Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - shyful

Pages: 1 2 [3] 4 5 ... 8
31
Law / Democratic Theory of Peace
« on: May 24, 2018, 04:39:02 AM »
Proponents of the democratic peace theory argue that strong empirical evidence exists that democracies never or rarely make war against each other. An increasing number of nations have become democratic since the industrial revolution, and thus, they claim world peace may become possible if this trend continues.
Liberal Democracy
Doyle (1983) requires (1) that "liberal régimes" have market or private property economics, (2) they have polities that are externally sovereign, (3) they have citizens with juridical rights, and (4) they have representative governments. Either 30% of the adult males were able to vote or it was possible for every man to acquire voting rights as by attaining enough property. He allows greater power to hereditary monarchs than other researchers; for example, he counts the rule of Louis-Philippe of France as a liberal régime.
Ray (1995) requires that at least 50% of the adult population is allowed to vote and that there has been at least one peaceful, constitutional transfer of executive power from one independent political party to another by means of an election.
Rummel (1997) states that "By democracy is meant liberal democracy, where those who hold power are elected in competitive elections with a secret ballot and wide franchise (loosely understood as including at least 2/3rds of adult males); where there is freedom of speech, religion, and organization; and a constitutional framework of law to which the government is subordinate and that guarantees equal rights."
Democratic norms
One example from the first group is that liberal democratic culture may make the leaders accustomed to negotiation and compromise (Weart 1998), (Müller & Wolff 2004). Another that a belief in human rights may make people in democracies reluctant to go to war, especially against other democracies. The decline in colonialism, also by democracies, may be related to a change in perception of non-European peoples and their rights (Ravlo & Gleditsch 2000).
Bruce Russett (1993, p. 5-11, 35, 59-62, 73-4) also argues that the democratic culture affects the way leaders resolve conflicts. In addition, he holds that a social norm emerged toward the end of the nineteenth century; that democracies should not fight each other, which strengthened when the democratic culture and the degree of democracy increased, for example by widening the franchise. Increasing democratic stability allowed partners in foreign affairs to perceive a nation as reliable democratic. The alliances between democracies during the two World Wars and the Cold War also strengthened the norms. He sees less effective traces of this norm in Greek antiquity.
 (Braumoeller 1997) argues that liberal norms of conflict resolution vary because liberalism takes many forms. By examining survey results from the newly-independent states of the former Soviet Union, the author demonstrates that liberalism in that region bears a stronger resemblance to 19th-century liberal nationalism than to the sort of universalist, Wilsonian liberalism described by democratic peace theorists, and that, as a result, liberals in the region are more, not less, aggressive than non-liberals.

32
Law / Active Theory of Peace
« on: May 24, 2018, 04:37:11 AM »
Borrowing from the teachings of Johan Galtung, Norwegian co-founder of the field of Peace Research, on 'Positive Peace', and on the writings of Maine Quaker Gray Cox, a consortium of researchers and discutants in the experimental John Woolman College initiative have arrived at a theory of Active Peace. This theory posits that Peace is part of a triad, which also includes justice and wholeness (or well-being), consonant with scriptural scholarly interpretations of the meaning of the early Hebrew word S-L-M or 'Shalom', called by some the Bible's word for salvation, justice, and peace. Furthermore, the consortium have integrated Galtung's teaching of the meanings of the terms peacemaking, peacekeeping, and peacebuilding, to also fit into a triadic formulation. Vermont Quaker John V. Wilmerding, Jr., founder of John Woolman College, posits five stages of growth applicable to individuals, communities, and societies, whereby one transcends first the 'surface' awareness that most people have of these kinds of issues, emerging successively into acquiescence (agree to something passively), pacifism, passive resistance, active resistance, and finally into Active Peace, dedicating themselves to peacemaking, peacekeeping, and/or peacebuilding.
Peacemaking is seen, roughly, as conflict transformation (not 'resolution' because conflicts are endemic in human society and can rarely actually be resolved). Peacekeeping is seen as nonviolent accompaniment, practicing passive resistance in order to protect the vulnerable and oppressed (not what the UN does with uniforms and guns). Peacebuilding is seen as sustainable development and providing for human needs, including basic sectors of economic life such as food, clothing, housing, education, health care, etc.

