Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Md. Alamgir Hossan on March 09, 2017, 11:10:02 AM

Title: বায়ুর দূষণ কণা কীভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে
Post by: Md. Alamgir Hossan on March 09, 2017, 11:10:02 AM
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে বিশ্ব জুড়ে জনস্বাস্থ্যের জন্য অন্যতম সবচেয়ে বড় হুমকি হল বায়ু দূষণ।
সংস্থার মহাপরিচালক বলেছেন দূষিত বায়ু থেকে মানবজীবনের ঝুঁকি এইচআইভি বা ইবোলার ঝুঁকির থেকেও মারাত্মক এবং তরুণদের জন্য এর প্রভাব খুবই ভয়াবহ।
পৃথিবীর নব্বই শতাংশ মানুষ যে বায়ুতে নিঃশ্বাস নিচ্ছে তাতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রার থেকেও বেশি।
বিশ্বের অনেক জায়গায় বায়ু দূষণের মাত্রা বাড়ছে। এর ফলে বাড়ছে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক এবং নানাধরনের শ্বাসপ্রশ্বাসজনিত গুরুতর রোগের ঝুঁকি।
বায়ু দূষণের শিকার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে।
বিবিসির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডেভিড শুকম্যান বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী পাঁচ বছরের নিচে ৫ লক্ষ ৭০ হাজার শিশুর অকালমৃত্যুর জন্য দায়ী বায়ু দূষণজনিত রোগ ব্যাধি।
ভিডিওতে দেখুন বায়ু দূষণ কীভাবে স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে ডেভিড শুকম্যানের রিপোর্ট।
সম্পর্কিত বিষয়
Title: Re: বায়ুর দূষণ কণা কীভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে আক্রমণ করে
Post by: A.S. Rafi on March 23, 2017, 12:54:41 PM
where is the video?  :o