Daffodil International University

General Category => Common Forum => Topic started by: Mohammad Nazrul Islam on January 03, 2018, 11:21:18 AM

Title: নির্দোষী মোর পরুয়ারদেগার-
Post by: Mohammad Nazrul Islam on January 03, 2018, 11:21:18 AM
 নির্দোষী  মোর পরুয়ারদেগার-

মন রে, তুমার দোষেই তুমি দোষী,
তাই তো তোমার, গালায় ফাসিঁ
বিচার হবে, কর্ম অনুসার---।।

ছিল না আকার জমি-- আগুন মাটি হাওয়া পানি
সর্বময় ছিল শূণ্যকার---
শূণ্যকার  মোর কাদের গনি- অচেতনে ছিলেন তিনি
জানতেন না আপন সমাচার--
র্নিদোষী মোর পরওয়ার দেগার।।

একা ছিলেন একেশ্বর,
ছিল না তার, কোন দুসর
নবী ছিলেন নূরে মিশে তার----
সেদিন, এস্ক রুপে নূরের সাথে, 
ইচ্ছা হল বিভাগ হতে--
তাই সময়ান্তে বাড়ছে সংস্কার,
র্নিদোষী মোর পরওয়ার দেগার।।

সেই ঝংকারে চেতন আল্লাহ,
এস্কে হলো মাতুয়ারা
প্রেম বিলাইতে বাসনা হয় তার--
তাই তো, একা কবু প্রেম চলেনা
ভাবেন বসে সাইঁ রাব্বানা--
কাজেই, একজন মাসুকের দরকার ।।

সৃষ্টির শ্রষ্টার হল যে জন,
সে সবায়কে করলো সৃজন
সে নয় কারও সৃজনের তৈয়ার---
দেওয়ান রজ্জবে কয় মনরে বাদি--
সুখ দুঃখের ভাগি হওযদি
ভাল মন্দ তুমি সদাকার ।।






Title: Re: নির্দোষী মোর পরুয়ারদেগার-
Post by: fahad.faisal on January 29, 2018, 08:20:08 PM
Nice Writing.