33
Law / “Peace is what happens.....Bruno Picozzi
« on: May 24, 2018, 04:35:54 AM »
“Peace is what happens when all peoples are free to develop themselves in the way they want, without having to fight for their rights.” —Bruno Picozzi

One concept or idea that often complements peace studies is development. Economic, cultural, and political development can supposedly take "underdeveloped" nations and peoples out of poverty, thus helping bring about a more peaceful world. As such, many international development agencies carry out projects funded by the governments of industrialized countries, mostly the western, designed to "modernize" poor countries.[1]
The concept of peace has been linked to the wide idea of development, assuming that development is not the classical pursuit of wealth. Peaceful development can be a set of many different elements such as good governance, healthcare, education, gender equality, disaster preparedness, infrastructure, economics, rule of law, human rights, environment and other political issues.[citation needed] The measuring of development uses not only GDP but also numerous measures such as:
•   Literacy rates
•   Life expectancy
•   Gini coefficient
•   Per capita income
•   Maternal survival rate
•   HIV infection rates
•   Number of doctors per capita
•   Human Development Index
•   and others
In this frame, the problem of peacefully involves the complex matter of human development, what explains the complexity of any peace-building processes.

34
Law / "Justice and Peace shall kiss"
« on: May 24, 2018, 04:30:59 AM »
"Justice and Peace shall kiss" depicts a biblical scene, referring to King James
Mahatma Gandhi suggested that if an oppressive society lacks violence, the society is nonetheless not peaceful, because of the injustice of the oppression.Gandhi articulated a vision of peace in which justice is an inherent and necessary aspect; that peace requires not only the absence of violence but also the presence of justice. Norwegian peace researcher Johan Galtung has described this peace, peace with justice, as "positive peace," because hostility and further violence could no longer flourish in this environment. During the 1950s and 60s, when Martin Luther King Jr. and the civil rights movement carried out various non-violent activities aimed at ending segregation and racial persecution in America, they understood peace as more than just the absence of violence. They observed that while there was not open combat between blacks and whites, there was an unjust system in place in which the government deprived African Americans of equal rights. While some opponents criticized the activists for "disturbing the peace", Martin Luther King observed that "True peace is not merely the absence of tension: it is the presence of justice."
Galtung coined the term structural violence to refer to such situations, which although not violent on the surface, harbor systematic oppression and injustice.

35
Law / Meaning of Peace in Wordic Sense
« on: May 24, 2018, 04:29:18 AM »
Meaning of Peace
this word 'Peace' is derived from the Anglo-Norman pas, and meaning "freedom from civil disorder", the English word came into use in various personal greetings from c.1300 as a translation of the biblical terms pax (from the Vulgate) and Greek eirene, which in turn were renderings of the Hebrew shalom. Shalom, cognate with the Arabic "salaam", has multiple meanings: safety, welfare, prosperity, security, fortune, friendliness. The personalised meaning is reflected in a nonviolent lifestyle, which also describes a relationship between any people characterized by respect, justice and goodwill. This latter understanding of peace can also pertain to an individual's sense of himself or herself, as to be "at peace" with one's own mind attested in Europe from c.1200. The early English term is also used in the sense of "quiet", reflecting a calm, serene, and meditative approach to the family or group relationships that avoids quarreling and seeks tranquility — an absence of disturbance or agitation
Deriving from the Latin pax, peace in the Western world is generally considered a contractual relationship that implies mutual recognition and agreement.
Understandings of peace throughout the world often disclose a much deeper comprehension of peace in relation to the human condition, which also includes inner peace. The comprehensive understanding of peace outlined above extends beyond what are referred to as positive conceptions of peace but acts in accordance with them as well. This contrasts with negative conceptions of peace, which are described most commonly as the mere absence of war or violent conflict.

36
Law / Conceptual Meaning of Peace
« on: May 24, 2018, 04:26:06 AM »
Peace is a state of balance and understanding in yourself and between others, where respect is gained by the acceptance of differences, tolerance persists, conflicts are resolved through dialogue, people's rights are respected and their voices are heard, and everyone is at their highest point of serenity without social tension.

