Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Tofazzal.ns

Pages: [1] 2 3 ... 13
2
Congratulation to Bangladesh Team to win the 100th test match!!!

শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল তুলে নিলেন নিজের ২২তম টেস্ট-ফিফটি। তাঁর ৮৪ রানের ইনিংস সবকিছুই সহজ করে দিয়েছিল বাংলাদেশের। সবাই যখন তামিমের তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষায়, ঠিক তখনই মাথা গরম করে আউট তামিম। তিনি অবশ্য দিলরুয়ান পেরেরাকে তুলে মারতে চেয়েছিলেন লং অন দিয়ে, কিন্তু ব্যাটের কানায় লেগে তা উঠে গেল ওপরে। দিনেশ চান্ডিমালের দুর্দান্ত ক্যাচটিকে কিন্তু বাহবা দিতেই হয়। ১২৫ বলে ৮২ রান করে ফিরেছেন তিনি। চা বিরতির আগে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৬। জয়ের জন্য আর ৩৫ রান দরকার বাংলাদেশের।

সাব্বিরের সঙ্গে তাঁর জুটিটা ১০৯ রানের। তৃতীয় উইকেটে এই জুটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে দলকে। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানেই ২ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের পরপর দুই বলে সৌম্য ও ইমরুলের উইকেট বিপদে ফেলে দিয়েছিল দলকে। সেখান থেকে দলকে উদ্ধার করে তামিম-সাব্বিরের এই জুটি। তারপর এই জুটি নতুন করে স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে।

সাব্বির দুর্দান্ত খেলেছেন। কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। ৭৬ বলে ৪১ রান করে দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ  হয়ে যান। পেরেরার বলে সুইপ করতে চেয়েছিলেন সাব্বির। ব্যাটে না লেগে বল লাগে তাঁর প্যাডে। আবেদন হয়েছিল। সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফল পেরেরা।

টেস্টে বাংলাদেশ রান তাড়া করে জিতেছে মাত্র দুবার। ২০০৯ সালের জুলাইয়ে গ্রেনাডায় ২১৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৪ উইকেটে। ২০১৪ সালের অক্টোবরে মিরপুর টেস্টে জিম্বাবুয়ের দেওয়া ১০১ রানের লক্ষ্যটা অবশ্য তাড়া করতে নেমে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের, জিতেছিল ৩ উইকেটে।

3
Noun: শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Noun চেনা যায়: (tion, ment, ness, hood, dom, ship, th, ity, gy, phy, my, ure, cy, tude, mony, nce, age, er, or, sion, ist, ee, ism).

Adjective: শব্দের শেষে নিম্নলিখিত
Suffix গুলো থেকে Adjective চেনা যায়: (ble, ish, less, ary, ive, ful, ar, al, ate, ic, sque, id, ile, ry, line, ous/ ose, lent, an).

Verb: শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Verb চেনা যায়: (en, fy, esce, ise, ize, ish, te, d, ed, ain, e, se, ing).

Adverb: শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Adverb চেনা যায়: (wise, ways, ly, ward).

4
✲ তেঁতুল - Tamarind.
✲ পিঁয়াজ - Onion.
✲ রসুন - Garlic.
✲ শুকনা মরিচ - Red chili.
✲ হলুদ - Turmeric.
✲ ধনিয়া - Coriander.
✲ কালিজিরা - Nigella.
✲ শা জিরা - Caraway(black cumin).
✲ পোস্তা দানা - Poppy seed.
✲ তিল - Sesame seed.
✲ এলাচি - Cardamom.
✲ আদা - Ginger.
✲ কাঁচা মরিচ - Green chili.
✲ জিরা - Cumin seed.
✲ মেথি - Fenugreek.
✲ মৌরি - Aniseed.
✲ সরিষা - Mustard.
✲ তেজ পাতা - Bay leaf.
✲ ধনে পাতা - Coriander leaf.
✲ পুদিনা পাতা - Mint leaf.
✲ দারচিনি - Cinnamon.
✲ লবঙ্গ - Cloves.
✲ গোল মরিচ - Black pepper.
✲ সাদা মরিচ - White pepper.
✲ জয়ফল - Nutmeg.
✲ যৈত্রী - Mace.
✲ কাবাব চিনি - Allspice.

