Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: riazur on May 06, 2015, 12:59:59 PM

Title: এবার দৃষ্টিশক্তি পরীক্ষায় স্মার্টফোনের অ্যাপ
Post by: riazur on May 06, 2015, 12:59:59 PM
প্রথমবারের মতো এমন একটি অ্যাপ বের হতে চলেছে যা মানুষের দৃষ্টিশক্তি পরীক্ষা করবে। চিকিৎসক যে যন্ত্রটি দ্বারা চোখ পরীক্ষা করেন, স্মার্টফোনের অ্যাপটি একই কাজ করবে। অর্থাৎ, বাড়িতে বসেই চোখের অবস্থা জেনে নিতে পারবেন আপনি। আইনেট্রা নামের একটি প্রতিষ্ঠান কয়েক বছর ধরে এই অ্যাপটি নিয়ে কাজ করছে।

এমআইটি টেকনলজি এক প্রতিবেদনে জানায়, দৃষ্টিশক্তি পরীক্ষা হবে অ্যাপটির এক অপশন যার নাম 'ব্লিঙ্ক'। চোখ পরীক্ষার জন্যে অটোরিফ্র্যাক্টর, লেন্সমিটার এবং ফরোপ্টার নামের মেশিন ব্যবহার করা হয়। এগুলো চালাতেও এক্সপার্ট প্রযুক্তিবিদের প্রয়োজন।

কিন্তু 'ব্লিঙ্ক' এর মাধ্যমে সহজেই এ পরীক্ষা সম্ভব, জানান এই প্রজেক্টের সহ-প্রতিষ্ঠাতা ডেভিড সাফরান। বলেন, ব্লিঙ্ক স্ক্রিনিং প্রসেস সম্পন্ন হতে ২০ মিনিট সময় লাগবে। অ্যাপটি কাজে লাগাতে স্মার্টফোনের সঙ্গে একটি বিশেষ যন্ত্র জুড়ে দিতে হবে যা ভিউ-মাস্টার হিসেবে কাজ করবে। এটি মোবাইলের ক্যামেরায় যেভাবে বাড়তি লেন্স লাগায়, তেমনভাবেই লাগাতে হবে। এটিই অটোরিফ্র্যাক্টরের কাজ করবে এবং চোখের ফোকাসের ভুল নির্ণয় করবে। যন্ত্রটি চোখ পরীক্ষার সময় স্মার্টফোনের পর্দার আলো নিভিয়ে দেবে এবং লাল ও সবুজ আলোর বিচ্ছুরণ ঘটাবে। এই আলোর মাধ্যমে চোখ পরীক্ষা হবে।

এই লাল ও সবুজ আলোর বিম আপনি চোখ দিয়ে দেখবেন। আর এই বিমগুলো আপনি কতোটা সঠিকভাবে দেখত পারছেন তা পরীক্ষা করবে অ্যাপটি।

এই অ্যাপের সঙ্গে আরেকটি যন্ত্র থাকবে যা লেন্স মিটারের কাজ করবে এবং বর্তমানে যে চশমাটি ব্যবহার করছেন তার পাওয়ার ঠিক আছে কিনা তা পরীক্ষা করবে।

ব্লিঙ্ক এর কাজ করাতে একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে ব্লিঙ্ক এবং চোখের মাঝখানে চশমা স্লাইড হিসেবে কাজ করে। ফোনের ক্যামেরার মাধ্যমে চোখের ছবি তোলা হয়।

তৃতীয় একটি যন্ত্রের মাধ্যমে ফরোপ্টারের কাজ করা হবে। এর দ্বারা চোখের দৃষ্টিশক্তির সঙ্গে কত পাওয়ারের লেন্স প্রয়োজন তা বের করা যাবে।
Title: Re: এবার দৃষ্টিশক্তি পরীক্ষায় স্মার্টফোনের অ্যাপ
Post by: mahmud_eee on May 13, 2015, 10:48:44 AM
Thanks for sharing.......
Title: Re: এবার দৃষ্টিশক্তি পরীক্ষায় স্মার্টফোনের অ্যাপ
Post by: shan_chydiu on May 14, 2015, 02:14:28 PM
Helpful.