Several conditions must be met for peace to be reached and maintained:
• balance of political power among the various groups within a society, region, or, most ambitiously, the world
• legitimacy for decision-makers and implementers of decisions in the eyes of their respective group, as well as those of external parties, duly supported through transparency and accountability
• recognised and valued interdependent relationships among groups fostering long-term cooperation during periods of agreement, disagreement, normality, and crisis
• reliable and trusted institutions for resolving conflicts
• sense of equality and respect, in sentiment and in practice, within and without groups and in accordance with international standards
• mutual understanding of rights, interests, intents, and flexibility despite incompatibilities
Notoriously elusive, peace connotes more than a mere absence of war or hostilities; an absence of conflict is impossible. In addition, the state of peace should be distinguished from techniques that simply avoid conflicts or employ violent or coercive approaches to engage in, manage, or resolve them.

37
ক্ষুদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে তারিখবিহীন ও ফাঁকা চেক (Blank Cheque) নিতে পারবে না ব্যাংকগুলো। চুক্তির ভিত্তিতে আগাম চেক জমা নেওয়া হলেও তাতে তারিখ ও টাকার অংকের উল্লেখ থাকতে হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।সার্কুলারে বলা হয়, কনজুমার ফাইন্যান্সিং গাইডলাইন্স এবং স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং গাইডলাইন্স অনুসারে ঋণ ফেরতের গ্যারান্টি হিসেবে ঋণ গ্রহীতার কাছ থেকে চেক জমা রাখে ব্যাংকগুলো।

সম্প্রতি ব্যাংকিং খাতে ঋণের বিপরীতে অগ্রিম তারিখযুক্ত বা তারিখবিহীন চেককে জামানত হিসেবে গ্রহণের ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাচ্ছে। এখন স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং গাইডলাইন্সের সংশ্লিষ্ট ৬ নং ধারায় বর্ণিত প্রত্যেকে কিস্তির জন্য পোস্ট তারিখসহ একটি করে চেক এবং সুদসহ ঋণের সমপরিমাণ অর্থের জন্য তারিখবিহীন আরেকটি চেক গ্রহণের বিধান বাতিল করা হলো।
সার্কুলারে আরও বলা হয়, এখন ঋণ ফেরতের নিশ্চয়তার ক্ষেত্রে প্রতিটি কিস্তির সমপরিমাণ অর্থ একাউন্ট থেকে কেটে নেওয়ার অনুমতিপত্র গ্রাহকের কাছ থেকে গ্রহণ করতে হবে। পোস্ট তারিখযুক্ত চেক জমা নেওয়ার সময় অবশ্য গ্রাহকের সঙ্গে লিখিত চুক্তিপত্র করে নিতে হবে।ঋণ পরিশোধ সূচি অনুসারে প্রতিটি কিস্তির জন্য নির্ধারিত তারিখ ও কিস্তির সমপরিমাণ অর্থ অনুসারে বৈধ স্বাক্ষর, তারিখসহ পূর্ণাঙ্গ চেক গ্রহণ করতে হবে। নতুন এই নিয়ম গ্রাহকের সঙ্গে ব্যাংকের ঋণচুক্তিতে উল্লেখ করতে নির্দেশ দেওয়া হয়েছে সার্কুলারে।

Source:http://www.shiromoni.com/?p=37141&utm_campaign=shareaholic&utm_medium=facebook&utm_source=socialnetwork

