Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - ashiqbest012

Pages: [1] 2 3 ... 12
1
Questions & Solution papers collections of CMA Exams of ICMAB(Institute of Cost & Management in Accountants of Bangladesh) are given below:

Question December-2009
http://www.mediafire.com/view/0zvitap684zo9dv/CMA_December_2009_Exam_Questions.doc

Question April-2010
http://www.mediafire.com/view/a1q6ml6tl4mi2au/Question__April-2010_.pdf

Question August-2010
http://www.mediafire.com/view/zx6h0if4f7ihrye/Question_August-2010.pdf

Question December-2010
http://www.mediafire.com/view/k3q251hohe6gcxy/QuestionPaperDec-2010.pdf

Question April-2011
http://www.mediafire.com/view/ngq6iug825288q6/Quest-April-2011.pdf

Question August-2011
http://www.mediafire.com/view/r4936ur8jl578d4/Question-August-11.pdf

Question December-2011
http://www.mediafire.com/view/33z92nxqaqbl6xh/Question-December_2011.pdf

Question April-2012
http://www.mediafire.com/view/hs38f2yvr518ack/Question(Apr-2012).pdf

Question August-2012
http://www.mediafire.com/view/45qcao31m0e1508/Ques-Aug-2012.pdf

Question December-2012
http://www.mediafire.com/view/3mia9418d5jrac8/Ques-Dec-2012.pdf

Question April-2013
http://www.mediafire.com/view/w3tgjotby6te0z0/CMA_Question_April-2013.pdf

Question August-2013
http://www.mediafire.com/view/bzhnuonrxlcf5ag/CMA_Question_August-2013.pdf

Question December-2013
http://www.mediafire.com/view/m7mmjksdagwm45o/CMA_Exam_Question_December-2013.pdf

Solution April-13
http://www.mediafire.com/view/5iel5xva7ps1sdc/April_13_Exam_Solution.pdf

Solution August-2013
http://www.mediafire.com/view/5ikmf8eujj9vrnt/CMA_Solution_August-2013.pdf

Solution December-2013
http://www.mediafire.com/view/e5m9dv5pkclgchd/CMA_Exam_Solution_December-2013.pdf

Solution April-2014
http://www.mediafire.com/view/jm6hujco47zzizo/CMA_April_14_Exam_Question_Solution.pdf

2
I am going to share my experience regarding on the 4th Convocation 2014 of Daffodil International University (DIU), which was my dream.


At first, I congratulate the entire graduate and post graduate students of Daffodil International University and also all staffs and supporting force who were engaged with this program.

Specially, I am also thankful to Md. Sabur Khan, Chairman, BOT for arranging this sort of program as well as 1st International Career fair for all students. 

Now, I would like to share my experience regarding Convocation.

Convocation, a dream of graduates. Students eagerly wait for the day. Black coat and hat, special symbols and sign, rally with Chancellors! Photo session, meet with friends etc.

I also see the dream like that way because I have completed my graduation and post graduation from our beloved Daffodil International University (DIU) and fortunately, I have honored for BBA and MBA degree from 4th convocation ceremony. So, this day was very special for my life.

One more thing, I am very lucky to observe the convocation in our permanent campus and I felt honor to show my permanent campus to my parents at their own eyes at the day of 4th convocation ceremony.

I’m finally here.  MY CONVOCATION DAY   on 6th March, 2014. That morning I was feeling both excited and anxious for the most memorable moment in my life to come. I woke up at 5.30 am and got ready.  I checked my hat, suit, tie, invitation letter, coupon and everything, I had made sure that everything was perfectly in order and went out from home just struck 6.30 am with my parents and wife. After I had reached at Manik-Mia-Avenue, the buses left one by one with full of students and guardians from Manik- Mia Avenue to Permanent Campus at Auhulia, Savar, Dhaka.

After reaching permanent campus, office staffs are welcomed us with flowers. We started photo session with my family and friends. After that I joined the rally and rally walked down around the campus and reached to the stage. After that our honorable Convocation speaker Dr. Achyuta Samanta , Vice Chancellor Prof. Dr. M. Lutfar Rahman , Education Minister Mr. Nurul Islam Nahid (MP), Md. Sabur Khan (Chairman, BOT) and other honorable guests came and went on the stage. After their short speech they announced that “You all can change the position of tassel from left to right and welcome you all are now graduate. We (all students) are shouting “Yahoooooooooooooooooooooooooooooooooooooooooooooooo”


The feeling was unexplainable. I am proud to receive the degree. I met with my ex class mates, friends and who were looking very dashing and smart. I took huge number of photo shoot with my friends & family and having lunch with my friends. After that I showed my parents the whole campus of my university and then enjoyed the cultural program. Finally, after finishing the cultural program, we collected dinner and safely reached to the home.

3
DBBL Mobile Banking at a glance
Banking for the unbanked


What is Mobile Banking?

Mobile  Banking  is  a Banking  process  without bank  branch  which provides financial services to unbanked communities efficiently and at affordable  cost.  To  provide  banking  and  financial  services,  such  as cash-in,  cash  out,  merchant payment,  utility  payment,  salary disbursement, foreign remittance, government allowance disbursement,  ATM  money  withdrawal  through  mobile  technology
devices, i.e. Mobile Phone, is called Mobile Banking.

Benefits of Mobile Banking

By  providing  electronic  access  to  money,  it is  possible  to  ultimately alleviate poverty, because of the following reasons.

•   Real time on-line banking
•   Available anytime, anywhere throughout the country
•   It is convenient, affordable and secure
•   It is much more effective in developing savings habits
•   It will  make  access  to  banking  and  advanced  payment transactions at affordable cost
•   It is  much  safer,  speedy  and  safeguard  against fraudulent transactions


What does DBBL Mobile banking offer?  

   Customer Registration
   Cash-in  (cash deposit)
   Cash-out (cash withdrawal)
   Merchant Payment
   Utility Payment
   Salary Disbursement  
   Foreign Remittance
   Air-time Top-up
   Fund Transfer

Where to register?

Customer  can  register  at any  authorized  agent point  of  DBBL  -  at present these are the retailers of Citycell & Banglalink throughout the country  who  can  display  â€˜DBBL  Agent Certificate’  and  â€˜DBBL  Mobile Banking Banner’.

How does it work?          

   Customer  fills  up  the  KYC  Form  and  submit  to  agent along with his photograph & National ID (NID)
   Agent checks the Application Form, photograph & NID
   Agent  goes  to  Customer  Registration  Menu  in  his/her mobile and insert customer’s mobile number
   Customer  receives  a call  through  IVR or  USSD  prompt and  in  reply,  s/he  gives  a 4-digit PIN number  of  his/her choice (please remember your PIN)
   A Mobile Account is created in the DBBL system which is his/her mobile number + one check digit
   Customer receives an SMS which contains his/her Mobile Account number (please remember your check digit)

Why PIN is required?

PIN is required to be inputted during cash withdrawal from an Agent or  DBBL  ATM.  PIN  ensures  security  of  your  money  and  protect fraudulent transactions.

Why PIN is strictly confidential?

PIN is the key for transaction of Mobile Banking. Only correct match of  PIN &  Mobile  Number  can  access  the  Mobile  Account.  PIN is needed to verify the A/C owner by the system. If a PIN is disclosed, respective  account is  at risk;  therefore,  PIN should  be handled  very carefully.  

Why Check digit ?
Mobile number is public and known to many people. Without knowing your check digit, none will be able to deposit money at your account, thus  it helps  to  keep  your  mobile account confidential.  On  the  other hand,  a check  digit  eliminates  typing  error, thus  protects  sending or depositing money to a wrong account.  

Which Telco’s Mobile can be registered?

Customer  having  any  mobile  from  any  Mobile  Operator  can  be registered  for  DBBL  Mobile  Banking  at any  agent point of  Banglalink and  Citycell.  All  these  Mobile  Account holders  will  be able  to  deposit and withdraw money from the Agents. However the customers having mobile  from  operators  other  than  Banglalink  and  Citycell  will  not  be able to initiate many self-initiated services like Balance checking, fund transfer, utility payment, Air-time top up, PIN Change etc. Customers having mobile from Banglalink and Citycell will be able to enjoy all the services – agent-initiated as well as self-initiated.

What type of Mobile set is required?          

Any type of mobile set can be used for DBBL mobile banking.


How much initial deposit is required?

Customers can open a DBBL Mobile Account with an initial deposit of Taka 10/- (taka ten) only.


Can  I  deposit  and  withdraw  money  immediately  after registration?

You can deposit money immediately after registration. However, you can  withdraw  after  your  account is  fully  registered.  Bank  officer verifies  the  information  on  the  registration  form  (KYC  form)  and authorizes the account for full registration. Normally 1-2 working days are required for full registration. After your account is fully registered, you will get an SMS notification.    

How is DBBL Mobile Banking secured?
DBBL  Mobile  Banking  is  highly  secured  as  it uses  either  USSD  or SMS+IVR as  its  communication  channel.  In  case  of  USSD,  both  the instructions and  PIN are  communicated  using  USSD while  in  case  of SMS+IVR,  instructions  are  sent via SMS  and  PIN via  IVR (voice channel) both the USSD and IVR are secured for transmission of PIN .


Customer’s  money  is  safe  as  none  can  withdraw  his/her  money without taking possession of Mobile set, PIN and Check digit togrther. None will be able to deposit unwanted money into a Mobile Banking Account without knowing  the  check  digit (although  the  mobile number is publicly known).



4

The Plantbook is a notebook concept that takes a leaf out of the life of a bamboo plant. What I mean is that the battery charging system is inspired by the water-soaking abilities of the bamboo!

The designers explain, “The system uses an external water tank, hence the Plantbook continuously absorbs water when soaking it in water and generates electrolysis using power stored in a solar heat plate installed on the top. In this process, it is operated using hydrogen as energy source and discharges oxygen. If you put it into a water bottle while you don’t use the laptop, it automatically charges a battery and discharges oxygen. A leaf-shaped strap hanging on the top is made with silicon. It plays a role of a hand ring and a green LED indicates when the battery is charged. Using this LED, users can check how much spare capacity the batter has.”





