Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: nafees_research on April 29, 2018, 05:37:28 PM

Title: ১০ লাখ ৪০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস বানাবে গুগল
Post by: nafees_research on April 29, 2018, 05:37:28 PM
১০ লাখ ৪০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস বানাবে গুগল

ক্যালিফোর্নিয়ার সানিভেলে বিশাল এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে প্রযুক্তি কোম্পানি গুগল। এ নিয়ে বিস্তর পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। প্রকল্পটির আওতায় মাউন্টেইনভিউ প্রধান কার্যালয় থেকে কয়েক মাইল দূরে নতুন ক্যাম্পাস বানাতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।

নিয়ন্ত্রক সংস্থায় গত বুধবার রাতে জমা দেয়া প্রস্তাবনায় বলা হয়, ১০ লাখ ৪০ হাজার বর্গফুট এলাকাজুড়ে দুটি সবুজ জায়গাসহ ভবন বানানো হবে। ক্যাম্পাসটিতে ৪ হাজার ৫০০ গুগল কর্মী কাজ করতে পারবে। সেখানে ২ হাজার ৮৫টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত এ ক্যাম্পাসের প্রতিটি ভবনের পাঁচটি তলার মধ্যে কর্মীদের আসা-যাওয়ার ব্যবস্থা রাখা হবে।

গুগল এ প্রকল্পকে নাম দিয়েছে ‘ক্যারিবিয়ান’। এর কারণ হলো একটি ভবন ক্যারিবিয়ান ড্রাইভে পড়েছে। কর্মীদের আবাসস্থল দেয়াসহ সানিভেল ঘিরে গুগলের বিস্তৃত পরিকল্পনার অংশ এটি।

গুগলের বৈশ্বিক রিয়েল এস্টেট প্রধান মার্ক গোলান বলেন, সানিভেলে আবাসন ও পরিবহন ব্যবস্থা দুটি বড় ইস্যু, যা গুগলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।

২০২১ সালের আগে ক্যারিবিয়ান কমপ্লেক্স চালুর কোনো আশা দেখছেন না সংশ্লিষ্টরা। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের দাবি, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ৭৮ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে।

Source: http://bonikbarta.net/bangla/news/2017-12-24/142416/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A7%AA%E0%A7%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2/