Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: ishaquemijee on February 14, 2018, 12:58:14 PM

Title: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: ishaquemijee on February 14, 2018, 12:58:14 PM

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। অনেক সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মেধা থাকা সত্তে ও অর্থের অভাবে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। বাংলাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনলাইনে কিভাবে আয় করা যায় সেগুলো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হলে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানো সম্ভব। দেখা যাবে একজন শিক্ষার্থী প্রশিক্ষণের পর দক্ষ হয়ে উঠলে সে আয় করতে পারবে এবং শুধু যে পড়ালেখার খরচ চালাতে পারবে তা নয় পরিবারের ভরণপোষণও সম্ভব হবে তার পক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কম্পিউটার ল্যাবগুলোকে শিক্ষার্থীদের আউটসোর্সিং-এর কাজে ব্যবহার করা যেতে পারে। এরকম উদ্যোগের ফলে অনেকাংশেই কমে যাবে শিক্ষার্থী ঝরে পড়ার হার।
বাংলাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয় রয়েছে ১২৯টি। এর মধ্যে বেসরকারি ৯২টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু ধনীদের সন্তানরাই পড়ে না, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও পড়ে। পড়ালেখার খরচ বেশি হওয়ার কারণে অনেক সময় তারা পড়ালেখা চালিয়ে যেতে পারে না। যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সফটওয়্যার বিজনেসের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান চালু করে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে শিক্ষার্থী তার পড়ালেখার খরচ সেখান থেকেই চালাতে পারছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ সফটওয়্যার বিজনেসে পাবে ৯২টি প্রতিষ্ঠান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এই প্রতিষ্ঠানগুলো রাখবে বড় রকমের ভূমিকা।
Ref: D.I. 14.2.2018
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: munira.ete on March 11, 2018, 03:51:53 PM
Nice post.
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: Nujhat Anjum on March 18, 2018, 03:53:56 PM
informative post
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: Samsul Alam on April 07, 2018, 10:15:52 PM
Agreed on.
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: Ms. Aziz on April 16, 2018, 11:00:44 AM
Here I am sharing a mail sent by one of CSE Alumni Md. Obaid Ullah 083-15-709 (Email: obaid15-709@diu.edu.bd)

He wrote

"অনলাইনে ক্যারিয়ার গঠন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের শীর্ষস্থানিয় একজন ডিজিটাল মার্কেটার খালিদ ফারহান একটি বই প্রকাশ করেছেন ।  বইটির নাম সাকসেস ব্লু প্রিন্ট ।

বইটি পড়ে আমি উপকৃত হয়েছি, আমি চাই উপকৃত হোক  আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র /  ছাত্রী ।

বইটি কিনতে এখানে ক্লিক করতে হবে ।
https://passivejournaluniversity.com/blueprint/ref/aimanctg/

মূল্য মাত্র ১২৫ টাকা ।

অসাধারণ জ্ঞান অর্জন করা যাবে বর্ত মান ডিজিটাল মার্কেট সম্পর্কে  ।  অসাধারণ নির্দে শনা পাওয়া যাবে অনলাইনে স্থায়ী ইনকাম করার পথ বের করার জন্য ।  বিষয়টি সকলকে অবহিত করার জন্য অনুরোধ করছি।

ধন্যবাদ । "
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: Monir Hossan on April 25, 2018, 04:04:19 PM
Real need-based and timely post for the well-being of students
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: arif_mahmud on April 28, 2018, 07:01:37 PM
Informative. Thank you
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 01:48:54 AM
tnks... :)
informative post.. (y)
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: sanjida.dhaka on June 03, 2018, 11:23:12 AM
good post
Title: Re: শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতে পারে অনলাইন আউটসোর্সিং
Post by: sheikhabujar on July 05, 2018, 04:14:13 PM
valuable post