Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Anuz

Pages: 1 ... 115 116 [117] 118 119 ... 124
1741
ফেসবুকে কিছুদিন আগে ‘ডিসলাইক’ বোতাম চালুর বিষয়ে নানা ধরনের আলোচনা হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। এবার ‘লাইক’ অপশনের বদলে ইমোশনাল রিঅ্যাকশন, অর্থাৎ আবেগের প্রকাশ ঘটানো যায় এমন বোতাম যুক্ত হতে যাচ্ছে। লাইকের বদলে এ বোতাম দিয়ে ভালো লাগা, মন খারাপ, আশ্চর্য হওয়া, ভালোবাসা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীরা তাঁদের আবেগ প্রকাশ করতে পারবেন।

ইএনগ্যাজেটের স্প্যানিশ সংস্করণে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত—এ রকম আইকন যুক্ত করবে লাইকের বদলে। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ডিসলাইক বোতামবিষয়ক আলোচনার কিছুদিন পরেই নতুন এ বোতাম যোগ করার খবর জানা গেল।
ইতিমধ্যে লাইকের বদলে যে সাতটি আইকন হতে পারে সেটি নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম। তবে এটা জানা যায়নি ব্যবহারকারীদের দেয়ালে ব্যবহারের পর আইকনগুলো কেমন বা কীভাবে দেখাবে।
বিষয়টা অনেকটা সংবাদমাধ্যমবিষয়ক ওয়েবসাইট বাজফিডের মতো হতে পারে যেখানে প্রতিটি নিবন্ধের পর এলওএল বা ডব্লিউটিএফ ধরনের স্টিকার যুক্ত করা থাকে।

1742
Football / কলকাতায় পেলে
« on: October 12, 2015, 01:37:32 PM »
৩৮ বছর পর কলকাতা এসেছেন ফুটবল কিংবদন্তি পেলে। ১৯৭৭ সালে প্রথমবার এসেছিলেন সে সময়ের ক্লাব নিউইয়র্ক কসমসের সঙ্গী হয়ে। এবারের সফরের তিন দিনে ভারতের ক্রীড়া ও বিনোদনজগতের রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান। এঁদের মধ্যে রয়েছেন সৌরভ গাঙ্গুলী ও এ আর রহমানও। যুবভারতী স্টেডিয়ামে গিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ তো দেখবেনই, মহালয়ার দিন যাওয়ার কথা দুর্গাপূজা দেখতেও। পেলের রসনাতৃপ্তির জন্য রাখা হয়েছে ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি, শিম ও ভাতের মতো বাঙালি খাবার.

1743
Food Habit / Re: হজম বাড়ানোর সহজ উপায়
« on: October 07, 2015, 01:45:18 PM »
প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো অনেক বড় বিপদ থেকে আমাদেরকে দূরে রাখে।

1744
Informative post. Thanks for sharing...... :)

1745
চাকরিপ্রার্থীদের দীর্ঘ দিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে। এখন থেকে সরকারি চাকরির আবেদন করতে প্রার্থীকে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে না। শুধু কি তাই! লাগবে না কোনো টাকা। শুধু মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সব পরীক্ষা পাসের মূল সনদ দেখাতে হবে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে চাকরিপ্রার্থী মিথ্যা তথ্য দিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ জানান, আগে চাকরিপ্রার্থীকে আবেদনের সঙ্গে বেশ কিছু কাগজ জমা দিতে হতো। সঙ্গে প্রতিটি কাগজই সত্যায়িত করা লাগত। সরকার চিন্তা করে দেখেছে, এ ধরনের ব্যবস্থা চাকরিপ্রত্যাশীর জন্য কষ্টসাধ্য। এ কারণে নিয়োগ প্রক্রিয়া সহজ করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সচিব আরো জানান, সরকার চিন্তা করছে, চাকরিপ্রত্যাশীর কাছ থেকে টাকা অর্থাৎ পে-অর্ডার, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার নেয়া হবে না।

