Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: saima rhemu on May 28, 2018, 03:47:17 PM

Title: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: saima rhemu on May 28, 2018, 03:47:17 PM
আমের মৌসুম শুরু হয়ে গেলো। ইফতারিতে ফলের আইটেমে অনেকেই রাখেন আম। ইফতার ছাড়াও আমাদের দেশে আম খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। তবে একটা বিপদ আছেই। সেটা হলো বেশিদিন টিকিয়ে রাখার জন্য আমের মধ্যে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো।

ফরমালিন যুক্ত আম খেলে কিডনি, লিভার ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট, বিকলাঙ্গতা, এমনকি মরণব্যাধি ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে।

চলুন জেনে নেই বাজারের আমের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন এতে ফরমালিন আছে কিনা।

রঙ

রঙ দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত আম। প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকবে। অনেক সময় কাঁচাপাকা রঙেও দেখা যায়। আবার আমার গায়ে সাদাটে ভাব ও কালো কালো দাগ থাকবে। কিন্তু ফরমালিনসহ অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে সম্পূর্ণ হলুদ হবে। দেখতে খুব সুন্দর ও চকচকে হবে। কোন দাগ থাকবে না।

ভেতরের শাস

প্রাকৃতিকভাবে পাকা আম কাটলে এর ভেতরের শাসটি হবে লালচে হলুদ রঙের কিন্তু ফরমালিন যুক্ত আমের ভেতরের অংশটি হবে হালকা অথবা গাঢ় হলুদ রঙের। এর মানে হলো বাইরে থেকে আমটি পাকা দেখালেও ভেতরটি পাকা নয়।

আমের রস

প্রাকৃতিকভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং এতে অনেক বেশি রস থাকে। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে। ভেতরটা পাকা থাকে ঠিকই কিন্তু রস কম বের হয়।

গন্ধ

প্রাকৃতিকভাবে পাকা আমের বোটায় সুঘ্রাণ থাকবে কিন্তু ফরমালিনযুক্ত আমের বোটায় কোনও ঘ্রাণ থাকবে না। তাই কেনার আগে গন্ধ শুকে নিতে পারেন।

স্বাদ

ফরমালিনমুক্ত আম মুখে দিলে টক মিষ্টি স্বাদ পাওয়া যাবে। এছাড়াও এসব আমে মাছি বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে তেমন কোনও স্বাদ পাওয়া যাবে না। এগুলোতে মাছিও বসে না। চিকিৎসকরা বলেন, ফরমালিনযুক্ত আম খেলে মুখের ভেতর হালকা জ্বালাপোড়া করতে পারে। কারো কারো পেটে ব্যথা, গলা জ্বলা ও ডাইরিয়াও হতে পারে।
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: Anuz on May 28, 2018, 04:45:49 PM
Informative........
Thanks for Sharing
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: imran986 on May 29, 2018, 09:14:04 AM
How can we get hints before testing??  :'( :'(
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: tnasrin on May 29, 2018, 10:46:43 AM
Very important tips... thanks for sharing
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: saima rhemu on May 29, 2018, 10:53:08 AM
 :)
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: mominur on May 29, 2018, 11:10:17 AM
Thanks for sharing...........
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: saima rhemu on May 29, 2018, 11:11:16 AM
Welcome  :)
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: Abdus Sattar on June 21, 2018, 08:40:49 PM
অন্তত রঙ দেখে অথবা গন্ধ শুকে বুঝা যাবে।
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: saima rhemu on June 23, 2018, 12:03:36 PM
May be Sir.
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: parvez.te on July 28, 2018, 03:35:48 PM
good post
Title: Re: ফরমালিনযুক্ত আম চিনবেন কীভাবে
Post by: saima rhemu on July 28, 2018, 03:36:38 PM
Thanks