38
 8) ;D
ভারতের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে গতকাল সোমবার পাঁচ বছর করে ‘সশ্রম কারাদণ্ড’ দেওয়া হয়েছে। আর এ ‘আদেশ’ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। কলকাতার এই বিচারপতির বিরুদ্ধে আগেই আদালত অবমাননার অভিযোগ উঠেছে।
ভারতের এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, এই ‘আদেশ’ দেওয়ার আগেই সি এস কারনানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছে। কিন্তু তিনি সেগুলোকে পাত্তা না দিয়ে পাল্টা পদক্ষেপ নিলেন। বর্ণবৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি ও কাজে বাধা দেওয়ার ‘দায়ে’ ভারতের প্রধান বিচারপতিসহ আট বিচারপতিকে ‘কারাদণ্ডাদেশ’ দেন বিচারপতি সি এস কারনান।
ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর ছাড়া অন্য ‘দণ্ডপ্রাপ্ত’ বিচারপতিরা হলেন: দীপক মিশ্র, জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লোকুর, পিনাকী চন্দ্র ঘোষ, কুরিয়েন জোসেফ ও আর ভানুমতী। তাঁদের মধ্যে বিচারপতি ভানুমতী বাদে বাকি সাতজন বিচারপতি একই বেঞ্চের সদস্য। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চ বিচারপতি সি এস কারনানকে বিচার এবং প্রশাসনিক কাজকর্ম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিলেন।
বলা হচ্ছে, এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন বিচারপতি সি এস কারনান। সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে তিনি পাত্তা দেননি। পরে সুপ্রিম কোর্ট তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারপতি কারনান সাফ জানিয়ে দেন, তিনি সুস্থ আছেন। তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষার কিছু নেই।এরপর এই বিচারপতি পাল্টা অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ ও বিচারপতি আর ভানুমতী তাঁকে কাজ করতে দিচ্ছেন না। এরপর নিজেই ওই বিচারপতিদের বিরুদ্ধে ‘রায়’ দেন।বিচারপতি সি এস কারনানের চাকরির মেয়াদ আছে আর মাত্র মাস খানেক।

Collected and shared from http://www.prothom-alo.com/international/article/1174316/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%86%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B8%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE

39
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মো. ইমান আলী বলেছেন, আইনের মধ্যে থেকে সাক্ষ্য ও যুক্তিতর্ক পর্যালোচনা করে মামলার রায় দিতে হবে। মামলায় আসামি হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধী ভাবলে চলবে না। তিনি বলেন, এমনভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে যাতে জনমনে ধারনা হয় যে বিচার বিভাগ স্বাধীন। বিচারপতি ইমান আলী বলেন, আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট মাসদার হোসেন মামলার রায়ে ১২ দফা নির্দেশনা দিয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতার জন্যই দেয়া হয়েছে। আমাদের সংবিধানের অভিভাবক করা হয়েছে সুপ্রিম কোর্টকে।বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, হুমকি আসতে পারে। কিন্তু বিচার কাজে এসব চাপ বা হুমকি আমলে নেওয়া যাবে না। মুক্ত ও নিরপেক্ষভাবে রায় দিতে হবে।সুপ্রিম কোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে কমনওয়েলথ সচিবালয়ের আইন উপদেষ্টা মার্ক গোথরে, ইংল্যান্ডের বার্মিংহামের এক আদালতের বিচারক শামীম কোরেশী বক্তব্য দেন।মার্ক গোথরে বলেন, আইনের শাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা, জীবন ও সম্পদের অধিকার, সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক অধিকার-এসবই বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। একজন বিচারক হিসেবে আপনাদের কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে যা আপনাদের নিরপেক্ষভাবে বিচার কাজ পরিচালনা করতে সাহায্য করবে।
collected and shared from:
http://lawyersclubbangladesh.com/bangla/2017/05/08/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AA/#.WRBR__jZPOU.twitter

 

40
Law / Italian court rules food theft 'not a crime' if hungry
« on: May 08, 2017, 03:59:19 PM »
Stealing small amounts of food to stave off hunger is not a crime, Italy's highest court of appeal has ruled.
Judges overturned a theft conviction against Roman Ostriakov after he stole cheese and sausages worth €4.07 (£3; $4.50) from a supermarket. Mr Ostriakov, a homeless man of Ukrainian background, had taken the food "in the face of the immediate and essential need for nourishment", the court of cassation decided. Therefore it was not a crime, it said.A fellow customer informed the store's security in 2011, when Mr Ostriakov attempted to leave a Genoa supermarket with two pieces of cheese and a packet of sausages in his pocket but paid only for breadsticks.In 2015, Mr Ostriakov was convicted of theft and sentenced to six months in jail and a €100 fine.
In times of economic hardship, the court of cassation's judgement "reminds everyone that in a civilised country not even the worst of men should starve".
An opinion piece in Corriere Della Sera says statistics suggest 615 people are added to the ranks of the poor in Italy every day - it was "unthinkable that the law should not take note of reality". It criticised the fact that a case concerning the taking of goods worth under €5 went through three rounds in the courts before being thrown out. The "historic" ruling is "right and pertinent", said Italiaglobale.it - and derives from a concept that "informed the Western world for centuries - it is called humanity". However, his case was sent to appeal on the grounds that the conviction should be reduced to attempted theft and the sentence cut, as Mr Ostriakov had not left the shop premises when he was caught.
Italy's Supreme Court of Cassation, which reviews only the application of the law and not the facts of the case, on Monday made a final and definitive ruling overturning the conviction entirely. Stealing small quantities of food to satisfy a vital need for food did not constitute a crime, the court wrote. "The condition of the defendant and the circumstances in which the seizure of merchandise took place prove that he took possession of that small amount of food in the face of an immediate and essential need for nourishment, acting therefore in a state of necessity," wrote the court.
Collected and shared from: http://www.bbc.com/news/world-europe-36190557?SThisFB

