Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - shayla.cse

Pages: [1]
2
innovative and thanks for sharing

4

রান্নাঘরের পরিচ্ছন্নতা জরুরি
রান্নাঘরে লুকিয়ে থাকতে পারে অসংখ্য জীবাণু। এসব জীবাণুর কারণে পেটব্যথা, বমি, পাতলা পায়খানা, জ্বরসহ নানা অসুখ হতে পারে। অতএব রান্নাঘরের পরিচ্ছন্নতার ব্যাপারে একটু বেশি যত্নবান হতে হবে।

থালা–বাসন ধোয়ার মাজনি
রান্নাঘরে ব্যবহৃত স্পঞ্জ বা মাজনি অসংখ্য রোগজীবাণুর আরামদায়ক আবাস। হাঁড়ি-পাতিল মাজার পর স্পঞ্জ বা মাজনি পানিতে ধুয়ে পরিষ্কার করলেও এর ভেতরে থেকে যায় বেশ কিছু খাদ্যকণা ও ময়লা। ভেজা, স্যাঁতসেঁতে পরিবেশে এসব মাজনিতে রোগজীবাণু বংশ বৃদ্ধি করে খুবই দ্রুত। তারপর তা চলে যায় থালা–বাসন, হাঁড়ি-পাতিল কিংবা গ্লাসে। স্পঞ্জ বা মাজনির জীবাণু সহজে দূর হয় না। তাই এগুলো প্রতি সপ্তাহেই দুই-একবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে এবং পানিতে ফুটিয়ে পরিষ্কার করতে হবে। আর এগুলো শুকনো রাখতে হবে সব সময়।


হাঁড়ি-পাতিল ধরার কাপড়
এসব কাপড় বা ছোট তোয়ালে সাধারণত প্রতিদিন ধোয়া হয় না। এ কারণে এগুলোও নোংরা আর আর্দ্র হয়ে যায়, যা জীবাণুর জন্য আদর্শ জায়গা। কাজেই এগুলোকেও স্পঞ্জ বা মাজনির মতো নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখতে হবে।

রান্নাঘরের বেসিন এবং পানির কলের হাতল
থালা-বাসন, হাঁড়ি-পাতিল ধোয়ার সময় রান্নাঘরের বেসিনে পরিত্যক্ত খাবার, খাদ্যকণা, তেল ইত্যাদি জমে। কলের হাতলেও বেশ ময়লা জমে। পরিষ্কার না করলে এগুলো থেকেও জীবাণু ছড়ায়। সুতরাং রান্নাঘরের বেসিন ও পানির কলের হাতল পরিষ্কার করতে হবে প্রতিদিন। কাজ শেষে রাতের বেলা সিংকে বা বেসিনে জীবাণুনাশক ঢেলে দিন খানিকটা। তারপর ফুটন্ত গরম পানিতে ধুয়ে নিন।

দা, বঁটি, ছুরি, চাকু, কাটিং বোর্ড
মাছ-মাংস, সবজি কাটা হয় দা-বঁটি-ছুরি-চাকু দিয়ে। অনেকে কাটিং বোর্ড ব্যবহার করেন এসব কাটাকুটিতে। কাঁচা মাছ, মাংস ও সবজি হলো জীবাণুর আধার। এসব থেকে দা, বঁটি, ছুরি, চাকু, কাটিং বোর্ডে জীবাণু ছড়ায়। কাজেই প্রতিবার কাটাকুটির পর এসব জিনিস ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।

থালা–বাসন রাখার ঝুড়ি বা র‌্যাক
থালা–বাসন যে র‌্যাকে বা ঝুড়িতে রাখা হয়, তাতেও কিন্তু জীবাণু থাকতে পারে। কাজেই মাঝেমধ্যে এগুলোও পরিষ্কার করতে হবে।

মনে রাখবেন, নিত্যদিনের রান্নাবান্নায় ব্যবহৃত জিনিসপত্র থেকে রোগবালাই ছড়াতে পারে। কাজেই একটু সচেতন হলেই এড়ানো যায় এসব ঝুঁকি।

অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ্‌, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ

5
অজান্তে প্রস্রাব ঝরে পড়া বা ইউরিনারি ইনকনটিনেন্স বয়স্কদের জন্য বিব্রতকর একটি সমস্যা। পুরুষদের তুলনায় নারীরা এ সমস্যায় বেশি ভোগেন। প্রস্রাব ধরে রাখতে না পারা কোনো রোগ নয়। এটি আসলে রোগের উপসর্গ। নারীদের ক্ষেত্রে গর্ভধারণ, সন্তান প্রসব, মাসিক, জরায়ু ফেলে দেওয়া ইত্যাদি কারণে পেলভিক ফ্লোরের মাংসপেশি দুর্বল ও নিচের দিকে ঝুলে পড়তে পারে। এর থেকে সমস্যাটি দেখা দিতে পারে। পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া, প্রোস্টেট ক্যানসার ইত্যাদি কারণে এ সমস্যা দেখা দেয়। বয়স বাড়ার সঙ্গে মূত্রথলি ও মূত্রনালির পেশির দুর্বলতা দেখা দেয় এবং প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায়। অতিরিক্ত ওজন, কিছু স্নায়ুগত রোগ (পারকিনসন, স্ট্রোক, ব্রেইন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস স্পাইনাল কর্ড ইনজুরি), অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রস্রাবের সংক্রমণের কারণেও প্রস্রাব ঝরতে পারে।

সমাধান

নির্দিষ্ট কোনো কারণ থাকলে তার সমাধান করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান ত্যাগ করুন এবং সুস্থ খাদ্যাভ্যাস গড়ে তুলুন। আঁশযুক্ত খাবার বেশি খান। সমস্যা কমাতে নিয়মিত পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন। নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়াম ও ইলেকট্রিক্যাল স্টিমুলেটরের মাধ্যমে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী করে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

জেনে নিন কিছু ব্যায়াম


পেলভিক ফ্লোর: প্রথমে একটি চেয়ারে বসুন। মেরুদণ্ড সোজা রেখে একটু সামনের দিকে ঝুঁকুন। এবার প্রস্রাব ধরে রাখার জন্য দরকারি মাংসপেশিগুলো সংকুচিত করুন। এই অবস্থায় ৫ থেকে ১০ সেকেন্ড থাকুন। এবার সংকুচিত মাংসপেশি ছেড়ে দিন। পুরো প্রক্রিয়াটি ১০ থেকে ১৫ বার এবং দিনে ৪ বার করুন।

