Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Department of Innovation & Entrepreneurship => Topic started by: Maruf Reza Byron on May 28, 2017, 12:02:24 PM

Title: "সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
Post by: Maruf Reza Byron on May 28, 2017, 12:02:24 PM
এক সময় সারা মিরপুর জুড়ে ছিলো সবুজে ঘেরা ছোট ছোট একতলা-দোতলা বাড়ি। প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন ধরণের গাছ দেখা যেত প্রচুর। রাস্তার দু'পাশ ভরে ছিলো বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ। পুরো মিরপুরটাই ছিলো একটা আস্ত বোটানিক গার্ডেন। রিয়েল এস্টেট কালচারের থাবায় আজ হারিয়ে যেতে বসেছে মিরপুরের সেই সবুজ-সংষ্কৃতি।... ধানমন্ডি-গুলশান-বনানীসহ পুরো ঢাকা শহরেরই আজ একই অবস্থা। মুনাফালোভী বিল্ডার্সদের কবল থেকে শ্বাস নেবার জন্য এতটুকু সবুজও কি অবশিষ্ট থাকবে না এই শহরে!
Title: Re: "সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
Post by: Arfuna Khatun on May 29, 2017, 02:29:25 PM
 :( :(
Title: Re: "সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
Post by: Arfuna Khatun on May 29, 2017, 02:31:25 PM
বিল্ডিং এর ছাদে ছাদে বাগান করা বাধ্যতামুলক করা উচিত...।
Title: Re: "সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
Post by: Maruf Reza Byron on May 30, 2017, 12:07:49 PM
তাতেও কি খুব বেশি লাভ হবে, বলেন?
Title: Re: "সবুজ শহর" কি স্বপ্নই থেকে যাবে!
Post by: Sultan Mahmud Sujon on May 31, 2017, 12:54:29 PM
যাদের বাড়িরে ছাদে বাগান থাকবে , তাদের ট্যাক্স কমানো যেতে পারে