Daffodil International University

Career Development Centre (CDC) => Education => Bangladesh Civil Service-BCS => Topic started by: Narayan on May 18, 2013, 07:09:18 PM

Title: 10 dangerous snakes of the world
Post by: Narayan on May 18, 2013, 07:09:18 PM
পৃথিবীর ১০ টি ভয়ংকর সাপ : সাপ কি , সাপ কেন দংশন করে এবং ১০ টি ভয়ংকর সাপ সর্ম্পকে জানুন

১নং : তাইপান সাপ (Taipan sanek ) :
এ টি পৃথিবীর ১ নাম্বার ভয়ংকর সাপ।তাইপান সাপ সাধারনত ওলিভ ও ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ থেকে ৩.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সবচেয়ে বেশি অস্টলিয়ায় পাওয়া যায়।

২নং : কমেন ক্রাইট (comman krait) :
এ টি পৃথিবীর ২ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৯০ সে.মি থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত , শ্রীলংকা ও পাকিস্তানে পাওয়া যায়।

৩নং : ফিলিপাইনি কোবড়া ( philippne cobra) :
এ টি পৃথিবীর ৩ নাম্বার ভয়ংকর সাপ।এটা সাধারনত ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১০০ সে মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি ফিলিপাইনে পাওয়া যায়।

৪নং : কিং কোবড়া ( king cobra ) :
এ টি পৃথিবীর ৪ নাম্বার ভয়ংকর সাপ।কিং কোবড়া সাধারনত ব্লাক , গ্রিন , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩.৫ মিটার থেকে ৫.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া সহ বাংলাদেশে ও পাওয়া যায়।

৫নং : রুসেলস ভিপার (Russell Viper) :
এ টি পৃথিবীর ৫ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত ব্লাক , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১ মিটার থেকে ১.৫ মিটার লম্বা হয়ে থাকে। এটি সুইডেন্‌ , শ্রীলংকা, ভারত, চিন , ফিলিপাইনে , মালোইসিয়া পাওয়া যায়।

৬নং : ব্লাক মাম্বা (Black Mamba) :
এ টি পৃথিবীর ৬ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৪.৫ মি মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আফ্রিকায় পাওয়া যায়।

৭নং : বথ্রপ্স এসপার (Bothrops Asper ) :
এ টি পৃথিবীর ৭ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো , ব্রাউন রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৪ থেকে ২.৪ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , মেক্সিকো, দক্ষিন আফ্রিকায় পাওয়া যায়। এটি দেহের যে জায়গায় দংশন করে সে জায়গা পচে যায়।

বথ্রপ্স এসপার (Bothrops Asper ) এর দংশনে এ ছেলে পচে যায় পা।

৮নং : মাল্টিবেন্ডেড ক্রাইট (Multibanded Krait) :
এ টি পৃথিবীর ৮ নাম্বার ভয়ংকর সাপ।এটি সাধারনত কালো রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি সুইডেন , চিন ।ফিজি পাওয়া যায়।

৯ নং টাইগার সাপ (Tiger Snake):
এ টি পৃথিবীর ৯ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত হলুদ বা অলিভ রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ১.২ থেকে ১.৮ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি অস্টলিয়া , গ্রিস , পাওয়া যায়।

১০ নং জারারাকুসু (Bothrops Jarararcussu ):
এ টি পৃথিবীর ১০ নাম্বার ভয়ংকর সাপ। এটি সাধারনত লাইট বা কালো সবুজ মিশ্রত রঙ এর হয়ে থাকে। এটি সাধারনত ৩ মিটার লম্বা হয়ে থাকে । এটি সবচেয়ে বেশি আর্জেন্টিনা , ব্রাজিল , পেরাগুয়ে তে বেশি পাওয়া যায়।


Source: http://goo.gl/J91NO (http://goo.gl/J91NO)
Title: Re: পৃথিবীর ১০ টি ভয়ংকর সাপ
Post by: Omar Faruk Mazumder on May 19, 2013, 11:50:19 AM
Here is the images of top 5 of them

1. তাইপান সাপ (Taipan snake ) :

(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRZ8JZX1GANW0bnrBl7Zhi8kSkua6sEWjBRactIeBJ_-COBkpqLGg)

2. কমেন ক্রাইট  (Common krait)

(https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR86knW8x-l1Jbqs5OxfIihO3t1Zp3I1Q2koYRSFTl1CmlGFvyasA)

