Daffodil International University

Entertainment & Discussions => Multimedia Section => Topic started by: sadiur Rahman on March 18, 2015, 03:59:59 PM

Title: ত্রিমাত্রিকতা বা 3D কি?
Post by: sadiur Rahman on March 18, 2015, 03:59:59 PM
ত্রিমাত্রিকতা বা 3D কি?

এর সংজ্ঞাটা বিশাল। তবে ছোট্ট করে বলতে গেলে, যে সকল বস্তু কার্তেসিয় ব্যবস্থায় তিনটি অক্ষেই বিদ্যমান থাকে (X, Y, Z) তাদেরকেই ত্রিমাত্রিক বলে। কি টেকনিকাল মনে হচ্ছে? আচ্ছা তাহলে সহজ করে বুঝিয়ে দিচ্ছি।
আমরা সবাই হাই-স্কুল জ্যামিতি বইয়ে গ্রাফ একেছি। সেখানে দেখছি দুটি মোটা দাগ থাকে যাদের কে “অক্ষ” বা “Axis” বলে। যেটি আনুভুমিকভাবে থাকে তাকে এক্স অক্ষ বলে, আর যেটি লম্বভাবে থাকে তাকে ওয়াই অক্ষ বলে। এক্স এবং ওয়াই নিয়ে গঠিত হয় দিমাত্রিকতা। এর সাথে আরেকটি এক্সিস “জেড” দিলেই হয়ে যায় ত্রিমাত্রিকতা।


এক্স কে বলা হয় = লেংথ বা দৈর্ঘ
ওয়াই কে বলা হয় = ওয়াইডথ বা প্রস্থ আর
জেড কে বলা হয় = ডেপথ্‌ বা গভীরতা

তাই যারা এই তিনটি অক্ষ নিয়ে গঠিত তারাই হল থ্রিডি অবজেক্ট।


Title: Re: ত্রিমাত্রিকতা বা 3D কি?
Post by: myforum2015 on January 27, 2016, 10:27:42 AM
Nice post.