Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Touhidul Islam

Pages: [1]
1
সাইট্রাস বর্জ্র্য থেকে আমরা কি টেক্সটাইল ফাইবার তৈরি করতে পারি?
( #সাইট্রাস_বর্জ্র্য হল লেবু, কমলা বা মাল্টা জাতীয় ফলের আবরণী অংশ যা আমরা ফেলে দেই)

প্রশ্নটি প্রথম জাগে সিসিলিয়ান দুই মেয়ের মনে। পরবর্তীতে ইতালিতে তাদেরকে নিয়ে আসা হয় এটা নিয়ে আইডিয়া ডেভেলপ করে নতুন কিছু উদ্ভাবনে সহায়তার জন্য। এরপর উঠে আসে কমলা লেবুর নাম, যার আবরণী বা খোসা থেকে ইন্ডাস্ট্রিয়াল ভাবে প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে সেলুলোজ আলাদা করে উন্নতমানের টেক্সটাইল ফাইবার পাওয়া সম্ভব। এমনকি এই ফাইবার এসেনশিয়াল ওয়েল সমৃদ্ধ। তাই বলা যায় এই ফাইবার দিয়ে তৈরি টেক্সটাইল প্রোডাক্ট ত্বকের জন্য এতটাই উপকারী যা বডি লোশনকেও হার মানায়। এমনকি এটি বায়োডিগ্রেডেবল একটি ফাইবার।
তাই আমাদের উচিত এই জাতীয় ফলের উৎপাদন বৃদ্ধি করে গবেষণার মাধ্যমে এই ফাইবারকে আরো উন্নত রূপ দান করা। যার ফলে অধিক কর্ম সংস্থান সৃষ্টি হবে এবং টেক্সটাইল সেক্টরও সমৃদ্ধ হবে।

ঘটনার শুরু ২০১১ তে। অরেঞ্জ ফাইবার যখন আবিষ্কার করেন আড্রিয়ানা স্যান্টানোসিটো এবং এনরিকা এরিনা, দুজনেই তখন মিলানে টেক্সটাইল নিয়েই পড়াশোনা করছিলেন। আড্রিনা রিসার্চ করছিলেন এমন কোনো ফাইবার নিয়ে যা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ত্বকের জন্য উপকারী। আর তার রুমমেট এরিনা ছিলেন মার্কেটিং ও কমিউনিকেশন এক্সপার্ট। এড্রিনার গবেষণার মাধ্যমে উঠে আসে অরেঞ্জ ফাইবার এবং এ নিয়ে তিনি বিস্তারিত ভাবে সাসটেইনেবল একটি থিসিস দেন। বাকি দায়িত্ব কাঁধে তুলে নেন এরিনা। তিনি এই থিসিসকে বিশ্ব দরবারে তুলে ধরেন। টেক্সটাইলের নানা গবেষকদের পর্যন্ত পৌছে দেন। পরবর্তীতে এই থিসিসটাই মিলান পলিটেকনিক এর একটি প্রোজেক্টে পরিণত হয় এবং একটি দল বিষদ গবেষণা করে এড্রিনার থিসিসের সাথে একমত হয়।
এরপর ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ইতালির ক্যাটানিয়া এবং রোভেরেতো শহরে Trentino Sviluppo নামের এক বিজনেস কোম্পানি ও এক আইনজীবীর আর্থিক সহায়তায় এই অরেঞ্জ ফাইবার অফিশিয়াল ভাবে হয়ে ওঠে এক উদ্ভাবনী স্টার্টআপ। এরপর ২০১৪ সালেরই সেপ্টেম্বরে মিলানের এক এক্সপোতে অরেঞ্জ ফাইবারকে বিশ্বের কাছে অফিশিয়াল ভাবে প্রথম বারের মত প্রকাশ করা হয়।