This device itself looks like a bamboo stick in which the ‘screen’ can be rolled in and out, splitting into two to become a virtual keyboard and a screen. As if the whole portability factor of the Plantbook wasn’t cool enough, it charges itself using water! Much like a real plant, the Plantbook concept utilizes an external water tank and the process of electrolysis to produce electricity to charge the device.

 
Designers: Seunggi Baek & Hyerim Kim

Source: http://www.yankodesign.com/2011/07/14/oxygenated-notebook/

5
ইন্টারনেটের বিশাল দুনিয়ায় ছড়িয়ে আছে নানান ভাইরাস। দেখা গেছে, বিভিন্ন সময় খ্যাতির শীর্ষে থাকা এবং তুমুল জনপ্রিয় কোনো বিষয় নিয়ে সাইবার অপরাধীরা ছড়িয়ে দেয় বিভিন্ন ভাইরাস। আর তারকা এবং বিখ্যাত ব্যাক্তিদের নামে এবং তাদের বিষয় নিয়ে ইন্টারনেটের বিভিন্ন লিংকে ক্লিক করামাত্রই কম্পিউটারে ঢুকে পড়ে এসব ক্ষতিকর প্রোগ্রাম। তারপর ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরিসহ কম্পিউটারের পুরো সিস্টেমও অনেক সময় অচল করে দেয়। জনপ্রিয়তার সুযোগ নিয়ে ছড়ানো এমনই কিছু ভাইরাস নিয়ে এবারের টেক মেইনবোর্ড।

যুক্তরাষ্ট্রের এলিট বাহিনীর হাতে সম্প্রতি নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন-এর নামের আড়ালে লুকিয়ে আছে নানা রকম ভাইরাস। তার মৃত্যুর খবর চাউর হওয়ামাত্রই ছড়াতে থাকে তার নামধারী নানা ভাইরাস। কোনো কোনো লিংকে বলা হয়, এখানে ক্লিক করলে দেখা যাবে লাদেনের মৃত্যুর সময়ের ছবি এবং ভিডিও। তার লাশের ছবি বিষয়েও বেশ কিছু ভাইরাস ছড়ায়।

তবে মার্কিন গোয়েন্দা বাহিনী সতর্ক করে দিয়ে জানিয়েছে, লাদেনের লাশের কোনো ছবি বা ভিডিও তারা প্রকাশ করেনি। তাই ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়া এসব লিংকগুলো যে ভাইরাস সে কথাটি সবারই জানা হয়ে যায়। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোতে ছড়িয়ে পড়া ওসামা বিন লাদেনের মৃত্যুর সময়ের ছবি বা ভিডিও খোলার ব্যাপারে সচেতন হবার কথা জানিয়েছিলো কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস-এর বিশেষজ্ঞরাও। এফবিআই সতর্ক করে জানিয়েছিলো, ওসামা’র ছবিযুক্ত মেইল খোলার ব্যাপারে সচেতন হওয়া জরুরী, কারণ এটি ভাইরাস হতে পারে এবং তা কম্পিউটারে চালু হয়ে ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে।

লাদেনের মৃত্যুর বিষয়ে মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা এ ম্যালওয়্যার ছড়ানোর সুযোগ নিয়েছিলো। ওসামা ভাইরাস বিষয়ে বলা হয়েছে, এ ভাইরাসটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এটি যথেষ্ট শক্তিশালী এবং একবার সিস্টেমে ঢুকে গেলে কম্পিউটারে পাকাপোক্তভাবে  নিজের জায়গা করে নিতে পারে। এবং কম্পিউটার সিস্টেমে একের পর এক হামলা চালিয়ে যেতে পারে।


(পামেলা এন্ডারসন ভাইরাস)
এটি মুলতঃ এক্সিকিউটেবল (বা ইএক্সই) ফাইল। গ্ল্যামার জগতে পামেলার খ্যাতি কাজে লাগিয়ে তার নামে ইএক্সই ফাইল বানিয়ে ভাইরাস ছড়ানোর কাজে লেগে রয়েছে সাইবার অপরাধীরা। পামেলা ভাইরাসটিতে ক্লিক করলে এটি অপারেটিং সিস্টেমে ঢুকে যায় এবং কম্পিউটারে গতি কমিয়ে ফেলে। এ ছাড়াও ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে প্রকাশসহ ফাইল চুরি করা এই ভাইরাসের প্রধান কাজগুলোর একটি।


(পপ কিংও হাজির ভাইরাসে!)

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের গান, ছবি এবং মিউজিক ভিডিও-এর আড়ালে লুকিয়ে থাকে এই ভাইরাসটি। ভাইরাসটি জ্যাকসনের মৃত্যুর পর ছড়িয়ে পড়েছিলো সবচেয়ে বেশি। পপ সম্রাটের জনপ্রিয়তাকে পুঁজি করে লোভ দেখিয়ে ইমেইল এর মাধ্যমে কম্পিউটারে নিজের জায়গা করে নিতে ওস্তাদ এই ভাইরাস। তারপর নিজে থেকেই কম্পিউটারে মধ্যে কপি হয়ে অন্যান্য কম্পিউটারেও ছড়িয়ে পড়তে শুরু করে। ২০০৯ সালে সফোস-এর বিশেষজ্ঞরা এই ভাইরাসটি বিষয়ে সতর্ক করে দেন।

(হ্যারি পটার ভাইরাস)

হ্যারি পটার-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই ভাইরাসটি খুব নাটকীয়ভাবে কম্পিউটারে প্রবেশ করে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস’ প্রি রিলিজ হয়েছে এমন খবরটি ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে একটি ডক ফাইল এর মাধ্যমে ছড়িয়ে দিয়ে অনায়াসে এটি তার রাজত্ব শুরু করে। এই ভাইরাসটি প্রথম নজরে আসে ২০০৭ সালে। ভাইরাসটিতে হ্যারি পটার-এর দুই বন্ধু হারমিওন, গ্রেঞ্জার ও রন উইসলির ছবি এবং ফোন নম্বর দেয়া হয়েছে বলেও ঠকানো হয়। হ্যারি-পটার ভক্তরা যারা এই ভিডিও ফাইলটি দেখার জন্য ক্লিক করেছেন তাদের ইন্টারনেটের হোম পেজকে অন্য একটি ওয়েবসাইট এ নিয়ে যায়। যেখানে নকল হ্যারি পটার উপন্যাসটির একটি মোড়কও দেখানো হয়। এটিও ডাউনলোড করার নির্দেশ করে ভাইরাসটি।


(ভাইরাস অ্যাঞ্জেলিনা জোলি!)
হলিউডি তারকা অ্যাঞ্জেলিনা জোলি’র নামে এই ভাইরাসটি মূলত ট্রোজান ফাইল। ২০০৮ সালে এই ভাইরাসটির প্রসার ঘটে। ‘এই মেইলে জোলির ন্যুড ছবি আছে’ এমন মেইলে ক্লিক করলে এই ভাইরাসটি কম্পিউটারে ঢুকে পড়ে। আবেদনময়ী জোলি’র ছদ্মবেশে থাকা এই ভাইরাস মেইলটির ডাউনলোড করার আবেদনে সাড়া দিয়ে যারা লিংক টি ডাউনলোড করে ফেলেন তাদের কম্পিউটারে ঢুকে প্রথমেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে অচল করে নিজে নিজে নতুন প্রোগ্রাম সাজাতে শুরু করে এই অ্যাঞ্জেলিনা ভাইরাসটি।

বিশেষজ্ঞরা বিভিন্ন সময় বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নামের আড়ালে থাকা ভাইরাস শনাক্ত করেছেন এবং সে বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, কম্পিউটার ভাইরাস প্রতিরোধে সচেতনতাই জরুরী। নির্ভরযোগ্য কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠানের সতর্কতার দিকে চোখ রাখা, না বুঝে অপ্রয়োজনীয় কোনো লিংকে ক্লিক না করা, সর্বোপরি ছদ্মবেশী ভাইরাসগুলোকে চিনে রাখাই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়। এ ছাড়া কম্পিউটারে হালনাগাদ অ্যান্টিভাইরাস ব্যবহার করেও ভাইরাস থেকে নিরাপদ থাকা যায়। আপনার কম্পিউটার ছদ্মবেশী ভাইরাস থেকে মুক্ত থাকুক।


http://tech.bdnews24.com/details.php?shownewsid=2312


6
BBA Discussion Forum / Request for Vote for University ranking 2011
« on: July 18, 2011, 08:18:00 AM »
Dear Students,

You will be happy to know that www.student-wish.com has opened their site for giving vote for assessing University Ranking -2011. Our university ranking is very satisfactory. I will expect you will give your valuable vote for ensuring the top position of your beloved university.

Terms and Conditions: 

● You Must provide an active unique email address. one vote will be counted from one valid and unique email id

● This is online survey. This is for online users (current and ex-students).

● Voting from robotic/spam sites is prohibited. Votes found from robotic/spam site, will be deleted.

● Voting result represents university position according to student’s preference.

● Last Date of vote casting 05 August, 2011

 

Link is giving below for your valuable vote:

http://student-wish.com/UserContent/VoteCasting.aspx




Thanking you,


Md. Nadir Bin Ali
MCSE, MCDBA, A+, CCNA, CCAI, RHCE
Sr. Assistant Director, IT
LMC and Instructor, CCNAP
Daffodil International University
Web: www.daffodilvarsity.edu.bd
Land Phone: +880-2-9138234-5
Cell: +88  01713493070
Skype ID: nadirbinali

7
BBA Discussion Forum / Business News
« on: July 12, 2011, 08:03:05 AM »
We all faculty members, administration officer, students and others are very busy with our daily work. Sometimes, we don't have the time to read newspaper or business news or magazine. So, we miss a huge number of news specially business news. As we are business students, we should always open our eyes, ears, and mouth. So, we have to read business news everyday and broad our knowledge. If we update in this section daily, we can make the collection of business news. Anyone can get help from this post.