7
The link of the circular of Medical Promotion Officer:
http://bdjobstoday.com/hotjobs_details.php?id=150418

9
The link of Job circular of Senior officer and Officer of Pubali Bank limited:
http://bdjobstoday.com/job_details.php?id=149682

10
বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?    উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা।
     তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা
     এবং উভয পাশে দুটি করে তারকা।
   
জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?    উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।          

জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?    উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩          

বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?    উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।       
   
আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?    উঃ ২৫টি।          

আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?    উঃ গীতবিতান এর অর্ন্তগত।    
      
আমার সোনার বাংলা-র সুরকার কে?    উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।       
   
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?    উঃ বঙ্গদর্শন।       
   
আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?    উঃ ১৯০৫ সালে।       
   
বাংলাদেশের রণ সংগীত কোনটি?    উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।    
      
বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?    উঃ কাজী নজরুল ইসলাম।          

উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?    উঃ প্রথম ২১ চরন।       
   
বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?    উঃ কাজী নজরুল ইসলাম।          

বাংলাদেশের রণ সংগীত চল্‌ চল্‌ চল্‌ কোন কাব্যর অর্ন্তগত?    উঃ সন্ধ্যা কাব্য।    
      
রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?    উঃ ১৩৩৫ সালে।       
   
রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?    উঃ শিখায় ।       
   
বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?    উঃ সেলিমা রহমান রচিত

11
পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?    উঃ গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।       
   
উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?    উঃ ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।    
      
তমুদ্দিন মজলিস কি ? এটি কবে গঠিত হয় ?    উঃ একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ২ সেপ্টেম্বর ১৯৪৭ ।       
   
উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ?    উঃ ০২ ই ১৯৪৮ মার্চ।    
      
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন ?    উঃ নুরুল আমিন।          

১৯৫২ র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রি কে ছিলেন ?    উঃ খাজা নাজিমউদ্দিন।       
   
প্রথম তৈরী শহীদ মিনার কে উম্মোচন করেন ?    উঃ শহীদ শফিউরের পিতা।          

১৯৫২ র ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কবে প্রথম শহীদ মিনার নির্মান করা হয় ?    উঃ ১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী।
         
উর্দু - উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ কথাটি কে বলেছিলেন ?    উঃ মুহম্মদ আলী জিন্নাহ।       
   
কত সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয় ?    উঃ ১৯৫৬ সালে।

12
১০ জানুয়ারী      বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস    
   
   
২৮ জানুয়ারী      সলঙ্গা দিবস।    
   
   
০২ ফেব্রুয়ারী    জনসংখ্যা দিবস    
   
   
২২ ফেব্রুয়ারী    আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস    
   
   
২৮ ফেব্রুয়ারী    ডায়াবেটিক দিবস       
   
১৫ মার্চ    রাষ্ট্রভাষা দিবস    
   
   
২৫ মার্চ    কালো রাত দিবস    
   
   
২৪ এপ্রিল    খাপড়া ওয়ার্ড দিবস    
   
   
২৮ মে    নিরাপদ মাতৃত্ব দিবস    
   
   
৩০ মে    জিয়াউর রহমানের সাহাদত দিবস    
   
   
০৭ জুন    ছয়দফা দিবস    
   
   
২৩ জুন    পলাশী দিবস    
   
   
০৭ নভেম্বর*      জাতীয় দিবস ও সংহতি দিবস    
   
   
১৬ অক্টোবর      বঙ্গভঙ্গ দিবস    
   
   
০৬ ডিসেম্বর      স্বৈরচার পতন দিবস    
   
   
২২ অক্টোবর      নিরাপদ সড়ক দিবস

13
২১ শে ফেব্রুয়ারী    শহীদ দিবস    
   
   
২৬ শে মার্চ    স্বাধীনতা দিবস    
      
১৫ আগষ্ট    জাতীয় শোক দিবস    
   
   
২১ নভেম্বর    সশস্র বাহিনী দিবস    
   
   
১৪ ডিসেম্বর    শহীদ বুদ্ধিজীবি দিবস    
   
   
১৬ ডিসেম্বর    বিজয় দিবস

14
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?    উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।    
      
বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?    উঃ সৈয়দ নজরুল ইসলাম।    
      
বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?    উঃ সৈয়দ নজরুল ইসলাম।       
   
বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?    উঃ শাহ আব্দুল হামিদ।    
   
   
বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?    উঃ মোহাম্মদ উল্ল্যাহ।    
      
বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?    উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী       
   
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?    উঃ এ. এস. এম. সায়েম       
   
বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?    উঃ এম. এইচ. খোন্দকার।       
   
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?    উঃ তাজউদ্দিন আহমেদ।       
   
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?    উঃ বেগম খালেদা জিয়া       
   
বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?    উঃ শেখ হাসিনা       
   
বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?    উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।    
      
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?    উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়       
   
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?    উঃ স্যার পি. জে. হাটর্স।       
   
ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?    উঃ মিঃ স্কিনার।          

ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?    উঃ আনন্দ চন্দ্র রায়।          

ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?    উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।       
   
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?    উঃ মোহাম্মদ হানিফ       
   
প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?    উঃ আ. স. ম. আব্দুর রব।       
   
বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?    উঃ এ. এন. হামিদুল্লাহ          

বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?    উঃ ০৪ মার্চ, ১৯৭২       
   
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?    উঃ ভারত          

বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?    উঃ মিসেস কামরুন্নাহার লাইলী    
      
বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?    উঃ কানিজ ফাতেমা রোকশানা।    
      
বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?    উঃ মাহমুদা হক চৌধূরী       
   
বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?    উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।    
      
বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?    উঃ ভালুকা, ময়মনসিংহ।          

বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?    উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)       
   
বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?    উঃ তাহমিনা হক ডলি       
   
বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?    উঃ জাকিয়া আখতার          

বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?    উঃ বেগম রওশন আরা          

বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?    উঃ হাসিনা খাতুন       
   
বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?    উঃ নাজনিন সুলতানা       
   
বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?    উঃ আনিসা হামেদ       
   
বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?    উঃ নাজমুন আরা সুলতানা       
   
বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?    উঃ নাজমুন আরা সুলতানা       
   
বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?    উঃ সুরাইয়া রহমান।          

বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?    উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।    
      
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?    উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা          

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?    উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা       
   
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?    উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।          

প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?    উঃ স্যার এফ রহমান          

প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?    উঃ রাজা রামমোহন রায়।       
   
প্রথম বাঙ্গালী বিচারপতি?    উঃ স্যার সৈয়দ আমির আলী          

প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?    উঃ রবীন্দ্রনাথ ঠাকুর          

বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?    উঃ শরদিন্দু শেখর চাকমা          

বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?    উঃ বাংলার দূত          

বাংলাদেশের প্রথম রণতরী ?    উঃ বি. এন. এস. পদ্মা          

প্রথম বাংলা চলচ্চিত্র?    উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।       
   
প্রথম মুসলিম অভিনেত্রী ?    উঃ বনানী চৌধুরী          

প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?    উঃ ব্রজেন দাশ (৬ বার)       
   
বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?    উঃ ফেরদৌস আরা বেগম       
   
বাংলাদেশের প্রথম নারী ওসি কে?    উঃ হোসনে আরা বেগম।          

জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?    উঃ ইসমাত জাহান।       
   
বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?    উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)    
   
   
বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?    উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)    
      
বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?    উঃ সালমা খাতুন।          

সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে?    উঃ সৈয়দ আমিনুল ইসলাম।

