Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Mousumi Rahaman

Pages: 1 ... 13 14 [15]
211
Faculty Sections / বিফ পিজাইয়োলা
« on: June 09, 2015, 01:16:24 PM »
বিফ পিজাইয়োলা
যা যা লাগবে :

    গার্লিক অয়েল (না থাকলে অলিভ অয়েল ) ১ টেবিল চামচ
    পাতলা করে কাটা মাংস ৪ টুকরা (৩৫০ গ্রাম ) , Sirloin Steak হলে ভালো হয়
    আনচভিস ৪ টি (অপশনাল ) ,আনচভিস না দিলে ১ চা চামচ লবন
    অরিগানো গুড়া ১ চা চামচ
    শুকনা মরিচ গুড়া ১ চা চামচ
    চেরি টমেটো ২৫০ গ্রাম (না থাকতে বড় টমেটো কে ছোট করে কেটে নিতে হবে )
    কালো জলপাই ৬০ গ্রাম
    পার্সলে কুচি ১ টেবিল চামচ

প্রণালী :
* নন স্টিক প্যানে তেল গরম করুন ,গরুর মাংসের টুকরা গুলো দিন অল্প লবন ছড়িয়ে। অনেক বেশি আছে ১ মিনিট করে ভাজুন প্রতি সাইড। খুব দ্রুত প্যান চুলা থেকে সরিয়ে স্টেক গুলোকে ফয়েল পেপারে মুখ বন্ধ করে ভালোভাবে পেচিয়ে রাখুন।
* একই প্যানে ওই তেলেই আনচভিস দিন ,কিছুক্ষণ পর আনচভিস তেলে গলে যাবে। যারা এটা দিবেন না তারা সরাসরি অরিগানো আর মরিচ গুড়া দিয়ে দিন। তারপর একই সাথে টমেটো আর অলিভ দিন ,২ মিনিট রান্না করুন। ৪ টেবিল চামচ পানি দিন। আরো ১ মিনিট রান্না করুন।
* এবার খুব তাড়াতাড়ি ফয়েল থেকে স্টেক বের করে প্লেটে রাখুন ,তার উপর দিয়ে প্যানে রাখা সস ঢেলে দিন আর গরম গরম পরিবেশন করুন !

212
Faculty Sections / facial (at home)
« on: January 19, 2015, 03:20:29 PM »

facial (at home) :

brightness facial : (dry,normal,combination ,problem free skin types )

material : momotaz rose facial cream, ayur cleansing milk,swiss formula apricot scrub or suji , sibanish aroma jojoba facial scrub powder or skin suitable face mask

process : 1st mukh wash kore mukhe,gola,ghare 5 min message kore then veja kapor dia muche felte hobe...... ar por facial cream+cleansing milk+suji or scruber < mixed kore mukhe gola ghare 10 min message kore veja kapor dia wash kore felte hobe. ar por seta muche gorom panir vap nite hobe 15 min mukhe gola ghare....... pore jojoba facial scrub face pack bania or skin suitable face pack lagia sukale wash kore felte hobe....

herbal facial : (combination & super oily problematic skin)

material : momotaz cucumber facial cream, ayur cleansing milk or tok doi (pani chara), lebur rosh/modhu , herbal face pack ( nim+multani mati pack ) alovera gel

process : 1st mukh wash kore mukhe,gola,ghare 5 min message kore then veja kapor dia muche felte hobe...... ar por facial cream+cleansing milk or tok doi +alovera gel +lebur rosh/modhu< mixed kore mukhe gola ghare 10 min message kore veja kapor dia wash kore felte hobe. ar por seta muche gorom panir vap nite hobe 15 min mukhe gola ghare....... pore herbal face pack lagia sukale wash kore felte hobe

gold facial :(ujjal shemla or forsha meyeder jonno ) (problem free any type of skin)

material : momotaz orange facial cream ,ayur cleansing milk or tok doi (pani chara) scruber or suji or lebur rosh or modhu , sibanij aroma gold apricot facial pack powder or lizan gold magic or ligion gold magic

process :1st mukh wash kore mukhe,gola,ghare 5 min message kore then veja kapor dia muche felte hobe...... ar por facial cream+cleansing milk or tok doi, scruber or suji lebur rosh/modhu< mixed kore mukhe gola ghare 10 min message kore veja kapor dia wash kore felte hobe. ar por seta muche gorom panir vap nite hobe 15 min mukhe gola ghare....... pore gold face pack lagia sukale wash kore felte hobe

fruit facial : (for tennegers under 20 and atleast 17 ages ) (any type of skins)

