Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on May 27, 2018, 11:33:26 AM

Title: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: protima.ns on May 27, 2018, 11:33:26 AM
বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ:
নাগরিক এই কর্মব্যস্ত জীবনে প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে নানান সমস্যার। আপনি হয়তো অফিসে ব্যস্ত সময় পার করছেন, এইদিকে আপনার বাসার ফ্রিজটি কাজ করছে না, ওভেনটিতে সমস্যা, বৈদ্যুতিক লাইনে ত্রুটি বা আাপনার টয়লেটের ফ্লাশটি কাজ করছে না, আবার আশপাশেও পরিচিত কেউ নেই।
 
এসব জটিল সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। শুধু আপনার ফোনে কয়েকটি বাটন চেপে নিমিষে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার মতো মানুষের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন।
 
এসব সমস্যার সামধান দিতে রয়েছে এক ঝাঁক ডিজিটাল মানুষ। ডিজিটাল মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাপভিত্তিক সার্ভিস প্ল্যাটফর্ম।
 
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. খন্দকার আলিফ ডিজিটাল মানুষ অ্যাপভিত্তিক এই প্লাটফর্মের সিইও এবং প্রতিষ্ঠাতা। তিনি জানান, আমরা সত্যিই আনন্দিত যে, রাজধানী ঢাকা শহরের ৯০ ভাগের বেশি এলাকায় ডিজিটাল মানুষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের স্বাচ্ছন্দ জীবন উপভোগ করছে। সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে দিতে কাজ করছেন ৬০০০ এর বেশি  দক্ষ ও অভিজ্ঞ মানুষ। আমরা চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা ময়মনসিংহেও কাজ করছি। আমরা ২০১৯ সালের মধ্যে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাব আশা করছি।
 
মো. খন্দকার আলিফ আরও জানান, ডিজিটাল মানুষ তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত। সম্প্রতি বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিবিসিএল) এবং ডিজিটাল মানুষ সিড ফান্ড গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
 
ডিজিটাল মানুষ হল এমন একটি অ্যাপসভিত্তিক সার্ভিস প্ল্যাটফর্ম যেখানে সার্ভিস প্রোভাইডার এবং ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় সার্ভিসটি আদান-প্রদানের জন্য যোগাযোগ করে থাকেন।দৈনিক বাসা বাড়ি বা অফিসের প্রয়োজনে ডিজিটাল মানুষ প্লাটফর্মে বিভিন্ন ক্যাটাগরির সার্ভিস রয়েছে।
 
এগুলো হলো- ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি সার্ভিসিং, গ্যাস টেকনিশিয়ান, ওয়াটার ট্যাপ, ট্যাঙ্ক সার্ভিসং, বাড়ি বা অফিস স্থানান্তর, আইটি সার্ভিস, ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট, ইন্টিরিওর ডিজাইনসহ ৮০টা ক্যাটাগরির সার্ভিস।
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: mosfiqur.ns on May 27, 2018, 01:06:15 PM
 Good
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: Maksuda Akter Rubi on May 27, 2018, 01:19:07 PM
thnks for the post :)
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: Nusrat Jahan Bristy on May 27, 2018, 01:52:37 PM
Thanks...
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: Maksuda Akter Rubi on May 29, 2018, 11:31:22 AM
informative :)
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: Nusrat Jahan Bristy on May 30, 2018, 12:52:08 PM
 :)
Title: Re: বিনামূল্যে নাগরিক সমস্যার সমাধান দেবে ডিজিটাল মানুষ
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 02:12:09 AM
Nice post...