Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: JEWEL KUMAR ROY on May 31, 2015, 08:10:28 PM

Title: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on May 31, 2015, 08:10:28 PM
সঞ্চয়পত্রের সুদহার কমার পর আমানতের সুদহার কমিয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।

আগামী ১ জুন থেকে নতুন সুদহার কার্যকর হবে।

তবে ১ জুনের আগে রাখা স্থায়ী আমানতের ক্ষেত্রে নতুন সুদহার প্রযোজ্য হবে না।

এর আগে ২৩ মে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমায়।

ঋণের সুদহার কমানোর লক্ষ্যে এসব মেয়াদি বা স্থায়ী আমানতের সুদ হার কমানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখত।

বিআইডিএসের সাবেক এই গবেষক বলেন, “সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। এছাড়া বাজারেও ঋণের চাহিদা কম। সার্বিক প্রেক্ষাপটে আমানতের সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“এছাড়া আমরা উচ্চ সুদবাহী আমানত নিরুৎসাহিত করে নো-কস্ট ও লো-কস্ট ডিপোজিট সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, যাতে ঋণের সুদ হার কমানো যায়। আমরা সেই চেষ্টাই করছি।”

স্থায়ী আমানতে দশমিক ৫০ শতাংশ পয়েন্ট সুদ কমিয়ে নতুন সুদহার নির্ধারণ করেছে সোনালী, জনতা ও রূপালী ব্যাংক।   

ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতে সুদ হবে ৭ দশমিক ৫০ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ।

আর এক বছর বা তার সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের তিন মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম সময়ের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ, যা ৭ দশমিক ৫০ শতাংশ ছিল।

৬ মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ, আর এক বছর বা তার সময়ের আমানতের সুদ হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এই দুই ধরনের আমানতের সুদ হার ছিল ৮ শতাংশ ও ৮ দশমিক ৫০ শতাংশ।

বেসিক ব্যাংক এক মাস মেয়াদি আমানতে দশমিক ২০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৩০ শতাংশ, ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ, ৬ মাস মেয়াদি বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতে দশমিক ৫৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৭০ শতাংশ এবং এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে।

তবে ৫ কোটি টাকার বেশি যেকোন আমানতে ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই ঘোষিত সুদ হারের বাইরেও সুদ হার নির্ধারণ করতে পারবেন শাখা ব্যবস্থাপকরা।
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Nusrat Nargis on June 02, 2015, 11:04:48 AM
thanks for sharing.
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on June 02, 2015, 01:16:00 PM
 :)
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: munna99185 on June 04, 2015, 03:48:40 PM
Informative speech.


Sayed Farrukh Ahmed
Assistant Professor
Faculty of Business & Economics
Daffodil International University
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Md. Alamgir Hossan on June 05, 2015, 12:09:37 AM
Good Initiative
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: nujhat.eng on June 06, 2015, 09:01:00 AM
thanks for sharing
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Tofazzal.ns on June 06, 2015, 11:32:17 AM
good news...
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Shah Alam Kabir Pramanik on June 07, 2015, 03:18:02 PM
Excellant
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on June 11, 2015, 10:19:36 AM
 :)
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Farhananoor on July 09, 2015, 02:03:52 PM
Good Sharing.
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: ummekulsum on July 09, 2015, 02:22:21 PM
really informative one
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 09, 2015, 07:37:25 PM
Thanks  :)
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 12, 2015, 10:43:00 AM
আবারো কমল স্থায়ী আমানতের সুদহার

তিন মাসের ব্যবধানে আবারো স্থায়ী আমানতের সুদহার কমিয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। আজ সোমবার থেকে এ নতুন সুদহার কার্যকর হবে। এর আগে গত ২৩ মে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমায়। কস্ট অব ফান্ড কমিয়ে আনার জন্যই ব্যাংকগুলো আমানতের সুদহার কমিয়েছে বলে সূত্রে জানা গেছে।

ঋণের সুদহার কমানোর লক্ষ্যে এসব মেয়াদি বা স্থায়ী আমানতের সুদহার কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জায়েদ বখত। তিনি বলেন, তিন মাসের ব্যবধানে স্থায়ী আমনতের সুদের হার কমানো হয়েছে। সরকার ইতোমধ্যে সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। এ ছাড়া বাজারেও ঋণের চাহিদা কম। সার্বিক প্রেক্ষাপটে আমানতের সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া আমরা উচ্চ সুদবাহী আমানত নিরুৎসাহিত করে নো-কস্ট ও লো-কস্ট ডিপোজিট সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছি, যাতে ঋণের সুদহার কমানো যায়। প্রসঙ্গত, দেশের ৫৬টি ব্যাংকের বর্তমানে ৯ হাজারের বেশি শাখা রয়েছে। এর মধ্যে এই চারটি ব্যাংকের শাখা তিন হাজারেরও বেশি।

ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, স্থায়ী আমানতে দশমিক ৫০ শতাংশ পয়েন্ট সুদ কমিয়ে নতুন সুদহার নির্ধারণ করেছে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতে সুদ হবে ৭ দশমিক ৫০ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতে সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ। আর এক বছর বা তার বেশি সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অগ্রণী ব্যাংকের তিন মাস বা তার বেশি কিন্তু ৬ মাসের কম সময়ের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ, যা ৭ দশমিক ৫০ শতাংশ ছিল। বেসিক ব্যাংক এক মাস মেয়াদি আমানতে দশমিক ২০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৩০ শতাংশ, ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৫০ শতাংশ, ৬ মাস মেয়াদি বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতে দশমিক ৫৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৭০ শতাংশ এবং এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে। তবে ৫ কোটি টাকার বেশি যে কোনো আমানতের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই ঘোষিত সুদ হারের বাইরেও সুদহার নির্ধারণ করতে পারবেন শাখা ব্যবস্থাপকরা।
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 12, 2015, 10:46:49 AM
আশানুরূপ ঋণ চাহিদা না থাকায় ধারাবাহিকভাবে আমানতের সুদহার কমিয়ে আনছে ব্যাংকগুলো। এতে ব্যাংকগুলোর আমানতের গড় সুদ দীর্ঘ সময় পর ৭ শতাংশের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, গত মে শেষে ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৯ শতাংশ। আগের মাস এপ্রিলে যা ৭ দশমিক শূন্য ৪ শতাংশ ছিল। গত বছরের মে মাসে ছিল ৮ দশমিক শূন্য ১ শতাংশ।

আমানতে সুদ কমানোর পাশাপাশি ব্যাংকগুলোর ঋণের সুদও কিছুটা কমেছে। তবে আমানতে যে হারে কমানো হচ্ছে, ঋণে কমানো হচ্ছে সে তুলনায় কম। গত মে মাসে ব্যাংকগুলো গড়ে ১১ দশমিক ৮২ শতাংশ সুদে ঋণ দিয়েছে। আগের মাস শেষে যা ১১ দশমিক ৮৪ শতাংশ ছিল। এক মাসের ব্যবধানে ঋণে দশমিক শূন্য ২ শতাংশীয় পয়েন্ট সুদ কমলেও আমানতে কমেছে দশমিক শূন্য ৫ শতাংশীয় পয়েন্ট। আগের বছরের মে মাসে ব্যাংকগুলো গড়ে ১৩ দশমিক ২৩ শতাংশ সুদে ঋণ বিতরণ করেছিল।

মে মাসে কিছু ব্যাংকের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ৫ শতাংশীয় পয়েন্টের ওপরে রয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের চাপাচাপিতে সাম্প্রতিক সময়ে গড় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগের মাস এপ্রিলে যেখানে গড় স্প্রেড ছিল ৪ দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট, মে মাসে তা সামান্য কমে ৪ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্টে নেমে এসেছে। আগের বছরের এপ্রিল শেষে গড় স্প্রেড ছিল ৫ দশমিক ২২ শতাংশীয় পয়েন্ট।
আশানুরূপ বিনিয়োগ না হওয়ায় ব্যাংকগুলো ধারাবাহিকভাবে সুদহার কমানোর ফলে সঞ্চয়পত্রের বিনিয়োগ অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছিল। এমন প্রেক্ষাপটে গত মে মাসের শেষ সপ্তাহে সব ধরনের সঞ্চয়পত্রে প্রায় ২ শতাংশ সুদ কমিয়ে ১১ শতাংশের আশপাশে নির্ধারণ করা হয়েছে।
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 12, 2015, 10:55:43 AM
জুনের প্রথম দিন থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার কমিয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ পয়েন্ট পর্যন্ত সুদহার কমিয়েছে। তবে নতুন সুদের হার ১ জুনের আগে রাখা স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

