Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Solar => Topic started by: khairulsagir on September 24, 2014, 09:53:19 AM

Title: Solar Car
Post by: khairulsagir on September 24, 2014, 09:53:19 AM
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ডাচ কনসুলেটের বাইরে সৌরশক্তিচালিত ফ্যামিলি কার ‘স্টেলা’। এই সৌরগাড়ি সোমবার লস অ্যাঞ্জেলেস থেকে সানফ্রান্সিসকো পর্যন্ত নির্ধারিত দীর্ঘ যাত্রা সম্পন্ন করেছে। এজন্য প্রয়োজন হয়েছে সুন্দর আবহাওয়া আর ঝলমলে রোদ। গাড়িটি একবার মাত্র সৌরশক্তিতে চার্জ হলেই ৮০০ কিলোমিটার পথ পাড়ি ​দিতে সক্ষম। স্বাভাবিক অবস্থায় ঘণ্টায় ৮০ মাইল বেগে ছুটতে পারে এটা। সোমবার তোলা ছবিটি আজ প্রকাশিত হয়েছে। ছবি: এএফপি

http://paimages.prothom-alo.com/contents/cache/images/800x500x1/uploads/media/2014/09/24/72c37724637e5b38c290703a33cf7912-01.jpg



Source: www.prothom-alo.com
Title: Re: Solar Car
Post by: Mosammat Arifa Akter on September 24, 2014, 01:50:48 PM
Informative post... thanks for sharing...