41
দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে পৃথিবী বিখ্যাত বিজেতা চেঙ্গিস খান তাঁর বিজয় পতাকা পূর্বের চীন হতে পশ্চিমের পোলান্ড পর্যন্ত ওড়ান। আমরা অনেকেই জানি না যে সাবেক সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল চেঙ্গিস খানের গড়ে তোলা বা নির্ধারিত সেই সম্রাজ্য অনুসারে। মঙ্গোলদের রাজা বা গোত্র প্রধানকে বলা হত “খান”। চেঙ্গিস খানের আসল নাম “ তেমুজিন খান”। মাত্র আট বছর বয়সে তাঁর বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। নিয়ম অনুসারে বাবার মৃত্যুর পর উনিই হবেন তাঁর গোত্র প্রধান। আর এ কারনেই তাঁর বেড়ে ওঠার আগেই তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু প্রত্যেকবারই ভাগ্যক্রমে উনি বেঁচে যান। উনি ছোট বেলা থেকেই শত্রু পক্ষের দ্বারা চরম নির্যাতিত হন। খুব ছোট বেলা থেকেই মার খেতে খেতে বেড়ে ওঠেন। কিন্তু যার ভাগ্য লেখা আছে পৃথিবী বিখ্যাত বিজেতা হিসেবে তাকে কে দাবীয়ে রাখতে পারে? এখানে উল্লেখ করা প্রয়োজন চেঙ্গিস খান খুব ছোট বেলা থেকে এতোই বেশি নির্যাতিত ও লাঞ্ছিত হয়েছিলেন যে তাঁর মানব জাতির প্রতি কিছুটা ঘৃনা ছিল। উনি মঙ্গোলদের সম্রাট হবার পর যে সব রাজ্য দ্বারা লাঞ্ছিত হন সে সব রাজ্যকে পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেন।

মঙ্গোলরা ছিল চরম বর্বর, যাযাবর জাতি । তাদের ছিল না কোন কেন্দ্রীয় শাসন। এখনও তারা ঠিক আগের মতই যাযাবর জীবন যাপন করে। চেঙ্গিস খান চেয়েছিলেন সমগ্র মঙ্গোল জাতিকে এক পতাকা তলে নিয়ে আসতে।

মঙ্গোলদের সম্রাট হবার পর “ তেমুজিন খান” “চেঙ্গিস খান” নাম ধারন করে পৃথিবী বিজয়ে নামেন। তাঁর সম্রাজ্য ছিল চতুর্ভুজ আকৃতির। তিনি পূর্বে চীন থেকে শুরু করে পশ্চিমে পোল্যান্ড পর্যন্ত চতুর্ভুজ আকৃতি করে তাঁর সম্রাজ্য বিস্তার করেন। তাঁর মৃত্যুর পূর্বে সম্রাজ্যের বিশালতা এবং ব্যপকতা এতই বেড়ে যায় যে মধ্য এশিয়া তথা মঙ্গোলিয়া থেকে এতো বড় সম্রাজ্য নিয়ন্ত্রন করা কঠিন হয়ে যায়। তাই তিনি তাঁর সম্রাজ্যকে চারটি ভাগে ভাগ করে তাঁর চার দৌহিত্রের মধ্যে ভাগ করে দেন।