ঘোষিত নতুন সুদহার অনুসারে, তিন মাসের বেশি, কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতের সুদহার হবে ৭ দশমিক ৫০ শতাংশ। তবে অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে এ ধরনের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ। আগে এটি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। ছয় মাসের বেশি, তবে এক বছরের কম আমানতের সুদহার ৭ দশমিক ৭৫ শতাংশ। আগে এ আমনতে সুদহার ছিল ৮ শতাংশ।

আর এক বছরের বেশি সময়ের ক্ষেত্রে আমানতের সুদহার নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ। এ ধরনের আমানতের সুদহার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। কিন্তু ৫ কোটি টাকার বেশি যে কোনও আমানতের ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঘোষিত সুদের হারের বাইরে শাখা ব্যবস্থাপকরা সুদের হার নির্ধারণ করতে পারবেন।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ বিষয়ে বলেন, ‘সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে মেয়াদি বা স্থায়ী আমানতের সুদের হারও কমানো হলো।’

উল্লেখ্য, গত ২৩ মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচ ধরনের সঞ্চয়পত্রের সুদহার এক দশমিক ৯০ শতাংশ পর্যন্ত কমিয়েছিল।
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 12, 2015, 10:57:05 AM
পরিচালন ব্যয় কমাতে সুদবিহীন ও স্বল্পসুদবাহী আমানতের দিকে ঝুঁকছে সরকারি ব্যাংকগুলো। এরই অংশ হিসেবে স্থায়ী আমানতের সুদহার কমিয়েছে সরকারি খাতের সব ব্যাংক; যা আজ ১ জুন থেকে কার্যকর হবে। এতে স্থায়ী আমানতে সুদহার সর্বোচ্চ ৮ শতাংশ হওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি)। গত সপ্তাহে বেসিক ব্যাংকে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল ও কৃষি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের এমডি মো. আব্দুস সালাম বলেন, আপাতত স্থায়ী আমানতের সুদহার কমানো হয়েছে। ধীরে ধীরে সব ধরনের আমানতের সুদহার কমানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঋণের সুদহার কমাতে এর বিকল্প নেই।

জানা গেছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংক লিমিটেড স্থায়ী আমানতের সুদহার দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। স্থায়ী আমানতে দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট সুদ কমিয়ে নতুন সুদহার নির্ধারণ করেছে সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। ঘোষিত নতুন সুদহার অনুযায়ী, তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম স্থায়ী আমানতের সুদ হবে ৭ দশমিক ৫ শতাংশ, ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে গ্রাহকরা আমানতের সুদ পাবে ৭ দশমিক ৭৫ শতাংশ। আর এক বছর বা তার অধিক সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের তিন মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম সময়ের আমানতের নতুন সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ, যা আগে ৭ দশমিক ৫ শতাংশ ছিল। ছয় মাস বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ে আমানতের সুদ ৭ দশমিক ৭৫ শতাংশ, আর এক বছর বা তার বেশি সময়ের আমানতের সুদহার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ দুই ধরনের আমানতের সুদহার ছিল যথাক্রমে ৮ শতাংশ ও ৮ দশমিক ৫ শতাংশ। বেসিক ব্যাংক এক মাস মেয়াদি আমানতে দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৭ দশমিক ৩ শতাংশ, ৩ মাস বা তার বেশি কিন্তু ছয় মাসের কম মেয়াদি আমানতে দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ, ছয় মাস মেয়াদি বা তার বেশি কিন্তু এক বছরের কম সময়ের আমানতে দশমিক ৫৫ শতাংশ কমিয়ে ৭ দশমিক ৭ ও এক বছর বা তার বেশি মেয়াদের আমানতে দশমিক ৫ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে।

কৃষি ব্যাংকের এমডি এমএ ইউসুফ বলেন, সরকারি ব্যাংকের এমডিদের সম্মিলিত সিদ্ধান্তে সুদহার কমানোর সিদ্ধান্ত হয়েছে; যা আজ থেকেই কার্যকর হবে।
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: JEWEL KUMAR ROY on July 12, 2015, 10:57:59 AM
Is there any issue regarding the topic.
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Jasia.bba on July 12, 2015, 02:44:09 PM
Informative..........




Jasia Mustafa
Lecturer,
Business Administration
DIU.
Title: Re: আমানতের সুদহারও কমলো
Post by: Shahriar Mohammad Kamal on July 12, 2015, 02:51:57 PM
শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটা দেখার বিষয়।