Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 01, 2018, 11:10:50 PM

Title: ‘হিউম্যান উবার’
Post by: safayet on March 01, 2018, 11:10:50 PM
আপনার অফিসের বস রয়েছেন দেশের বাইরে। কিন্তু আপনার বসের মতোই একজন লোক সাড়া অফিস ঘুরে বেড়াচ্ছেন, দিচ্ছেন দিক নির্দেশনা। বসের মতোই কণ্ঠস্বর! বিষয়টি অনেকটা অবাস্তব মনে হলেও এমনই নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন জাপানের একটি বিশেষজ্ঞ দল।

তারা ক্যামেলিওন মাস্ক নামে একটি প্রযুক্তি তৈরি করেছেন। এটিকে বলা হচ্ছে ‘হিউম্যান উবার’। এ মুখোশ পরিধানকারী অন্য প্রান্তে বা স্থানে থাকা ব্যক্তির প্রতিনিধিত্ব করবেন।

নিউ ইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুখের সামনে সাময়িকভাবে স্থাপন যোগ্য স্ক্রিনের মাধ্যমে এটি কাজ করবে। এর মাধ্যমে অপর প্রান্তে থাকা অন্য কোনো ব্যক্তির সরাসরি মুখায়ব দেখা যাবে, তিনি কথাও বলবেন তার মতো করে। অর্থাৎ এই প্রযুক্তির মাধ্যমে অন্য স্থানে থাকা এক ব্যক্তির প্রতিনিধিত্ব করবেন অপর একজন ব্যক্তি। তবে বিষয়টি কীভাবে ঘটছে, তা বিস্তারিত জানা যায়নি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভাইসের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্রযুক্তির পেছনে যারা কাজ করছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন জাপানি বিশেষজ্ঞ জুন রেকিমটো।
Title: Re: ‘হিউম্যান উবার’
Post by: munira.ete on March 11, 2018, 04:05:48 PM
Nice post.
Title: Re: ‘হিউম্যান উবার’
Post by: 710001983 on July 14, 2018, 03:10:54 PM
Good sharing.
Title: Re: ‘হিউম্যান উবার’
Post by: parvez.te on July 14, 2018, 05:23:38 PM
Very Informative...