এই চারটি সম্রাজ্যের একটির নাম ছিল গোল্ডেন হোরড। এই গোল্ডেন হোরড অংশের সম্রাট ছিলেন বারক খান। এক সময় বারক খান পোল্যান্ড বিজয় করে তাঁর সম্রাজ্যে ফিরছিলেন। সে সময় উনি ইরাকে আশ্রয় নেন। তাঁর ইরাকে অবস্থান কালে এক দল মুসলিম ক্যারাভেন তাঁর সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের ডেকে তাদের ধর্ম, ধর্ম বিশ্বাস, তাদের প্রভু এবং পরজগত সম্পর্কে জিজ্ঞেস করেন। ক্যারাভেনের সুফি সাধকদের উত্তরে উনি প্রচন্ড সুন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন এবং নিজেকে ইসলামের সেবায় নিয়োজিত করেন এবং ধীরে ধীরে তাঁর সম্রাজ্যের অধিকাংশ লোক ইসলাম ধর্ম গ্রহন করে। পরবর্তীতে মঙ্গোলদের বাকি তিনটি অংশের খানদের(রাজাদের) তিনি ইসলাম ধর্ম গ্রহন করতে প্রলুব্ধ করেন এবং তারাও ইসলাম গ্রহন করেন। ধীরে ধীরে সমগ্র মধ্য এশিয়াতে ইসলাম ধর্ম ছড়িয়ে যায়, সমগ্র মধ্য এশিয়া চলে আসে ইসলামের ছায়াতলে।

মঙ্গোলদের আরেক নেতা হালাকু খান বাগদাদ আক্রমন করেন, পুরো বাগদাদ নগরী ধ্বংস করে দেন এবং মিশরের দিকে অগ্রসর হন। এ খবর বারক খানের কাছে পৌছালে বারক খান হালাকু খানকে প্রতিহত করেন। এর কিছুদিন পর যখন মঙ্গোলদের সম্রাট(Khan of all Khans) নির্বাচনের সময় হয় তখন হালাকু খান মঙ্গোলিয়ায় ফিরে যান যার কারনে সে সময়ের মিশরের ফাতেমিয়া খিলাফত ধংশের হাত থেকে রক্ষা পায়।

খোদ মঙ্গোলিয়া ইসলাম ধর্ম গ্রহন না করলেও তাদের অন্যান্য রাজ্য এবং অন্যান্য বংশধরেরা ইসলাম ধর্ম গ্রহন করেন। যার কারনে মঙ্গোল বংশদ্ভুত মুসলমানদের নামের শেষে “খান” বংশগত নামটি টিকে থাকে। মধ্য এশিয়াতে চেঙ্গিস খানের এতোটাই প্রভাব ছিল যে মধ্য এশিয়ার মানুষেরা নিজেদের চেঙ্গিস খানের বংশধর হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। পরবর্তীতে মধ্য এশিয়ার মুসলমানরা পৃথিবীর অন্যান্য স্থানে ছড়িয়ে যায় যার কারনে মুসলমানদের নামের সাথে “খান” বংশগত নামটি খুব প্রচলিত হয়।

ভারতীয় মুসলমানদের নামের পেছনে “খান” যুক্ত হবার কারন হচ্ছে মুঘল শাসনামল। কারন মুঘল সম্রাট বারর ছিলেন জাতিতে চেঙ্গিস খান এবং তৈমুর লং এর বংশধর। আর মুঘল শব্দটি এসেছে মঙ্গোল শব্দ থেকে। ভারতীয় মুসলমানরা অধিকাংশই আফগান, পশতুন, কাজাখ এবং তুর্কি বংশদ্ভুত যার কারনে পূর্ব পুরুষদের নামের শেষের “খান” তারাও গ্রহন করেছেন। আর খোদ ভারতীয় যারা মুসলিম ধর্ম গ্রহন করেছেন তারাও গর্বের সাথে তাদের নামের শেষে “খান” বংশগত নামটি গ্রহন করেছেন।এই হচ্ছে ইতিহাস বিখ্যাত মঙ্গোলদের ইতিহাস, মঙ্গোলদের ইসলাম ধর্ম গ্রহন করার কারন এবং মুসলমানদের নামের শেষে “খান” বংশগত নাম থাকার কারন।
সংগ্রহীত শুদু মাত্র জ্ঞান চর্চার উদ্দেশে ঃ  https://noyonislam25.wordpress.com/2017/05/07/%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE/