I hope, if we find any important business related news, please publish here with date, name of the source and link.
We all try to update this section by business news.

N:B: Please try to avoid political news.

Thank you

8
Thanks to CDC for giving me an opportunity to get an Internship placement to my desired Institution


Hello everyone,
As we know, Bangladesh is having about 83 private and public universities and in every year a huge number of students complete their graduation program from the different universities. As they are huge in the number but limited number of institutions. However, it is very tough to get an internship placement to the reputed bank, financial institution or company. Once I thought, I could collect my internship placement without any help from anyone, and I could have done it very easily. After completing my 40 courses, I could realize that I was wrong. It is a really very tough job getting an internship placement without asking for help from anyone (It may be possible you are an outstanding student).  I want to share you a piece of a secret thing that I submitted my CV in different banks but no one had called me for an internship placement. Whenever, I sent my CV to the coordinator of CDC, Mr. Syed Mizanur Rahman, and I asked him to give me an opportunity to get an internship placement as such as some reputed bank alike Dutch Bangla or AB bank." At first the coordinator of CDC had sent me to “Eastern Bank” After a week later, he sent me to “Dutch Bangla Bank” as well. Some days later, the Dhanmondi Branch Manager of “Dutch Bangla Bank” confirmed me for my internship placement. Moreover, I was very happy because of getting my internship to my desire place by the help of Mr. Syed Mizanur Rahman, the coordinator of Career Development Center (CDC). In addition to getting help by Mr. Syed Mizanur Rahman, I got a lot of supporting from Mr. Mominul Haque Majumder (Director Finance and Accounts)

Thanks to  Daffodil International University and Career Development Center (CDC) and very special thanks to Mr. Syed Mizanur Rahman.


Regards
Ashiq Hossain
Daffodil International University

9
IT Forum / Microprocessor
« on: March 25, 2011, 09:17:47 PM »
Microprocessor with assembly language


Bit: A bit is the abbreviation of the term binary digit. A Binary digit can only have two values, represented by the symbols 0 and 1, whereas a decimal digit can have 10 values. Represented by the symbols 0 through 9.

Bit size: bit size is actually the number of bits which can be accessed at a time by the arithmetic circuits of microprocessor.

Representation of different Bit size:
-          A 4 bit wide memory location is often called a nibble. It is used in world’s first microprocessor the Intel 4004 introduced in 1971.
-          An 8-bit wide memory location is referred to as a byte, It is first used in intel 8008 microprocessor.
-          A 16 bit wide memory location is often called a word. It is used in 8086 and 8088 microprocessor.

Arithmetic and logic unit: An arithmetic and logic unit (ALU) is a digital circuit that performs arithmetic and logic operations. The size of alu defines the size of the microprocessor. For example: the Motorola 680000is a 16 bit microprocessor since its ALU is 16 bits wide.

Microprocessor: The microprocessor sometimes referred to as the CPU (Central Processing Unit is the controlling element in a computer system. The microprocessor controls memory and I/O through a series of connections called as buses. In general microprocessor contains the ALU. Control units and registers.

Three main task performed by microprocessor:

   1. Data transfer between itself and the memory.
   2. simple arithmetic and logic operations and
   3. Program flow via simple decisions.


Rom (Read Only memory): ROM is a storage medium for the groups if bits and its content cannot be altered once programmed, A rom is a nonvolatile storage device which means that its contents are retained in the event of a loss of power to the ROM chip. Exception-PROM,EPROM etc.

RAM ( Random access memory):
RAM is a storage medium whose contents can be not only be read but also dynamically altered at specific addresses. Unlike ROM,RAM provides volatile storage i.e its contents are lost in the event of a power failure,

Register: A register is a volatile storage medium which can store a number of bits. The main characteristic of register is that, it can operate very fast.

Instruction Set: The instruction set of a microprocessor is the list of commands that the microprocessor is designed to execute.

Bus: A bus is a common group of wires that interconnect components in a computer system, A microprocessor has normally an address bus, a data bus and a control bus.

Microprocessor Programming language: MPL can be divided into three main types.

   1. Machine language: A machine language program consist of either binary or hexadecimal Operation code. Machine language is unique for each microprocessor. For example: Intel 8085 uses the code 100011102 for its addition instruction.
   2. Assembly Language: Assembly language program uses some common English-language –type statements, which is convenient to understand and focus the real world communication. It is generally composed of four filed.

I.            Label filed
II.          Instruction mnemonic or operation code field.
III.        Operand filed
IV.         Comment field.

Example- START:
MOV AX 10H: Initialize AX with 10,
INC CX : Increment CX
NOP : No Operation

   3. High Level language: High level language is a problem oriented language. The programmer does not have to know the details of the architecture of the microprocessor and instructions set.


Practical Application of microprocessor :  The application area of microprocessor is large as it is well suited to dedicated controllers, personal computers, automobiles etc.. some of them are—
i.              Furnace temperature control,
ii.             Personal computers
iii.            Real time robotic control


10

সব ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পড়ন্ত পানি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল কিংবা পারমাণবিক জ্বালানীর শক্তিকে কাজে লাগিয়ে জেনারটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। (ব্যতিক্রম: সৌর বিদ্যুৎ কেন্দ্র) বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত দুই প্রকার। হাইড্রলিক বা জলবিদুৎ এবং থার্মাল বা তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া সৌর বিদ্যুৎ কেন্দ্র ও জিও-থার্মাল বিদ্যুৎ কেন্দ্রও এখন দেখা যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আবার জ্বালানীর উৎস ভিত্তিতে দুই রকম – জীবাশ্ম জ্বালানী বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি পুড়িয়ে তাপ উৎপাদনের ব্যবস্থা করা হয়। জীবাশ্ম জ্বালানি কেন্দ্রগুলোতে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লিতে (Nuclear Reactor) তেজস্ক্রিয় আইসোটেপের দহনে তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপ বয়লার সিস্টেমের মাধ্যমে পানিকে বাষ্পীভূত করে। উৎপাদিত বাষ্প স্টিম টারবাইনকে সক্রিয় করে। টারবাইনের সঙ্গে যুক্ত অলটারনেটর (এক ধরনের জেনারেটর) বিদ্যুৎ উৎপাদন করে। অলটারনেটরের একটি বিশেষ অংশ মোটর, ইজ্ঞিন বা অন্য কোনো উপায়ে ঘোরালে পরিবর্তী বৈদ্যুতিক ভোল্টেজ (alternating current) সৃষ্টি হয়। এই ব্যবস্থা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপাণ্তরিত করে।

প্রচলিত অর্থে নিওক্লিয়ার পাওয়ার বা কেন্দ্রীণ ক্ষমতা হলো পারমাণবিক চুল্লিতে কেন্দ্রীণ বিভাজন থেকে প্রাপ্ত শক্তির ব্যবহার। এই তাপ শক্তি দিয়ে পানিকে বাষ্পে পরিণত করা হয়। বিভাজন বিক্রিয়া (Fission) ঘটে ভারি পরমাণুর কেন্দ্রীণ ভাঙ্গনের ফলে এবং তার ফলে যে শক্তি অবমুক্ত হয় তা রাসায়নিক বিক্রিয়া থেকে প্রাপ্ত শক্তির দশলক্ষ গুণ বেশি যেখানে শুধু জ্বালানি পোড়ানো হয়।

আমরা জানি প্রত্যেক পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সব মৌলের পরমাণুতে থাকে ইলেকট্টন, প্রোটন এবং নিউট্রন – এই তিনটি মূল কণিকা। নিউট্রন ও প্রোটন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসে অবস্থান করে। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। পরমাণু সামগ্রিকভাবে কোনরূপ চার্জযুক্ত থাকে না। যেহেতু নিউট্রন চার্জবিহীন, সেহেতু পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা অবশ্যই সমান হবে। কেননা, প্রোটন ও ইলেকট্রনের আধান বিপরীতধর্মী ও সমপরিমাণের।



একই মৌলের বিভিন্ন পরমাণুর কয়েক প্রকারের ভর হতে পারে। (ভর = প্রোটন ও নিউট্রনের সর্বমোট সংখ্যা) যে সব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, সে সব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ নিউট্রনের সংখ্যার তারতম্যের জন্যই আইসোটপের সৃষ্টি। একই মৌলের সব আইসোটপের ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকে। কোন কোন পরমাণুতে পারমাণবিক কেন্দ্রীণের অস্থায়িত্ব থেকে যে প্রতিভাসের সৃষ্টি হয় তার নাম তেজস্ক্রীয়তা। এই অস্থায়িত্বেরকালে কেন্দ্রীণ এক স্বতঃস্ফুর্ত রূপান্তরের বা পরিবর্তনের মধ্যে পরে যায় এবং এর ফলে বিকিরণ নিঃসৃত হয়। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটুনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। এতক্ষণ যা আলাপ করলাম তার উদ্দ্যেশ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জটিল প্রক্রিয়াকে বুঝতে সবার জন্য যেন সহজ হয়। এখন আসল কথায় ফিরে আসি।

পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙ্গে বা বিভাজন করে যে শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। ১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রমাণ করেন যে, পদার্থ ও শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন অর্থাৎ পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং শক্তিকে রূপান্তরিত করা যায় পদার্থতে। m ভরবিশিষ্ট কোন পদার্থকে শক্তিতে রূপান্তরিত করলে যে শক্তি উৎপন্ন হয় তার পরিমাণ E=mc² এখানে c=আলোকের বেগ = 300,000 km/sec.