সিসিলিয়ান অঞ্চলের সাথে অরেঞ্জ ফাইবারের সম্পর্ক খুবই গভীর। সিসিলি দ্বীপে প্রতিবছর প্রচুর পরিমানে কমলা উৎপাদন করা হয়। এবং প্রতিবছর শুধুমাত্র সিসিলি অঞ্চল থেকেই ৭০০ টন সাইট্রাস বর্জ্র্য পাওয়া যায়। এই সংখ্যা থেকেই কমলা উৎপাদনের পরিমানটা ধারনা করা যায়। এই বর্জ্র্য পরিবেশের উপর অবশ্যই খারাপ প্রভাব ফেলছে।
কিছু অরেঞ্জ ফাইবার প্রোজেক্ট একটি স্থায়ী সমাধান নিয়ে আসতে পারে এই সমস্যার। যা সিসিলি এবং সর্বপরি সমগ্র বিশ্বকে পরিবেশগত এবং অর্থনৈতিক উভয় ভাবেই এগিয়ে নিবে।

এই আইডিয়া ইতোমধ্যে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে। এরমধ্যে ২০১৫ সালের UNECE Ideas for Change Award উল্লেখযোগ্য। এই ফাইবারের ব্যবহার টেক্সটাইল বা হোম টেক্সটাইল এমনকি কসমেটিকস পর্যন্তও বিস্তৃত। তাই বলা যায় অবশ্যই এই ফাইবারের ভবিষ্যৎ এক শক্তিশালী অবস্থানেই রয়েছে যা অত্যন্ত টেকসই।
এর আরো বহু গুণাবলি রয়েছে যা গবেষণার মাধ্যমে ডেভেলপ করে সফল করা সম্ভব। তাই এটা নিয়ে গবেষনা বৃদ্ধি করা উচিত এবং টেক্সটাইলের বড় বড় ব্র্যান্ড গুলোর উচিত বিষয়টির উপর নজর দিয়ে একে আরো আকর্ষণীয় করে তোলা।

2
পাইঃ
>> একটা বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত হলো পাই।বৃত্তটি ছোট হোক বা বড় সর্বদাই তার পরিধি ও ব্যাসের অনুপাত হবে পাই।
>> গানিতিক ইতিহাস অনুযায়ী, আজ থেকে চার হাজার বছর আগেও ব্যাবিলনের মানুষেরা π এর ব্যাপারে জানত।
>> খ্রীষ্টপূর্ব ১৫০ সালে গনিতবিদ,ত্রিকোণমিতির জনক টলেমি প্রথম পাই এর মান নিনয় করেন।
>> ১৭৬১ সালে জোহান হেনরিখ ল্যাম্বার্ট প্রমান করে গেছেন যে, π হলো অমূলদ সংখ্যা অর্থাৎ
এটিকে কখনো দুটি পুর্ন সংখ্যার
ভগ্নাংশ রুপে প্রকাশ করা যাবে না,যার মান কোনদিনই শেষ হবে না এবং এটি দশমিকের পর অসীম পর্যন্ত বিস্তৃত হবে, খুব সহজ ভাবে এক কথায় বললে বলা যায় আমরা কখনোই পাই এর সঠিক মান নির্ণয় করতে পারব না। পাইয়ের মান কোনদিনই শেষ হবে না।
>> পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ অতি সুক্ষ্ম ভাবে নির্নয় করার জন্য নাসার বিজ্ঞানীরা দশমিকের পর ৩৯ ঘর পর্যন্ত π এর মান ব্যবহার করেন।
>> π এর ব্যাপারে ৫০০ সালে ভারতীয় উপমহাদেশের গনিতবিদ আর্যভট্ট একটি মজার সুত্র ও ধারনা দিয়েছেন। তার মতে, (১০০+৪)×৮+৬২০০০÷২০০০০=৩.১৪১৬/π
>> ১৪ ই মার্চ কে পাই দিবস পালন করা হয়। আমেরিকান ক্যালেন্ডার অনুযায়ী, ৩ কে ধরা হয়েছে মাসের সংখ্যা যা মার্চ মাস আর ১৪ তারিখ।