পরিপত্রে বলা হয়েছে, আবেদনপত্রে আবেদনকারীর ছবি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ এবং মৌখিক পরীক্ষার সময় তথ্য যাচাই করা হলে চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং নিয়োগ প্রক্রিয়া সহজ হবে। সেক্ষেত্রে নির্ধারিত ফরমে নিম্নোক্ত তথ্য চাওয়া হবে।

চাকরিপ্রার্থীর নাম, বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ, বাংলা ও ইংরেজিতে বড় হাতের অক্ষরে প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম নিবন্ধন নম্বর, (জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি হলেই চলবে) জন্ম তারিখ, জন্মস্থান (জেলা উল্লেখ করতে হব), বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স, বছর, মাস ও দিন। চাকরিপ্রার্থীর মা ও বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

বর্তমান ও স্থায়ী ঠিকানায় বাসা ও সড়কের নাম বা নম্বর, গ্রাম, পাড়া ও মহল্লা, ইউনিয়ন, ওয়ার্ড, ডাকঘর, পোস্টকোড, উপজেলা এবং জেলার নাম উল্লেখ করতে হবে। যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ল্যান্ড টেলিফোন নম্বর দিতে হবে।

এছাড়া ই-মেইল ঠিকানা দেয়া যাবে। জাতীয়তা, লিঙ্গ, ধর্ম এবং পেশা লিখতে হবে। এছাড়া নির্ধারিত ওই ফরমে সব শিক্ষাগত সনদের বিবরণ থাকতে হবে। সেক্ষেত্রে পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাসের সাল, বোর্ড ও বিশ্ববিদ্যালয় এবং প্রাপ্ত গ্রেড, শ্রেণী বা বিভাগ উল্লেখ করতে হবে। অতিরিক্ত যোগ্যতা থাকলে তা উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা থাকলে তা-ও উল্লেখ করা যেতে পারে।

যদি কোটার প্রার্থী হন, তাহলে তা উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা, পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হলে ছকের নির্ধারিত ঘরে টিক চিহ্ন দিতে হবে।

সর্বশেষ চাকরিপ্রার্থীকে ওই ফরমে স্বাক্ষর করতে হবে। কোনো তথ্য অসত্য হলে আইনানুগ শাস্তি ভোগ করতে হবে। নির্ধারিত ওই ফরমটি দেশের সব সরকারি অধিদফতর, দফতর, পরিদফতর ও অফিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

