13, 2015, 10:46:15 AM »
টাউ দিবস (τ) ২৮ জুন.

টাউ এর মান পাইয়ের দ্বিগুণ। অর্থাৎ τ = ২π = 6.2831853071......
বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায়, কাজেই পরিধিকে ব্যাসার্ধ্য দিয়ে ভাগ করলে টাউ পাওয়া যাবে।
এর মানের প্রথম অংক ৬ অনুযায়ী জুন মাস টাউ মাস, পরের দুটি অংক 28 অনুযায়ী ২৮ তারিখ টাউ দিবস

233
English / Re: Old saying
« on: July 13, 2015, 10:33:02 AM »
Right....

234
English / Re: Agree or Disagree?
« on: July 13, 2015, 10:31:21 AM »
Agree

235
আগামী বছরের ডিসেম্বর মাস নাগাদ সার্কভুক্ত আটটি দেশের জন্য একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ভারত। বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজে এই কৃত্রিম উপগ্রহের তথ্য কাজে লাগানো হবে বলে ২৬ জুন শুক্রবার জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এ. এস. কিরণ কুমার।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চেয়ারম্যান বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেছেন, ‘দুই টন এই স্যাটেলাইটে ১২ কুর্টজ আন্ডার ব্যান্ড (স্যাটেলাইটে ব্যবহৃত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম) ট্রান্সপন্ডার (বেতার তরঙ্গ গ্রহণ এবং বিভিন্ন সংকেতে স্বয়ংক্রিয় স্থানান্তরের যন্ত্র) থাকবে। এতে একেকটি সংকেত একেকটি দেশের জন্য দেওয়া হবে যাতে এ অঞ্চলের যোগাযোগ, শিক্ষা, টেলিমেডিসিন, দুর্যোগ নজরদারি ও অন্যান্য সেবার কাজে তা ব্যবহার করা যায়।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্কভুক্ত দেশগুলোর জন্য এ অঞ্চলে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তাব দেন।

বর্তমানে এ অঞ্চলে কেবল ভারতেরই স্যাটেলাইট তৈরি, যোগাযোগের জন্য তা উৎক্ষেপণ ও পৃথিবী পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণার কাজে লাগানোর সক্ষমতা আছে।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজওনাল কোঅপারেশন বা সার্ক ১৯৮৫ সালে গঠিত হয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর সাতটি সদস্য থাকলেও পরে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।
গত বছরের নভেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সর্বশেষ সার্ক সম্মেলনে মোদির প্রস্তাবকে অনুমোদন দেন সার্কের প্রধান।
কিরণ কুমার বলেন, ২২ জুন দিল্লিতে অনুষ্ঠিত সার্কের এক সভায়, বিশেষজ্ঞরা এই অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি এই কৃত্রিম উপগ্রহটির জন্য একমত হন। প্রতিটি দেশ থেকে পাঁচজন করে প্রতিনিধি এই সভায় ছিলেন। এই সভায় পাকিস্তানও অংশ নেয়।’
ভারতের মোদী সরকারের অনুমোদন নিয়ে, ভারতের সরকারি মহাকাশ গবেষণা সংস্থাটি আগামী দেড় বছরে মধ্যে বেঙ্গালুরু কেন্দ্রে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করবে এবং অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি উৎক্ষেপণ করা হবে।
কিরণ কুমার আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ডিসেম্বরে সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কারণ এটি তৈরি করতে দেড় বছর সময় লাগবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জানতে সমন্বয়ক হিসেবে কাজ করছে।
কিরণ কুমার বলেন, ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচির কথা মাথায় রেখে এবং এই অঞ্চলের সুবিধার জন্য আমরা একটি সার্ক কনসোর্টিয়ামের পরিকল্পনা করছি যাতে প্রতিটি দেশ তাদের সক্ষমতা কাজে লাগাতে পারে।

236


রোববার রাত ৯টায় ৮০৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এ সময় সারাদেশে কোনো লোডশেডিং ছিল না বলেও জানান তিনি।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত বুধবার। ওইদিন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৭৯২৩ মেগাওয়াট।

সাইফুল হাসান চৌধুরী জানান, রোববার উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৯৭৮ মেগাওয়াট এসেছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং ২৪০২ মেগাওয়াট এসেছে তেলভিত্তিক কেন্দ্র থেকে।

এছাড়া কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৭৫ মেগাওয়াট, পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ১২৪ মেগাওয়াট এবং ভারত থেকে আমদানি করা হয়েছে ৪৫৩ মেগাওয়াট।

গত বছর একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৭৪১৮ মেগাওয়াট।

পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত ছয় বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে।

২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪০৩৬ মেগাওয়াট।


Link: http://bangla.bdnews24.com/bangladesh/article993149.bdnews

Pages: 1 ... 14 15 [16]