Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: faruque on September 20, 2014, 03:29:55 PM

Title: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই
Post by: faruque on September 20, 2014, 03:29:55 PM
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই

(http://blog.comjagat.com/wp-content/uploads/2014/08/SEO-Keyword.jpg)


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই এর চাহিদা যেমন বেশী তেমনি এটি শেখার ব্যাপারে আগ্রহেরও কম নেই কারো। তবে শেখার ব্যাপারে প্রতিবন্ধকতারও শেষ নেই, তার মধ্যে অন্যতম কারণ হল অনলাইনে আয় করার বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারিত হচ্ছেন অনেকে। তাছাড়া বাজারে এসইও শেখার ভাল কোন বই নেই বললেও চলে।

তাই যাদের দক্ষতা কিংবা শেখার অসীম আগ্রহ আছে কিন্তু কিভাবে শুরু করবেন সেই প্রস্তুতিটা এখনও নিতে পারছেন না, তাদের জন্যে এসইও শেখার একটি বই দিচ্ছি। এই বইয়ের মাধ্যমে এসইওর বেসিক থেকে শুরু করে এডভান্সড লেভেলের অনেক বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে।

এই বইটি থেকে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কি-ওয়ার্ড স্ট্র্যাটেজি, প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ, এসইও বান্ধব ওয়েব ডিজাইন, কনটেন্ট লিখা, লিঙ্কিং ফাউন্ডেশন অপটিমাইজেশন, রেজাল্ট অ্যানালাইজেশন, সার্চ মার্কেটিং ইত্যাদি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন।

বইটি পাবেন এই লিঙ্কে: http://bit.ly/1csYZ6d

পৃথিবীতে হাজার হাজার সার্চ সাইট আছে কিন্তু সার্চ ইঞ্জিন আছে সামান্য সংখ্যক। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হলে আপনাকে সার্চ সাইট নয় বরং সার্চ সিস্টেম/ইঞ্জিনকে ভালভাবে জানতে হবে। যদি সবগুলো সার্চ সিস্টেম এবং তাদের সার্চ এলগরিদম জানেন তাহলে আপনি সার্চ ইঞ্জিন অপটিমিজেশনে অন্যদেরকে হাজার পথ পিছনে ফেলা সময়ের ব্যাপার মাত্র।
Title: Re: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই
Post by: monirulenam on October 20, 2014, 03:11:16 PM
Thank you
Title: Re: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই
Post by: masud895 on November 11, 2014, 03:48:38 PM
Good post
Title: Re: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই
Post by: arefin on November 12, 2014, 04:52:32 PM
Thank you for this information.
Title: Re: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের A টু Z শেখার অসাধারণ বই
Post by: sazirul on November 14, 2014, 02:15:14 PM
Thanks for sharing........