ফিশানের (Fission) শাব্দিক অর্থ বিভাজন। একটি ভারী পরমাণুকে দ্রুতগামী নিউট্রন দ্বারা ভেঙ্গে হালকা ভারের একাধিক পরমাণু ও শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে কাজে লাগানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে (Nuclear Power Plant)। যে সকল তেজস্ক্রিয় পদার্থ এই ফিশন বিক্রিয়ায় অংশ নেয় তাদের ফিসাইল পদার্থ বা পারমাণবিক জ্বালানী বলা হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসেবে ব্যবহার হয় ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপ। মজার ব্যাপার হচ্ছে তেজস্ক্রিয় কিছু আইসোটোপ আছে যেগুলো বিশেষ অবস্থায় নিজেরাই নিজেদের পরমাণুকে ভেঙ্গে তাপশক্তি বিকিরণ করে।

Uranium-235(92+143)একটি সুস্থিত (stable) তেজস্ক্রিয় পদার্থ যার প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে ৯২টি প্রোটন ও ১৪৩টি নিউট্রন আছে। ইহার পরমাণুতে বাহির থেকে একটি নিউট্রন ঢুকিয়ে দিলে তখন এটি ইউরেনিয়ামের অস্থিত (unstable) আইসোটোপ Uranium-236 -এ পরিণত হবে। এই আইসোটোপটি নিজের অস্তিত্ব বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তাই এর পরমাণুটি ভেঙ্গে দুটি সুস্থির (stable) পরমাণুতে (Krypton and Barium) পরিণত হবে। ভেঙ্গে যাওয়ার প্রাক্কালে পরমাণুটি প্রচুর তাপশক্তি উৎপন্ন করে দুটি অতিরিক্ত নিউট্রনকে মুক্ত করে দেবে। মুক্ত নিউট্রন দু’টি আবার ইউরেনিয়ামের নতুন দু’টি পরমাণুকে ভেঙ্গে চারটি নিউট্রনকে মুক্ত করে দেবে।



এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়াম-২৩৫ এর অস্তিত্ব থাকবে। এই ধরণের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় চেইন রিয়েকশন। চেইন রিয়েকশনকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে তাপশক্তি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করে। যেমন নিউক্লিয়ার বোমা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লীতে (Reactor) ইউরেনিয়ামের রডগুলো বিশেষভাবে সজ্জিত থাকে। চুল্লীগুলো বিভিন্ন ধাপে খুব শক্ত ও প্রশস্ত কংক্রিট দিয়ে তৈরি করা হয় যাতে তেজস্ক্রিয়তা বাহিরে আসতে না পারে। ফিশনের পরিমাণ তথা চেইন রিয়েকশনকে নিয়ন্ত্রণের জন্য Cadmium দিয়ে নির্মিত নিয়ন্ত্রক রড/পাইপ ব্যবহার করা হয়। কারণ Cadmium মুক্ত নিউট্রনকে সহজেই চুষে নেয়। চুল্লীর তাপমাত্রাকে কমাতে বা একটি নির্দিষ্ট মাত্রায় ধরে রাখতে নিয়ন্ত্রক পাইপ দিয়ে ইউরোনিয়াম রডকে ঢেকে দেওয়া হয়। আর সম্পূর্ণ রিয়েক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় পানি। রিয়েক্টরের তাপে এই পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প দিয়েই টারবাইনের সাহায্যে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। টারবাইনে ব্যবহারের পর এই বাষ্পকে কুলিং টাওয়ারের মাধ্যমে পানিতে পরিণত করে আবার রিয়েক্টরে ফেরত পাঠানো হয়। প্রয়োজনে অতিরিক্ত বাষ্প চিমনি দিয়ে বের করে দেওয়া হয় ও নতুন পানি বাহির থেকে সরবরাহ করা হয়। চুল্লীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ায় যেসব তেজস্ক্রিয় পার্টিকেল প্রস্তুত হয় তারমধ্যে Deuterium ও tritium অন্যতম। এগুলো পানির হাইড্রোজেন পরমাণুর সাথে নিউট্রন যুক্ত হয়ে সৃষ্টি হয়।

কোন কারণে রিয়েক্টর বন্ধ করে দিলেও কয়েকদিন পর্যন্ত রিয়েক্টরের ভেতর উচ্চ তাপমাত্রা থাকে। কারণ পারমাণবিক বিক্রিয়া হঠাৎ করে সম্পূর্ণ থামিয়ে দেয়া যায় না। তাই রিয়েক্টর বন্ধ করে দিলেও ডিজেল জেনারেটর অথবা ব্যক আপ জেনারেটর দিয়ে পাম্প চালিয়ে রিয়েক্টরে পানির প্রবাহ সচল রাখা হয়। ডিজেল জেনারেটর কাজ না করলে ব্যাটারি ব্যাবহার করে পাম্প সচল রাখারও ব্যবস্থা আছে। এই পানির প্রবাহ যদি কোন ভাবে বন্ধ হয়ে যায়, তবে রিয়েক্টরের তাপমাত্রা কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না, ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটবে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে (18 March, 2011) জাপানের ফুকুশিমা পারমাণবিক চুল্লি একই সাথে প্রচন্ড ভূমিকম্প ও সুনামির আঘাতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থের কারণে বিকল্প পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ায় চুল্লিতে পানি সরবরাহ সচল রাখা সম্ভব হয়নি। যার ফলে অতিরিক্ত তাপমাত্রার কারণে বিস্ফোরণ ঘটে। পানির ব্যবহারের তারতম্যের উপর ভিত্তি করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুইভাগে ভাগ করা যায়: Pressurized Water Reactor ও Boiling Water Reactor।

১) Pressurized Water Reactor (PWR):


এখানে পানিকে বিশেষভাবে চাপের মধ্যে রাখা হয়, ফলে পানি খুবই গরম হবে কিন্তু ফুটবে না বা বাষ্পে পরিণত হবে না। এই super heat পানিকে একটি তাপ পরিবাহী পাইপের মধ্যে দিয়ে চালনা করা হয়। পাইপটির অংশ বিশেষ স্টীম জেনারেটর বা হিট চেইঞ্জারের মধ্যে প্রবেশ করনো থাকে। বাহির থেকে সরবরাহকৃত পানি স্টীম জেনারেটরে এসে সুপার হিট পানির তাপ শোষন করে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প টারবাইনকে সচল করে কনডেনসর/কুলিং টাওয়ারে এসে পানিতে পরিণত হয়ে আবার চুল্লীতে একই প্রক্রিয়ায় ফিরে যায়। সুবিধা: চুল্লীর তেজস্ক্রিয় পানি বাহিরে আসতে পারে না। অসুবিধা: পানিকে চাপে রাখার জন্য আলাদা শক্তি প্রয়োগের প্রয়োজন হয়। জাপানের ফুকুশিমায় বিপর্যস্ত বিদ্যুৎ কেন্দ্রটি ছিল এধরনের Pressurized Water Reactor।

২) Boiling Water Reactor (BWR):


এখানে চুল্লীতে চেইন রিয়েকশনের তাপে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়। এই তেজস্ক্রিয় বাষ্প চুল্লীর বাহিরে এসে টারবাইনকে সচল করে কনডেনসর/কুলিং টাওয়ারে পানিতে পরিণত হয়ে আবার চুল্লীতে ফিরে যায়। অসুবিধা: চুল্লীর তেজস্ক্রিয় পানি বাহিরে আসায় সহজে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা থাকে। সুবিধা: পানিকে চাপে রাখার জন্য আলাদা শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না।

মেল্ট ডাউন: রিয়েক্টরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে ফুয়েল রড তথা ইউরেনিয়াম রড গুলো গলে গিয়ে রিয়েক্টরের মেঝেতে তেজস্ক্রিয় জ্বালানী ছড়িয়ে পড়তে পারে। রিয়েক্টরের মেঝে ২১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়ার (চেইন রিয়েকশন) ফলে তাপমাত্রা ৪০০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। ফলে রিয়েক্টরের মেঝে গলে গিয়ে তেজস্ক্রিয় পদার্থ মাটির নীচে চলে যাবে এবং ভূগর্ভস্থ পানির প্রবাহের সাথে মিশে যাবে। যেহেতু দৈনন্দিন ব্যবহার্য পানি মাটির নীচ থেকেই সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হবে না। এছাড়া রিয়েক্টরের তেজস্ক্রিয় বাষ্প বাতাসের অক্সিজেন ও হাইড্রোজেনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটায়।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফল: গ্রীনহাউস এফেক্ট বা গ্লোবাল ওর্য়ামিংয়ের মত কোন সাইট এফেক্ট এখানে নেই। The World Nuclear Association -এর মতে বর্তমান বিশ্বে যে পরিমাণ বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রে উৎপন্ন হয় তা কয়লা দিয়ে উৎপন্ন করতে প্রতি বৎসর বায়ুমন্ডলে 2.6 বিলিয়ন টন কার্বন-ডাই অক্সাইড যোগ হত। এক পাউন্ড ইউরোনিয়াম দিয়ে যে পরিমাণ বিদুৎ উৎপাদন করা সম্ভব তা কয়লা দিয়ে উৎপাদন করতে ৩ মিলিয়ন পাউন্ড কয়লার প্রয়োজন। পারমাণবিক রিয়েক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেশি ও বিদ্যুৎ উৎপাদন খরচও কম। যেসব দেশে গ্যাস, তেল, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ নেই তাদেরকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশের উপর নির্ভর করতে হয় না।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুফল: একটি পারমাণবিক শক্তির চুল্লি স্থাপনের পূর্বে অঞ্চলের পরিবেশ, ভূ-কম্পন প্রবনতা, হাইড্রোলজি, আবহাওয়াবিদ্যা, জনসংখ্যা এবং শিল্প-পরিবহন ও সামরিক স্থাপনাসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হয়। এছাড়া অগ্নিকান্ড, বিস্ফোরণ, বিকিরণ, ও দুর্ঘটনার কারণে মহাবিপর্যয় ঘটতে পারে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক মানের নিউক্লিয়ার বিশেষজ্ঞ প্রয়োজন। পারমাণবিক বিদ্যুৎ চুল্লির দুর্ঘটনার ফলে ক্যান্সারজনিত রোগের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। যেসব স্থানে এ ধরনের দুর্ঘটনা ঘটে সেসব স্থানে জন্ম নেয়া সকল শিশুই শারীরিক প্রতিবন্ধীকতার শিকার হয়, জমির উর্বরতা চিরদিনের জন্য বিনষ্ট হয়। পারমাণবিক চুল্লিতে রাসায়নিক বিক্রিয়ার পর সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য যা জীবজগত ও পরিবেশের জন্য মারাত্মক বিপদজনক। এসব বর্জ্য কমপক্ষে ১০,০০০ বছর বিশেষভাবে সংরক্ষণ করতে হয় যেন তেজস্ক্রিয়তা ছড়াতে না পারে। যতই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হউক না কেন তারপরেও প্রাকৃতিক বিপর্যয় ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার সম্ভাবনা কমবেশি থেকে যায়। কোন দেশ বা জাতিকে বিপন্ন করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসীরা সে দেশের পারমাণবিক চুল্লিতে হামলা চালাতে পারে। এছাড়া পারমাণবিক চুল্লির প্রযুক্তি ও ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক মারণাস্ত্র তৈরির সম্ভাবনা থাকে। পারমাণবিক চুল্লির শক্তির উৎস হচ্ছে অপ্রতুল ও দুর্লভ মৌল ইউরেনিয়াম। বিজ্ঞানীদের ধারণা বর্তমানে যে হারে ব্যবহার হচ্ছে তাতে আগামী ৪০ থেকে ৬০ বৎসর পর ইউরেনিয়াম আর পাওয়া যাবে না। পারমাণবিক চুল্লি নির্মান খুবই ব্যয়বহুল ব্যাপার।

