Daffodil International University

Faculty of Science and Information Technology => Evening Program (FSIT) => Topic started by: obayed on November 18, 2017, 05:01:59 PM

Title: হাতেকলমে ব্যবসা শিক্ষা
Post by: obayed on November 18, 2017, 05:01:59 PM
পাঠ্যবইয়ের পড়া, পরীক্ষা, ক্লাস তো অনেক হলো! এবার হাতেকলমে ব্যবসা সম্পর্কে ধারণা পেতে প্যারামাউন্ট টেক্সটাইলের গাজীপুরের ফ্যাক্টরি কমপ্লেক্সে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রথম বর্ষের একদল শিক্ষার্থী। সবাই বিবিএ পড়ছেন। ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু’ কোর্সের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য শিল্প খাতে ‘গো ফর গ্রিন’ বা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়াই ছিল এই সফরের উদ্দেশ্য।

ভবিষ্যতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে পেশাজীবন শুরু করতে চান তাবাসসুম খান। তিনি বলছিলেন, ‘ক্লাসের পড়াশোনা তো শুধু বই আর খাতায় থাকে। বড় শিল্প খাতগুলো কীভাবে চলছে, সেটা জানাই বরং বেশি প্রয়োজন।’ সুযোগটা পেয়ে তাই তাবাসসুমের পাশাপাশি তাঁর বন্ধু নাফিসা নাওয়াল খান চৌধুরী, আদনান শফিক আর কিদওয়া আরিফরাও ভীষণ খুশি। শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আইবিএর অধ্যাপক মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সরাসরি ব্যবসা দুনিয়ার সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ। আমাদের দেশের শিল্পায়নে মেধাবী শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্যই এই আয়োজন।’
আরও সংবাদ
বিষয়:
Title: Re: হাতেকলমে ব্যবসা শিক্ষা
Post by: afrin.ns on February 17, 2018, 02:20:01 PM
Thanks for sharing