Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - rashed

Pages: [1] 2
1
Software Engineering / Online Class using easy ways of easy Tools
« on: April 18, 2020, 07:34:12 PM »
Online Education using different tools:
===============================

Planning for Semester:
-------------------------------------
1. Create class in Google Classroom (GC)
2. Create Google Meet Link (GML) for each GC
3. Create Facebook Messenger Group (FMG) for each Course Section (for quick communication)
4. Publish Google Classroom Code (GCC) into FMG
5. Create Facebook Group (FG) for each Course Section as an alternative for content sharing

Session Preparation:
----------------------------------
1. Prepare lesson for the session
2. Prepare hands-on examples

Kick-Off:
--------------
1. Use Google Calendar to schedule the classes and create Google Meet Session Link
2. Publish the Google Meet Link into Google Classroom (if not created before)
3. Publish the Google Meet Link into FMG / FG

On going Session:
-----------------------------
1. Use Google Meet for video conferencing showing my face like F2F class
2. Lecture using different Tools like PowerPoint Slides,  Programming IDE, Designing tools (draw.io), reference video clips, eBooks etc.
3. Take a quiz using Google Forms
4. Video Recording of the session
5. Answer student's questions verbally.
6. Use Meet chat for Attendance and communication
7. Share screens (both teacher and students)
8. Use Google Drive for file sharing
9. Use Jamboard as a classroom white board

After Session:
----------------------
1. Let them do practice at home.
2. Students can watch Video Recording of the session repeatedly even who was absent.
3. Students prepare assignment, presentation and upload in Google Classroom
4. Use Google Forms for scheduled Quiz / Feedback


Thanks for spending your valuable time.

2
Islam / মাতা পিতার দোয়া
« on: June 22, 2018, 11:57:27 AM »
এক বাচ্চা এত দুষ্ট যে, ছোট বেলায় তাঁর মা বাচ্চার দুষ্টামিতে প্রচন্ড রেগে গেলে বলতেন, তুই ক্বাবা শরীফের ঈমাম হ'।

মা জানতেন, রেগে গিয়ে খারাপ কথা বললে বা বদদোয়া করলে যদি আল্লাহ তা কবুল করে নেন। তাই তাঁর রাগের কথা ছিল, "তুই ক্বাবা শরীফের ইমাম হ'"।

তিনি ক্বাবা শরীফের ইমাম হয়েছিলেন।

মায়ের রাগ কবুল করলেন আল্লাহপাক।

আমার এক জ্যাঠাত ভাইয়ের অত্যাচারে তার মা শুধু বলত, তুই মরিস না কেন!! তুই মরলে আমি বাঁচি"।

সেই মা বেঁচে গিয়েছিলেন। তাঁর ছেলে সুইসাইড করেছিল।

আমার এক দাদাকে ছোটবেলায় তাঁর বাবা প্রায় অভিশাপ দিতেন, তুই পথে পড়ে মরবি"।

তিনি প্রায় পথে পড়েই মরেছিলেন। প্রচুর জমাজমি থাকা সত্বেও প্রায় কপর্দকহীন এবং প্যারালাইজড অবস্থায় অসহায়ভাবে মৃত্যুবরণ করেন।

ছেলেদের বাবার একটা বদঅভ্যাস ছিল। ছেলেদের অভিশাপ দেয়া। ছেলেরা আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি। আমার অতি কাছের লোক তারা।

বাবা মায়েরা সাবধান। বাচ্চাদের রাগ করে শয়তান পর্যন্ত বলবেন না। কবুল হয়ে গেলে, শয়তানই হবে।

সেজদায় পড়ে থাকুন বাচ্চাদের জন্য। অনবরত দোয়া করুন তাদের জন্য। খবরদার, অভিশাপ দেবেন না। উপরের উনি কিন্তু অপেক্ষায় আছেন, আপনার মুখ বা অন্তর থেকে কি বের হয়, তার জন্য।

(সংগৃহীত)

3
Science and Information / Origin of the name "Google"
« on: March 06, 2015, 08:15:33 AM »
Origin of the name "Google"

From time to time I read or hear stories of the origin of the search engine and company name "Google" that are incorrect, which prompts me to write this brief account, based on my understanding of the genesis of the name. The source of my information is my friends and colleagues from Wing 3B of the Gates Computer Science Building at Stanford University, where Google was born.
In 1996, Larry Page and Sergey Brin called their initial search engine "BackRub," named for its analysis of the web's "back links." Larry's office was in room 360 of the Gates CS Building, which he shared with several other graduate students, including Sean Anderson, Tamara Munzner, and Lucas Pereira. In 1997, Larry and his officemates discussed a number of possible new names for the rapidly improving search technology. Sean recalls the final brainstorming session as occurring one day during September of that year.

Sean and Larry were in their office, using the whiteboard, trying to think up a good name - something that related to the indexing of an immense amount of data. Sean verbally suggested the word "googolplex," and Larry responded verbally with the shortened form, "googol" (both words refer to specific large numbers). Sean was seated at his computer terminal, so he executed a search of the Internet domain name registry database to see if the newly suggested name was still available for registration and use. Sean is not an infallible speller, and he made the mistake of searching for the name spelled as "google.com," which he found to be available. Larry liked the name, and within hours he took the step of registering the name "google.com" for himself and Sergey (the domain name registration record dates from September 15, 1997).