3.  ফিলিপাইনি কোবড়া (Philippine cobra) :

(https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSxvrs0MGy0LTEgInOfPqpVwuLFfGB1w8ZMhHI4M52jHgTchK3G)

4. কিং কোবড়া (king cobra) : 

(https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcR5PG45U-_Y6LopuEAXEX7qDdklNxAxw9pQ_DYlFQXphoOQJB_S)

5. রুসেলস ভিপার (Russell Viper) :

(https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSHmq254jd3w1Yk6tlemb2lRyzXIIK9itswK8RLoZhcv0ZTGVytSA)





Title: Re: পৃথিবীর ১০ টি ভয়ংকর সাপ
Post by: A.S. Rafi on July 15, 2013, 12:33:42 PM
Chills to the bone! Weirdly interesting post! 
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: nfeoffice on July 16, 2013, 02:12:24 PM
it's so horrible...
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: nawshin farzana on September 05, 2013, 12:23:26 AM
wow.....interesting post
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: 710000757 on November 11, 2013, 06:38:12 PM
 Which one is the most dangerous among Bangladeshi snake?
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: ashis3456 on November 18, 2013, 10:49:24 AM
very nice
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: Md. Siddiqul Alam (Reza) on November 25, 2013, 05:11:02 PM
I thought Rattle Snake is the most dangerous.  Thanks for the post.
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: mustafiz on February 13, 2014, 02:12:32 PM
Very interesting & Informative news.Thanks for sharing.
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: nadimhaider on February 13, 2014, 11:23:37 PM
i am afraid.
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: Shabnam Sakia on April 13, 2014, 12:51:03 AM
Interesting.......
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: Omar Faruk Mazumder on April 26, 2014, 12:15:21 PM
SNAKES OF MEDICAL IMPORTANCE

Bites by green pitvipers (Cryptelytrops erythrurus and other species), cobras (Naja species) and kraits (Bungarus) are the most commonly identified ones in Bangladesh. Neurotoxic envenoming by kraits and cobras is the principal cause of snake bite mortality in Bangladesh.

Recent studies revealed that at least five different species of krait contribute to snake bite mortality in Bangladesh and Nepal (unpublished data). Based on their frequencies among proven krait bites in Bangladesh and their geographical distribution, we presently estimate that Wall’s Krait (Bungarus walli) causes about 40% of all krait bites in the country, the Greater Black Krait (Bungarus niger) and the Common Krait (Bungarus caeruleus) about 28% each, and the Banded Krait (Bungarus fasciatus) and Lesser Black Krait (Bungarus lividus) about 2% each. In Bangladesh, Bungarus lividus is so far known only from the northwest. Bungarus walli and B. caeruleus are not known to occur in southeastern Bangladesh. Bungarus fasciatus and B. niger occur throughout the country.
Among the cobras, Naja kaouthia is expected to occur throughout the country and to cause the majority of cobra bites. It is the only species of Naja found in southeastern Bangladesh (here defined to include Chittagong District, Cox’s Bazar District, and the three Chittagong Hill Tract Districts). Naja naja is known from the area around Dhaka and expected to be continuously distributed at least to the west and north of the capital. Its southern and eastern distributional limits are not known. King Cobras (Ophiophagus hannah) occur wherever relatively undisturbed bamboo stands and forests remain in Bangladesh, but have not been documented to have caused envenoming bites in recent years.

Russell’s Viper (Daboia russelii) appears to be rare and its distribution patchy and/or restricted to western and northern parts of the country. There have been no recent reports of proven cases of Russell’s Viper envenoming in Bangladesh. Anecdotal notes (Banerji 1929) suggest that envenoming by Russell’s viper used to occur in the southwest (Assasuni and Shamnagar in Satkhira District; Koyra and Paikgacha in Khulna District) and possibly around Rajshahi and Dinajpur in the west and northwest of Bangladesh. There is no evidence to suggest that Saw-scaled Vipers (Echis species) occur anywhere in Bangladesh.

Sea snakes also constitute an occupational hazard for fishermen in Bangladesh but the incidence of their bites is unknown.

Title: Re: 10 dangerous snakes of the world
Post by: ABM Nazmul Islam on June 05, 2014, 10:47:27 AM
OMG, i am feeling cold, .
Title: Re: 10 dangerous snakes of the world
Post by: habib.cse on July 14, 2014, 06:06:06 PM
i hate snakes but this is a nice post