material : momotaz orange facial cream ,ayur cleansing milk or tok doi (pani chara) scruber or suji or lebur rosh or modhu face type onujayi face pack like(pepe ,skin type onujayi fruit juice, kolar paste,modhu or lebur rosh )

process :1st mukh wash kore mukhe,gola,ghare 5 min message kore then veja kapor dia muche felte hobe...... ar por facial cream+cleansing milk or tok doi, scruber or suji lebur rosh/modhu< mixed kore mukhe gola ghare 10 min message kore veja kapor dia wash kore felte hobe. ar por seta muche gorom panir vap nite hobe 15 min mukhe gola ghare....... pore face pack lagia sukale wash kore felte hobe....

213
পেটের মেদ নিয়ে দুশ্চিন্তা? সেটা আজকাল কমবেশি সবারই আছে। আর পেটের মেদ এমন একটা বস্তু যে প্রত্যেক ইঞ্চি ইঞ্চিও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ব্যায়াম করে, নানা রকম ওষুধ খেয়েও ফল পাচ্ছেন না? ওজন তো কমছে, কিন্তু পেটের মেদ কমছে না? তাহলে আজ থেকে বদলে ফেলুন আপনার নিজেরই কিছু বদ অভ্যাস। এই অভ্যাসগুলো পেটের মেদ বৃদ্ধি, তথা ভুঁড়ি হবার মূল কারণ। দূর করুন এই অভ্যাসগুলো, মাত্র ৭ দিনেই ফল পাবেন। দেখবেন সুন্দর মত কমতে শুরু করেছে আপনার ভুঁড়ি।
দ্রুত খাওয়ার অভ্যাসটা ছাড়তে হবে

তাড়াতাড়ি খেলে কী হয়? খাওয়া বেশি হয়ে যায়। আপনি যেটুকুই খান না কেন, মূলত খেতে শুরু করার ১৫/২০ মিনিট পর মস্তিষ্ক সিগনাল দেয় ভরপেট খাওয়া হয়েছে। তাই দ্রুত খেলে পেট ভরলেও মন ভরে না, ফলে অনেক খাওয়া হয়। আর বলাই বাহুল্য যে এই বাড়তি খাওয়া একসাথে হজম হতে পারে না, সোজা গিয়ে জমে মেদ হিসাবে। আস্তে আস্তে সময় নিয়ে চিবিয়ে খান।

চা-কফিতে পরিবর্তন
দুধ ও চিনি ছাড়া চা-কফি পান করুন। সবচাইতে ভালো হয় এসব বাদ দিয়ে গ্রিন টি পান করলে। গ্রিন টি ওজন কমাতে ও হজম ক্ষমতা বাড়াতে দারুণ সহায়ক।

ঘুমের আগে খাওয়া
খাওয়ার পরপরই ঘুমিয়ে যান? এই অভ্যাস আজ থেকে একদম বাতিল। খাওয়ার অন্তত ৩ ঘণ্টার আগে মোটেও ঘুমাতে যাবেন না।
সাদা তিনটি খাবার একদম বাদ
সাদা চাল, সাদা আটা/ময়দা ও সাদা চিনি- এই তিনটি খাবার একদম বাদ দিয়ে দিন। বদলে খান লাল চা, লাল আটা। চিনির বদলে খান সুগার ফ্রি।

কোমল পানীয় একদম বাদ
যত ধরণের কোমল পানীয় ও শরবত আপনার প্রিয়, সেই সমস্ত কিছু বাদ দিয়ে দিন। বদলে পান করুন তাজা ফলের রস। তবে কেনা নয়, ঘরে তৈরি।

প্যাকেটজাত সবকিছু থেকে দূরে থাকুন
প্যাকেটে ভরা বিস্কুট হোক বা চিপস, বাদাম হোক বা জুস ইত্যাদি সব কিছুই আজ থেকে বাদ দিয়ে দিন খাদ্য তালিকা থেকে। খিদে পেলেই একটা প্যাকেট খুলে বসবেন না।
একটা প্রিয় অনুষ্ঠান বাদ দিন
হ্যাঁ, একদম ঠিক বলছি। সময় নেই ব্যায়াম করার? একটা টিভি অনুষ্ঠান দেখা বাদ দিয়ে সেই সময়টা হাঁটুন আর গান শুনুন। ভুঁড়ি না কমে যাবে কই..