42
যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থা’ এ উদ্যোগ নেয়। সংগঠনের ওই ২১ সদস্য গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হাশিমপুর গ্রামের কৃষক শাহীন হোসেনের ১৩ কাঠা এবং সবুর বিশ্বাসের নয় কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।  এই তরুণেরা বলছেন, অন্যদের কাছে তাঁদের একটাই বার্তা: অবসরে এমন কাজ করলে সম্মান বাড়বে ছাড়া কমবে না।সংগঠনের সভাপতি জহির ইকবাল প্রথম আলোকে বলেন, ‘অতিবৃষ্টির কারণে যশোর অঞ্চলের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দরিদ্র কৃষকেরা চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। যে কারণে আমরা দুজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। এর মধ্য দিয়ে আমরা অন্য তরুণ-যুবকদের এই বার্তা দিয়েছি যে ছুটির দিনে নিজের এলাকার কৃষকের খেতের ধান কেটে সহায়তা করা যায়। এতে সম্মান বাড়বে ছাড়া কমবে না।’


 তথ্য সূত্র ঃ http://www.prothom-alo.com/bangladesh/article/1170016

43
Law / People Judge Your Personality Based On These 5 Small Things
« on: May 06, 2017, 11:38:45 AM »
1. Your clothing color choices.
According to Psychology Today, the color of clothes you wear says more about who you are than many other superficial features. People who choose darker, earth tones, blacks or grays tend to be more sensitive and artistic. People who wear red tend to be perceived as lively people.

2. Nail biting.
Some body focused behaviors, like nail biting, can indicate to people that you're impatient, frustrated, or that you react ti certain situations with anxiety or boredom.

3. The shoes you wear.
It may sound a little catty, but some psychologists think you can judge a person by their shoes. Examining the cost, style, color and condition of a shoe can tell you much about someone's income, political affiliation, gender, and possibly even age.

4. Your handshake.
This shouldn't come as a surprise to anyone, but your handshake can exude confidence or weakness. You can also determine a lot about how introverted or extroverted a person is based on the strength of their handshakes.

5. Your handwriting.
According to one study, people with small, meticulous handwriting come off as shy, where as people with larger, sloppier handwriting appear more outgoing. They also found people who were careful about how their writing appeared and wrote slowly were more empathic and sensitive.
Collected and shared from: http://www.adorablequotes4u.com/2017/05/people-judge-your-personality-based-on.html

44
The government of India recently informed the Supreme Court that it has formed a Committee for looking into ways to stop the smuggling of cattle--cows in particular. It is headed by the Joint Secretary of the Home Ministry. The government had taken this step in response to a 2015 Public Interest Litigation seeking the Supreme Court’s intervention on the issue. Government also informed the Supreme Court that it is planning to establish shelter homes. In every single district in India, each home would have the capacity to shelter at least 500 cows ensuring that abandoned cows are taken care of.

There is nothing legally wrong in any of this. The protection of cows and stopping their slaughter is enshrined in the directive principles of the Indian constitution. For the uninitiated, the Article 48 of Indian constitution reads-“Article 48: Organisation of agriculture and animal husbandry.—The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.”

Yet, the proposal does raise lot of serious questions in a country that has 38.4 percent of its children stunted, 21 percent of its children under 5 years wasted and another 7.4 percent severely wasted because of lack of food. This is the government’s own figures in the National Family Health Survey (NFHS) 4, 2015-16. Further, the questions are not merely moral in nature. It makes one contemplate if such a country can really afford to protect cows most often abandoned by their own owners after they stop giving milk.

It also raises questions regarding the constitutional obligation of the Government of India as well as state Governments. The constitution enshrines the Right to Life with dignity as a fundamental right of every Indian. Now one would definitely not need a rocket scientist to know that stunted children and those wasted for lack of food cannot have a life with dignity in any meaningful way. Can the government keep ignoring the fundamental rights of children while setting up cow shelters? The answer is not very difficult.