আরেকটি ব্যায়ামও করতে পারেন। একটি শক্ত বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করুন। এবার দুই হাঁটুর ফাঁকে একটি ফুটবল রেখে এতে চাপ দিন এবং ৫ সেকেন্ড ধরে রাখুন আর ছাড়ুন। পুরো প্রক্রিয়াটি ১০ থেকে ১৫ বার এবং দিনে ৪ বার করুন।

ব্রিজিং: সোজা চিত হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করুন। এবার কোমর ওপরের দিকে ওঠান, ৫ সেকেন্ড ধরে রাখুন এবং ছাড়ুন। এটিও দিনে ৪ বেলা এবং প্রতিবার ১০ থেকে ১৫ বার করুন।

ইলেকট্রিক্যাল স্টিমুলেশন: এই পদ্ধতিতে রেক্টাস অথবা ভেজাইনার ভেতরে ইলেকট্রোড বসিয়ে স্টিমুলেশনের মাধ্যমে পেলভিক ফ্লোরের মাংসপেশি শক্তিশালী করা হয়।

ব্লাডার ট্রেনিং: প্রস্রাবের বেগ শুরু হওয়ার ১০ মিনিট পর প্রস্রাব করার অভ্যাস করা।

ডাবল ভোয়েডিং: প্রস্রাব করার পরও কিছু সময় বসে থেকে অপেক্ষা করে আবার প্রস্রাবের চেষ্টা করা। এ ছাড়া প্রস্রাবের বেগ না এলেও ২ থেকে ৪ ঘণ্টা পরপর প্রস্রাবের চেষ্টা করা।

 

6
অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া যখন-তখন এবং টানা দীর্ঘদিন পিপিআই (প্রোটন-পাম্প ইনহিবিটর) বা অ্যান্টি আলসারেন্ট ওষুধ (যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রাবিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল ইত্যাদি) সেবন করে থাকেন। বেশির ভাগ মানুষের ধারণা, পিপিআই বা অ্যান্টি আলসারেন্ট জাতীয় ওষুধের কোনো ক্ষতিকর দিক নেই। কিন্তু জেনে রাখা ভালো, কোনো ওষুধই পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত নয়।

প্রোটিন জাতীয় খাদ্য বিপাক এবং খাবারের জীবাণু ধ্বংসে পাকস্থলীর অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া খাবারের লৌহ আত্তীকরণেও এর ভূমিকা অপরিসীম। লৌহ আমাদের রক্তকণিকা, মাংসপেশি, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং স্নায়ুবিকাশে বিশেষ প্রয়োজনীয়।

পিপিআইয়ের মূল কাজ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেওয়া। এতে পাকস্থলীর অম্লতা কমে যায় এবং স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটে। এ ছাড়া ক্যালসিয়াম শোষণও বাধাগ্রস্ত হয়। ফলে শরীরে বিভিন্ন জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে, পাশাপাশি রক্তশূন্যতা, অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়রোগ, কিডনি কার্যকারিতা হ্রাস এবং গ্যাস্ট্রিক পলিপের মতো রোগের আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।


পিপিআই মূলত পেপটিক আলসারের চিকিৎসায় নির্দিষ্ট মেয়াদে ব্যবহার করার কথা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার বা আইবিএস, নন-আলসার ডিসপেপসিয়ার চিকিৎসায় অনেকেই না বুঝে এসব ওষুধ দীর্ঘদিন ব্যবহার করেন। আবার কখনো কখনো কেউ কেউ হুট করে এসব ওষুধ সেবন বন্ধ করে দেন। এতে তাঁরা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যায় পড়েন। অন্য অনেক ওষুধের মতো এগুলোও সেবনের যেমন নিয়ম আছে, তা ছাড়ারও নিয়ম আছে। তাই পিপিআই ওষুধ শুরু ও বন্ধ করার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

পাকস্থলীতে হেলিকোব্যাকটার পাইলোরি নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকলে আলসার বা অ্যাসিডিটি সহজে সারে না। সে ক্ষেত্রে
নির্দিষ্ট চিকিৎসা আছে, যা রোগ নির্ণয় করে নির্দিষ্ট মেয়াদে গ্রহণ করতে হবে, শুধু পিপিআই খেয়ে গেলে চলবে না। আবার দীর্ঘদিন অ্যাসিডিটির ব্যথা, হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে (যেমন পিত্তথলির সমস্যা, পাকস্থলীর ক্যানসার ইত্যাদি)। এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যায় বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাওয়া কোনো সমাধান নয়। কারণ খুঁজে বের করে তার চিকিৎসা করাতে হবে।

ডা. রাশেদুল হাসান, সহকারী অধ্যাপক (মেডিসিন), গ্রিন লাইফ মেডিকেল কলেজ

7
Allied Health Science / Facts & Figures: Coronavirus Outbreak
« on: February 23, 2020, 06:38:04 PM »
On Tuesday, January 21, 2020, the first case of a mysterious, pneumonia-like virus that originated in China was confirmed in the United States.

As of 3pm on Thursday, January 30, the World Health Organization declared the epidemic an international public health emergency. The Public Health Emergency of International Concern serves notice to all United Nations member states that the world’s top health advisory body rates the situation as serious.

Here’s what you need to know about the virus.
FAQs: What you need to know about the new coronavirus
What is a coronavirus?
What is 'COVID-19'?
How is Save the Children responding to the current coronavirus outbreak?
What is Save the Children’s history of responding to global pandemic threats?
What is the impact of coronavirus on Save the Children's programs?
Are there any Save the Children sponsored children affected by coronavirus?
What are the symptoms of the new coronavirus?
How did the new strain start?
How many people have been affected? 
How many people in the U.S. have been affected by the coronavirus?  
How is it transmitted?
What's being done to stop the spread?
What is the treatment for the new coronavirus?
Are children at greater risk of contracting coronavirus?
What can I do to protect myself and others?
Are health officials worried?
How can I help children and families impacted in emergencies?

 

What is a coronavirus?
Coronaviruses are a large group of viruses that can cause illnesses as minor as a cold.

This new virus was initially described by authorities as a new strain of pneumonia, however, it was later confirmed to be a novel coronavirus, or new coronavirus.

What is 'COVID-19'?
This new virus was initially described by authorities as a new strain of pneumonia, however, it was later confirmed to be a novel coronavirus, or new coronavirus.

On Tuesday, February 11, World Health Organization (WHO) chief Tedros Adhanom announced the official name for the disease is 'COVID-19'. "Having a name matters to prevent the use of other names that can be inaccurate or stigmatizing,” he said. “It also gives us a standard format to use for any future coronavirus outbreaks."

