Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Narayan on April 29, 2012, 09:19:06 PM

Title: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Narayan on April 29, 2012, 09:19:06 PM
কর্মক্ষেত্রে অনেককেই দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করতে হয়। এর ফলে অনেকেরই মেরুদণ্ডে ব্যথা হয়ে থাকে। বসার জন্য কোন ভঙ্গিটা বেশি ভাল তা নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, চেয়ারে সোজা হয়ে বসা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভাল ভঙ্গি নয়। সবচেয়ে ভাল ভঙ্গি হচ্ছে পেছনে ১৩৫ ডিগ্রি কোণে হেলান দিয়ে বসা।

স্কটল্যান্ড এবং কানাডার একদল গবেষক চৌম্বকীয় অনুরণন প্রতিচ্ছবি (এমআরআই) মেশিনের সাহায্যে গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এতদিন ধরে বলা হচ্ছিল, সোজা হয়ে বসাই সবচেয়ে ভালো। অথচ, এ গবেষণায় দেখা গেছে সোজা হয়ে বসলে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

ব্রিটিশ কায়রোপ্রাকটিক অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ৩২ ভাগ লোক দিনে ১০ ঘণ্টারও বেশি সময় চেয়ারে বসে কাজ করেন। তাঁদের অর্ধেকই টেবিল থেকে ওঠেন না, এমনকি দুপুরের খাবারও খান সেখানে বসে। দুই-তৃতীয়াংশ লোক বাড়িতে ফিরেও চেয়ারে বসে কাজ করেন।

স্কটল্যান্ডের অ্যাবারডিনের উডেনড হাসপাতালে এ গবেষণা চালানো হয়। গবেষণায় এমআরআই মেশিনের সাহায্যে ২২ জনের মেরুদণ্ড স্ক্যান করে দেখা হয় তাঁদের তিনটি পৃথক ভঙ্গিতে বসানো হয়। ভঙ্গি তিনটির প্রথমটি হচ্ছে, ডেস্কের ওপর ঝুঁকে_ যেমনটা ভিডিও গেম খেলার সময় বসা হয়, দ্বিতীয়টি ৯০ ডিগ্রি কোণে সোজা হয়ে এবং তৃতীয়টি ১৩৫ ডিগ্রি কোণে পেছনে হেলান দিয়ে শরীরকে এলিয়ে। তিনটি ক্ষেত্রেই পা মাটি ছুঁয়ে থাকে। গবেষকরা এরপর মেরুদণ্ডের কোণের এবং দুই কশেরুকার মধ্যবর্তী স্থানের (স্পাইনাল ডিস্ক) দৈর্ঘ্য এবং বিভিন্ন ভঙ্গিতে নড়াচড়াকালের হিসাব নেন। গবেষকরা জানান, সাধারণত মেরুদণ্ডের ওপর চাপ পড়লে স্পাইনাল ডিস্কের স্থানচ্যুতি ঘটে।

স্পাইনাল ডিস্কের স্থানচ্যুতি সবচেয়ে বেশি হয় ৯০ ডিগ্রি কোণে সোজা হয়ে বসার ক্ষেত্রে। সবচেয়ে কম স্থানচ্যুতি হয় ১৩৫ ডিগ্রি কোণে বসার ক্ষেত্রে। আর সামনের দিকে ঝুঁকে বসার ক্ষেত্রে দেখা গেছে, মেরুদণ্ডের নিচের দিকের দুটি ডিস্কের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। গবেষকরা ১৩৫ ডিগ্রির হেলানো ভঙ্গিতেই সবার বসা উচিত বলে মতামত দেন।

Original Source: http://goo.gl/45V2h (http://goo.gl/45V2h)
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: arefin on May 02, 2012, 06:58:46 PM
Informative post, thanks for sharing.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: tany on May 09, 2012, 01:04:38 PM
Good post sir...
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Saba Fatema on May 14, 2012, 11:21:16 AM
Thanks for your helpful post.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: sushmita on May 15, 2012, 02:53:30 PM
Helpful for working people like us. Thank you,sir. :)
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: ananda on May 15, 2012, 03:44:17 PM
 ???
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Shabnam Sakia on May 17, 2012, 12:45:03 PM
We should follow it properly....good post
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Sharmin Jahan on May 21, 2012, 10:08:16 AM
Helpful.....thanks.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: akm_haque on May 31, 2012, 07:21:06 PM
I hope so.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: baset on June 02, 2012, 05:21:45 PM
Thanks for your useful  post.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Anuz on June 04, 2012, 01:48:00 PM
Informative post, thanks for sharing Narayan Sir.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Md. Minhajul Islam on June 24, 2012, 09:54:48 AM
Sir, i'm really grateful to you as you shared such a valuable information
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: sumon_acce on June 25, 2012, 02:12:40 PM
Thanks Sir.
Title: Re: সোজা হয়ে বসা ভালো নয় !!!
Post by: Mohammad Salek Parvez on June 26, 2012, 10:07:22 AM
useful information.thanks
:SP: