Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - nmoon

Pages: 1 ... 8 9 [10]
136
Nutrition and Food Engineering / Lipastike decrease intelligence
« on: February 20, 2013, 05:06:44 PM »
লিপস্টিকে ক্ষতিকারক সীসা থাকায় তা ব্যবহারকারীর বুদ্ধিমত্তা, আচরণ ও শিক্ষণ দক্ষতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।

নমুনা হিসাবে নেয়া ২২টি ব্র্যান্ডের লিপস্টিক এবং লিপ গ্লস পরীক্ষা-নিরীক্ষায় এর ১২ টি অর্থাৎ, ৫৫ শতাংশেই সীসার উপস্থিতি পাওয়া গেছে।এ সীসা খুব কম মাত্রার হলেও গবেষকরা বলছেন, সামান্য সীসাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

বোস্টন সীসা বিষক্রিয়া প্রতিরোধ কর্মসূচি’র চিকিৎসা বিষয়ক পরিচালক ডা. সিন পালফ্রে সতর্ক করে বলেছেন, সামান্য সীসাও জটিল স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষত, গর্ভবতী নারীদের ক্ষেত্রে লিপস্টিক থেকে অনাগত সন্তানের দেহে সীসার ক্ষতিকর প্রভাব পড়ারও ঝুঁকি আছে বলে জানানো হয়েছে পিটিআই এর খবরে।

ব্যক্তিগত প্রসাধনী পণ্য পরিষদের প্রধান বিজ্ঞানী হালিনা ব্রেসলয়েক বলেছেন, “আপনি যদি জনস্বাস্থ্যে সীসার প্রভাব সম্পর্কে সচেতন হন, তাহলে আপনি লিপস্টিকের দিকে তাকাবেন না।”

তবে জেনেশুনে লিপস্টিকে সীসা ব্যবহার করা হয়না, বরং প্রসাধনটির রঙের জন্য ব্যবহৃত বিভিন্ন রঞ্জকে সীসা থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষণায় ৫৫ শতাংশ লিপস্টিকে সীসার উপস্থিতি পাওয়া গেছে।অন্যগুলোতে পাওয়া যায়নি। ফলে সীসা ছাড়াও লিপস্টিক তৈরি করা সম্ভব বলেই মনে করছেন গবেষকরা; যদিও তা করা কঠিন বলে মানছেন তারা।

তবে অতীতের তুলনায় বর্তমানে লিপস্টিকে সীসার ব্যবহার কমছে- সাম্প্রতিক এ গবেষণায় সেটিই দেখা গেছে।

এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ‘ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত এক গবেষণায় লিপস্টিকে উচ্চ মাত্রার সীসা উপস্থিতি ধরা পড়েছিল।

কিন্তু এবারে তার তুলনায় সীসার মাত্রা অনেক কম পরিলক্ষিত হয়েছে।এ প্রবণতা আশাব্যাঞ্জক বলেই মনে করছেন গবেষকরা।

137
প্রাণঘাতী এইডস রোগ সৃষ্টির জন্য দায়ী এইচআইভি ভাইরাসের অস্তিত্ব হাজার হাজার বছর আগে শুধু নয়, লাখ লাখ বছর আগেও ছিল বলে দাবি করেছেন গবেষকরা।

বিশ শতকে মানুষের দেহে প্রথম এইডস রোগের জীবাণু এইচআইভি শনাক্ত হয়। কিন্তু বানর, শিম্পাঞ্জি, গরিলা প্রভৃতি বানর জাতীয় প্রাণীর শরীরে এই ধরনের ভাইরাস অনেক আগে থেকেই আছে তা অনেকদিন ধরেই জানতেন বিজ্ঞানীরা।

সম্প্রতি এক জিনতাত্ত্বিক গবেষণায় জানা গেছে, ৫০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ বছর আগে প্রথম আফ্রিকার বানর ও শিম্পাঞ্জির দেহে এইচআইভি-সদৃশ ভাইরাস ধরা পড়ে।

বিংশ শতকে এ ধরনের ভাইরাস শিম্পাঞ্জির শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়।

আশা করা হচ্ছে, গবেষণার এ ফলাফল ভবিষ্যতে গবেষকদের এইচআইভি ও এইডস এর বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

এইচআইভি’র মতো এ ধরনের ভাইরাসের অস্তিত্ব ৫০ হাজার থেকে এক লাখ বছর আগে ছিল বলেই ধারণা পাওয়া গিয়েছিল আগের জিনতাত্ত্বিক গবেষণাগুলোয়।

কিন্তু অনেক গবেষকই এই সময়কালটিকে প্রকৃত সময় থেকে অনেক কম বলে মনে করতেন।

যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও ফ্রেড হাচিন্সন ক্যান্সার রিচার্স সেন্টারের গবেষকরা যৌথভাবে এই গবেষণাটি করেছেন বলে জানিয়েছে বিবিসি।

138
রাণঘাতী সার্স ভাইরাসের মতোই নতুন একটি ভাইরাস সংক্রমণে শ্বাসকষ্ট জনিত রোগে যুক্তরাজ্যে এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।নতুন এ ভাইরাসটিকে করোনাভাইরাস হিসাবে চিহ্নিত করেছেন স্বাস্থ্য বিষেশজ্ঞরা।

ভাইরাসটি প্রথম ধরাপড়ে ২০১২ সালে সৌদি আরবের এক রোগীর দেহে।পরবর্তীতে সে মারা যায়।

এছাড়া, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভ্রমণকারী কয়েকজনের মাঝেও এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।নতুন এ ভাইরাসে যুক্তরাজ্যেও সংক্রমিত হয় একই পরিবারের তিনজন।

আক্রান্ত তৃতীয়জনকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছিল। রোববার সকালে তার মৃত্যুর খবর জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে কোরনাভাইরাসে আক্রান্ত ১২ জনের মধ্যে এ নিয়ে ৬ জনের মৃত্যু হল।

তবে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর লক্ষণ দেখা গেলেও সামগ্রিকভাবে পুরো জনগোস্ঠীর ওপর এর প্রভাব ততটা ভয়াবহ হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।

ভাইরাসটি ঠিক কোথা থেকে আসছে এবং কিভাবে ছড়াচ্ছে তা ঠিক নিশ্চিত নন তারা।তবে বাদুড়ের ভাইরাসের সঙ্গে নতুন কোরনাভাইরাসের মিল আছে বলেই মনে করছেন গবেষকরা।

আর সে কারণে বাদুড় কিংবা ছাগল, উটের মতো অন্য কোনো প্রাণী থেকে এ ভাইরাস সংক্রমন ঘটছে কিনা তা খতিয়ে দেখছেন তারা।

যুক্তরাজ্যে একব্যক্তি তার বাবার কাছ থেকে নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়ার পর ধারণা করা হয় যে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে।তবে এ বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নন পর্যবেক্ষকরা।

নতুন এ কোরনাভাইরাসে সার্স ভাইরাস সংক্রমণের মতোই নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত রোগ হয় এবং কখনো কখনো কিডনি বিকল হয়ে যায়।২০০৩ সালে বিশ্বে সার্স ভাইরাস আক্রান্ত হয়ে প্রায় ৮শ জনের মৃত্যু হয়েছিল।

139
থূলতা মানবদেহে ভিটামিন ডি’র মাত্রা কমিয়ে দিতে পারে। এমনই তথ্য বেরিয়ে এসেছে এক গবেষণায়।

সম্প্রতি ‘পিএলওএস’ স্বাস্থ্য সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানুষের আদর্শ স্বাস্থ্য ‘বডি ম্যাস ইন্ডেক্স’ বা (বিএমআই) প্রতি ১০ শতাংশ বৃদ্ধিতে ভিটামিন ‘ডি’ এর মাত্রা চার শতাংশ কমে যেতে পারে।

২১টি গবেষণা থেকে পাওয়া ৪২ হাজার মানুষের বংশগত তথ্য (জেনেটিক ডাটা) পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ভিটামিন ‘ডি’ দেহের ফ্যাটি টিস্যুতে সঞ্চিত থাকে। মোটা মানুষের দেহে অতিমাত্রায় ফ্যাট সঞ্চিত থাকার করণে রক্তে ভিটামিন ‘ডি’ সঞ্চালন বাধা পায়।

যাদের দেহে বিএমআই ৩০ বা তার ওপরে তাদেরকেই সাধারণত স্থূল বলে গণ্য করা হয়।

গবেষক দলের প্রধান ‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ এর ‘ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ’ এর শিক্ষক ড. ইলিনা হাইপোনেন বলেন, এ গবেষণা থেকে বোঝা যাচ্ছে যে, অতিরিক্ত ওজনের এবং মোটা মানুষদের দেহে ভিটামিন ডি এর ঘাটতির ওপর নজর রাখা এবং এর জন্য চিকিৎসা নেয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ।

আমরা মূলত সূর্যালোক থেকে ভিটামিন ডি পাই। তাছাড়া, খাবারের মাধ্যমেও দেহে ভিটামিন ডি নেয়া যায়।

দেহে ভিটামিন ডি স্বাস্থ্যসম্মত পর্যায়ে রাখার মাপকাঠি হচ্ছে প্রতি লিটারে ৫০ ন্যানোমল। এটি ৩০ ন্যানোমলের নিচে নেমে গেলে মানুষের হাড় নরম বা দুর্বল হয়ে যেতে পারে।

এর ফলে শিশুদের ক্ষেত্রে রিকেট বা হাড়জনিত রোগ, এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও নানারকম রোগ দেখা দিতে পারে।

ন্যাশনাল ওবেসিটি ফোরামের অন্যতম সদস্য অধ্যাপক ডেভিড হাসলাম বলেন, খাদ্যাভ্যাস এবং বংশগত দিক দু’টোই মানুষের মুটিয়ে যাওয়ার জন্য দায়ী।

তবে দৈহিক পরিশ্রম যেমন- হাঁটা, দৌড়-ঝাপ করা, শারিরীক কসরত এবং সূর্যস্নান করার মতো কাজগুলোর মধ্যদিয়ে মানুষ দেহের ওজন ঠিক রাখার পাশাপাশি ভিটামিন ‘ডি’র অভাবও দূর করা যায়—সেকথাই স্মরণ করিয়ে দিচ্ছে গবেষণার এ ফল।

140
Nutrition and Food Engineering / Soft Drinks Damage Teeth
« on: February 20, 2013, 05:02:34 PM »
মিষ্টি পানীয় বিশেষত কোমল পানীয় সেবনকারী শিশুদের ওপর তারা গবেষণাটি চালিয়েছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলিয়াড’র স্কুল অব ডেন্টিস্ট্রি’র শিক্ষার্থীরা ১৬ হাজার আটশ’ শিশুর উপর গবেষণা চালান। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টারের আমফিল্ড এই ফলাফল প্রকাশ করে।

তিনি বলেন, এসব মিষ্টি পানীয় বিশেষ করে কোমল পানীয় (সফট ড্রিংকস) শিশু ও বয়স্কদের দাঁতে রোগের সৃষ্টি করে।

অ্যামফিল বলেন, গবেষণার তথ্য-উপাত্তে দেখা যায়, কোমল ও মিষ্টি পানীয়ের অতি অম্লতা চিনির মতই দাঁতে ক্ষয় সাধন করে, এতে দাঁতের ক্ষয় হয়।

জরিপে আরো দেখা যায়- কোমল পানীয়ের পরিবর্তে ফ্লোরিডেটেড পানির ব্যবহারের ফলে দাঁতের ক্ষয় হ্রাস পায়। আর ফলে দাঁতের সুস্থ্যতার জন্য এধরনের পানি খুবই প্রয়োজনীয়।

জরিপের ফলাফল আমাদের এও নির্দেশ করে শিশুদের কোমল পানীয় খাওয়ানোর পরিবর্তে ফ্লোরেড ওয়াটারে অভ্যস্ত করা উচিত। এর ফলে তাদের দাঁতের উন্নতি হবে।

141
উইকিপ্যাডের আগের মডেলটির মতোই নতুন উইকিপ্যাডের সঙ্গে আছে সংযোগ উপযোগী গেইম কন্ট্রোলার। নতুন ফিচারের মধ্যে রয়েছে ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ৭ ইঞ্চি স্ক্রিন। কন্ট্রোলার ছাড়া ট্যাবলেটটির ওজন মাত্র ৩২০ গ্রাম, পুরুত্ব দশমিক ৪২ ইঞ্চি।

ট্যাবলেটটির রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমোরি বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ট্যাবলেটটি চলবে এনভিডিয়ার তৈরি টেগরা থ্রি প্রসেসরে। আরো আছে কোয়াড কোর সিপিইউ, ব্যাটারি বাঁচাতে পঞ্চম একটি কোর, ১২ কোরের জিপিইউ এবং ১জিবি ডিডিআরথ্রি র‌্যাম। ট্যাবলেটটি চলবে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে।

ভিডিও চ্যাটও করা যাবে ট্যাবলেটটির ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে। আলাদা স্ক্রিনে গেইম খেলার জন্য আছে এইচডিএমআই আউটপুট এবং ইন্টারনেট ব্যবহারের জন্য আছে ওয়াই-ফাই সংযোগ।

এনভিডিয়ার টেগরাজোন, বিগ ফিশ আনলিমিটেড এবং প্লেস্টেশন মোবাইলের মতো গেইমিং সার্ভিস ব্যবহারের জন্য আগে থেকেই ইনস্টল করা থাকবে প্রয়োজনীয় অ্যাপ।

উইকিপ্যাড গেইমিং ট্যাবলেট প্রথমবারের মতো জনসম্মুখে দেখানো হয়েছিলো ২০১২ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে। গেইমিং ট্যাবলেটটির মূল ভার্সনটি ছিলো ১০ ইঞ্চি স্ক্রিনের। কিন্তু প্রাথমিক ভার্সনটিতে ত্রুটি থাকায় নতুন করে ডিজাইন করা হয়েছে গেইমিং ট্যাবলেটটি।

142
অ্যাকুরিয়ামে যারা মাছ পুষতে পছন্দ করেন, কিন্তু খাবার-দাবার দিয়ে ঠিকমতো দেখাশোনা করার মতো সময় ও উৎসাহ পাননা, তাদের জন্য সুখবরই বটে। এখন অ্যাকুরিয়ামের জলেই সাঁতার কাটবে রোবট ফিস। ম্যাশেবল জানিয়েছে, টয় ফেয়ার ২০১৩-তে ৯.৯৯ ডলারের রোবট মাছটি এনেছে খেলনা নির্মাতা জুরু।

জুরুর তৈরি রোবট মাছটি আকারে হাতের তালুর সমান। হাত ঘড়ির দু’টি ব্যাটারি দিয়েই চলে যান্ত্রিক মাছটি। কেনার সময় আরো দু’টি ব্যাটারি পাওয়া যাবে। আর অ্যাকুরিয়ামের জলে ছেড়ে দিলেই সাঁতার কাটতে শুরু করে দেবে মাছটি। কয়েক ফিট দূর থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই যে, মাছটি আসল নয় বরং যন্ত্রচালিত।

আসল মাছের মতোই একেকবার একেক দিকে সাঁতার কাটবে মাছটি। আবার জল থেকে উঠিয়ে নিলেই থেমে যাবে ছটফটানি। হাঙ্গরের আদলে তৈরি প্রতিটি রোবট ফিসের দাম ৯.৯৯ ডলার, আর ১৯.৯৯ ডলারে সঙ্গে পাওয়া যাবে এর জন্য অ্যকুরিয়ামও।

143
Faculty Forum / Good news: Stressful jobs not linked to cancer risk
« on: February 11, 2013, 05:07:13 PM »
People who are stressed out by their jobs can let out a sigh of relief: It's unlikely all that job stress increases your risk of cancer, reports a new study from Europe.
 
Researchers analyzed information from 12 previously published studies involving more than 116,000 employed people in Finland, France, the Netherlands, Sweden, Denmark, or the United Kingdom. The study participants, who ranged in age from 17 to 70,  had rated the mental demands of their job as well as the amount of control they had at work.
 
The researchers examined hospital records and death registers in determining cancer diagnoses.
 
Over the 12-year study period, 5,765 people developed colorectal, lung, breast or prostate cancer.
 
No link was found between high levels of job strain (defined as high demands at work with low control) and people's overall risk of cancer. There also was no association found between job strain and each of the four cancers.
 
The researchers took into account factors that could affect the association between mental stress and cancer risk, including age, sex, body mass index, socioeconomic status (based on job title or education level), and smoking and alcohol intake.
 
"Though reducing work stress would undoubtedly improve the psychological and physical well-being of the working individuals as well as the working population, it is unlikely to have an important impact on cancer burden at a population level," the researchers wrote in the Feb. 7 issue of the British Medical Journal (BMJ).
 
Mental stress can increase inflammation in the body, which in turn may play a role in cancer development, the researchers said. But previous searches for a link between stress and cancer were inconclusive. By contrast, previous studies have found a link between work stress and an increased risk of heart attacks and strokes.
 
The new study did not address whether mental stress from other causes, such as stressful life events or job insecurity, might be linked to cancer, and whether work stress is related to the risk of types of cancers not assessed in this study, the researchers said. The study also did not assess the duration of work stress, so it's possible long-term exposure to work stress might affect the risk of cancer.

144
Faculty Forum / Type 1 diabetes on the rise in children
« on: February 11, 2013, 05:05:32 PM »

A new study looking at type 1 diabetes in children has found a sharp increase in the number of cases reported, and health care professionals are scrambling to understand why.
 
The new research, published in the journal Diabetes Care, updated a  registry started in 1985 of Philadelphia children diagnosed with type 1 diabetes. In 1985, cases of type 1 diabetes were seen at a rate of 13.4 for every 100,000 children in Philadelphia. By 2005, the rate was 17.2 cases per 100,000, representing an increase of 29 percent in overall cases.   
 
The biggest increase was seen in children under age 5; for that group, researchers noted a 70 percent rise in type 1 diabetes cases. Breaking the numbers down by race, Hispanic children had the most cases of diabetes across all ages while black children under age 4 saw the biggest increase in cases as the numbers rose by 200 percent from 1985-2005. Caucasian children under age 4 had the fastest recent increase in cases from the period 2000-2004 where incidence of type 1 diabetes rose by 48 percent.
 
According to a recent report on Reuters, a similar trend has been seen in children from Chicago to Colorado to Finland. But researchers can't seem to figure out why.
 
“Why are we seeing this large increase in type 1 diabetes in very young children? Unfortunately, the answer is, we don’t know,” said lead author Terri Lipman, a professor at the University of Pennsylvania School of Nursing.
 
One of the two main types of diabetes, type 1 diabetes was once called juvenile onset diabetes as it is typically diagnosed before the age of 20. Type 1 diabetes occurs when a person's pancreas does not produce any or enough insulin for the body to function properly. Unlike some cases of type 2 diabetes, type 1 cannot be controlled with diet and exercise alone and patients must inject insulin several times every day.

145
Faculty Forum / The smartphone is 20 years old, believe it or not
« on: January 19, 2013, 04:20:43 PM »
The breakneck pace of change in the smartphone world is well known: Since the iPhone catalyzed popular demand in 2007, development has been moving faster and faster, to the point where devices are out of date mere months after their release. However, this wasn't always the case. In fact, according to some estimates, the smartphone is actually all of 20 years old, as of last Friday.