Reference: http://www.webcitation.org/68ubHzYs7 or http://graphics.stanford.edu/~dk/google_name_origin.html

4
Common Forum/Request/Suggestions / Re: result system
« on: September 25, 2012, 02:37:38 PM »
Dear Shamraat,

You are welcome

5
Common Forum/Request/Suggestions / Re: result system
« on: September 10, 2012, 10:43:34 AM »
Dear Student,

When your course teacher will submit the grade sheet in our system as well as hard copy printed to exam department your result will be published without delay.

And think a teacher how much time s/he gets to check your scripts. 3 days period  is very short time to complete quality checking the whole scripts. If we reduce the period the education quality will be degraded.

Thanks

Md. Rashed Karim
Sr. Asst. Director (IT)

6
::বিস্ময়কর ফুটবলার "মেসি" একসময় নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে চা দোকানে কাজ করতেন।

:: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির দোকানে কাজ করতেন।

:: আবুল কালাম (ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি) ছিলেন গরীব ঘরের সন্তান। তাঁর বাবা ছিলেন একজন মাঝি। তবুও তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতেপেরেছিলেন।

:: নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।

:: গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেকোরেটরের কাজ করতো।

:: অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো!

:: বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন,প্রতিদিন কাজ খোজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে ২০ টাকা করে ধার নিতেন

:: আন্ড্রু কার্নেগী খুবই গরীব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারে কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন।

:: হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো।

:: থমাস এলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা, গাধা বলে রাগাত। তিনি পড়াশোনায় ভালো ছিলেন না। তবু তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।

জীবন থেমে থাকে না, আপনি না চাইলেও সময় গড়াবেই। ভবিষ্যতকে আপনি মোকাবেলা করতেই হবে। তাই অহেতুক আর কোন অজুহাত নয়, এবার সময় বিশ্বকে জয় করার। সাহস নিয়ে বলুন, "আমি পারবোই"

7
Science and Information / Re: We are not updated
« on: September 10, 2012, 10:25:32 AM »
My beloved student,

Thanks for sharing your feelings and some issues.

Your 3 issues:

1. Course Update:
Basically IT department come to know when Concern department inform us any information need to be changed.

2. Semester Result:
We can easily do that as we did for registration, teaching evaluation. But we thought that result should be viewed by parents and other well wishers of you. Well, we will discuss this issue to the concerned committee and will proceed

3. Payment Info:
We have done it but not published in web because waiver / scholarship calculation is not imposed yet. But we already discussed to publish it without waiver calculation.

Thanks,

Md. Rashed Karim
Sr. Asst. Director (IT)


8
নিশ্চয়ই যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই। আর শয়তান তার রবের নিমক হারামি করে।
-সূরা বনী ইসরাঈলঃ ২৭

9
Islam & Science / Re: ??? Quiz???
« on: May 10, 2012, 09:24:32 AM »
ইসলামঃ এর অর্থ হোল শান্তি। ইসলাম হোল ক্রিয়া পদ। এর কাজ হোল আল্লাহ্‌র কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ্‌কে একমাত্র হুকুমদাতা, আইনদাতা, সাহায্যকারী, নিরাপত্তা বিধানকারি, লালনপালনকারি, বিচার দিবসের মালিক হিসাবে বিশ্বাস করে নবী রসুলদের দেখানো পদ্ধতিতে আল্লাহ্‌র বিধান মেনে চলাকে ইসলাম করা বুঝায়।

মুসলিমঃ যে আল্লাহ্‌র কাছে আত্মসমর্পণ করে আল্লাহ্‌র হুকুম পরিপূর্ণ ভাবে মেনে চলে তাকে মুসলিম বলে।

10
অবশ্যই শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও হিংসার জন্ম দিতে চাই এবং আল্লাহ্‌র স্মরণ ও নামায থেকে ফিরিয়ে রাখতে চায়।
-সূরা মায়িদাঃ ৯১

11
নিশ্চয়ই মদ, জুয়া, পুজার বেদি ও লটারি নাপাক শয়তানী কাজ। এসব থেকে দূরে থাক, যাতে তোমরা সফল হতে পার।
-সূরা মায়িদাঃ ৯০

12
আল্লাহ্‌ ও রসূলের কথা মেনে চল এবং সতর্ক হও। যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখ, রসূলের উপর শুধু স্পষ্ট ভাষায় হুকুমগুলো পৌঁছানোর দায়িত্তই ছিল।
-সূরা মায়িদাঃ ৯২

13
Islam & Science / Re: Smoking is Haram
« on: May 10, 2012, 07:45:54 AM »
নিশ্চয়ই যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই। আর শয়তান তার রবের নিমক হারামি করে।
-সূরা বনী ইসরাঈলঃ ২৭

14
Islam & Science / Smoking is Haram
« on: May 10, 2012, 07:36:52 AM »
আল্লাহ্‌র পথে খরচ কর এবং তোমরা আপন হাতেই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না।
(সূরা বাকারাঃ ১৯৫)

15
Islam & Science / Selective Ayat of Quran
« on: May 10, 2012, 07:34:42 AM »
সামান্য দামে আমার আয়াত বিক্রি করো না । আমার গযব থেকে আত্মরক্ষা করো ।
(সূরা বাকারাঃ ৪১)

Pages: [1] 2