বিশ্বের মোট উৎপাদিত বিদ্যুতের ১৬% আসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। বিশ্বের ৩১টি দেশের ৪৪০টি পারমাণবিক চুল্লিতে এই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের একাই রয়েছে ১০৪টি রিয়েক্টর যেখানে উৎপাদন হয় তাদের ২০% বিদ্যুৎ। ফ্রান্সের ৫৯টি রিয়েক্টর সেদেশের মোট উৎপাদনের ৭৮% বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে যেসব দেশে আরো রিয়েক্টর নির্র্মানাধীন রয়েছে তারমধ্যে শীর্ষে রয়েছে চীন ও ভারত। ভারতে বর্তমানে ২০টি পরমাণু চুল্লি রয়েছে। যারা একটি বাদে সব ক’টি চালু রয়েছে। বর্তমানে ভারতের মাত্র ৩ শতাংশ চাহিদা মেটে পরমাণু বিদু্ৎতে। এই উৎপাদন ২০২০ সালের মধ্যে বাড়িয়ে ৬ শতাংশ ও ২০৩০ সালে ১৩ শতাংশ করার পরিকল্পনা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের।

11
প্রহর শেষের আলোয় রাঙ্গা
সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ

কত সত্যি কথাগুলি, তাই না ? বিশ্বজোড়া পাতা প্রেমের ফাঁদে ধরা পড়েনি এরকম মানুষ বিরল | ঘন্টার পর ঘন্টা কারো সাথে অনর্থক সময় কাটানো, কথা বলা, এমনকি কথা না বলেও ভেসে যাওয়া আবেগের বন্যায় – সেই অস্থিরতা, সেই অন্ধ আবেগ, সেই ঘুম-খিদে নষ্ট করা অনুভূতি – কেন হয় ? কেন সেই প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে নেশার মত লাগে ?

আবার কেনই বা সেই প্রিয় মানুষকেই আর ভালো লাগেনা ? যে মানুষটার সব কিছু ভালো লাগত; কেন তার আচরণ পাল্টে যায় ? তার যে আচরণ আগে হিল্লোল তুলত বুকে; সেটাই কেন পরে বিরক্তির উদ্রেক করে ?



প্রেম কি ?


যারা প্রেমের অনুভূতির সাথে পরিচিত তাদের যদি এক কথায় বলতে বলা হয় যে প্রেম কি, তাহলে তাদের সবাই মনের মধ্যে চলা হাজার অনুভূতির মধ্যে হাতড়ে বেড়াবে সঠিক শব্দগুলির জন্য | সেই অগোছালো মুহুর্তে যদি তাদের সামনে রাখা হয় এই বাক্যাংশটি ” এ এক নেশা ” তবে সাথে সাথে তারা চোখ বন্ধ করে একমত হবে | এবং তারা তাদের বক্তব্যের সমর্থনে পাবে আধুনিক বিজ্ঞানকে | বিজ্ঞান বলে : মদ, হেরোইন, চরস ইত্যাদি ধরনের ড্রাগে আসক্ত মানুষ যে ধরনের রাসায়নিক প্রক্রিয়ার কবলে পড়ে; প্রেমে পড়া মানুষও সেই একই ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ে |

বিজ্ঞানের ভাষায়, প্রেম হলো আমাদের মনের একধরনের রাসায়নিক অবস্থা | যার জন্য একাধারে দায়ী আমাদের Gene এবং আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার প্রক্রিয়া, অর্থাৎ আমরা কিভাবে লালিত পালিত হয়েছি | এবং এই প্রেম অত্যন্ত জরুরি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য |

প্রকৃত প্রেম আমাদের উল্লসিত করে, অনুপ্রানিত করে | প্রেমের কারণে মানুষ এমন অনেক কিছু করে ফেলে বা করতে পারে (অবশ্যই গঠনমূলক কোনো কিছু), যা সাধারনভাবে মানুষ করেনা বা করতে পারেনা | এই বিরল অনুভূতিই মানুষকে আলাদা করেছে সৃষ্টিজগতের অন্যান্য প্রাণী থেকে | তবে আলাদা হোক বা যাই হোক না কেন, শরীর জুড়ে এই যে “রাসায়নিক ঝড়” ( বা মুন্নাভাই M.B.B.S এর ভাষায় “কেমিক্যাল লোচা”) এর আসল উদ্দেশ্য সেই একই – প্রজাতির সৃষ্টি নিশ্চিত করা | প্রেমের ফলে শরীর জুড়ে রাসায়নিকের যে দাপাদাপি চলে তারাই আমাদের অনুপ্রানিত করে পরিবার তৈরী করতে; চাহিদা তৈরী করে বাচ্চা নেবার | এরপর যেই বাচ্চা জন্ম নেয়; এইসব chemical ই তখন আমাদের উদ্বুদ্ধ করে বাচ্চাদের নিয়ে একসাথে থাকার; উদ্দেশ্য সেই একই – প্রজাতির সৃষ্টি যেন চলতে থাকে |

পৃথিবীর বিভিন্ন জায়গায় সামাজিক রীতিনীতি আলাদা হবার কারণে প্রেম, ভালবাসার প্রকাশ আলাদা হয় | আলাদা হয় পরিবারের গঠন, বন্ধনের প্রকৃতি | কিন্তু সবার শরীরে এর জোয়ার-ভাঁটার টান অনিবার্য |



প্রেমের factor

আমাদের মনের বেশিরভাগটাই এখনো অজানা | হিমশৈলের মতই এর সামান্য অংশটুকুই আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য | আজব ব্যাপার তাইনা ! আমাদেরই জিনিস আর আমরাই বুঝতে পারিনা, জানতেও পারিনা | এইজন্যই বাউলরা মানুষের দেহতত্বের সাধনায় পাগল হয়ে যায় |


বিজ্ঞানীরা বলেন, সব মানুষের মনের কোনো এক গোপন কোনায় – যাকে আমরা বলি subconcious mind – তার আদর্শ মনের মানুষের একটা template বা অবয়ব থাকে | জিনগত প্রভাব, পরিবেশের প্রভাব এইসব অনেক জিনিসের প্রভাবে ধীরে ধীরে মনের ভেতর সেই সঙ্গী বা সঙ্গিনীর ছাঁচ তৈরী হয় | এই template বা ছাঁচের কারণেই ঘরভর্তি মানুষের ভিড়েও কোনো একজন বিশেষ মানুষের চোখে চোখ আটকে যায় আমাদের | কিভাবে তৈরী হয় এই template?


অনেকরকমের অনেক গবেষণায় পাওয়া গেছে অনেক কৌতুহলুদ্দীপক তথ্য | জানা গেছে, অনেক factor মিলে তৈরী করে ওই মনের মানুষের ছাঁচ | দেখা যাক, কি সেই factor গুলো :


Appearence ( এপিয়ারেন্স )



অনেক বিজ্ঞানীর গবেষণালব্ধ অনুমান – আমরা বিপরীত লিঙ্গের সেইসব মানুষের দিকেই আকৃষ্ট হই, যারা কোথাও না কোথাও মনে পড়ায় আমাদের বাবা – মা কে | আবার গবেষণায় এরকমও পাওয়া গেছে যে, আমরা তাদের দিকেই আকর্ষিত হই, যারা আমাদের নিজেদেরই মনে পড়ায় !! অর্থাৎ, ভালবাসার মানুষটির সাথে আমাদের নিজেদেরই কোথাও মূলগত সাদৃশ্য আছে | অবাক হওয়ার মতই ব্যাপার হলেও, রীতিমত পরীক্ষা চালানো হয়েছে এই তথ্যের জন্য |
Scotland এর Saint Andrews বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী David Perret একটি গবেষণা চালান | পরীক্ষায় অংশগ্রহণকারী মানুষদের ফটো নিয়ে morphing করে তাদের বিপরীত লিঙ্গের ফটো তৈরী করা হয় | ধরা যাক, আপনি পরীক্ষায় অংশগ্রহণকারী একজন মেয়ে | আপনি ছেলে হলে কেমন হত দেখতে আপনার চেহারা, সেটাই বের করা হয় আপনার ফটো নিয়ে কম্পিউটারে ফেলে morphing করে | এটা করা হয় অংশগ্রহনকারীর সম্পূর্ণ অজান্তে | এবার প্রত্যেককে বিপরীত লিঙ্গের অনেক মানুষের ফটো দেয়া হয়, যার সাথে মেশানো থাকে অংশগ্রহনকারীর নিজেরই সেই morphed ফটো | এবার তাদের বলা হয়, সেসব ছবির মধ্যে সবচেয়ে আকর্ষনীয় মানুষটিকে বাছাই করতে | আশ্চর্যরকমভাবে সিংহভাগ মানুষই বাছাই করে নিজের চেহারারই morphed version টা |