স্যার আলবার্ট আইনস্টাইনঃ
>> স্যার আলবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ ই মার্চ জার্মানীর উল্ম শহরে জন্মগ্রহন করেন।
>> তিনি ১৯২১ সালে ফটোইলেক্ট্রিক ইফেক্টস এর সূত্র আবিষ্কার করার ফলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
>> এছাড়াও তাঁর  আপেক্ষিকতার তত্ত্ব (Theory of Relativity) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র (Mass-Energy Equivalence Formula) E=mc^2 আধুনিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম মেকানিক্স এর ভিত্তি স্তম্ভগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য হয়ে থাকে।
>> তিনি ১৮ এপ্রিল, ১৯৫৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের  Princeton Medical Center at Plainsboro তে মৃত্যু বরণ করেন।

3
"কৃষ্ণ গহ্বর"
শব্দটি যেমন শ্রুতিমধুর, তেমনি রহস্যময়।
কৃষ্ণগহ্বর বা কৃষ্ণ বিবর (ব্ল্যাক হোল নামেও পরিচিত) মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট  বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে, এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও নয়। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। ফলে এ থেকে কোন কিছুই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ বিবরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়।

ব্ল্যাক হোল নিয়ে বহু বিজ্ঞানী গবেষণা করে করে নানা রকম অবাককর তথ্য উদঘাটন করেছেন। তবে ১৭৮৩ সালে সর্বপ্রথম ভূতত্ত্ববিদ জন মিচেল ধারনা প্রদান করেন যে, "বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোন বস্তু, যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ পর্যন্ত পালাতে পারে না"। কিন্তু কৃষ্ণগহ্বর সম্পর্কিত এ ধরনের মতামত ঊনবিংশ শতাব্দিতে প্রকটভাবে উপেক্ষিত হয়। কারণ আলোর মতো ভরহীন তরঙ্গ কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে সেটা বোধগম্য ছিল না।
ব্ল্যাকহোল নিয়ে সমগ্র বিশ্বব্যাপী বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। এমনকি অনেকেই এর অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলে। তবে ২০১৯ সালের ১০ এপ্রিল ইতিহাসে সর্বপ্রথমবার ব্ল্যাকহোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে জানানো হয়েছে  দূরবর্তী একটি গ্যালাক্সী থেকে ছবিটি তোলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ গবেষণা বিষয়ক সাময়িকী অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আনুমানিক ৫০০ মিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার দূরের সেই ব্ল্যাকহোলের ছবি তোলা হয়েছে বিশ্বব্যাপী আট টেলিস্কোপের মাধ্যমে।
বিবিসি বলছে, গ্যালাক্সিটি পৃথিবী থেকে চার হাজার কোটি কিলোমিটার দূরে অবিস্থিত। আর আয়তনে সেটি পৃথিবীর থেকে ৩০ লাখ গুণ বড়। বিজ্ঞানীরা এটিকে বর্ণনা করেছেন ‘মনস্টার’ বা দৈত্য হিসেবে।
এম৮৭ নামের একটি গ্যালাক্সিতে থাকা ব্ল্যাকহোল
এই ছবি তোলার জন্য পরীক্ষা চালানোর প্রস্তাব করেন নেদারল্যান্ডেসর  র‌্যাডবোউড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেইনো ফালকে। তিনি বিবিসিকে বলেন, ব্ল্যাকহোলটি এম৮৭ নামের একটি গ্যালাক্সিতে খুঁজে পাওয়া গেছে। তিনি জানান, ‘আমরা যেটা দেখতে পেয়েছি তাতে সেটি আমাদের পুরো সৌরজগতের চেয়েও বড়।’ তিনি আরও বলেন, ‘সূর্যের চেয়েও সাড়ে ছয়শ কোটি গুণ বেশি শক্তিধর এটি। আমরা ধারণা করছি, এটি সবচেয়ে ভারী ব্ল্যাকহোল। এটা আদতে একটা দৈত্য বা মনস্টার। মহাবিশ্বের কৃষ্ণগহ্বরের মধ্যে এটিই চ্যাম্পিয়ন।’

