Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on May 23, 2017, 05:31:00 PM

Title: ফেসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করবেন যেভাবে
Post by: faruque on May 23, 2017, 05:31:00 PM
ফেসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করবেন যেভাবে


(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/05/23/3.gif)


অফিসে কাজের ফাঁকে ফেসবুকে হোম ফিড দেখছেন। হঠাৎ জোরে শব্দ করে কোনো ভিডিও চালু হয়ে গেল। তখন কিছুটা হলেও অপ্রস্তুত হতে হয়। ফেসবুকে ভিডিও দেখতে অটো প্লে নামের নতুন ফিচারের কারণেই আচমকা ভিডিও চালু হয়।

এ কারণে ফেসবুকের হোম পেইজ দেখার সময় ভিডিওয়ের প্লে বাটনে ক্লিক না করলেও ভিডিও চালু হয়ে যায়। চাইলে অবশ্য অটো প্লে বন্ধ রাখা যায়। কিভাবে কাজটি করতে হবে এ টিউটোরিয়ালে তা তুলে ধরা হলো।

অ্যান্ড্রয়েড ডিভাইসে:

ফেসবুক অ্যাপে লগইন করার পর ডান পাশে সেটিংস আইকনে (তিনটি লাইন বাটন) ক্লিক করতে হবে। তারপর ক্রলডাউন করে ‘app settings’-এ ক্লিক করতে হবে। সেখান থেকে ‘Videos in News Feed Start with Sound’ অপশনটিতে ট্যাপ করে অফ করে দিতে হবে।

আইওএস ডিভাইসে ক্ষেত্রে:

ফেইসবুকে অ্যাপে লগইনের পর ডান পাশে থাকা সেটিংস বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘settings’-এ গিয়ে Account Settings-এ যেতে হবে। এরপর Sounds-এ গিয়ে ‘Videos in News Feed Start with Sound’ অপশনটি বন্ধ করে দিতে হবে।

তাহলে ফেইসবুক ফিডে দেখতে না চাইলে ভিডিও অটো প্লে হবে না।

- See more at: http://www.bd-pratidin.com/tech-world/2017/05/23/234156#sthash.cz5jvXUP.dpuf