Personality ( পার্সোনালিটি )



Appearence এর মতই এক্ষেত্রেও মানুষ পছন্দ করে সেইসব মানুষদের যাদের Personality মনে পড়ায় বাবা – মা অথবা নিজেকে |উল্লেখ্য যে, কথা বলার কায়দা, অন্যের প্রতি আচরণ, জিনিসপত্র পছন্দ – অপছন্দের ধরন, রসিকতা এরকম অনেক জিনিস হলো Personality Factor | এসব আমরা নিজেরাও বুঝতে পারি | ভালবাসার মেয়েটিকে অনেকসময় মায়ের মত লাগে, ভালবাসার ছেলেটির আলিঙ্গনে মেয়েটির মনে হয় যেন ছোটবেলায় বাবার কোলে আছে | আবার কখনো অনুভব করি যেধরনের রসিকতা আমার ভালো লাগে, আমার মনের মানুষটিও সেরকমভাবেই সাড়া দেয় সেইসব রসিকতাতে | অবশ্য ভালবাসার মানুষের সাথে সবসময়ই খালি মিলই থাকবে এরকম নয় |

Pheromones ( ফেরোমেন )


pheromon শব্দটির উদ্ভব হয়েছে গ্রিক pherein আর hormone শব্দদুটি থেকে | একসাথে এদের মানে হলো উদ্দীপনা সংবাহক বা excitement carrier |
ফেরোমেন হলো প্রানীদের ঘাম বা মুত্রের সাথে নির্গত একধরনের গন্ধহীন রাসায়নিক পদার্থ | আশ্চর্যজনকভাবে, এটি গন্ধহীন হলেও ‘ঘ্রানযোগ্য’ | শুনতে পরস্পরবিরোধী লাগছে, তাই তো? আরেকটু খোলসা করা যাক | প্রাণীরা গন্ধ নেয় নাকের সাহায্যে | গন্ধ নেয়ার কাজে সাহায্য করে নাকের ভেতরের Olfactory System | ফেরোমেন হয়ত এই অলফ্যাক্টরি সিস্টেমে ধরা পরেনা ঠিকই, কিন্তু একে ধরে নাকের ভেতরেরই আরেকটি প্রত্যঙ্গ; যার নাম Vomeronasal Organ ( VNO ) | নাকের ভেতরেই ধরা পড়ে বলে একে ‘ঘ্রানযোগ্য’ বলা যায়

গন্ধহীন এই রাসায়নিকের কাজ হলো প্রত্যেকটি প্রানীকে স্বকীয়তা দেয়া | অর্থাৎ, পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ফেরমেনের ‘গন্ধ’ আলাদা এবং স্বতন্ত্র ( unique ) | বন্য প্রানীদের এই VNO ভীষণরকম সক্রিয় | অন্য প্রজাতির প্রানীদের তো বটেই, নিজের প্রজাতির প্রত্যেককেও তারা আলাদা করে চিনতে পারে এই ফেরোমেনের সাহায্যে | এই ফেরোমেনের সাহায্যেই বাড়ির পোষা কুকুর বুঝতে পারে চেনা বা অচেনা মানুষের উপস্থিতি | আমরা দেখি রাস্তার কুকুরকে মুত্রত্যাগ করতে ল্যাম্পপোস্টে | এর কারণ শুধুই প্রকৃতির ডাকে সাড়া দেয়া নয় | মুত্রের সাথে নির্গত ফেরোমেনের সাহায্যে ওই কুকুর তার এলাকা ঠিক করে দেয় | অন্য কুকুর যাতে তার ফেরোমেনের গন্ধ শুঁকে বুঝতে পারে আর তার এলাকাতে অনধিকার প্রবেশ না করে | ঠিক একই পদ্ধতিতে জঙ্গলে বাঘ, সিংহ, ভালুক তাদের সাম্রাজ্য নির্ধারণ করে গাছের গায়ে মূত্রত্যাগ করে |

মানুষের শরীরে ফেরোমেনের অস্তিত্ব আবিস্কৃত হয় ১৯৮৬ সালের দিকে | philadelphia র chemical senses center এর বিজ্ঞানীরা মানুষের ঘর্মগ্রন্থিতে এই বিশেষ রাসায়নিকের অস্তিত্ব খুঁজে পান | আর ফেরোমেন এর ‘গন্ধ’ ধরার জন্য VNO এর খোঁজও তারা পান মানুষের নাকে | পরীক্ষায় পাওয়া গেছে যে সব মানুষের নাকে অবশ্য এই VNO থাকেনা | আবার যাদের থাকে তাদের সবার এই প্রত্যঙ্গ যে সক্রিয়, তেমনও নয় | তবে VNO থাক বা না থাক, ফেরোমেনের যে বিশাল একটা প্রভাব আছে আমাদের নাক তথা মস্তিস্কের ওপর সেটা প্রমানিত |সুগন্ধি প্রস্তুতকারী সংস্থাগুলো প্রচুর গবেষণা করে এই ফেরোমেন নিয়ে এবং ফেরোমেনের ব্যবহারও করে সুগন্ধি-দ্রব্য বানাতে |

ফেরোমেন নিয়ে এত আলোচনার কারণ একটাই – বিজ্ঞানীদের ধারণা, প্রেম ভালবাসার লীলাখেলায় এই ফেরোমেনের অসীম প্রভাব আছে | এবার জানা যাক এই ধারণা প্রমানের জন্য একটা আকর্ষনীয় পরীক্ষার কথা |
এই পরীক্ষার জন্য একদল ছেলে আর মেয়ে নেয়া হয় | ছেলেদের করানো হয় কিছু শারীরিক পরিশ্রমের কাজ যাতে তাদের শরীর থেকে ভালো পরিমান ঘাম বের হয় | এবার ছেলেদের ঘাম মাখা tee-shirt গুলো সংগ্রহ করে সেগুলো আ-ধোয়া অবস্থাতে শুঁকতে দেয়া হয় মেয়েদের | এরপর মেয়েদের বলা হয় ওই গন্ধ গুলোর মধ্যে কোনটা তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে | পরীক্ষার ফলাফল নিয়ে গবেষনার পর দেখা যায়, কোনো একটি মেয়ে এমন একটা ছেলের গন্ধ পছন্দ করেছে, যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ immune system এর গঠন তার নিজের গঠনের থেকে সবচেয়ে বেশি আলাদারকমের | এর মানে খুবই পরিস্কার – ওই ছেলেটার আর মেয়েটার বাচ্চা হলে তার immune system হবে তার বাবা মায়ের থেকে আরো উন্নত, যা নিশ্চিত করবে মনুষ্য প্রজাতির অস্তিত্ব |
ঠিক একইভাবে বন্য প্রাণীরাও তাদের সঙ্গী নির্বাচন করে; যে কাজে তাদের সাহায্য করে সেই জাদু-রাসায়নিক ফেরোমেন |


Afrodisiac ( এফ্রডিসিয়াক )



আমরা দেখলাম, প্রেম-ভালবাসায় অনেকরকমের নির্ণায়ক জিনিস আছে – আচার আচরণ, গায়ের গন্ধ ইত্যাদি | তাহলে খাবারের কোনো প্রভাব থাকতে পারেনা কি প্রেমের খেলায় ? দেখা যা তাহলে বিজ্ঞানীরা কি বলেন |
সাড়া পৃথিবী জুড়েই লোকের ধারণা কিছু বিশেষ ধরনের খাবার, গাছ-গাছড়া, গুল্ম ইত্যাদি যৌন ক্ষমতা তথা প্রেম ভালবাসা বৃদ্ধি করে | এই ধরনের ভোজ্য জিনিসকে বলা হয় afrodisiac | আমেরিকার Food and drug administration এর মতে এইসব afrodisiac এর ক্ষমতা মানুষের অমূলক ধারণা | প্রকৃতপক্ষে এসবের কোনো প্রভাব নেই মানুষের যৌন ক্ষমতা বা প্রেম ভালবাসার ক্ষেত্রে | জনপ্রিয় যেসব afrodisiac প্রচলিত আছে সেগুলো হলো :

Asparagus - বলা হয় এই সবজির মধ্যেকার ভিটামিন E নাকি sex hormone কে উদ্দীপ্ত করে |

Chili peppers - যাকে আমরা বলি মরিচ | মরিচের ঝাল আমাদের শরীরে Endorphin হরমোন নিঃসরণ করে; যা কিনা আমাদের মনের "কেমন কেমন লাগছে" ভাবটাকে বাড়িয়ে তোলে
|

Chocolate - ভালবাসার মানুষটিকে খুশি করতে কিংবা ভ্যালেনটাইন ডের উপহার হিসাবে এর বিকল্প তো ভাবাই যায়না, তাই না ? খেতে ভীষণ ভালো এই বস্তুটির মধ্যে থাকে phenylethylamine (ফিনাইল-ইথাইল-এমিন) | মানুষ যখন প্রেমে পড়ে তখন শরীর আপনাআপনি এই phenylethylamine তৈরী করে | তার মানে, চকলেট খেলে প্রেমের সময়ের মত উড়ু উড়ু ভাব আসবে ? হয়তবা |


Oysters - অর্থাৎ ঝিনুক |এর মধ্যে প্রচুর পরিমানে zinc থাকে | zinc এর প্রভাবে শরীরে testosterone ( টেসটোস্টেরণ ) এর পরিমান বাড়ে | testosterone যৌনকামনা বৃদ্ধি করে |