কৃষ্ণ বিবর ও আপেক্ষিক তত্ত্ব নিয়ে গবেষনা করে সারাজীবন পাড় করে দিয়েছেন স্যার আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং এর মত বড় বড় বিজ্ঞানীরা। ব্ল্যাক হোল নিয়ে গবেষনা চলে আসছে বহু যুগ ধরে এবং চলছে এখনো। এটি দিন দিন খুলে দিচ্ছে ভাবনার দুয়ার। আমরা যত বেশি ভাববো, তত বেশি প্রশ্নের জন্ম দিবে। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুজতে খুজতে ডুবে যেতে পারব গবেষণায়। এই মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র জিনিস থেকে শুরু করে অতি বৃহৎ জিনিস পর্যন্ত সবকিছুই গবেষণার রাস্তা খুলে দিচ্ছে আমাদের। আসুন আমরা বিজ্ঞান নিয়ে ভাবি। মনে প্রশ্ন জাগিয়ে তুলি, "Why?, Who?, How?, When?, What?”. উত্তর খুজতে যেয়ে বেরিয়ে আসবে অজানা অনেক তথ্য। সমৃদ্ধ হবে নিজেদের জ্ঞান ভান্ডার।

4
Textile Engineering / Study Planning of Textile Engineering Students
« on: October 01, 2018, 11:14:00 PM »
Introduction:
Textile Engineering is a practical oriented applied science-based subject which is including Mechanical & Chemical Technology. Our Universities or Engineering Colleges are offering Bachelor of Science course on this subject area. Most of the students of this subject are studying this subject on usual way but as we are living on the time of technological advancement as well as on globalization, we should come out from usual way to make difference & take challenge. I am trying here to give the guidelines consecutively to textile students for their uniform way of future building.

Primary Step:
At first think about that why are you coming to textile education? How are you inspired? Conceptualize your logical thinking about this answer. If your answer is neutral like father’s wish or another’s suggestion but I have no wish, so forget about it. You should be positive about it & just think that, it is only your decision & don’t forget that, it is the way of your life & you must be responsible to make it better. One can give you suggestion but they can’t give you success, you have to make your successful future.

As a Textile student, you should know what is textile & garments. Make a concept about local & global textile sector, what is the feature & historical background of textile sector of Bangladesh. By this time, you are being ready to claim you as a textile student because you have been trying to grow your confidence about textiles.

Next you have to concentrate on two necessary tools: English skill & Computer literacy which is must for the age of globalization but it doesn’t mean that you have to be the master. You have to have the knowledge of basic computing like MS office program & internet browsing. Programming, Photoshop, Illustrator, AutoCAD or graphics design can give you extra advantage. You should have to start practicing of English speaking. Don’t be shy about it; just try to make a circle/environment where you can practice English speaking. You shouldn’t think about grammatical mistake while you are talking rather you should avoid inertia to talk in English. You need not to go to depth of grammar, specially follow the rules of tense & know the technique of questions & answer. For the vocabulary, just try to memorize the word meaning what you know & note down it on your diary. You also try to find out the meaning what you don’t know, list down it on your diary & take the help of dictionary. Review this diary frequently & try to implement these words on your practical talking. You should start writing about any particular topic & always try to find out the way of business English writing (standard mail writing strategy to keep business communication). You can take help from your seniors, respective teachers or from web search.

Secondary Step:

You should learn what is the job prospect of Textile Engineer? What is the role, he plays? What are the positions of Textile Engineers in Textile & Garments industry? Ask it to your faculty, seniors or to your known textile individuals.

