Daffodil International University

Educational => Higher Education => BCS & PSC => Topic started by: Jannatul Ferdous on May 10, 2016, 04:42:02 PM

Title: ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান
Post by: Jannatul Ferdous on May 10, 2016, 04:42:02 PM
ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান

বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উঃ পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উঃ বগুড়া।
খোদার পাথর ভিটা/ বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড়।
বৈরাগীর চাল কোথায় অবস্থিত?
উঃ গাজিপুর।
আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লার ময়নামতিতে।
উঃ কক্সবাজারের রামু থানায়।
উত্তরা গনভবন কোথায়?
উঃ নাটোর।
কানত্মজীর মন্দির কোথায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী।
পানাম নগর কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁয়ে।
আফগান দুর্গ কোথায় অবস্থিত?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
উঃ নবাব আব্দুল গনি।
মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উঃ মৌর্য যুগের।
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত?
উঃ সোমপুর বিহার।
সোমপুর বিহার কে তৈরী করেন?
উঃ শ্রী ধর্মপাল দেব।
সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলার সোমপুর বিহারে।
শালবন বিহার কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।