214
বাংলাদেশের পোশাক শিল্পের পাশে দাঁড়িয়েছে জার্মানি

বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান সরকার৷ এছাড়া তৈরি পোশাকের দাম বেশি দিতেও রাজি হয়েছেন তারা৷ আর চারটি পোশাক কারখানার উন্নয়নেও আলাদা চুক্তি সই হয়েছে৷

মঙ্গলবার বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং জার্মানির ‘ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' মন্ত্রণালয়ের ‘পার্লামেন্টারিয়ান স্টেট সেক্রেটারি' এবং ‘এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর' হ্যান্স ইওয়াখিম ফুচটেল বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৮০ কোটি টাকা) সহায়তা দেয়া সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন৷

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘‘এই চুক্তির ফলে জার্মান সরকার বাংলাদেশের ১০টি টেক্সটাইল কারখানার কমপ্লায়েন্সের জন্য আর্থিক সহায়তা দেবে এবং সেগুলো থেকে তারা তৈরি পোশাক নেবে৷ এতে জার্মানির বড় বড় কোম্পানিগুলো টেক্সটাইল খাতে আগ্রহী হবে৷''

এছাড়া আগামীতে প্রতি জোড়া জিন্স কেনার ক্ষেত্রে অতিরিক্ত এক ইউরো বাড়ানোর জন্য জার্মান ক্রেতাদের আহ্বান জানানোর কথাও জানান মন্ত্রী৷

ইওয়াখিম ফুচটেল বলেন, ‘‘জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পক্ষে প্রচারণা চালানোর জন্য জার্মানিতে একটি ওয়েবসাইট খুলবে৷ সেখানে বাংলাদেশের তৈরি পোশাক খাতে উন্নয়ন, পোশাকের মান ইত্যাদির বিবরণ তুলে ধরবে৷''

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার, তৈরি পোশাক প্রস্তুতকারক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় তৈরি পোশাক খাতের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে৷ জার্মানি এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে৷''

এদিকে এর দু'দিন আগে ৭ ডিসেম্বর বাংলাদেশের চারটি পোশাক কারখানার সঙ্গে পার্টনারশীপ চুক্তি সই করেন হ্যান্স ইওয়াখিম ফুচটেল৷ এগুলো হলো বিডিএল গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইল লি., শাহাম নিট কম্পেজিট লি. এবং জেএসএম হোল্ডিংস৷ এই প্রতিষ্ঠানগুলোর বছরে আয় ৫৮০ মিলিয়ন ইউরো এবং ৩৫,০০০ শ্রমিক কাজ করেন৷ তাদের সঙ্গে জিআইজেড এবং কেএফডাব্লিউ'র আগে থেকেই সহযোগিতা চুক্তি রয়েছে৷ এই চারটি কারাখানার কাজের পরিবেশ উন্নয়নে জার্মানি ৬ মিলিয়ন ইউরো দেবে৷

জার্মান এই প্রতিনিধি দল একটি সামিটে অংশ নিতে আমন্ত্রিত হয়ে ঢাকায় এসেছিলেন৷

উল্লেখ্য জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ৷ গত নভেম্বরে ঢাকায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ২১ কোটি ১০ লাখ ইউরো সহায়তার চুক্তি করে জার্মানি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ৫০ কোটি টাকা৷

215
Faculty Sections / Garments washing machine
« on: December 14, 2014, 03:56:56 PM »

216
Faculty Sections / Different types of button
« on: December 14, 2014, 03:52:25 PM »

217
Faculty Sections / melt spinning process
« on: December 14, 2014, 03:49:26 PM »

218
Faculty Sections / Basic pant
« on: December 14, 2014, 03:45:51 PM »

219
Faculty Forum / Cutting Machine
« on: August 03, 2014, 02:20:26 PM »
Fully Hydraulic Hack Saw Machine:
Fully Hydraulic Hack Saw Machine that is well known to consume less power and also ensure continuous cutting by the means of a circular endless blade. These machines are highly demanded in the market because of their reliability and high efficiency. These machines are used for various engineering purposes and in industrial processes for cutting, sawing and other activities. They are easy to operate and designed as per the industry standards.


