Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: syful_islam on July 24, 2019, 10:54:51 AM

Title: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: syful_islam on July 24, 2019, 10:54:51 AM
অ্যালোভেরার ভেষজ উপাদান ত্বকের যত্নে অনন্য। ত্বকের পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতে পারে এই ভেষজ উপাদান।

অ্যালোভেরার রস
সপ্তাহে দুইবার অ্যালোভেরার রস দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করলে দূর হবে খুশকি। এছাড়া শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে মাথার তালু থেকে সম্পূর্ণ চুলে অ্যালোভেরার রস লাগান। তারপর সুতির কাপড় দিয়ে ১৫ মিনিট মুড়ে রাখুন। চুল খুলে প্রাকৃতিকভাবে শুকিয়ে নিন।     
অ্যালোভেরার পেস্ট

অ্যালোভেরার পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার তালুতে ঘষে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মাথা। প্রতি মাসে দুইবার করলে খুশকি থেকে মুক্তি পাবেন।

অ্যালোভেরা জেল
অ্যালোভেরার পাতা কেটে জেল সংগ্রহ করে মাথার তালু থেকে শুরু করে চুলের নিচ পর্যন্ত লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরার জেল প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুল।

অ্যালোভেরা হেয়ার প্যাক
৩ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি চুলে লাগান। নিয়মিত এটি ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে চুলের। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
Published on 24th July 2019 in the online version of The Bangladesh Protidin
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: nusratjahan on July 31, 2019, 03:32:23 PM
Thanks for sharing
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: rayhanul.bba on July 31, 2019, 09:05:43 PM
Thanks for sharing.
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: Anuz on September 25, 2019, 11:08:58 PM
Very helpful.
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: Tapasy Rabeya on November 25, 2019, 03:21:04 PM
 :) thanks for sharing
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: Tapasy Rabeya on December 01, 2019, 05:36:06 PM
very helpful
Title: Re: খুশকি দূর করে অ্যালোভেরা অ্যালোভেরা
Post by: Md. Sazzadur Ahamed on December 01, 2019, 07:41:32 PM
Thanks for sharing.