1746
Football / রোনালদোর ৮০
« on: September 17, 2015, 02:03:22 PM »
‘গোল পাচ্ছেন না’, ‘গোল পাচ্ছেন না’ রব উঠে গিয়েছিল। সে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো বলেই। উঠতে-বসতে যিনি গোল করেন, তিনি মৌসুমের প্রথম দুটি ম্যাচে গোল না পেলে একটু-আধটু কথাবার্তা তো হতেই পারে। তার কিছু না-কিছু রোনালদোর কানেও গিয়ে থাকবে।
পরের দুটি ম্যাচে যা করলেন, তাতে এখন ‘গোল পাচ্ছেন না’ রব তোলাদের খুঁজে পাওয়া মুশকিলই হবে। কিংবা পাওয়া গেলেও তাঁরাই সুর পাল্টে বলবেন, এত গোল কী করে করেন রোনালদো!
শনিবার লা লিগায় এসপানিওলের বিপক্ষে ম্যাচে একাই করেছিলেন ৫ গোল। পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে আরও ৩টি। পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক। পাঁচ দিন আগেও যাঁর নামের পাশে এ মৌসুমে কোনো গোল ছিল না, তিনিই এখন লা লিগার পর চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোলদাতা! অবশ্য যদি না গত রাতে চ্যাম্পিয়নস লিগে অন্য কেউ (পড়ুন মেসি) একাই ৪ গোল করে থাকেন।
রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে করিম বেনজেমার আরও এক গোল মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পরশু শাখতারকে ৪-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই জয় ছাপিয়ে বার্নাব্যুর রাতটা রোনালদো শুধুই নিজের করে নিয়েছেন দুর্দান্ত সব অর্জনে।
গত মৌসুমের শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে রোনালদো-মেসি দুজনেরই ছিল ৭৭ গোল। এবার প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে মেসিকে পেছনে ঠেলে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন রোনালদো। এরপর ম্যাচ শেষে একহাত নিলেন তাঁর সমালোচকদেরও। পরিষ্কার জানিয়ে দিলেন, কোনো স্প্যানিশ সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। গোল না পাওয়ায় সমালোচনাটা স্প্যানিশ সংবাদমাধ্যমেই বেশি হয়েছিল কিনা! জমে থাকা ক্ষোভ, অভিমান যেটাই বলুন, বেরিয়ে এল অন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও, ‘আমি জানি না, আগে হয়তো আমি খারাপ খেলোয়াড় ছিলাম, দুই ম্যাচে ৮ গোল করে ভালো খেলোয়াড় হয়ে গেছি।’
বাইরের সমালোচনার মধ্যেও তাঁর সতীর্থেরা যে তাঁর ওপর আস্থা রেখেছেন, বললেন সেটাও, ‘আমি যে অবস্থানে এসেছি সেখানে আসতে পারা খুবই সম্মানের। আমি সতীর্থদের কাছে কৃতজ্ঞ। ওরা আমার ওপর আস্থা রেখেছে সব সময়। মাঠেও আমাকে বল দিয়েছে, গোলে সাহায্য করেছে।’
ইউরোপের ক্লাব-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক। তাঁর সমান হ্যাটট্রিক আছে মারিও গোমেজ, ফিলিপো ইনজাগি ও লুইজ আদ্রিয়ানোর। পাঁচ হ্যাটট্রিক নিয়ে এই তালিকায় সবার ওপরে লিওনেল মেসি। বিস্ময়কর হচ্ছে, চ্যাম্পিয়নস লিগে ১১৬ ম্যাচে ৮০ গোল হলো যাঁর, তিনি প্রথম গোলটা পেয়েছিলেন ৩০তম ম্যাচে এসে! ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে রোমার বিপক্ষে ওই ম্যাচ থেকে শুরু করে পরশু পর্যন্ত ২১ বার ম্যাচে দুই বা ততোধিক গোল করলেন। অবশ্য চ্যাম্পিয়নস লিগে তাঁর ৮০ গোলের ১১টিই এসেছে পেনাল্টি থেকে। পেনাল্টি থেকে তাঁর চেয়ে বেশি গোলও আর কেউ করেননি। ১০টি করে পেনাল্টি গোল আছে লুইস ফিগো আর রুড ফন নিস্টলরয়ের।
পরশুর ৩ গোল রোনালদোকে দাঁড় করিয়ে দিয়েছে আরও কতগুলো অর্জনের সামনে। আগের ম্যাচেই রাউলকে ছাড়িয়ে লা লিগায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতা (২৩০ গোল) হয়ে গিয়েছিলেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩২১ গোল হয়ে গেছে তাঁর। ৩২৩ গোল নিয়ে এখানেও শীর্ষে রাউল। এ ছাড়া ক্লাব ও দেশের হয়ে সব পেশাদার ম্যাচ মিলিয়ে এ পর্যন্ত ৪৯৯ গোল হলো রোনালদোর।
রাউলকে আবারও পেরিয়ে যাওয়া কিংবা ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া—দুটিই এখন রোনালদোর জন্য শুধু সময়ের ব্যাপার।