How is Save the Children responding to the current coronavirus outbreak?
Sadly, we do not expect the coronavirus to go away anytime soon. As such, our teams are doing everything we can to build plans to keep children and our staff protected and healthy.

Presently, our global health teams are participating in daily World Health Organization (WHO) calls, building response scenarios and undertaking preparedness activities across many of our country offices, especially those with weakened health systems.

We have also deployed a health specialist to our Asia regional office in Singapore to provide technical support and preparedness planning for our staff and programs.

As of Friday, February 6, Save the Children China has delivered 36,000 face masks from our storage facility in Indonesia to hospitals in Wuhan with support from local volunteers. The delivery follows China’s acknowledgement of the shortage of face masks, goggles and protective suits.

In support of the global humanitarian community, Save the Children is also leading a global consortium aimed at strengthening capacity for responses to major infectious disease outbreaks or pandemics, which is called READY. READY is engaged in building potential response scenarios to the emerging coronavirus, and other major epidemics/pandemic-prone pathogens.

Local volunteers in Wuhan, China wear protective suiting while helping to load boxes of face masks donated by Save the Children onto a distribution truck.
What is Save the Children’s history of responding to global pandemic threats?
Historically, Save the Children has been proactive in preparedness for pandemic threats.

Our global health teams have contributed substantially to World Health Organization (WHO) guidance documents related to mitigating the consequences of a global pandemic.

Save the Children’s emergency health teams have also played a key role in responding to major epidemics around the world, including a large-scale immunization campaign in response to the Yellow Fever outbreak in DRC as well as the cholera outbreak response in Yemen, South Sudan, Somalia, and DRC.

In response to the 2014 West Africa Ebola virus outbreak, Save the Children was at the heart of the crisis from the start. During the diphtheria outbreak among Rohingya refugees in Bangladesh, Save the Children was there, supporting the emotional and educational needs of vulnerable children.

Save the Children’s Emergency Health Unit deployed to the Pacific Island of Samoa to support the government's response to the 2019 measles outbreak and help save the lives of children in need.

And currently, as Ebola continues to rage on in the DRC, our teams are actively racing to fight against the deadly outbreak.

What is the impact of coronavirus on Save the Children's programs?
Save the Children is working to ensure that all our programs, particularly in those countries most at risk from the outbreak, are ready to respond. This includes making sure our health clinics have enough soap and hygiene supplies to prevent the spread of infection.

Our teams are also focused on making sure we provide the right health messages to the community to help them protect themselves from the virus and know when to seek help.

Are there any Save the Children sponsored children affected by coronavirus?
While cases of coronavirus have been reported in countries where Save the Children runs sponsorship programs, including Bangladesh, India, Vietnam, Indonesia, the Philippines and Nepal, no reports of sponsored children have been received to date.

What are the symptoms of the new coronavirus?
This virus often appears with pneumonia-like symptoms including fever, chills, congestion, body-aches and a cough.

Health officials are most concerned about containing the virus, as it can spread between humans, and originated in a city of more than 11 million people. There have been some early comparisons to Severe Acute Respiratory Syndrome (SARS), another coronavirus that originated in China. Tragically, according to the World Health Organization (WHO), 774 people died during the 2002-2003 SARS outbreak. Another 8,098 people worldwide became sick.

How did the new strain of coronavirus start?
The outbreak began in Wuhan, China—a city of 11 million people—in December 2019.

While the vast majority of cases are in mainland China, confirmed cases are being reported daily around the world. Hundreds of cases have been confirmed across 27 countries in the Asia-Pacific region as well as Europe, North America and the Middle East.

How many people have been affected by the coronavirus? 
On February 9, 2020, the total number of deaths was confirmed at 908, officially surpassed the toll from the 2002-2003 SARS outbreak. Sadly, that number continues to rise.

As of February 18, the global death toll had surpassed 2,000. The number of confirmed deaths now stands at 2,248 while the number of reported cases is over 76,7851.

How many people in the U.S. have been affected by the coronavirus?
On Tuesday, January 21, the first case of the new coronavirus was confirmed in the U.S. The patient was placed in isolation at Providence Regional Medical Center in Everett, Washington.

As of Monday, January 27, the Centers for Disease Control and Prevention had confirmed a total of at least five cases of coronavirus in the United States. All five of the U.S. patients had recently traveled to Wuhan, China. A sixth case was confirmed on Friday, January 31.

As of Friday, February 21, a total of 16 cases of coronavirus have been confirmed in the U.S.

How is the new coronavirus transmitted?
Although this coronavirus originally spread from animals to humans, it’s been confirmed that this strain of the virus can now spread between humans.

Similar to the common cold, the coronavirus is spread via droplets when a person coughs or sneezes.

As of Thursday, January 30, the CDC and Illinois public health officials had confirmed the nation’s first person-to-person transmission of the coronavirus. The new patient is the spouse of the Chicago woman who brought the infection back from Wuhan, China. The transmission makes the U.S. at least the fifth country where the infection is now spreading through human-to-human contact.
What's being done to stop the spread of the new coronavirus?
Steps are being taken to help stop the spread of the coronavirus. As of January 23, public transportation in Wuhan, China, and some surrounding areas— including buses, subways and ferries— have been suspended.

More recently, different airlines have suspended their flights to mainland China and some countries have imposed entry bans on travelers who have been to China in the 14 days prior to arriving in the country. Those arriving from China on direct flights to many other countries are being screened by health officials. Some countries have put in place extra safety measures such as thermal screening at ports and airports and passengers on flights from affected places are getting extra health checks.

On February 5, two new planeloads of Americans evacuated from Wuhan arrived on military bases in Southern California. They are expected to remain in quarantine for days.
Health officials have even seen a decline in the last few days in the number of newly confirmed cases reported outside of China, which is likely due to recent declines in travel from China.

Most importantly, the WHO emphasizes that the best way to avoid spread of the novel Coronavirus is to keep good hand hygiene and good cough etiquette.
 

What is the treatment for the new coronavirus?
Just as there is no treatment for the common cold, there are no specific treatments for the new coronavirus.

While scientists are working to develop anti-virals and a vaccine, it won’t be widely available in the near future.

What can I do to protect myself and others?
As with all viruses, practicing good hygiene is the best way to prevent illness: wash your hands often, with soap and for at least 20 seconds. Avoid close contact, when possible, with anyone showing symptoms of respiratory illness such as coughing and sneezing.