এইসব afrodisiac এর প্রভাব যদি সত্যিও হয়ে থাকে, তবু একটা ব্যাপার লক্ষনীয় যে এরা কোনটাই সঙ্গীকে আকর্ষণ করতে সাহায্য করেনা; এরা মূলত যৌনক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে | এটাও উপেক্ষা করার মত নয় কিন্তু | কারণ যৌনক্ষমতা বৃদ্ধি পেলে, মানুষ তার তাড়নায় সঙ্গী খুঁজবে বেশি | ফলে কারো সাথে প্রেম হয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়বে | আর afrodisiac এর প্রভাব সংক্রান্ত তত্ত্ব যদি মিথ্যাও হয় তবুও কেউ এই তত্ত্বের ওপর শুধু বিশ্বাস করলেও অনেক কাজ হবে বলে মনে করেন অনেকে |

এখানে একটা কথা না বললেই নয় : প্রেম ও যৌনতা অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত | কিভাবে ? সেটাও আমরা জানব ধীরে ধীরে |
প্রেমের পর্যায় / প্রকারভেদ

এবার আসি প্রেমের বিভিন্ন পর্যায়ের কথায় | খুব নিবিড় কোনো প্রেমের সম্পর্ক প্রধানত ৩ টি ধাপ বা পর্যায়ের মধ্যে দিয়ে যায় :

1. Lust , or erotic passion
2. Atraction , or romantic passion
3. Attachment , or commitment



কোনো একটা নির্দিষ্ট সম্পর্ক যদি এই সবকটা পর্যায় পার করে তাহলে সেই বন্ধন খুব শক্ত হয় | আবার, অনেক সময় এমন হয় যে একজন মানুষ ভিন্ন ভিন্ন মানুষের প্রতি আলাদা আলাদা ভাবে উপরোক্ত অনুভূতিগুলো টের পায় | উদাহরণ হিসাবে বলা যায়, কোনো ছেলে কোনো মেয়ের প্রতি erotic passion অনুভব করছে কিন্তু তার প্রতি romantic passion ততটা অনুভব করছেনা | হয়ত সেই সম্পর্কে যুক্ত থাকা অবস্থায় বা পরে সেই ছেলেই অন্য কোনো মেয়ের প্রতি romantic passion অনুভব করছে | এরকম হতেই পারে এবং হয়ও | তখন উপরোক্ত ধাপগুলোকে আর প্রেমের পর্যায় না বলে প্রেমের প্রকারভেদ বলা হবে |crying 5 প্রেম ভালবাসার রসায়ন |

আমরা নিজেরাও বাস্তবে হয়ত খেয়াল করে থাকব যে যার সাথে সম্পর্কে জুড়ে আছি তার প্রতি ততটা শারীরিক আকর্ষণ অনুভব করছিনা যতটা করছি অন্য কারো প্রতি | আবার এমনও হয় যে, কারো প্রতি শুধু শারীরিক আকর্ষনই টের পাচ্ছি; তার ভাবনা যখনই আসে মনে তখনই ” অন্যরকমের ” ভাবনা আসে | আবার এটাও হয় যে, শুধু একটি মানুষের প্রতিই সব রকমের আকর্ষণ কাজ করছে |

অর্থাৎ, ‘প্রেমের পর্যায়’ এবং ‘প্রেমের প্রকারভেদ’ কথাদুটো interchangable | এবার দেখা যাক প্রেমের বিভিন্ন পর্যায়ে শরীর-মনে কোন কোন রসের কেমন কেমন খেলা দেখা যায় |



Lust

বাংলা অভিধানে এর মানে পাওয়া যায়: যৌন-কামনা, লালসা, লিপ্সা | আমাদের উপমহাদেশীয় সামাজিক গঠনে এই প্রচন্ড শক্তিশালী এবং অনিবার্য অনুভূতিটাকে সবসময়ই একটু খারাপ চোখে দেখা হয় এবং চেপেচুপে রেখে ঢেকে রাখা হয় | এটা ভালো না খারাপ সেই তর্ক এড়িয়ে আমরা দেখি এর পেছনে কি বিজ্ঞান কাজ করে|



বয়ঃসন্ধির সময়ই মানুষের শরীরে অনেকরকমের পরিবর্তন ঘটতে থাকে | সমস্ত পরিবর্তনগুলি মানুষকে তৈরী করে তোলে যৌবনের জন্য; সোজা কথায় বংশবৃদ্ধি করে প্রজাতি রক্ষা করার জন্য | এসময়ই মানুষের শরীরে testosterone আর estrogen নামের sex hormone দুটো জেগে ওঠে প্রথমবারের জন্য এবং জাগিয়ে তোলে মানব শরীরের ‘ভালবাসা’ পাওয়ার আকাঙ্খাকে | বিপরীত লিঙ্গের মানুষকে ‘পাওয়ার’ আকাঙ্খা জাগে | শুধু বয়ঃসন্ধি নয়, এমনকি সারাজীবন ধরেই এই কামনা বা lust তাড়িয়ে বেড়ায় মানুষকে এবং আমাদের জীবন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে |
লেখিকা Lisa Diamond তার “Love and Sexual Desire” শীর্ষক বইতে বলেছেন, lust এবং romantic love দুটো আলাদা অনুভূতি, দুটো আলাদা জিনিস | মানবশরীরে চুপি চুপি ঘটতে থাকা সম্পূর্ণ আলাদা দুটো রাসায়নিক প্রক্রিয়ার ফল এরা | Lust এর বিকাশ হয় যৌনকামনার তাড়না থেকে | কিন্তু Romantic love এর বিকাশ হয় শিশুর সাথে বন্ধন তৈরী করে প্রজাতির অস্স্তিত্ব নিশ্চিত কর&#

12
আসেন, একখানা আইপিএস বানাই। বিদ্যুতের জ্বালাতন আর সয়না!!

সামনে আসছে বিশ্বকাপ ক্রিকেট সেইসাথে বোরো চাষের কারনে বুঝতেই পারছেন বিদ্যুতের কি অবস্থা হতে পারে। এখন থেকেই যেটা শুরু হয়ে গেছে। আমি অনেক ভাবনা চিন্তা করে বাড়ীর জন্য একটি আইপিএস বানানোর কাজে লেগে পড়লাম। ভাবলাম আপনাদেরকেও সাথে নিই। কারোও দরকার হতে পারে। আবার কেউ হয়তো তার নিজের অভিজ্ঞতা জানিয়ে আমাদের সহযোগীতা করতে পারেন।


[size=130pt]
যা যা লাগবে


১। ব্যাটারি ।[/size]



আপনি কতখানি ব্যাকআপ টাইম চান তার উপর নির্ভর করবে এই ব্যাটারি। আপনি যদি শুধু আমার মতো ৪-৫টা এনার্জি বাল্ব আর একটি ফ্যান ইত্যাদি চালিয়েই সন্তুষ্ট থাকতে পারেন তবে ৫০ অ্যাম্পিয়ার কিনতে পারেন। দাম এ মুহুর্তে সঠিকভাবে বলতে পারছিনা তবে ৪৫০০-৫০০০নিবে। আর সেই সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকার কথা। অনেক সময় ট্রাক বা অনান্য গাড়ীর ব্যাটারী ডাউন হয়ে যায় বা এমনিতেই চেঞ্জ করে। আপনি এগুলোর মধ্যে দেখেশুনে একটি ভালো ব্যাটারি যোগাড় করতে পারেন।

এখন আপনি যদি বড় ধরনের ঝামেলায় না যেতে চান তবে একটি আইপিএস এর সার্কিট কিনে এনে সেটাপ করে নিন। ৩৫০০ থেকে যত দামে কিনতে পারেন।

২। ইনভার্টার।



আমি এই জায়গায় আমার ইউপিএসটাকে ব্যাবহার করেছি। এটা ৬০০ওয়াট। আপনি বাজারে চাইনিজ ইনভার্টার কিনতে পাবেন যে কোন ইলেকট্রনিক্স এর দোকানে। এগুলো এক হাজারের আশেপাশে দাম নিবে। কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। সুতরাং দেখেশুনে কিনুন। এখানে খেয়াল রাখবেন ইনভার্টার বা ইউপিএস এর আউটপুট কত ওয়াট। কারন আপনি একসাথে কতগুলো জিনিস চালাতে পারবেন তা নির্ভর করবে এই ওয়াট এর উপর। ওয়াট সম্পর্কে যাদের ধারনা কম তাদের বলছি মনে করুন আপনার ইউপিএসটি ৬০০ওয়াট ক্ষমতাসম্পন্ন। আপনার রুমের বাল্বটি ৩০ওয়াট + আপনার ফ্যান ৭০ওয়াট । মোট ১০০ওয়াট। এখন আপনি হিসাব করে নিন আপনার লোড কতখানি। তবে ফুল লোড না দিয়ে চালানোই উত্তম। আপনি লোড যত কম দিবেন ব্যাকআপ তত বেশি পাবেন। এই বিষয়টা ভি/এ দিয়ে প্রকাশ করা হয়। আমি অতদুর গেলাম না।

৩। চার্জার।

আপনার ব্যাটারিটিকে চার্জ করার জন্য প্রয়োজন পড়বে একখানা চার্জারের। ইউপিএসে যে চার্জিং সিষ্টেম আছে তা এই ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারেনা। আর পারলেও ফুল চার্জ হতে দুইদিন লাগবে। একবার বিদ্যুৎ যাবার পর আপনি ব্যাটারি ব্যাবহার করলেন। একঘন্টা পর আবার লোডসেডিং হলে ব্যাকআপ পাবেন না। সুতরাং ইউপিএসটাকে শুধুমাত্র ইনভার্টার হিসাবেই ব্যাবহার করুন। আমার জানামতে সবচেয়ে ভালো কাজ করে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। না না আমি বলছিনা যে আপনার পিসির পাওয়ারটাই খুলতে হবে। বরং বাজার থেকে ৩০০-৫০০টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই কিনে আনুন। পাওয়ার সাপ্লাইটি এটি হলে ভালো, এটিএক্স হলে অন/অফ এর জন্য মডিফাই করতে হবে সেক্ষেত্রে চিত্রে দেখানো মতে দুইটি পিন (সবুজ এবং কালো ১৪ও১৫নং) একত্র করে নিন।