1747
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন আসছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ তথ্য জানিয়েছেন।
 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দপ্তরে এক প্রশ্ন-উত্তরপর্বে এ কথা বলেন ৩১ বছর বয়সী জাকারবার্গ।
জাকারবার্গ বলেন, বাটনটি (ডিজলাইক) মানুষের সমানুভূতি প্রকাশের একটা পথ হিসেবে কাজ করবে। ‘ডিজলাইক’ বাটনটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য প্রায় প্রস্তুত।

২০০৯ সালে ফেসবুকে ‘লাইক’ বাটন যুক্ত হয়। এর পর থেকে অনেক ব্যবহারকারী ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন যুক্ত করার দাবি জানিয়ে আসছে। তাদের যুক্তি, ফেসবুকে এই বাটন থাকলে কোনো কিছু অপছন্দ হলে তা প্রকাশ করা যেত।

বাটনটির বিষয়ে গত বছর জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল। তখন অবশ্য জবাবে তিনি বলেছিলেন, ‘ডিজলাইক’ বাটনের ধারণাটি তাঁর পছন্দের নয়।

1748
Its a great achievement in our garments sector.......... :)

1749
জাপান
মনবুকাগাকুশো- ইউনিভার্সিটি রেকোমেন্ডাশন
দরখাস্তের সময়-প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারী।
মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেসন
দরখাস্তের সময়-প্রতি বছর মার্চ -মে।

দক্ষিণ কোরিয়া
কোরিয়ান গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর

চীন
চাইনিজ গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর
The World Academy of Sciences
দরখাস্তের সময়- প্রতি বছর আগস্ট

ইঊ কে
কমনওয়েলথ স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

জার্মানি
DAAD স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

বেলজিয়াম
VLIR-OUS স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী

নেদারল্যান্ডস
NFP স্কলারশিপ
Nuffic স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

ইউরোপিয়ান কান্ট্রি
ERASMUS MUNDUS স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

সুইডেন
Swidish Institute Study Scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

নরওয়ে
Qouta scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ।

অস্ট্রেলিয়া
IPRS
দরখাস্তের সময়- প্রতি বছর দুইবার – জুন-জুলাই এবং আগস্ট-সেপ্টেম্বর ।
Endevour
দরখাস্তের সময়- দরখাস্তের সময়- প্রতি বছর এপ্রিল থেকে জুন ।

কানাডা
প্রতি টি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু স্কলারশিপ আছে। বিশ্ববিদ্যালয় এর
ওয়েব সাইটে গিয়ে দরখাস্ত এর নিয়ম জেনে দরখাস্ত করতে হবে। সময় ও দেওয়া আছে।

USA
Fulbright scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর মে-অক্টোবর।

1750
Football / মেসির আরেকটি রেকর্ড
« on: August 20, 2015, 11:02:21 AM »
এবারের স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে না পারলেও একটা রেকর্ড ঠিকই গড়েছেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার পাঁচটি আসরে গোল করার কীর্তি গড়েছেন অনেকের মতেই বর্তমানের সেরা এই ফুটবলার। ঘরের মাঠ কাম্প নউয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে এবারের প্রতিযোগিতার ফিরতি লেগের ৪৩তম মিনিটে জালে বল জড়িয়ে রেকর্ডটি গড়েন মেসি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের আসরে গোল করেছিলেন তিনি।

স্প্যানিশ সুপার কাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগে থেকেই আর্জেন্টিনা অধিনায়কের দখলে। সোমবার রাতে এই প্রতিযোগিতায় নিজের একাদশ গোলটি করেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি গোল আছে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গনসালেসের।
রেকর্ড গড়া ওই গোলে চার বছর আগে নিজের একটি কৃতিত্বের পুনরাবৃত্তি করার সুযোগও পাচ্ছেন মেসি; এক বছরে ছয়টি প্রতিযোগিতায় গোল করার কীর্তি। এর আগে ২০১১ সালে এটা করে দেখিয়েছিলেন তিনি।

1751
সহকারী পরিচালক (গবেষণা) পদে কর্মকর্তা নেবে;বাংলাদেশ ব্যাংক। অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট (www.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন “বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি” তে...............