To protect others, cough and sneeze in your elbow; stay home when you’re not feeling well to help your body recover and avoid spreading germs to others.

Are children at greater risk of contracting coronavirus?
Simply put, we don’t know whether children are at higher or lower risk of contracting coronavirus based on the available data so far.

Are health officials worried?
Outside of Asia, there's little concern about the spread of infection at this time. Health officials are closely monitoring the situation.

How can I help children and families impacted in emergencies?
Nobody knows when the next crisis will strike, but your support helps Save the Children provide assistance in the critical first hours and days of an emergency when children need us most. When generous people like you make your 100% tax-deductible gift, children's lives are saved and their futures are brighter.

Donate to the Children's Emergency Fund today.

Updated February 21, 2020

[1] Coronavirus COVID-19 Global Cases by Johns Hopkins CSSE

8
KEY POINTS
The new coronavirus, named COVID-19, has sickened more than 43,100 people worldwide, but very few children appear to be among the confirmed cases.
About 80% of people who died from the virus in China were over the age of 60, and 75% had pre-existing conditions, according to a recent report from China’s National Health Commission.
A small study published Jan. 30 in the medical journal The Lancet found the average age of patients was roughly 55 years old.

he new coronavirus that has already killed more people than the 2003 SARS epidemic appears to be sparing one population group: kids.

Of the more than 43,100 people it’s infected since Dec. 31, World Health Organization officials say the majority are over 40 years old and it’s hitting those with underlying health conditions and the elderly particularly hard.

“Increasing age increases the risk for death,” Dr. Maria Van Kerkhove, head of WHO’s emerging diseases and zoonosis unit, said Thursday at a news conference at the agency’s headquarters in Geneva. “It appears even over 80 is the highest risk factor.”

Fortunately for many worried parents, there appear to be few confirmed cases of the virus among children so far. Officials caution that the virus is so new, there is still a lot that they don’t know about it and the data they are seeing today will likely look different a month from now.

About 80% of people who died from the virus in China were over the age of 60, and 75% had pre-existing conditions such as heart disease or diabetes, according to a recent report from China’s National Health Commission. A small study published Jan 30 in the peer-reviewed medical journal The Lancet found that the average age of coronavirus patients was roughly 55 years old. The study looked at 99 patients at Jinyintan Hospital in Wuhan, China, from Jan. 1 to Jan. 20.

Last week, Singapore confirmed a case in a 6-month-old baby whose parents were also both infected, and an infant in China was born Feb. 2 with the virus. The baby’s mother also tested positive. But infections in children appear to rare for now, according to a Feb. 5 study in the peer-reviewed Journal of the American Medical Association.

Symptoms can include a sore throat, runny nose, fever or pneumonia and can progress to multi-organ failure or even death in some cases, world health officials say.

9
GRE Preparation Guidelines
(On Demand Post)
GRE হচ্ছে সেই পরীক্ষা যেটা শুধুমাত্র আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে আবশ্যক (সামান্য ব্যাতিক্রম ছাড়া) একটা পরীক্ষা। এছাড়া ক্যানাডা'র প্রথম দিকের কিছু ভার্সিটি বর্তমানে জিআরই স্কোর চায়। এছাড়া পৃথিবীর অন্য কোনো দেশেই এটা লাগবে না। জিআরই সম্পূর্ণ আলাদা রকমের একটা পরীক্ষা, আয়েল্ট'স বা টোফেল'র এর চেয়ে; যেখানে পরের দুইটা পরীক্ষা একই রকমের।

জিআরই পরীক্ষায় মুলত দুইটা মডিউল থাকে; কোয়ান্টিটেটিভ (নবম-দশম শ্রেনীর অঙ্ক) ও ভার্বাল (রিডিং কম্প্রিহেনশান ও ফিল ইন দা ব্লাংকস টাইপ)। এছাড়া এনালিটিক্যাল রাইটিং নামে রাইটিং এর আলাদা একটা পার্ট আছে (কম গুরুত্বপূর্ণ); অনেকটা আয়েল্ট'স রাইটিং এর মতই।

Quantitative Preparation
প্রথমত ম্যাথের বেসিক ঠিক করতে Manhattan 1-6 আর Magoosh ভিডিও দেখতে হবে, সাথে সূত্রগুলোর একটা নোট খাতা বানাতে হবে। দুইটাই একে অন্যের পরিপূরক, কোনটাই বাদ দেওয়া উচিত হবেনা। কারো ম্যাথের অবস্থা বেশী খারাপ হলে নবম-দশম শ্রেনীর বই থেকে টপিক ওয়াইজ ভালো ধারণা নিয়ে নিতে পারেন।

এরপর শুরু করতে হবে Manhattan 5lb, জিআরই এর জন্য এই বইয়ের কোন বিকল্প নাই। ধৈর্য্যধরে প্রতিটা চ্যাপ্টার শেষ করতে করতে, প্রতি চ্যাপ্টারের কঠিন ম্যাথ যেগুলো পারেননি সেগুলো মার্ক করে রাখুন পরবর্তীতে রিভাইস এর জন্য।

তারপর Magoosh এর প্রিমিয়াম কোয়েশ্চেনের একটা পিডিএফ পাওয়া যায়, সেটা শেষ করতে হবে। এইটার অংক গুলো অনেক কঠিন এবং টাইম কঞ্জিউমিং, কিন্তু এটা শেষ করলে দেখবেন আপনার মোটামুটি সবটাইপের অঙ্কই শেষ।

সর্বশেষে করতে হবে ETS Official Guide এবং ETS Official Quant বইয়ের প্রতিটা অঙ্ক, বিস্তারিত ব্যাখা সহ। তাহলেই প্রেপ মোটামুটি শেষ।

Verbal Preparation
ভার্বালে ভালো করতে ভালো রিডিং হ্যাবিট থাকার কোন বিকল্প নাই। রিডিং হ্যাবিটের জন্য কিছু ইংরেজি নোভেল পড়ার অভ্যাস করতে পারেন, সাথে দেশী বিদেশী ইংরেজী দৈনিকের এডিটোরিয়াল পার্ট পড়া শুরু করেন। যেমন, The New Yorker, AL Daily, Science Mag.