WE'VE COME A LONG WAY: Bye-bye, mouse. Hello, mind control

MORE MOBILE: Dual-identity smartphones could bridge BYOD private, corporate divide

The IBM Simon was rolled out on Nov. 23, 1992, at COMDEX, though it was code-named "Angler" at the time. You likely couldn't have fit it in your pocket, given that it was about the size of today's Nexus 7, but then, at 18 ounces in weight, it probably would've made you walk funny anyway. It sported a 16MHz processor, 1MB of memory and 1MB of storage. Its operating system was a variant of DOS.

Its external app ecosystem consisted of exactly one program -- a PC-to-Simon texting tool called DispatchIt, which cost $3,000 for the PC software and an additional $300 for every Simon client. To be fair, however, it could do some things modern smartphones can't, like accept fax transmissions.

As primitive as Simon looks today, however, it was still recognizably a smartphone -- it used an app drawer, had touch-screen input (admittedly, in monochrome and with a stylus) and was even sold via the same subsidized pricing scheme commonly used today, at $900 with a new two-year deal from BellSouth Cellular.

[Video is complete with real knee-slapper of an Android joke at the end.]

Unfortunately, Simon wasn't a commercial success -- according to Bloomberg, it was plagued by half-hearted marketing, short battery life and a host of other problems, and spent a total of six months on the market before being yanked.

Still, despite all that, Simon was undeniably the forerunner of today's smartphones. What's more, it's a great reminder of how far the technology has come in two decades, and how fast it continues to develop. Just think of Simon the next time you complain that iOS 6 is terrible or that you haven't gotten an Android update for a whole month.

146
Faculty Forum / Three simple rules for buying a new laptop
« on: January 19, 2013, 04:13:23 PM »
This is the time of year when friends, family members, casual acquaintances, and people in the street stop me to ask about buying a new PC.

"What should I get?" they ask. "What do I need?" Also heard with increasing frequency: "Should I get a tablet instead of a laptop?"

Loaded questions, to be sure, but not difficult ones. A tablet can take the place of a laptop if all you do is browse the Web and read e-mail. If you need to get any serious work done, whether for school or business or just everyday life, a laptop is still the smarter choice. It gives you a keyboard, a bigger screen, copious amounts of storage, and compatibility with all your favorite software.

So, what kind of laptop should you get, and with what specs and features? I can make this really simple:

1. Get at least 4GB of RAM.

That's "four gigabytes of memory" for those who don't speak PC. Anything less and your system will run like molasses--something to keep in mind as Black Friday deals roll around. Many "doorbuster" laptops will have only 2GB of RAM, and that's just not enough.

2. If you can afford it, get a system with an SSD.

That's short for "solid-state drive," which has no moving parts and therefore runs faster, generates less heat, and consumes less power than a traditional hard drive. You'll pay a premium for an SSD and end up with less storage space, but how much do you really need? Most folks I know rarely fill up more than 100GB.

Indeed, although a 128GB SSD may seem like a downgrade compared with, say, a 500GB hard drive, the speed benefits alone are worth the extra money.

3. Try before you buy.

Although brick-and-mortar tech stores are few and far between these days, there are still places where you can go and browse laptops in person. And that's something you should definitely do.

Sure, you can shop online based on specs and price, but you owe it to yourself to test-drive the keyboard. And the trackpad. Make sure they're comfortable and responsive. Likewise, check the screen: is it glossy and therefore heavy on the glare? Whenever possible, try to lay hands on a laptop before buying it.

One more "rule."

Notice that I didn't mention the procesor. Unless you're doing heavy-duty video editing or playing a lot of graphics-intensive games, the processor just isn't the big factor it used to be. They're all pretty fast nowadays.

147
Faculty Forum / Tomato & Stroke
« on: December 03, 2012, 01:08:37 PM »
টমেটোতে উজ্জ্বল লাল রঙের লিকোপেন নামের একটি উপাদান আছে যা স্ট্রোকের ঝুঁকি কমায় বলে দাবি করেছেন ফিনল্যান্ডের একদল গবেষক।

Pages: 1 ... 8 9 [10]