1752
Nice sharing................

1753
মার্কিন ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা ইউয়ানের বিনিময় মূল্য কমিয়েছে চীন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না গতকাল মঙ্গলবার ইউয়ানের বিনিময় মূল্য ১ দশমিক ৯০ শতাংশ কমিয়েছে। গত দুই দশকে এক দিনে ইউয়ানের বিনিময় মূল্য এতটা কমানো হয়নি।
নতুন বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ ইউয়ান। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ৬ দশমিক ১১ ইউয়ান। গত এক বছরে বিশ্বের প্রধান ৩২টি মুদ্রার বিপরীতে ইউয়ানের বিনিময় মূল্য ১৩ শতাংশ বেড়েছিল।
রপ্তানি খাতে অব্যাহত পতন ঠেকাতেই এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চীনা সরকার। গত এক বছর ধরে রপ্তানির পাশাপাশি দেশটির উৎপাদক মূল্যসূচকও কমেছে। জুলাই পর্যন্ত রপ্তানি কমেছে ৮ দশমিক ৩ শতাংশ ও উৎপাদক মূল্যসূচক কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।
অনেক দিন ধরে বিনিময় মূল্য একই পর্যায়ে রেখেছে চীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম রিজার্ভ মুদ্রা হিসেবে ইউয়ানকেও নেওয়ার বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। তবে এ জন্য মুদ্রানীতি সংস্কার নিয়ে বেশ চাপে আছে দেশটি।
মুদ্রা অবমূল্যায়নের ফলে চীনের রপ্তানিকারকেরা লাভবান হবেন বলে আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ইউয়ানের অবমূল্যায়নের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রার মানেও। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের নিজস্ব মুদ্রার বিনিময় মূল্য গতকাল কমপক্ষে ১ শতাংশ করে কমেছে।

1754
মার্কিন ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা ইউয়ানের বিনিময় মূল্য কমিয়েছে চীন। দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না গতকাল মঙ্গলবার ইউয়ানের বিনিময় মূল্য ১ দশমিক ৯০ শতাংশ কমিয়েছে। গত দুই দশকে এক দিনে ইউয়ানের বিনিময় মূল্য এতটা কমানো হয়নি।
নতুন বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ ইউয়ান। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ৬ দশমিক ১১ ইউয়ান। গত এক বছরে বিশ্বের প্রধান ৩২টি মুদ্রার বিপরীতে ইউয়ানের বিনিময় মূল্য ১৩ শতাংশ বেড়েছিল।
রপ্তানি খাতে অব্যাহত পতন ঠেকাতেই এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চীনা সরকার। গত এক বছর ধরে রপ্তানির পাশাপাশি দেশটির উৎপাদক মূল্যসূচকও কমেছে। জুলাই পর্যন্ত রপ্তানি কমেছে ৮ দশমিক ৩ শতাংশ ও উৎপাদক মূল্যসূচক কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।
অনেক দিন ধরে বিনিময় মূল্য একই পর্যায়ে রেখেছে চীন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অন্যতম রিজার্ভ মুদ্রা হিসেবে ইউয়ানকেও নেওয়ার বিষয়টি এখন বিবেচনাধীন রয়েছে। তবে এ জন্য মুদ্রানীতি সংস্কার নিয়ে বেশ চাপে আছে দেশটি।
মুদ্রা অবমূল্যায়নের ফলে চীনের রপ্তানিকারকেরা লাভবান হবেন বলে আশা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ইউয়ানের অবমূল্যায়নের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রার মানেও। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের নিজস্ব মুদ্রার বিনিময় মূল্য গতকাল কমপক্ষে ১ শতাংশ করে কমেছে।

1755
নতুন করে জেনে ভালো লাগলো .............

Pages: 1 ... 115 116 [117] 118 119 ... 124