Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Anuz

Pages: 1 [2] 3 4 ... 124
17
Vitamin-C is very much important for sound health.

20
করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশ্বের ১০৫টি দেশ এ ভাইরাসে আক্রান্ত। করোনার আঁতুড়ঘর চীনে এ মুহূর্তে মৃত মানুষের সংখ্যা ৩ হাজার ১৩৬। ইতালি কার্যত স্তব্ধ হয়ে গেছে ৪৬৬ জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে। ইরানে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭। বিশ্বে এ সংখ্যা চার হাজার পেরিয়েছে। এমন পরিস্থিতিতে চীনের ১০০ বছরের এক বৃদ্ধের করোনার সঙ্গে লড়াইয়ের পর সুস্থ হওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। করোনার আতঙ্কে সুখের খবরই হতে পারে এটি।

অভূতপূর্ব এই ঘটনা ঘটেছে করোনাভাইরাসের আঁতুড়ঘর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই। করোনাভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে, তার প্রমাণ চীন থেকে ইতালির সাম্প্রতিক পরিস্থিতি। শোনা যাচ্ছে, বয়স্ক বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের এই ভাইরাস থেকে প্রবল সমস্যা হতে পারে। এমন সমস্ত বক্তব্যের মধ্যেই চীনের ওই ঘটনা ঘটল।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, গত মাসেই পরিবারের লোকদের নিয়ে নিজের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছিলেন উহানের ওই ব্যক্তি। এর কয়েক দিন পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক পরিস্থিতির ক্রমে অবনতি হওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি পরিবারের লোকেরা তাঁকে হুবেইয়ের ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা করার পর তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পাশাপাশি তাঁর আলঝেইমার, হাইপার টেনশন ও হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে বলে জানান চিকিৎসকেরা। রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় ওই ব্যক্তির। ওষুধ ও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন ওই শতবর্ষী। গত শনিবার আরও ৮০ জন মানুষের সঙ্গে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


21
চীনের হুবেই প্রদেশে গত বছরের শেষে করোনাভাইরাসের উৎপত্তি। ভাইরাসটি ছড়িয়ে পড়া রুখতে কিছুদিনের মধ্যেই প্রদেশজুড়ে অধিবাসীরা মুখে মুখোশ বা মাস্ক পরতে শুরু করে। এতে দেখা দিল আরেক সমস্যা। মাস্ক পরিধানকারীকে স্বয়ংক্রিয় ব্যবস্থার পক্ষে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এখানে উল্লেখ করা প্রয়োজন, চেহারা শনাক্তকরণসহ ইলেকট্রনিক সারভেইলেনস বা নজরদারির কাজে বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহার করে চীন। তবে তাদের সেসব প্রযুক্তি কোনো কাজেই এল না। এখানেই কাজ শুরু করে হানওয়াং টেকনোলজি লিমিটেড।

চীনা প্রতিষ্ঠানটির ইংরেজি নাম হানভন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হলো, মাস্ক পরিধানকারীকেও তাদের প্রযুক্তি শনাক্ত করতে পারবে। আর টেম্পারেচার সেন্সরের সঙ্গে যুক্ত করা হলে মানুষের নাম জানানোর পাশাপাশি তাপমাত্রাও জানাতে পারবে। তাপ মাত্রাতিরিক্ত মনে হলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন হানওয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট হুয়াং লেই। বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটিতে কাজ করেন ২০ জন কর্মী।

করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে গত জানুয়ারিতে কাজ শুরু করে হানওয়াং। এক মাসের মধ্যেই প্রযুক্তিটি বাজারজাত শুরু করে তারা। এই প্রযুক্তি ব্যবহার করে মূলত দুই ধরনের নিরাপত্তা পণ্য বিক্রি করছে হানওয়াং। একক চ্যানেল ও একাধিক চ্যানেল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একক চ্যানেলটি কোনো কার্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা যেতে পারে। মাল্টি চ্যানেলে একাধিক ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ ৩০ জনকে শনাক্ত করতে পারবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

হানওয়াংয়ের বড় গ্রাহকদের একটি হলো চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণও এই মন্ত্রণালয়ের। হানওয়াংয়ের প্রযুক্তির সঙ্গে মন্ত্রণালয়ের ডেটাবেইসে থাকা নাম, ছবি ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখতে পারে আইন প্রয়োগকারী সংস্থা। তবে কেউ যদি একই সঙ্গে মাস্ক এবং রোদচশমা পরে থাকে, সে ক্ষেত্রে শনাক্ত করতে হিমশিম খেয়ে যায় এই প্রযুক্তি। তা ছাড়া হানওয়াংয়ের প্রযুক্তিকে চীনারা কীভাবে নিচ্ছে, তা জানার সুযোগ হয়নি এখনো।

22
Its an international crisis.

23
Bangladesh stock exchange also faced the same problem.

25
Serious issue........
Common problem to all of us.

26
Thanks for your informative post....

27
Good source of vitamin-C.

28
Allied Health Science / Re: Prevention and Treatment of Coronavirus
« on: March 09, 2020, 05:45:32 PM »
Thanks for sharing the important issue.

29
Knowledgeable......

30
Informative one. Thanks for sharing

Pages: 1 [2] 3 4 ... 124