এরপর লাগবে জিআরই এর জন্য স্পেশাল ভোকাব: ভোকাবুলারির জন্য আমার পছন্দ Word Smart 1 & 2. GRE তে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কষ্ট করে একবার Word Smart শেষ করতে পারলে দেখবেন আপনার অন্য সব লিষ্ট অলমোষ্ট কভার হয়ে গেছে। Word Smart ছাড়া বর্তমানে জিআরই এর জন্য সবচেয়ে ইফেক্টিভ লিস্ট হিসাবে শোনা যাচ্ছে Magoosh 1000 এর নাম।

ভার্বালের মূল প্রিপারেশন হিসাবে যেটা করতে হবে তা হচ্ছে ETS Official Guide এবং ETS Official Verbal বই দুইটার প্রতিটা প্রশ্ন সলভ করতে হবে। প্রথমবার কোন টাইমিং ছাড়া সাথে উত্তরের পিছনের ব্যাখ্যা বিস্তারিত পড়তে হবে। পরে আবার টাইমিংসহ রিভাইস করতে হবে।

এছাড়া বর্তমানে ভার্বালের জন্য Magoosh এর ভালো সুনাম শুনতে পাওয়া যাচ্ছে। RC সলভের জন্য Implicit Paraphrasing নিয়ে ভালো ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ সঠিক উত্তরই Paraphrase আকারে হয় (Implicit Paraphrasing নিয়ে ম্যাগুসের আর্টিকেল পাবেন)।

পরীক্ষা
বাংলাদেশে বর্তমানে জিআরই নেয় AAA. পরিক্ষার ফি মোটামুটি ১৮০০০৳ মতো। সপ্তাহে চারদিন, দিনে দুই শিফটের যেকোনো সময় নিজের ইচ্ছেমতো পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা শুরু থেকে শেষ পুরোটা হয় কম্পিউটারে; কোয়ান্টের রাফ করার জন্য লুজ শীট সরবরাহ করবে। পরীক্ষায় সবমিলিয়ে ৪ ঘন্টার মতো সময় লাগে। পরীক্ষা দিতে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক; ফি পে করার জন্য ডুয়াল কারেন্সি ব্যাংক কার্ড লাগবে।

সোহান (জিআরই/৩১৬ | আয়েল্টস/৭)
ঢাকা'র বাইরে থেকে কোনো কোচিং ছাড়া এভাবেই প্রস্তুতি নিয়ে; থার্ড ইয়ারের শেষের দিকে আমি GRE দিয়েছিলাম। এভাবে শেষ করে আপনিও সহজেই ৩২০ এর মতো স্কোর করতে পারবেন। বানান ভুল মার্জনীয়। ধন্যবাদ সবাইকে।
Copied

10
আজকের গল্পটি অনেক ব্যক্তিগত।

সেদিন অনেক বৃষ্টি। ক্লাসে যাইনি। মনটা ভাল নেই। শীতের দিন বলে বিকেল ৩টার পরই সব অন্ধকার হয়ে গেছে। চারিদিকে কেমন একটি বিষন্নতা কাজ করছে। কোন কাজেই মন বসছে না। সত্যি বলতে, বেশ কয়েক দিন ধরেই এমন বিষন্নতার মাঝে বন্দি হয়ে আছি। তখন আমি জার্মানির স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের উড়ন প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জার্মান ভাষায় পড়ার চ্যালেঞ্জ, স্টুটগার্টের মত শহরের খরচ মেটানো, জার্মানদের মাঝে নিজের অবস্থান করে নেয়া – সবই সামলে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে তখন দু’বছর ধরে সহকারি শিক্ষক (Teaching Assistent) হিসেবে কাজও করছি। এত কিছুর মাঝে ভাল রেজাল্টও ধরে রেখেছি। তবুও মনে হচ্ছিল বাস্তবতার কাছে আমি হেরে যাচ্ছি। উড়ন প্রকৌশল বিষয়ে ভাল চাকরির সুযোগ পাওয়াটা যে কতটা কঠিন হতে পারে, তা উপলব্ধি করতে থাকি। যেখানে জার্মানরাই পারছে না, সেখানে আমি কত দূর যেতে পারব? এত কিছু ছেড়ে এখানে এসে আমি কি ভুল করলাম? এত কিছুর পরও যদি আমাকে উড়ন প্রকৌশল ছেড়ে অন্য কিছু করতে হয়, তাহলে কী লাভ হল?

জানালার দিকে তাকিয়ে আছি। বৃষ্টি মনে হয় আজ আর থামবে না। হঠাৎ মনে হল আমার মোবাইল ফোন বাজছে। আমি বরাবরই আমার ফোনটি সাইলেন্টে রাখি। শুধু ভাইব্রেশনটা চালু রাখি। ফোনটা আমার অগোছালো বিছানার মাঝে কোথাও আছে। ভাইব্রেট করে যাচ্ছে। ভাবলাম ধরব না। ফোনটা থেমে গেল। কিছুক্ষণ পর আবার বেজে উঠল। এবার বিছানার কাছে গিয়ে ফোনটা খুঁজে নিলাম। দেখি নম্বরটি ০৪০ দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ, হামবুর্গ থেকে এসেছে। আমি নিশ্চিৎ, ফোনটি কোথাকার। ফোনটা ধরলাম।

বাংলায় কথোপকথনটি মোটামুটি এমন ছিলঃ
- কলারঃ “আমি এয়ারবাস (Airbus) এর হামবুর্গ শাখার A380 Chief Engineering থেকে বলছি। এটা কি হের্ হাসান সাদ ইফতি?” (উল্লেখ্য, জার্মান ভাষায় জনাব বা Mr কে ‘হের্’ বা ‘Herr’ বলা হয়।)
- আমিঃ “জ্বী, বলছি।”
- “হের্ ইফতি, আপনাকে অভিনন্দন! আমরা আপনাকে আমাদের A380 বিমানের Chief Engineering বিভাগে ইন্টার্নশিপের জন্য নির্বাচন করেছি। আমরা আরও খুশি হব যদি আপনি ছয় মাসের ইন্টার্নশিপ শেষে আমাদের বিভাগে আপনার থিসিসের গবেষণাটিও করেন।”

আমার আজকের গল্পটির শুরু এখান থেকেই। সেদিন এই ফোনটির কথা আমি কোন দিনই ভুলতে পারব না। কারণ, ফোনটি শুধু একটি ইন্টার্নশিপ বা সুযোগের ব্যাপার ছিল না। ছিল আমার বহুদিনের পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ।

