Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Kanij Nahar Deepa on September 10, 2013, 01:14:50 PM

Title: কোমল মসৃণ আর চকচকে ত্বকের জন্য
Post by: Kanij Nahar Deepa on September 10, 2013, 01:14:50 PM
রোজ রোজ অফিস করে স্কিনের তো কবেই বারোটা বেজে গেছে। আগের সেই সুন্দর উজ্জ্বল ত্বক হারিয়ে গেছে। ভাবছেন কী করে ত্বককে উজ্জ্বল করে তুলবেন? বেশি কিছু করতে হবে না খালি নিয়মিত এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করুন, একমাস পরে নিজেই বুঝতে পারবেন তফাৎটা।

লেবুর রস
সব থেকে সহজ নিরাপদ ব্লিচিং এজেন্টের মধ্যে লেবুর রস একটা। রোদে পুড়ে যাওয়া স্কিন বা ডার্ক স্কিনকে উজ্জ্বল করতে এর জুড়ি নেই। লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে। এটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আর এর ফলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। আধখানা লেবুর রস নিয়ে মুখে আর হাতে লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
তবে মনে রাখবেন এই সময় ঘরের বাইরে যাবেন না বা রোদ লাগাবেন না।

এছাড়াও এক চামচ হলুদ গুঁড়ো, টমেটোর রস আর তিন চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা প্যাক বানান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তাৎক্ষিণক পার্থক্য অনুভব করুন।

দুধ
দুধে ল্যাক্টিক অ্যাসিড থাকে। আর এই ল্যাক্টিক স্কিনের ডার্ক রং হালকা করে। কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখে লাগান। সারা রাত রেখে দিন, সকালে উঠে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। প্রতিদিন করলে খুব ভালো ফল পাবেন।

টক দই
যেহেতু দই দুধের থেকেই তৈরি হয় তাই এতেও ল্যাক্টিক অ্যাসিড থাকে। আর আগেই বলেছি এটা খুব ভালো ব্লিচিং এজেন্ট।

দু চামচ টক দই, অটমিল আর একটু লেবুর রস দিয়ে একটা প্যাক বানান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এ ছাড়া যদি একটু করে দুধের সর লাগাতে পারেন, স্কিন একই সঙ্গে আর্দ্র আর সতেজ থাকবে।

কমলা লেবু
অরেঞ্জ জুস-ও খুব ভালো ব্লিচিং এজেন্ট। কমলা লেবু না পাওয়া গেলে ড্রায়েড অরেঞ্জ পিল, যা সহজেই যে কোন কসমেটিকের দোকানে পাবেন, তাই দিয়ে কাজ চালাতে পারেন। অরেঞ্জ পিল আর টক দই দিয়ে প্যাক বানান। ২০ থেকে ২৫ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন। রং তো ফরসা হবেই সঙ্গে মুখে যদি কালো স্পট থাকে তাও হালকা হয়ে যাবে।

মধু
এমনি লাগাতে পারেন বা মধুর সঙ্গে দু ফোঁটা লেবুর রস আর দু ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগাতে পারেন। মধু ত্বকের ওপর থেকে ডেড সেলস তুলে ফেলতে সাহায্য করে। ফলে ত্বক আরও উজ্জ্বল লাগে। এছাড়াও মধুর মধ্যে অনেক এনজাইম থাকে যা ত্বককে নরম আর উজ্জ্বল করে।
তবে যাঁদের সেনসিটিভ স্কিন তাঁরা আগে হাতে লাগিয়ে দেখে নিন আপনার স্কিন কেমন রিঅ্যাক্ট করে। তারপর মুখে লাগান।

মধু, লেবুর রস, মিল্ক পাউডার আর আমন্ড বাদাম (ভিজিয়ে রেখে বেটে নিন) সব একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগাতে পারেন।

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা (ঘৃতকুমারী) জেল রং ফরসা করতে খুবই সাহায্য করে। ঘরে যদি অ্যালোভেরা থাকে তাহলে একটুখানি অ্যালোভেরা পাতা কেটে নিন। গাঢ় জেলির মত দেখতে স্বচ্ছ যে বস্তুটা বেরোবে, তাই মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। আজকাল দোকানেও অ্যালোভেরা জেল পাওয়া যায়। তাও ব্যবহার করতে পারেন।

Ref:দ্যা বাংলাদেশ হেরাল্ড | বাংলার ২৪ ঘণ্টা
Title: Re: কোমল মসৃণ আর চকচকে ত্বকের জন্য
Post by: Saba Fatema on September 11, 2013, 12:38:49 PM
Thanks for sharing.
Title: Re: কোমল মসৃণ আর চকচকে ত্বকের জন্য
Post by: Ferdousi Begum on September 12, 2013, 11:45:17 AM
Thanks for the information though we are too busy to use this.