Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on January 18, 2018, 07:10:11 PM

Title: We have to preserve our mother nature.
Post by: Reza. on January 18, 2018, 07:10:11 PM
সেই ১৯৮৬ সালে কলেজ থেকে ভোর বেলা ঢাকায় বাসায় ফিরতেছিলাম। পাবনা থেকে নগরবাড়ি রাস্তার দুই পাশে বিশাল বিশাল গাছ ছিল। দুই পাশের গাছগুলোর ডালপালা রাস্তার উপরে চাঁদোয়া তৈরি করেছিল। (পরে বিজ্ঞান বইয়ে পড়েছিলাম ওইটাকে ক্যানোপি বলে।) ১২ - ১৩ বছর বয়সের আমি বাসের সামনের সিটে বসে মুগ্ধ হয়ে পুরো পথ দেখে চলেছিলাম সেই মুগ্ধকর দৃশ্য। ৩১ বছর আগের সেই ছবি মনে পড়ল যশোরের শতবর্ষী গাছ গুলো ছবি পেপারে দেখে।
বুয়েটের আসেপাশে ও আজিমপুরেও বেশ কিছু শতবর্ষী গাছ আছে। বিশাল বিশাল সেই গাছগুলো দেখলে মন ভরে যায়।
আমাদের এলাকাতেও রাস্তা ও নতুন ফুটপাথের কাজের জন্য অনেক গাছ কাটা পড়েছে। সে গুলো শতবর্ষী না হলেও ১০ - ১৫ বছর বয়স হয়েছিল। এইগুলো আর পূরণ হবে না।
ছোটবেলায় একবার একটি কৃষ্ণচূড়া গাছে পঙ্গপালের মত এক রকম পোকার আক্রমন দেখেছিলাম। পরের দিনই গাছটি নেড়া হয়ে গেল। তার কিছুদিন পর গাছটি মরে যায়।
আমরা উন্নত হচ্ছি। মানুষ হিসেবে যতটা - তার থেকে অনেক বেশী নাগরিক হিসেবে।
কিন্তু আমরা জানিনা যে আমরা ঢাকার মানুষেরা প্রকৃতির কাছে পঙ্গপালের থেকেও ভয়ংকর প্রাণী হিসেবে দেখা দিয়েছি।

(আমার ফেসবুক পোস্ট থেকে।)