এয়ারবাসে আমি মোট ৪০টি আবেদন বা application করি। যার প্রত্যেকটিই আলাদা ভাবে তৈরি করতে হয়েছিল। এর আগের ৩৯টি আবেদনই বিফল হয়। সঠিকভাবে এক একটি আবেদন তৈরি করতে কয়েক দিন পর্যন্ত লেগে যায়। দীর্ঘ দিন পর একটি একটি করে যখন আবেদনগুলো নাকচ হতে থাকে, নিজের ভেতরের মানুষটি যেন একটু একটু করে মরে যেতে থাকে। কাঁচের গ্লাসে যেমন ফাটল পড়তে পড়তে একদিন তা ভেঙে যায়, তেমনি আত্মবিশ্বাসেও দিন দিন ফাটল পড়তে পড়তে একদিন তা হারিয়ে যায়। এর আগে যে কোন কিছুতে বিফল হয়নি, তা কিন্তু নয়। বরং আর দশটা ছেলের চেয়ে বেশি প্রতিকূলতা সামলে ঐ পর্যায় গিয়েছিলাম। কিন্তু স্বপ্ন যত বড় হবে, সেই স্বপ্নের পথের কাঁটাগুলোও তত ধারালো হবে। স্বপ্নটার প্রতি যত বেশি ভালবাসা, বিফলতার আঘাতগুলো ঠিক ততটাই তীব্র। সত্যি বলতে কি, আমাদের বলা হয় যে, ‘সফল হতে হলে বিফলতার সাহায্য প্রয়োজন’ বা ‘failure is the pillar of success.’ কিন্তু গঠনমূলকভাবে বিফলতাগুলোকে কীভাবে যাচাই করা যায় বা মানসিকভাবে বিফলতাকে সামনে এগিয়ে যাবার জন্য কীভাবে ব্যবহার করতে হয়, তা বলা হয় না।

পৃথিবীতে যাত্রীবাহী বিমান তৈরিতে সেরা হল বোয়িং (Boeing) এবং এয়ারবাস (Airbus). এর মাঝে এয়ারবাসের A380 মডেল হল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। ২০০৫ সালে এটি প্রথম বারের জন্য আকাশে উড়ে। তখন আমি স্কুলে পড়ি। আর তখন থেকেই আমার প্রিয় বিমানগুলোর তালিকায় স্থান করে নেয় A380 বিমানটি। সে সময় ময়মনসিংহে আমাদের ইন্টারনেট ছিল খুবই দুর্বল। ছবিসহ একটা পেইজ লোড হতে এক দিন লেগে যেত। তাই স্কুলে যাবার আগে এয়ারবাসের ওয়েবসাইট (www.airbus.com) এর একটা করে পেইজ খুলে যেতাম। রাতের মধ্যে লোড হয়ে যেত এবং পেইজটি সেইভ করে রাখতাম। এভাবে এয়ারবাসের ওয়েবসাইটের সকল পেইজ জমিয়ে ফেলি। পেইজগুলো বার বার পড়তাম। A380 সহ সবগুলো মডেলের টেকনিকাল ডাটা পড়তাম। বার বার পড়তে পড়তে ওদের ওয়েবসাইটের সবই জানা হয়ে যায় আমার। সে সময় থেকেই ইচ্ছা ছিল কখনও উড়ন প্রকৌশল পড়তে পারলে এয়ারবাসে একবার হলেও কাজ করব। তাই জার্মানিতে পড়া শুরু হতেই এয়ারবাসের সাথে যোগাযোগ করতে থাকি। এভাবে চার বার এয়ারবাস আমাকে ওদের ওয়ার্কশপে আমান্ত্রণ করে নিয়ে যায়। তবে সেখানে প্রকৌশল শাখায় ইন্টার্নশিপ পাওয়া বেশ কঠিন। এর পরও আমি জানতাম, প্রাথমিকভাবে নির্বাচিত হলে ইন্টারভিউতে আমি ভাল করতে পারব। আমার প্রয়োজন একটি মাত্র সুযোগ। সে সূত্রেই আমার ৪০টি আবেদন করা। আর কোন কোম্পানিতে আমি আবেদন করিনি।

২০১৩ সালের এপ্রিল মাসে আমি এয়ারবাসে যোগ দিই A380 Chief Engineering এ। আমার ইন্টার্নশিপ ছিল A380 এর Final Assembly Line এর ফ্লাইট টেস্টে (Flight Test) সহায়তা করা। এরপর গবেষণা করি A380 এর হাইড্রোলিক্স এর সমস্যার উপরে। এ বিষয়ে বিস্তারিত বলার অনুমতি আমার নেই। এ কাজের আয়তায় আমি নতুন তৈরিকৃত A380 বিমানগুলোর ভেতর ও বাহিরের সব দেখা হয়ে যায়। প্রথম দিকে আমার বিশ্বাসই হত না আমি সেখানে আছি। আমার অফিসের প্যানেরামা জানালা দিয়ে দেখতাম সামনে ব্র্যান্ড নিউ বিমানগুলি। সবুজ প্রাইমার দেয়া বিমানগুলো British Airways, Etihad, Qatar, Emirates এর রঙে সাজত। ইচ্ছা হলেই চলে যেতাম কোন একটির ভেতরে। পাখার ভেতরে বসে থাকতাম মাঝে মাঝে। এখানে বিমানের জ্বালানি, অর্থাৎ কেরোসিন থাকে। মাঝে মাঝে বিমানের বাহিরে গিয়ে ধরে দেখতাম। বিশ্বাসই হত না যে, ৪০০ মিলিয়ন ডলারের যে বিমানটি ময়মনসিংহের দুর্বল ইন্টার্নেটে দেখতাম, তা এখন আমার হাতে!

২০১৪ সালে এয়ারবাসে আমার কাজ সম্পন্ন হয়। আমার গবেষণার ফলাফল আজ A380 এর Final Assembly Line এ ব্যবহার করা হয়। এই গবেষণার ফলাফল দিয়ে এয়ারবাস দিনে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারে। আমার কাজের শেষ সপ্তাহে টিম লিডার হিসেবে আমি প্রকৌশলীদের একটি দল নিয়ে একটি পরীক্ষামূলক ডেমনস্ট্রেশন করি, গবেষণার ফলাফলের কার্যকারিতা দেখানোর জন্য। আজ যখন আকাশে বা বিমানবন্দরে কোন A380 দেখি, তখন একটু হলেও গর্ব হয়। আবার কিছুটা আবেগাপ্লুতও হয়ে যাই। ময়মনসিংহের সেই ইন্টার্নেট আর সেই ৪০টি আবেদন। সত্যিই, মানুষ তার স্বপ্নের সমান বড়।