220
বিদ্যুৎ সাশ্রয়ে করনীয় বিষয়াদিঃ (কম্পিউটার, ল্যাপটপ ইউজারদের জন্য)

* কম্পিউটার শাট ডাউন করতে অনেক সময় লাগে। তাই সরাসরি প্লাগের সুইচ অফ করে দিন।
* অকারনে কি বোর্ডের নাম লক, ক্যাপস লক, স্ক্রল লকের বাতি জালিয়ে রাখবেন না।
* টাইপ করার সময় মাউসের তার খুলে রাখুন। এতে মাউসের বাতি অফ থাকবে; ফলে বিদ্যুৎ ও সাশ্রয় হবে।
* ল্যাপটপ চালানোর সময় ফ্যান বন্ধ রাখুন। ল্যাপটপের কুলিং ফ্যান দিয়ে নিজের গায়ে বাতাস লাগান। ল্যাপটপ যখন গরম হবে তখন কুলিং ফ্যান ল্যাপটপে দিন।
* ডাউনলোড করা, গান শুনার সময় মনিটর অফ করে রাখুন।
* মডেম, পেনড্রাইভ, ওয়েবক্যাম অকারনে লাগিয়ে রাখবেন না।
* সাউন্ড সিস্টেম ব্যাবহার না করে হেডফোন ইউজ করুন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শব্দ দূষণ ও কমবে।

221

জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্মতারিখের এক ধরণের প্রভাব রয়েছে। অনেকেই এই ধরণের কথার ওপর বিশ্বাস রাখেন না। কিন্তু একই জন্মগত তারিখের মানুষদের মাঝে আসলেই চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। দেখে নেয়া যাক আপনার জন্মের তারিখের সাথে আপনার চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় কিনা।

আপনার জন্ম তারিখ যদি ১, ১০, ১৯, ২৮ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ১
আপনার জন্ম তারিখ যদি ২, ১১, ২০, ২৯ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ২
আপনার জন্ম তারিখ যদি ৩, ১২, ২১, ৩০ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৩
আপনার জন্ম তারিখ যদি ৪, ১৩, ২২, ৩১ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৪
আপনার জন্ম তারিখ যদি ৫, ১৪, ২৩ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৫
আপনার জন্ম তারিখ যদি ৬, ১৫, ২৪ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৬
আপনার জন্ম তারিখ যদি ৭, ১৬, ২৫ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৭
আপনার জন্ম তারিখ যদি ৮, ১৭, ২৬ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৮
আপনার জন্ম তারিখ যদি ৯, ১৮, ২৭ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৯

#জন্ম সংখ্যা ১ হলে

আপনি অনেক উচ্চাভিলাষী এবং জেদি ধরণের একজন মানুষ। নিজেকে প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য আপনি অনেক কঠোর পরিশ্রম করে চলেছেন। বর্তমানে যদি বেশি সফলতা নাও পান তবে আপনার হাতে সফলতা নিশ্চিত ভাবেই আসবে। আপনি মোটেও স্বার্থপর নন।কিন্তু মানুষ আপনাকে অনেক গম্ভীর ভেবে আপনার সাথে বেশ কম মেলামেশা করেন এবং আপনাকে স্বার্থপর ভেবে থাকেন। আপনি কাউকে ভালোবাসলে অনেক বেশি ভালোবাসেন। এমনকি সকল ভুল মাফ করে ভালবাসতেও আপনি পারেন। আপনাকে বুঝার মতো কম মানুষই রয়েছে পৃথিবীতে।

#জন্ম সংখ্যা ২ হলে

আপনি অত্যন্ত সৎ একজন মানুষ। মাঝে মাঝে আপনি সততার জন্য অনেক বিপদেও পরে থাকেন তারপরও আপনি সৎ থাকাই ভালো মনে করেন। আপনি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে অনেক বেশি সচেতন। মানুষ আপনাকে একজন বিশ্বাসযোগ্য বন্ধু ভাবেন। মানুষ খুব সহজেই আপনাকে বিশ্বাস করে। এবং আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন।আপনি একই সাথে বেশ মজার একজন মানুষ এবং আপনার চিন্তাধারা আর দশজনের তুলনায় খুবই আধুনিক।

#জন্ম সংখ্যা ৩ হলে

আপনি অনেক আত্মকেন্দ্রিক একজন মানুষ।নিজের নতুন নতুন চিন্তা ও তত্ত্ব আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ।আপনি নিজের এইসকল চিন্তাভাবনা নিয়ে অনেকটা সময় পার করে দেন। তবে সবচাইতে ভালো কথা হচ্ছে চিন্তা ভাবনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন।এক্ষেত্রে আপনাকে অনেক স্মার্ট চিন্তাশীল মানুষ বলা চলে। তবে আপনার সিদ্ধান্তটি অনেক মানুষের কাছে গ্রহন যোগ্য নাও হতে পারে। এমনটা হলেও আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন।