তারপর আপনার হার্ডডিস্ক বা সিডিরমে নেয়ার জন্য যে লাইনগুলো আছে সেগুলোর একটা কেটে হলুদ এবং কালো দুইটি তার বের করুন। এই দুই তারেই আপনার ব্যাটারি চার্জ হবে। বাকী তারগুলো টেপ দিয়ে মুড়ে পেচিয়ে আলাদা করে রেখে দিন।



আপনার কাজ আপাতত শেষ । এবার আপনার ইনভার্টার/ইউপিএসের আউটপুটে একটি লাইন লাগিয়ে সেটার সাথে কয়েকটি বাল্ব এবং ফ্যানের কানেকশন দিন। এবার ইনভার্টার/ইউপিএসের সাথে ব্যাটারির দুইটি টার্মিনাল যোগ করুন।




ব্যাটারির সাথে কানেকশন দিতে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করুন। কালো এবং লাল অর্থাৎ নেগেটিভ এবং পজেটিভ দুইটি লাইন ভালোভাবে খেয়াল করে তারপর লাগান। একবার ভুল হলেই আপনার ইনভার্টার জন্মের মতো অকেজো হয়ে পড়বে।


এখন আপনার ইউপিএস/ইনভার্টার এর সুইচটা অন করলেই লাইট বা ফ্যান চলা শুরু করবে। বিদ্যুৎ থাকা অবস্থায় পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ করুন। আর লোডশেডিং হলে এলাকায় মাইকিং করে খেলা দেখার ব্যাবস্থা করুন। জনগইপিএস বানাই। বিন খেলা দেখে খুশি হবে আর আপনি ভোটে দাঁড়ালে নিশ্চিন্তে পাস। icon razz আসেন, একখানা আদ্যুতের জ্বালাতন আর সয়না!! |



এটা আমার(মারুফ ) নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখন দেখতে যতই খারাপ লাগুক আমি এটার উপরে যখন প্লাইউড দিয়ে বিভিন্ন ডিজাইন অংকন করবো তখন নিশ্চিত ভালো লাগার কথা।)





সাবধানতা :

* বিদ্যুৎ নিয়ে সাবধানে কাজ করুন। অসাবধানতায় আপনার মৃত্যুও হতে পারে। সেক্ষেত্রে আমাকে দায়ী করলে চলবেনা। icon biggrin আসেন, একখানা আইপিএস বানাই। বিদ্যুতের জ্বালাতন আর সয়না!! |

* যা করবেন যেটা করবেন জেনেশুনে করুন। প্রয়োজনে অভিজ্ঞ কারোও সহায়তা নিন।

* সম্পুর্ন প্রজেক্ট নিরাপদ জায়গায় এবং সবার নাগালের বাইরে রাখুন।

* এসিড সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। শরীরে লাগলে পানি ব্যাবহর করুন।
যেখানেই থাকুন, সুস্থ্য ও নিরাপদ থাকুন।
একটা ডায়াগ্রাম দেয়ার চেষ্টা করলাম।




Writer: Maruf

13
এক ডেস্কটপেই ৬ ডেস্কটপের কাজ করুন! 3D ডেস্কটপ এখন আপনার হাতের নাগালেই!!


Facilities of 3D desktop

1. You can use the facilities of 6 desktop at a time
2. You can use the facilities of 3D desktop
3. You can move from one desktop to other desktop by using keyboard or mouse
4. If you wish, you can use separate wallpaper in each desktop
5. Using the different types of icon in each desktop
6. You can run different program at a time

Source: Click here

How to use?

After installing, you can see some icon like the screen shoot


If you right click on that option, you can find some option

Now, you can set the different types of desktop according to the serial number Like: 1, 2, 3, 4, 5, 6


Lets go to see some desktop photo shoot






Now, It's the time for download:Download now

14
Library of DIU / Download the books "Himur Ashe jol" and "Founten pen"
« on: February 09, 2011, 08:29:09 AM »




কি কভার পৃষ্টা দেখে পড়তে ইচ্ছা করছে। এখানে থেকে ডাউনলোড করুন




Download Founten Pen




15
জুন মাসের মধ্যেই মিডিয়ার সামনে আসছে প্রতিভাবান বাঙ্গালী আমিরের বায়ুচালিত গাড়ি! (সূত্রঃ দৈনিক আমার দেশ)

ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আমির হোসেন এক অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। এর আগে তিনি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। আবারও দেশে ঝড় তুলতে যাচ্ছেন। অল্পদিনের মধ্যে বাতাসচালিত গাড়ি দেশবাসীকে উপহার দিতে পারবেন বলে তিনি জানান। যা রাস্তাতো বটেই আকাশেও উড়তে সক্ষম।

প্রাকৃতিক বাতাস শক্তিকে অটোমেটিক ফাংশনে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কিছু করা যায় কি-না তার ওপর গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যে আবার প্রাকৃতিক বজ্রপাতকে আয়ত্তে এনে কিভাবে জ্বালানির কাজে লাগানো যায় তার ওপরও গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমির হোসেন বলেন, আমরা শুধু মরীচিকার পেছনে ছুটছি। কারণ আল্লাহ পৃথিবীতে ৪টি অত্যাধুনিক প্রযুক্তি দিয়েছেন। এগুলো হলো পানি, বাতাস, সূর্য ও বজ্রপাত রশ্মি। এই বজ্রপাত অল্প সময়ের জন্য হয়। কিন্তু এই বজ্রপাত রশ্মি বিশেষ প্রযুক্তির মাধ্যমে আয়ত্বে নিতে পারলে এখান থেকেও জ্বালানি কাজে লাগানো সম্ভব। তবে সর্বশেষ তার তৈরি বাতাসচালিত গাড়ি নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছেন তিনি।

সর্বাধুনিক ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন গাড়ি চলবে বাতাসে। এই গাড়ি চালাতে লাগবে না জ্বালানি। ঘনীভূত বাতাস ট্যাংকে ভরে পিচঢালা পথ ধরে ছুটবে গাড়ি। অন্য ১০টি গাড়ির মতো সমানতালে চলবে। এতে মূল্যবান জ্বালানি তেলের অপচয় রোধের পাশাপাশি পরিবেশ দূষণকারী কোনো গ্যাস নির্গমনের আশঙ্কাও থাকবে না। বাতাসনির্ভর গাড়িটি হলো ৫ আসনবিশিষ্ট। গাড়ির বডি নির্মিত হবে হাওয়াই অ্যালাই দিয়ে। ওজন মাত্র ৩০০ কেজি। অন্য গাড়িগুলো যেভাবে জ্বালানি তেল সংরক্ষণের জন্য ট্যাংক থাকে, এটিতেও তেমনি থাকবে। তবে ট্যাংকে শুধু প্রাকৃতিক ঘনীভূত বাতাস ভরা থাকবে। কমপ্রেসারের মাধ্যমে এই ট্যাংকে প্রাকৃতিক বাতাস ভরতে সময় লাগবে ৮ মিনিট। প্রতি চার ঘণ্টা পর পর গাড়িটিতে কমপ্রেসারের মাধ্যমে বিকল্প পথে একটি ফুয়েল বার্নার ঘনীভূত বাতাস গরম করার মাধ্যমে বাতাসের চাপ বাড়িয়ে দেবে। এভাবে গাড়ির গতি বাড়বে। শুধু ২৪টি পিনিয়াম দিয়ে তৈরি করা ইঞ্জিন, যা চলবে শুধু এয়ার টারবাইন দিয়ে।
দূর পথ ভ্রমণের ক্ষেত্রে খুব সহজ হবে এই গাড়িটি। আবার যদি এমনটি হয় রাস্তায় যানজটে পড়লে গাড়ি যাতে উড়ে চলতে পারে তারও ব্যবস্থা আছে। এই গাড়ি খাড়াভাবে শূন্যে ওঠে যেতে পারবে এবং একই সঙ্গে শূন্যে স্থির হয়ে থাকতে পারবে। রাস্তায় প্রতি ঘণ্টায় ৮০ মাইল এবং আকাশে এর গতি হবে প্রতি ঘণ্টায় ১৫০ কিমি প্রায়। বৈদ্যুতিক ব্যবস্থা ইয়ার টারবাইনে ঘুরবে ১০০০ ওয়াটের একটি জেনারেটর।

এটি সর্বোচ্চ ৫০০ ফুট পর্যন্ত উঁচুতে উড়তে পারবে। চলন্ত সময়ে ডানে-বামে ইচ্ছামত ঘোরানো যাবে।
দরজাগুলো অটোরিমোট সিস্টেমে খোলা ও বন্ধ করা যাবে। সামনে-পেছনে চলাচলের জন্য অটোমনিটর ফাংশন সিস্টেম থাকবে। যে কোনো সময় যে কোনো অবস্থায় গাড়ি চলাচলে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। এ গাড়ি তৈরিতে খরচ হবে প্রায় ৬৫ লাখ টাকা।

চলতি বছরের জুন মাসের মধ্যে মিডিয়ার সামনে চলন্ত অবস্থায় উপস্থাপন করা হবে বাতাসচালিত এই গাড়ি এমনই দাবি করলেন এর উদ্ভাবক আমির হোসেন। এই প্রযুক্তিগুলো মহাগ্রন্থ আল-কোরআনের বেশকিছু সূরা থেকে গবেষণা করে পেয়েছেন বলে তিনি জানান।[/size]



(খবরটি দৈনিক আমার দেশ পত্রিকা হতে সংগ্রহ করা)

Pages: [1] 2 3 ... 12