জীবনের ছোট ছোট এই অর্জনগুলোকেও মনের মাঝে আগলে রাখি আমি। আমি বিশ্বাস করি, এই ছোট ছোট অর্জনগুলো আমাদের সামনের দিকে এগুতে সাহায্য করে, শক্তি যোগায়। এমন ছোট একটি অর্জন আরও ১০০টি বিফলতা সামলে নিতে সাহায্য করে। এমন একটি অর্জন নিজের স্বপ্নকে আরও বড় করে দেখার শক্তি যোগায়। নিজের স্বপ্নের গতিপথ চিনতে সাহায্য করে। এয়ারবাসে এক বছর থেকে আমি বুঝতে পারলাম যে, কোন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করার চেয়ে আমার গবেষণার অংশটি বেশি ভাল লাগে। আমি বার বার নতুন কিছু শিখতে চাই, জানতে চাই। আমি বুঝতে পারি যে, আমি গবেষক হতে চাই। সেখান থেকে আমার গবেষক হবার জন্য কাজ করে যাওয়া। সে বুঝ থেকেই পরবর্তিতে আমেরিকা যাওয়া, অক্সফোর্ডে আসা। দ্রুত গতির বিমান আর যাত্রীবাহী রকেটের উপর গবেষণা করা। এমন একটি বিমানও হয়ত কোন দিন আকাশে উড়বে। এমন একটি রকেটও হয়ত এক দিন যাত্রীদের নিয়ে উড়ে যাবে। আর সেদিন হয়ত পৃথিবীর কোন এক কোণে সেই বিমান বা রকেটটির উপর কাজ করার স্বপ্ন দেখবে কোন এক তরুণ বা তরুণী।

আজ অক্সফোর্ডে একটি রবিবার রাতে বসে অতীত নিয়ে এই লিখাটি লিখার আমার একটি উদ্দেশ্য আছে। আর তা হল ছোটদের জানানো যে, স্বপ্ন জয়ের পথে প্রতিকূলতা এবং বিফলতা আসবেই। স্বপ্ন যত বড়, সামায়িকভাবে হেরে যাবার বেদনাও তত বড়। বিফলতার আঘাত আমাদের সবারই নিতে কষ্ট হয়। এটা খুবই স্বাভাবিক। তুমি একা নও। হেরে যাওয়া এই ছোট ছোট যুদ্ধগুলো তোমার স্বপ্নের পথের সবচেয়ে বড় এবং অপরিহার্য যুদ্ধটি জয় করার জন্য তোমাকে তৈরি করবে। বিফলতার ভয়ে কোন চেষ্টাই যদি না কর, তাহলে তোমার কোন বিকাশই হবে না। ৩৯ বার বিফল হবার পর যদি আমি ৪০তম বার চেষ্টা না করতাম, তাহলে আজ এই গল্পটিও তোমাদের বলা হত না। তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে পরিশ্রম করতে হবে, বিফলতার স্বাদ নিতে হবে, পড়ে যাবার বেদনা পেতে হবে। মানুষ শুধু তোমার সফলতার কথা মনে রাখলেও তুমি কখনও হেরে যাবার সময়গুলো ভুলবে না। কারণ, সেই অভিজ্ঞতাগুলো ছাড়া সেই সফলতা অর্জন করা কখনও সম্ভব নয়। আজ আমার মাঝে যে আত্মবিশ্বাস দেখ, তা এক দিনে হয়নি। আমিও জানতাম না, আমিও ভয় পেতাম, আমিও সন্দিহান ছিলাম। কিন্তু হাল ছাড়িনি। তোমরাও ছাড়বে না। তোমাদের হতে হবে অনির্বাণ।

ছবিতে আমি একটি এয়ারবাস A380 এর cockpit এ বসা।

12
PhD Scholarships available at the School of Computer Science, University of Adelaide, Australia

Several fully funded PhD positions available in the broad areas of Security of Software-intensive Systems and Services at a leading research center, Centre for Research on Engineering Software Technologies (CREST) (http://crest-centre.net/). Students who are interested in the areas of Analytics for Cybersecurity, Secure Software Architectures, Human Factors and Software Security, Security of Internet of Things, Cloud Technologies (Fog Computing, Edge Computing, and Containers) and applications of Optimization, Natural Language Processing (NLP) and Machine Learning approaches for Security of Software systems, are strongly encouraged to apply.

The scholarship covers both tuition fee and living expenses. The stipend for living expenses is up to $37,000 per annum (tax exempt) for 3 years, plus tuition fee scholarship, and travel funds for conferences. Applicants with an exceptional academic record may be considered for top up of around $10,000.

The candidate should meet the following requirements:

An excellent Master’s degree in Computer Science/Software Engineering or a closely related field (applicants with an exceptionally excellent academic record in 4-year bachelor degree may also be considered)
Very good programming skills
Very good communication skills in English, both in speaking and writing
Knowledge and/or Interest in Machine Learning, Natural Language Processing, and Optimization methods
Meet the Ph.D. entry requirements of the University of Adelaide (https://www.adelaide.edu.au/…/03-con…/02-entry-requirements/)


The Environment
The University of Adelaide is a research-intensive university, that is ranked among the top 1% of the world leading universities and is a member of Group of Eight (https://go8.edu.au/). CREST is one of the key research groups at the school of computer science with diverse research capabilities and interests that offer excellent opportunities and supervision to Ph.D. students.

Application
Interested candidates are invited to send their interests in the positions to Prof. M. Ali Babar at ali.babar@adelaide.edu.au including:

1. A brief email describing yourself and your research interests

2. Soft copy of your publications (e.g., master’s thesis, conference/journal papers)

3. Your CV

4. Your transcripts of undergraduate and honours/master degrees (Scanned copies)

5. Proof of proficiency in English (e.g., TOEFL or IELTS) if English is not your first language

https://crest-centre.net/phd-scholarships-available-at-th…/…

13
গুরুত্বপুর্ন একটি বিষয় নিয়ে এই লিখাটা। কানাডাতে আপনারা যারা মাস্টার্স/ পিএইচডি (যে কোন সাব্জেক্ট) ফান্ডিং সহ করতে চান তাদের মাঝে অনেকেই কোন স্পেসিফিক প্রফেসরের কাছে ফান্ডিং আছে সেটা খুজে পান না। আজকে সেটা বোঝার একটা মেজর সোর্সের সাথে আপনাদের পরিচিতি করিয়ে দিচ্ছি।

