Daffodil International University

Outsourcing => SEO (Search Engine Optimization) => Topic started by: nafees_research on December 03, 2018, 04:15:33 PM

Title: হ্যাংআউটস বন্ধ করে দিচ্ছে গুগল
Post by: nafees_research on December 03, 2018, 04:15:33 PM
হ্যাংআউটস বন্ধ করে দিচ্ছে গুগল

ভিডিও চ্যাট, মেসেজিং, এসএমএস ও ভিওআইপি ফিচার সংবলিত যোগাযোগের প্লাটফর্ম হ্যাংআউটস বন্ধ করতে যাচ্ছে গুগল। ২০২০ সালের কোনো এক সময় সেবাটি বন্ধ করা হতে পারে। গুগলের পণ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিনেট।

২০১৩ সালে জিচ্যাটের পরিবর্তে হ্যাংআউটস প্লাটফর্ম চালু করেছিল গুগল। এরপর দীর্ঘদিন অ্যাপটির আর কোনো হালনাগাদ দেয়নি প্রতিষ্ঠানটি। যে কারণে গ্রাহক সম্পৃক্ততা হারায় হ্যাংআউটস। এছাড়া অ্যাপটি থেকে এসএমএস মেসেজিং সেবাও আলাদা করে ফেলেছে কর্তৃপক্ষ। তবে হ্যাংআউটস এখনো ওয়েব সংস্করণের জিমেইলে গুরুত্বপূর্ণ চ্যাট সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। এমনকি প্লেস্টোরেও এখনো অ্যাপটি রয়েছে।

৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক যোগাযোগ প্লাটফর্ম হিসেবে গুরুত্ব হারিয়েছে হ্যাংআউটস। দীর্ঘদিন হালনাগাদ না দেয়ায় এতে বড় ধরনের সফটওয়্যার ত্রুটি রয়েছে এবং এর পারফরম্যান্সও ভালো নয়।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-12-03/178823/%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2/