And this is not only about children. The proposal also makes one think of thousands of farmer suicides in India every year and the ongoing litigation over them. The Supreme Court of India has repeatedly, and rightly, slammed the government over the seriousness and urgency of the issue. It had once bitterly rebuked the authorities reminding them that the droughts and the suicides were not about ‘cattle’ but they continue ignoring the issue.

Ironically, the Government seems to be all-serious about ‘cattle’ and not citizens. Even more ironically, the Supreme Court seems to have missed the point altogether. If the Court had not, it would have remembered that the same government showing this seriousness for cows has not bothered to do much about the farm suicides. The learned Justices have termed it “a sensitive matter of larger public interest and human rights which covers the entire country”. The court then directed the authorities to draft a national policy to deal with the disaster. Particular focus was to be put on compensating framers in cases of crop failure and indebtedness – two recurring reasons pushing farmers to take the extreme step of self annihilation. That was in January.

At least 600 farmers have committed suicide in just two states since. The Government has not bothered to start consultation with the stake holders i.e. farmers, local governments, state governments (as agriculture is a state subject) and banks. The Supreme Court and the Government should have remembered the malnourished children and the farmer’s self- immolations when they proposed the biometric identity cards and shelter homes for cows. It might have reminded them that it is not merely about the cattle.

Collected from a report of the Asian Human Rights Commission (AHRC),  www.humanrights.asia

45
অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে বাংলাদেশ বার কাউন্সিল।

আজ (২৪ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে বার কাউন্সিল সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে বার কাউন্সিল কিছু শর্ত উল্লেখ করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড পেতে শর্তগুলো হল-

১. যারা গত ২ ফেব্রুয়ারি ২০১৭ এর আগে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর মেয়াদী এলএলবি (পাস) কোর্স সম্পন্ন করেছেন এবং উক্ত তারিখের আগে বার কাউন্সিলে ইন্টিমেশন ফরম যথাযথ ভাবে দাখিল করেছেন।

২. আগামী ২ জুন, ২০১৭ এর মধ্যে যাদের শিক্ষানবিশ কাল ছয় মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হবে।

৩.  অনুমোদিত বিশ্ববিদ্যালয় বলতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)/শিক্ষা মন্ত্রণালয়/সুপ্রিম করত/বার কাউন্সিল।এনরোলমেন্ট কমিটি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বুঝানো হয়েছে।

৪. পুনরায় রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে প্রার্থির আগের রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্র এবং স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে মূল কপি বার কাউন্সিলে জমা দিতে হবে। প্রত্যয়নপত্র যথাযথ কর্তৃপক্ষ (রেজিস্ট্রার ও আইন বিভাগের প্রধান/ডীন) কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

৫. এই নোটিশের সাথে যুক্ত ‘নমুনা ফরম’টি ডাউনলোড করে উল্লেখিত কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্যতাগুলো নিম্নরূপ

১. বার কাউন্সিলের বিধি বহির্ভুত কোন প্রার্থী রেজিস্ট্রেশন কার্ড পাবেন না। মিথ্যা তথ্য/বিতর্কিত/ভুয়া/জাল সার্টিফিকেট জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পরে সেটা বাতিল করা হবে।

২. উপরোল্লিখিত শর্তাবলীতে যা কিছুই থাকুক না কেন, কোন প্রার্থীর রেজিস্ট্রেশন কার্ড কোনো কারণ দর্শাণো ছাড়াই প্রদান/বাতিলের ক্ষমতা বার কাউন্সিলের আছে।

৩. উপরোল্লিখিত শর্তসমূহে সংযোজন/বিয়োজন হলে তা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট (www.barcouncil.gov.bd) থেকে জানা যাবে।

বিশেষ দ্রষ্টব্য: নোটিশ প্রকাশের দুই কার্য দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় অনুযায়ী (university wise) বিস্তারিত তালিকা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত হবে। নোটিশে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থিদের বার কাউন্সিলে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড সংক্রান্ত  কার্যক্রম (নির্দেশনা ও শিডিউল) মোতাবেক সম্পাদন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Shared from http://lawyersclubbangladesh.com/bangla/2017/04/24/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0/
Accessed on 24/04/2017

Pages: 1 2 [3] 4 5 ... 8