Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Shihab Ahammed on May 05, 2018, 02:04:51 PM

Title: An old Story
Post by: Shihab Ahammed on May 05, 2018, 02:04:51 PM
Written By Sabbir Ahmed Emon
BUET, Mechanical

Just want to share here.

An old story
----------------------------------

অনেক অনেক আগের কথা। এক দেশের নৌ-বাহিনীর এক টি জাহাজ সমুদ্র সীমা প্রহরারত। জাহাজের ক্যাপ্টেন এক জন বীর যোদ্ধা। এক দিন হঠাৎ এক নাবিক টেলিস্কোপ দিয়ে দূর সীমা তে শত্রুপক্ষীয় জাহাজ দেখতে পায়। জাহাজের ডেকে সংগে সংগে হইচই পড়ে যায়। সবাই যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করে। ক্যাপ্টেন সাহেব যোদ্ধাদের বিশাল স্পৃহা মূলক ভাষন দিয়ে এক জন কে হেকে বল্লো, "কই রে! কেউ আমার লাল পোশাক টা দিয়ে যা!"
একজন সাথে সাথে ক্যাপ্টেনের লাল শার্ট টা নিয়ে আসে। ক্যাপ্টেন সাহেব লাল শার্ট টা পড়ে যুদ্ধে ঝাপিয়ে পড়লো। ক্যাপ্টেনের সাহসী নেতৃত্বে শত্রুপক্ষ পরাস্ত। সবাই ক্যাপ্টেন কে নিয়ে আনন্দে মেতে উঠলো।

কদিন পর আবারো শত্রুবহর হাজির। আবারো ক্যাপ্টেন লাল শার্ট চাপিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়লো। আবারো জয়! সবাই তাদের প্রেতসিদ্ধ ক্যাপ্টেন কে ঘিরে আনন্দে মেতে উঠলো। এর মাঝে এক জুনিয়র যোদ্ধা ক্যাপ্টেন কে খুব বিনয়ের সাথে প্রশ্ন করলো, "স্যার! আপনি আমার হিরো, আমি চাই আপনার মতো দুঃসাহসী যোদ্ধা হতে, কিন্তু ক্যাপ্টেন! সব ই বুঝলাম, এক টা জিনিষ মাথায় ঢোকে না, আপনি সব সময় লাল শার্ট পড়ে যুদ্ধ করেন কেনো?"

ক্যাপ্টেন স্মিত হেসে বলেন, "ওরে পাগল! যুদ্ধের সময় শত্রুর আঘাতে আমার গায়ের রক্ত দেখলে তোরা ঘাবড়ে যাবি, এই জন্য লাল শার্ট পড়ি, যেনো আমার রক্ত তোদের নজরে না পড়ে।"

সবাই তাদের মহানায়কের এমন মানসিকতার জন্য সন্মানে নুয়ে পড়লো।

অনেক দিন গেলো। এক দিন হঠাৎ এক নাবিক হাপাতে হাপাতে ক্যাপ্টেনের কাছে এলো। "ক্যাপ্টেন! সর্বনাশ! শত্রুপক্ষ চার দিক থেকে চার জাহাজ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে"

ক্যাপ্টেন দৌড়ে ডেকে গিয়ে দূরবীন লাগিয়ে নিজেই ব্যাপার টা দেখতে গেলো। ক্যাপ্টেনের পাশের যোদ্ধা উত্তেজিত কন্ঠে বল্লো "ক্যাপ্টেন! আপনার লাল শার্ট টা এক্ষুনি নিয়ে আসছি"

ক্যাপ্টেন ঝাড়ি মেরে বলে "আরে হারামজাদা! রাখ তোর লাল শার্ট! যা! শীঘ্রি আমার হলুদ প্যান্ট টা নিয়ে আয়!!"

মোরাল অফ দ্যা স্টোরী - Leader might be a hero but at the end of the day he is just a human being, so everybody must develop leadership capability as a contingency... :)