Try to know about the number of textile industries in your country with breakdown like the number of weaving, dyeing, spinning & garments industries. You can know about conventional textiles like hand loom, the way of processing & their work culture centering the textiles. Also try to know that what is the export position of your country’s textile & garments product? What is the strength & what is the weakness of your textile sector? Start enjoying the media news & newspaper to get the latest news of textile sector. Try to enjoy the talk show related to textile business to know about expert’s thinking.

Clarify your conceptual basic. Try to know about the renowned textile & garments industry of your country as well as renowned brand of word for what we manufacture RMG product. Try to know about the market of our RMG product like EU, USA or others. Visit renowned buyer’s website; know about their country of origin, product & policy. Also visit website of our textile industries & know about their product, resource, customer, compliance & so on.

If possible try to visit Textile & Garment Industry personally or academically. Before visiting, please note down what you know from your theoretical basic & after visiting please note down what you have learnt from visit, try to match your theory with practical factory work. During visiting, you should treat as like as a reporter & please maintain a diary.
Always try to attend on textile related seminar on your university or anywhere. Also try to attend on textile & garments exhibition with friend’s group to discuss for better understanding.

Final Step:
Always concentrate on your practical classes on your university lab. Don’t study only for your result rather you should concentrate on your enjoyable learning. Try to find out enjoy on your studies. Don’t be dependent on academic syllabus rather try to know something interesting from your study. Don’t learn by bindings of exam; try to learn by enjoyable mind. Keep in mind that your future is dependent on what you know & your power of innovation & exploration rather than your result.

As a textile student, you must have to keep in mind that unity is strength. So start building communication with senior students, respect them & behave smartly & politely with your teacher & seniors. You should keep continuous communication with seniors & teachers. You can form group/ club on your University or your University may have Textile club. You should use textile club to rejoin with seniors, you can arrange session to take idea or knowledge from senior brothers/sisters who are working on different position of Textile & Garments Industry. Always try to share your knowledge & discuss the thing with your friends, senior brothers and teachers or textile individuals.

Always think about practical. As your subject is textile & you are studying textile product manufacturing. So, take a dress, analyze it & ask yourself that what is it? What is the parts name? What types of machines or processing is needed to manufacture it? How can I develop it? What are the components like fabric & accessories included? What is the fabric specification & appearance? Match your concept, note down all these things and try to remove confusion by discussing with teachers or senior brothers or friends or technical expert.
 
Analyze the job market. There are so many department/sections in textile & Garments industry; try to know about the role of textile engineers on these department, environment, work culture of these departments as well as the prospect of employee of every departments in future. Then set up your career goal, what will be your suitable one? Select your major or specialization area according to your career goal. Always try not to change your track, so after completion of graduation, try to join on the respective department according to your career goal.

Internship Period:
Try to select an industry which is composite in nature (either it is small or bigger) because in composite industry, you can get all types of departments & respective machinery at one place.
Always follow the instructions of academic & industrial supervisor. Be regular, work as like as a reporter, behave smartly & be presentable because you are carrying the image of your University as well as your personality, so be careful about it. You should be motivated on learning & try to mix up with the worker to know about their procedure, work culture & behave politely with them.

Conclusion:
I think that most of textile student can get idea from here & by incorporating with everyone’s own conception, they can be the asset for our textile sector as well as our country thus an industry can take a fresh textile graduate very warmly & Industries can expect textile graduate as best asset for their technological & business development.

5
Textile Engineering / Scope of Jobs in Textile Sector of Bangladesh
« on: October 01, 2018, 10:05:07 PM »
Economic crisis of the recent years is increasing in international market. This harmful affect has falling down the economy of Bangladesh. To overcome this problem many mills and industries have cutting out their labors. As a result, unemployment problem is increasing remarkably. The effectiveness of this result is contributing to do unstable of social condition. It effects on collapsing of human nature. Kidnapping, steeling on street have become common affair in Bangladesh.
If we consider different job sectors in Bangladesh, in this case textile sector is completely exception to other section. When the entrepreneurs of other sectors are trying to short their business, in textile sector this situation is completely reversible. New entrepreneurs are increasing day by day in textile sectors. Specially in RMG sectors. Currently, there are more than 8,000 RMG firms in Bangladesh. More than 95 per cent of those firms are locally owned with the exception of a few foreign firms located in export processing zones. The RMG firms are located mainly in three main cities: the capital city Dhaka, the port city Chittagong and the industrial city Narayangonj. Bangladesh RMG firms vary in size. Based on Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) data, found that in recent times more than 78 per cent of the firms employed a maximum of 400 employees each.