Canadian govt. CRC (Canada Research Chair) program এর আওতায় প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস/হিউম্যানিটিজ ডিসিপ্লিনের প্রফেসরদের রিসার্চ ফান্ড হিসেবে এপ্রুভ করা হয়। ফান্ডপ্রাপ্ত প্রফেসরদের chairholder বলা হয়, তাদের মধ্যে আবার Tier-1 এবং Tier-2 ক্যাটেগরি আছে। Tier-1 রিসার্চ চেয়ারহোল্ডারগন বিগ নেইম সিনিয়র প্রফেসর, এবং তাদের রিসার্চ ফান্ডিং রিনিউয়াল সহ, ফান্ডিং এর স্থায়িত্বকালও Tier-2 chairholder প্রফেসরদের তুলনায় বেশি। Tier-2 chairholder গন সাধারনত এসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর লেভেলের হয়ে থাকেন। তারা পাচ বছরের জন্য ফান্ড পেয়ে থাকেন।

CRC funding program মুলত সব ডিসিপ্লিন কাভার করে : Social Sciences and Humanities Research Council (SSHRC), the Natural Sciences and Engineering Research Council (NSERC), and the Canadian Institutes of Health Research (CIHR) এই তিন এজেন্সি মিলিয়ে। আর্টস হিউম্যানিটিজ ডিসিপ্লিনের যেসব শিক্ষার্থিগন তাদের সাব্জেক্ট গুলোয় ফান্ডিং এর অপ্রতুলতার কারনে কানাডা আসার সপ্ন দেখতে ভয় পান, তাদের এই চেয়ারহোল্ডার ফান্ডপ্রাপ্ত প্রফেসরদের টার্গেট করে ইমেইল করা উচিত।
তো এই চেয়ারহোল্ডার প্রফেসরদের খুজে খুজে কিভাবে বের করবেন? সাধারনত অন্ধের মত ম্যাক্সিমাম শিক্ষার্থিগন প্রফেসরদের শত শত ইমেল করেন। অনেক বাংলাদেশি শিক্ষার্থিগন এমনকি হাজার হাজার ইমেল করতে গিয়ে এক প্রফেসরের ইমেল অন্য প্রফেসরকে দিয়ে বসেন। সবাইকে ইমেল না করে, আপনার রিসার্চ এর সাথে পাসংগিক প্রফেসরগন যাদের কাছে ফান্ড আছে তাদেরকে ইমেল করলে রিপ্লাই পাবার সম্ভাবনা বেশি থাকে, আর আপনার শ্রম ও সময় বেচে যাবে।

আপনি যেই ডিসিপ্লিনেরই উচ্চ শিক্ষার্থি হোন না কেন, নিচের এই লিংক থেকে আপনার ডিসিপ্লিন সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে CRC ফান্ড প্রাপ্ত কানাডিয়ান প্রফেসরদের লিস্ট পেয়ে যাবেন। তাদের কন্ট্যাক্ট ইমেল, টাইটেল বা ইউনিভার্সিটি এফিলিয়েশন, তাদের রিসার্চ এরিয়া সব কিছু দেয়া থাকবে। এমনকি আপনি চাইলে ইউনিভার্সিটি, প্রভিন্স, রিসার্চ এরিয়া স্পেসিফিক ভাবেও সার্চ দিয়ে চেয়ারহোল্ডারদের প্রোফাইল বের করতে পারবেন:
http://www.chairs-chaires.gc.ca/chairholders…/index-eng.aspx

Fall 2018 এ CRC ফান্ডপ্রাপ্ত প্রফেসরদের তালিকা নিচের লিংকে পাবেন। এর মানে তাদের কাছে ফান্ড আছে এবং তাদের নেক্সট intake এ স্টুডেন্ট নেবার সম্ভাবনা অনেক বেশি:
http://www.chairs-chaires.gc.ca/…/…/october-octobre-eng.aspx

মোট ১৮৭ জন কানাডিয়ান প্রফেসরকে $ 156,500,000 ডলার রিসার্চ ফান্ড হিসেবে গত Fall এ দেয়া হয়েছে। এছাড়া বিদ্যমান আরো শত শত চেয়ারহোল্ডার প্রফেসরগন তো আছেনই, যাদের প্রোফাইল পাবার সোর্স প্রথম লিংকে আমি দিলাম।

আপনার বন্ধুটিকেও জানান CRC এর ব্যাপারে যদি সে আপনার মতই বাইরে ফান্ড নিয়ে পড়ার জন্য আগ্রহী হয়ে থাকেন। আরেকজন কম এপ্লাই করলেই যে আপনার ফান্ডিং এর সুযোগ বেড়ে যাবে তা নয়, বরং কারো উপকার করলে সৃষ্টিকর্তাই তার উত্তম প্রতিদান আপনাকে দেবেন। কারো রিজিক কেউ মেরে খেতে পারে না, আপনার ভাগ্যে ফান্ড থাকলে এবং আপনার যোগ্যতা থাকলে অবশ্যই ফান্ড পাবেন।
ভবিষ্যত আবেদনকারীদের জন্য রইলো শুভ কামনা।
Source:Copied from - Md Nazmul Hasan

14
Division of Research / Research methodology
« on: March 31, 2019, 06:01:50 PM »
Research Methodology
RESEARCH METHODOLOGY

PharmaForce Reports has hardened its situation as a worldwide market pioneer in custom and syndicated advertise insight and benchmarking due to our sense of duty regarding using essential statistical surveying in our reports. While numerous organizations depend intensely on optional information sources, PharmaForce Reports prides itself on the broad utilization of essential research in the greater part of our report offerings.


At the point when your association buys a PharmaForce Reports report, regardless of whether custom or syndicated, you can be sure that the information incorporated into the report was got from one-on-one meetings and individual talks with proficient industry staff. The utilization of overviews and optional information sources is constrained and is regularly utilized just as foundation look into preceding starting the venture.

Our accomplished group of Research Analysts, Project Managers, and Business Unit Directors have many years of involvement in the pharmaceutical, biotech, and aggressive knowledge ventures, which enable them to move from a standard organized meeting to intelligent and edified dialogs encompassing the current point. This sort of discourse enables our group to pick up insider bits of knowledge that are not found through other information sources.

Once the assemblage of information is accumulated through broad one-on-one discoursed, it experiences a strict triangulation process and is deliberately checked on by our accomplished group of Project Managers before being incorporated into a distributed report. PharmaForce Reports depends on numerous information hotspots for similar information point to discover the most precise and solid information conceivable.

At PharmaForce Reports, our examination groups have some expertise in their areas. On account of this specialization, examine is led in the local dialect of the interviewee by experienced research investigators. Furthermore, the dominant part of our headquarter-based Project Managers have over a time of involvement with PharmaForce Reports and their particular areas, permitting them a learning mastery that is unmatched in the competitive knowledge industry.

Pages: [1]