15
Football / কৌশলেই মার খেল আবাহনী
« on: March 15, 2017, 11:03:23 PM »
পাল্টা আক্রমণে আবদুল্লাহ আসাদুল্লাহ প্রায় মাঝমাঠ থেকে বলটা যখন টেনে নিয়ে যাচ্ছেন, আবাহনীর শেষ ডিফেন্ডার রায়হান শোচনীয়ভাবে ব্যর্থ। পারলেন না মাজিয়ার স্ট্রাইকারকে আটকাতে। সুযোগ কাজে লাগিয়ে সর্বনাশের শেষটা টেনে দিলেন আবদুল্লাহ।
১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে সমতাসূচক গোলটা পেতে আক্রমণে ওঠা আবাহনীর জালে উল্টো দ্বিতীয় গোল, ৮৬ মিনিটে। অন্তত ড্রয়ের আশায় এএফসি কাপের প্রথম ম্যাচে আকাশি-নীলের ২-০ হারটা তুলে ধরল বাংলাদেশ-মালদ্বীপের ফুটবলের পার্থক্যও।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল রোমান্টিকদের অনেকে তখন ফিরে যাচ্ছেন আশি, নব্বই দশকে। মালদ্বীপের ভ্যালেন্সিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে মোহামেডানের সেই উৎসব চোখে ভাসে তাঁদের! ওই ভ্যালেন্সিয়াই খাবি খেয়েছে আবাহনীর কাছেও (৭-২)। দ্বীপ দেশটির জাতীয় দলকে আসলাম-কায়সার হামিদরা ভাসিয়েছেন আট গোলে। সেই দিন আর নেই! গত মাসেই চট্টগ্রামে শেখ কামাল টুর্নামেন্টে মালদ্বীপের টিসি এফসির কাছে এই আবাহনী হেরেছে ১-০ গোলে।
পঞ্চম মিনিটেই পাওয়া গোল ধরে রাখতে আবাহনীর সামনে কাল মাজিয়া দাঁড় করিয়েছে নিখুঁত রক্ষণ। যদিও বল পজেশন ঢাকার দলটিরই ছিল বেশি। আক্রমণেও একক প্রাধান্য। আবাহনী ক্রস করেছে প্রচুর, কিন্তু তা আটকাতে প্রস্তুত ছিলেন মাজিয়ার দীর্ঘদেহী কিরগিজ গোলরক্ষক পাভেল।

আবাহনী কোচ দ্রাগো মামিচ বিরক্ত এমন ক্রস দেখে। ম্যাচ শেষে বলছিলেন, ‘আমি উঁচু গলায় বারবার বললাম, ‘তোমরা মাটিতে খেলো। কিন্তু ওরা ক্রস করতে থাকল আর তা প্রতিহত হলো।’ এমনিতে আবাহনীর খেলায় মামিচ খুশি। শেখ কামাল কাপে খেলা দলের পাঁচজন নেই। জোড়াতালির নতুন দলটাকে গড়ার সময় পাননি। সেই তুলনায় দল খারাপ খেলেনি বলেই মনে করেন মামিচ।

কিন্তু দুটি ভুল পাস ডেকে এনেছে সর্বনাশ। প্রথমবার অধিনায়ক মামুন মিয়ার ভুল থেকে বল পেয়ে মোহাম্মদ উমাইরের প্লেসিংয়ে ১-০। দ্বিতীয় গোলটা ইয়াসিনের ভুল পাসের খেসারত। অথচ চারজন বিদেশি নিয়ে খেলা মাজিয়া আক্রমণই করেছে মাত্র চারটি! এর মধ্যে দুটি ঠেকিয়েছেন আবাহনীর গোলরক্ষক সোহেল। শেষ পর্যন্ত ব্যক্তিগত নৈপুণ্যের অভাবই পার্থক্য হয়ে দাঁড়াল। প্রথমার্ধে রাইট উইং ব্যাক পজিশনে খেলা আবাহনী অধিনায়ক মামুন মিয়া ওপরে উঠেছেন বারবার। কিন্তু সৃষ্টিশীলতার অভাবে আক্রমণগুলো দানা বাঁধেনি। কিছুটা আহত মামুন মিয়াকে দ্বিতীয়ার্ধে বসিয়ে কোচ চলে গেলেন দ্বিতীয় স্ট্রাইকারে, নামালেন জীবনকে।

কিন্তু মাজিয়া প্রতিপক্ষকে শুটিং রেঞ্জে কোনো জায়গাই দেয়নি। উল্টো আবাহনী মাঝমাঠে অনেক ভুল পাস দিয়েছে, পাল্টা আক্রমণের জন্য রক্ষণও তৈরি ছিল না। সর্বনাশটা হয়েছে এখানেই। তবে ইরানি রেফারি কিছু ফ্রি-কিক দেননি বলেও ক্ষোভ আবাহনী কোচের।
আকাশি-নীলের পরের ম্যাচটা আগামী ৪ এপ্রিল কলকাতায় স্থানীয় মোহনবাগানের সঙ্গে। আরেকটি বড় পরীক্ষাই অপেক্ষা করছে!

Pages: [1] 2 3 ... 13