Scope of jobs in textile sector are mentioned below:

1. Production
2. Govt/Others
3. Govt Job (Special)
4. Special Job

A. Production
1. Lab
2. Spinning
•   Production
•   Quality
3. Fabric
•   Knitting
•   Weaving
4. Dyeing
•   Yarn dyeing
•   Knit dyeing
•   Woven dyeing
•   Garments dyeing
5. Planning
6. R & D
7. Garments production
8. Finishing
9. Quality
•   Grey quality
•   Fabric quality
10. Printing
11. Technical officer
12. Fabric technology
13. Washing
14. Industrial Engineering
15. Compliance
16. HR (Human Resource)
17. Sample section/development


B. Govt/Others
1. BJMC
2. BJRI
3. BSTI
4. IJSC
5. BGMEA
6. BKMEA
7. FBCCI
8. EPB
9. BEPZA
10. EPZ
11. DOT
12. MOT
13. BTEB
14. BTMC


C. Govt Job (Special)
1. DOT (Assistant Director)
2. Instructor (Technical)
3. Instructor (Vocational)
4. Superintend (Vocational)
5. University (Public)
6. University (Private)
7. College (Textile)
8. Textile Institute (Public & Private)
9. PSC (Non-Cadre)
10. BCS


D. Special Job
1. Marketing
•   M/C Marketing
•   Dyes/Chemical Marketing
•   Accessories/Trimming
2. Testing
•   SGS
•   ITS
•   Intertek
•   Bureau Veritas
3. Merchandising

6
Textile Engineering / Basic of Merchandising as Profession.
« on: September 18, 2018, 02:13:09 AM »
Textile Engineering is a preferred topic to many people of the current time and it has been noticed in recent times that a significant number of students are now interested in learning about this topic. There are many sectors in Textile Engineering. Merchandising is one of them. Some basic things about merchandising is below:

1. Merchandising is one of the most expected job to the textile engineers because of its good working environment.
2. Merchandising is a non technical job. Its not related to pure textile.
3. The most distinguished jobs in the factory are merchandiser's and their marketing is under their control.
4. A merchandiser follows up the total process from order execution to delivery.
5. Merchandising post starts from Trainee Merchandiser and ends by Merchandising GM.
6. Junior Merchandiser is the unwritten peon of the merchandising group. He has to do most of the works. However, those who can do this work, can get promotion quickly. There is no reason to be bothered by not working in your own hands.
7. Merchandising is a job based on buyer. If the good buyer's work, the quality quickly develops.
8. The best buyer whose demand is good on the market, like if you are H & M expert, the other factory will call you to see this buyer.
9. Posts: Merchandising Manager> Senior Merchandiser> Merchandiser> Assistant Merchandiser> Trainee Merchandiser.
10. Merchandisers of factories have two types. One type works in head offices, another in factories.
11. 11. The merchandising job of the factory is considered to be a public/govt  job.
12. If you do not have technical knowledge for the merchandising job of the faculty, then your English skills, computer skills and email skills should be 100-100. However, technical knowledge will help you to avoid many dangers and help you to take a decision.
13. According to the traditional factories of Mercantile, there is no shortage of kennel cloth.
14. Additional income sources of merchandise are a factory product, and honor from the different suppliers. Merchandiser has the option of choosing the supply.
15. It is important to be aware of merchandise rates, composition, construction, congestion and quality.
16. Factory merchandisers learn to work faster than head office merchandisers.
17. Dream job for the merchandisers is the job of foreign buyers buying house.
18. Non technical people can do well in merchandising because of their patience. But technical people can do well also if they have patience.
19. Merchandisers get the transport, breakfast, dormitory of the factory.
20. If you have a habit of phone talking, that is a plus point for you as a merchandiser. Because they have to pass most of the time in phone talking and in emails.
21. The preferable major of the factory for merchandising is garment. But students of dying can do well also.
22. The guy of a little rough behavior can be a good merchandise.
23. To know dying is enough for the dying job, to know fabric is enough for the fabric job, to know garment is enough for the garment job, but to be a merchandiser you must know whole textile from the first to last.
24. About 3 years experience is needed to get a foreign buying house job.
25. Before entering in merchandising, you should start a job at production or quality. It you help you a lot to understand merchandising works.
26. Shipping is not the duty to do the job, if job targets are not working.
27. Merchandising job is a general shift. There is no shifting system.
28. Merchandising has 2 types. Fashion Merchandising, Visual Merchandising.
29. Besides these woven, knit, sweater merchandising are also another good types of job.
30. Overall to be a merchandiser can be a good aim of textile engineers.

