Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: arif_mahmud on April 04, 2017, 02:59:11 PM

Title: স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
Post by: arif_mahmud on April 04, 2017, 02:59:11 PM
স্মার্টফোন নিরাপদ রাখতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়। পিন পাসওয়ার্ড, প্যাটার্ন লকসহ বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়েই আমরাে ফোনের নিশ্চয়তা নিশ্চিত করি। তবে যত্নের স্মার্টফোটির প্যাটার্ন লক ভুলে গেলে কী করবেন? ওপেন কিংবা লক খুলবেন কিভাবে? এ রকম সমস্যার সম্মুখীন অনেক ব্যবহারকারীই হয়ে থাকেন। আসুন জেনে নেই, স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়। 
১. প্রথমেই স্মার্টফোনের সুইচ অফ করেন ফেলুন। 
২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন ও হোমস্ক্রিন বাটন একই সঙ্গে চেপে ধরুন। 
৩. আপনি রিবুট ডেটা, ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট, ইনস্টল আপডেট, পাওয়ার বাটন ও অ্যাডভান্সড অপশন নামে পাঁচটি অপশন পাবেন। 
৪. ওয়াইপ ডেটা বা ফ্যাক্টরি রিসেট বাটন নির্বাচন করে ‘ইয়েস’ করে দিন। আগে থেকে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। তা না হলে আপনার ফোনের সব তথ্য মুছে যাবে। 
৫. এর কিছুক্ষণ পর ফোনটি রিস্টার্ট দেওয়ার দরকার হবে। এখন সহজেই ফোনটি আনলক করতে নতুন প্যাটার্ন লক সেট করতে পারবেন।
Title: Re: স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
Post by: Arfuna Khatun on April 11, 2017, 12:16:29 PM
thanks.
Title: Re: স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
Post by: Naznin Sultana on April 20, 2017, 03:42:24 PM
helpful info
Title: Re: স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
Post by: Tahmid on April 20, 2017, 04:08:00 PM
very common case. thanks