#জন্ম সংখ্যা ৪ হলে

আপনি পুরোপুরি দর্শন তত্ত্বে বিশ্বাসী একজন মানুষ। আপনি অনেক বেশি আবেগিও বটে। আপনার চিন্তাভাবনা আপনার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। আপনার মধ্যে ইনটুইশন ক্ষমতা আছে।অনেক ধরনের ঘটনা ঘটার আগে থেকেই আঁচ করে ফেলার ক্ষমতা আপনার আছে।মানুষ বেশিরভাগ সময় আপনাকে ভুল বুঝে দূরে চলে যায়।আপনি কোন ধরণের মানুষ তা মানুষজন একেবারেই বুঝতে পারে না।এমনকি পরিবারের অতি আপনজনও আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেন না।

#জন্ম সংখ্যা ৫ হলে

আপনি বেশ ডমিনেটিং স্বভাবের একজন মানুষ।আপনি আত্মনির্ভরশীলটা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন।অনেক ক্ষেত্রেই আপনি ভাবেন সব কিছু আমার মতো করে হতে হবে। আপনি নিজে অনেক বেশি স্বাবলম্বী। আপনি আপনার নিজের ও পছন্দের মানুষের জন্য অনেক বেশি কষ্ট করতে পারেন।তবে যদি তারা আপনার কথা মতো চলেন।

#জন্ম সংখ্যা ৬ হলে

আপনি অনেক বেশি হাসিখুশি এবং সেনসিটিভ স্বভাবের।মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি প্রায় সকলের কাছেই বেশ জনপ্রিয় একজন ব্যক্তি।আপনার আন্তরিকতা ও ভালোবাসামাখা আচার আচরণের কারনে সবাই আপনার সঙ্গ পছন্দ করে।তবে একই সাথে আপনার সেনসিটিভ স্বভাবের কারণে মানুষজন কিছুটা দূরে দূরে থাকেন। আপনি নিজেকে প্রতিনিয়ত আরও বেশি চিন্তা ভাবনায় উন্নত করতে চান।আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চান। আপনি মানুষকে অনেক বেশিই ভালোবাসেন।

#জন্ম সংখ্যা ৭ হলে

আপনি একজন হাসিখুশি ও উদ্বেগহীন মানুষ। আপনি একই সাথে সমঝোতায় বিশ্বাসী একজন মানুষ।আপনি একজনের ভালো করলে সেও আপনার ভালো করবে এই ধরণের চিন্তা করেন আপনি। আপনি খুব ভালো একজন শ্রোতা। আপনি আপনার সকল আপনজনের কাছে জনপ্রিয় এই কারণে যে আপনি সকলের হাসিমুখ দেখতে পছন্দ করেন।অনেক বেশি সমস্যা ও দুশ্চিন্তাও আপনি ঝেড়ে ফেলে তা সমাধানের চেষ্টা করতে পারেন।আপনাকে কোন ধরনের চিন্তা ও উদ্বেগ স্পর্শ করতে পারে না।সব কিছু ঠাণ্ডা মাথায় চিন্তা করার অসাধারণ ক্ষমতা রয়েছে আপনার।

#জন্ম সংখ্যা ৮ হলে

আপনি অনেক চার্মিং ও এনার্জেটিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।আপনি খুব ঘুরে বেড়ানো পছন্দ করেন। জীবন একটিই, যতোটা মজা করে নেয়া সম্ভব করে নেয়া উচিৎ এই ধরণের চিন্তা করেন আপনি। আপনার মধ্যে কোনো মেকি ভাব নেই। আপনি যেমন ঠিক তেমনই সবার সামনে নিজেকে উপস্থাপন করেন এবং করতে পছন্দ করেন।মানুষজন বেশীরভাগ সময় আপনার সোজাসাপ্টা কথা বলার ধরন অপছন্দ করে থাকে।কিন্তু আপনি নিজের চিন্তাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

#জন্ম সংখ্যা ৯ হলে

আপনি খুব ভাগ্যে বিশ্বাসী একজন মানুষ। আপনি জীবনকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখেন। কারন আপনি অনেক আশাবাদী একজন মানুষ। আপনি জীবনে যা চেয়েছেন তার বেশিরভাগি পেয়েছেন এবং পাবেন বলে আশা করেন। যে কারণে আপনি নিজের ভাগ্যের ওপর ভরসা করে চলতেই বেশি পছন্দ করেন। এবং আপনি আপনার পাওয়া নিয়ে গর্ববোধ করেন সবসময়। আপনি আপনার আপনজন জন্য অনেক কিছুই করে থাকেন।আপনার পথ অনেকেই অনুসরণ করেন।

- সংগৃহীত

√√ আমার কিন্তু মিলছে ☻ :D

Pages: 1 ... 13 14 [15]