7
Textile Engineering / The Actual Meaning of Textile Engineering
« on: September 10, 2018, 05:27:11 PM »
What is the work of textile engineers? What do they actually do? Why are the people of the textile industry employed to pay them high salaries?

Many of the people ignores Textile Engineers. They think that textile engineering is not a part of engineering. They also think dress or cloths not need any engineering. Even 80% people of our country know just a few about textile engineering.

It is a complete manufacturing based process where an engineer has to start from machine setting to work with process control, product development, gear mechanism and maintenance. Spinning engineers have to know how to input the program's input. Wet processing engineers must be best quality chemical engineer.

NASA scientists who have been working to send people in space for a long time, they have employed numerous textile engineers to design space suites and nanofiber, carbon fiber shields.

Recently, BUET has started using non-ozone Jute Technology as civil engineering for Geo Textile. In the future, when Geo-Textile is being taught as a regular subject of civil engineers, Bangladeshi textile engineers will be appointed as a teacher for this course.

In fact, the textile engineering sub-sector has all the similarities with IPE engineering and mechanical engineering.

However though many people don't like textile engineering as profession, but only textile engineers in Bangladesh have started branding in the "Made in Bangladesh" tag at the international level. Nowadays many organizations (like Walton) claim that they are banding Bangladesh. How many people who use Walton in the hundreds or thousands of international brands, know?

Keep in mind that the world's second largest jeans brand H & M takes only $ 130 million worth of products annually from Bangladesh. Today, who are accustomed to watching movies in Hollywood, how many of them know that these celebrities know Bangladesh as a brand? Grade one jersey, from the Nature comfort trail dress to the football World Cup, the famous companies like Diesel, Reebok, Nike, Puma, all depends on the textile products of Bangladesh.

And the textile engineers of this country have made Bangladesh known as a brand in the world. The international community has declared Bangladesh as the next China in textile sector. So we should feel proud for the textile sector of our country and also for the textile engineers.

8
When we start thinking about the export industries of Bangladesh, the first and most successful industry that comes to mind is the garments industry or textile sector. Bangladesh is going to fulfill almost half a year of independence. And the lion's share of the economy of this country comes from the textile industry.

No matter what the children or the adult say, there are about 30 million people involved in this sector directly or indirectly. The interesting thing is, many people may not know that our country is making jerseys of the FIFA World Cup. Although they did not achieve the fate of the international arena game.

On the other hand, in the history of our neighboring country India, it was seen that they changed their fate with the spinning wheel. As a result, the flag of India is seen as a spinning wheel symbol.

More recently, the work of the textile sector was carried out by the convicts in a jail in Bangladesh. As a result, the country was one step ahead of achieving foreign exchange.

Ultimately, to make textile sector more profitable, we have to develop a new business concept, as well as enhance our creativity.

Pages: [1]