Daffodil International University

Career Development Centre (CDC) => Parents Guidance => Topic started by: taslima on February 16, 2016, 10:45:04 AM

Title: সন্তান হওয়ার পর নতুন বাবা-মায়ের উল্লেখযোগ্য কিছু পরিবর্তন
Post by: taslima on February 16, 2016, 10:45:04 AM
একটি ছোট্ট শিশু- যার পৃথিবীতে আগমন হয়েছে মাত্র ক’টা দিন আগে! সেই কিনা বদলে দিচ্ছে আপনার পুরো জীবন, আপনার সময়সূচী, আপনার প্রাধান্য সবকিছু! হঠাৎ পেছনে ফিরে তাকালেই যেন অবাক হয়ে যান আপনি, তাইনা? কিন্তু আপনি একা নন! পৃথিবীর সমস্ত মা-বাবা এই অবস্থার মধ্য দিয়ে গেছে। এমন সব পরিবর্তনের মধ্য দিয়ে যারা গেছেন কিংবা যাবেন তাঁদের জন্যেই আজকের কিছু কথাঃ
১। সন্তান আসার সাথে সাথে স্বামী স্ত্রী’র সম্পর্কে আসে বিশাল রকমের পরিবর্তন। নিজেদের কথা নয়, যে কোন ক্ষেত্রে সিদ্ধান্ত কিংবা কোন কিছু করার আগে সবার আগে চলে আসে সন্তানের কথা, সন্তানের ভালো-মন্দের কথা।
২। সময় কোথা থেকে চলে যাচ্ছে তা নিয়ে কোন ধারণা থাকবে না আপনার। সারাদিনই কেটে যাবে সন্তানের সব যত্ন আত্তি আর তাকে নিয়ে কাজে কর্মে।
৩। হ্যাঁ! নিজেকে নিয়ে ভাবার সময়টা তখন আপনার হয়তো কমেই যানে তখন। কারণ নিজের অনেকটা জুড়েই তখন সন্তান থাকবে। তাই নিজের চেহারা, শরীর এসবে পরিবর্তন আসাটা স্বাভাবিক।
৪। মা-বাবা হওয়া হঠাৎ করেই যেনো অন্যরকম সাহসের জন্ম দেয় মানুষের মাঝে। সন্তানকে ভালো রাখার জন্য, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাবা-মা তখন নিজেই হঠাৎ করে অনেকটা সাহসী হয়ে উঠে মানসিক দিক থেকে।
৫। বাবা-মা হওয়ার ব্যাপারটা অনেককেই আবেগের ব্যাপারে সংবেদনশীল হতে শেখে। এবং সবচেয়ে মজার কথা হলো, যারা আগে শিশুদের পছন্দ করতেন না তারাও এই সময়টাতে উপলব্ধি করতে পারেন শিশুরা কতটা বদল দিতে পারে একজনকে।
৬। সবশেষ কথা, একটি শিশু ভবিষ্যত নিয়ে আপনাকে ভাবতে শেখাবে। জীবন কি করে সুন্দর করে তোলা যায় তা নিয়ে ভাবতে শেখাবে।

http://www.hatihatipa.com/2015/12/05/2298/
Title: Re: সন্তান হওয়ার পর নতুন বাবা-মায়ের উল্লেখযোগ্য কিছু পরিবর্তন
Post by: Nurul Mohammad Zayed on July 04, 2016, 06:09:07 PM
Worthy Post .........
Title: Re: সন্তান হওয়ার পর নতুন বাবা-মায়ের উল্লেখযোগ্য কিছু পরিবর্তন
Post by: milan on August 22, 2017, 11:08:31 AM
সন্তানকে ভালো রাখার জন্য, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাবা-মা তখন নিজেই হঠাৎ করে অনেকটা সাহসী হয়ে উঠে মানসিক দিক থেকে।