Daffodil International University

Educational => You need to know => Topic started by: Badshah Mamun on January 05, 2013, 07:00:31 PM

Title: Right Information
Post by: Badshah Mamun on January 05, 2013, 07:00:31 PM
1. ১৯৯৬ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে সবচেয়ে বড় তরমুজটির নাম ওঠে। এটির ওজন ছিল ২৬২ পাউন্ড।

2. গাছের ৭৫ শতাংশই পানি।

3. টেলিভিশনে প্রচারিত প্রথম বিজ্ঞাপনটি ছিল হাতঘড়ির।

4. জিরাফ দিনে মাত্র আধা ঘণ্টা ঘুমায়।

5. শীতকাল হোক বা গরমকাল, হিটলার কখনোই প্রকাশ্যে তাঁর কোট খুলতেন না।

6. পিঁপড়া ৪৫ থেকে ৬০ দিন বেঁচে থাকে।

7. পেরুর নামকরণ হয় ষষ্ঠদশ শতাব্দীর স্থানীয় নেতা বিরুর নামে।


Source: http://www.prothom-alo.com/detail/date/2013-01-05/news/318695