Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - iqbal007

Pages: 1 2 [3] 4
31
IT Forum / জি-মেইলের কিছু টিপস
« on: February 22, 2011, 09:22:49 PM »
জি-মেইলের কিছু টিপস

ইনবক্স রিফ্রেশ করা

আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন৷ এমন সময় জি-মেইল ইনবক্সে আসা নতুন ই-মেইল চেক করা দরকার৷ অথচ আপনি চাচ্ছেন না বর্তমান কাজটি বন্ধ করতে৷ জি-মেইল অ্যাকাউন্টে নতুন মেসেজ চেক করতে পারবেন শর্টকাট কী ব্যবহার করে৷ এজন্য শুধু খ চাপুন৷ ইনবক্স স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হবে নতুন মেসেজ প্রদর্শন করার জন্য৷ কী বোর্ড শর্টকাট কেবল তখনই কাজ করবে, যখন Keyboard shortcut থাকবে৷ এখন নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন৷

০১. Settings লিঙ্কে ক্লিক করুন, যা জি-মেইল অ্যাকাউন্টের উপরে ডানপ্রান্তে আবির্ভূত হয়৷

০২. General ট্যাবে ক্লিক করুন৷

০৩. Keyboard shortcuts সেকশনে Keyboard shortcuts -এ রেডিও বাটন সিলেক্ট করুন৷

০৪. Save Changes বাটনে ক্লিক করুন৷
তাত্ক্ষণিকভাবে এটাচমেন্ট ভিউ করা

জি-মেইলে এটাচমেন্ট ডাউনলোড না করে ভিউ করা যায়, কারণ, জি-মেইল কিছু সাধারণ ফাইল ফরমেট সাপোর্ট করে৷ যেমন PDF, DOC, XLS, PPT, RTF, SXW, SXI, SDW, SDC, SDD এবং WML ৷

০১. এজন্য আপনাকে জি-মেইলে এইচটিএমএল ইন্টারফেস ব্যবহার করতে হবে, যার কারণে যেকোনো ফরমেটের ফাইল ভিউ করা যায়৷

০২. এটাচমেন্ট সম্বলিত ই-মেইল ওপেন করুন৷

০৩. মেসেজের View as HTML ফাইল লিঙ্কে ক্লিক করুন৷

০৪. মূল মেসেজ উইন্ডোতে ফিরে যেতে চাইলে নতুন ব্রাউজার উইন্ডোজ বা ট্যাব বন্ধ করুন৷

০৫. লক্ষণীয়, জি-মেইলে View as HTML ফিচার ইমেজ প্রদর্শন করে না৷
ইমেজ ইনসার্ট করা

জি-মেইলের মাধ্যমে ইমেজ পাঠাতে চাচ্ছেন, তবে তা এটাচমেন্ট হিসেবে নয়৷ আমরা জানি জি-মেইলে ইনসার্ট ইমেজ বাটন নেই৷ তারপরও নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে এ কাজটি করতে পারবেন৷

০১. নিশ্চিত হয়ে নিন, রিচ টেক্সট এডিটিং ফিচার জি-মেইল মেসেজে এনাবল করা আছে কিনা৷ রিচ টেক্সট এডিটিংকে এনাবল করার জন্য Rich formatting লিঙ্কে ক্লিক করুন৷

০২. যদি ওয়েবে গ্রাফিক্স থাকে, তাহলে নিশ্চিত হয়ে নিন, কপিরাইট আইন ভঙ্গ না করে তা ব্যবহার করতে পারবেন কি না৷

০৩. যদি ইমেজটি আপনার জন্য হয়ে থাকে, তাহলে নিশ্চিত হতে পারবেন যে, সেটি ওয়েব সার্ভারে রয়েছে৷ এর ফলে আপনার ওয়েব ব্রাউজারে তা ওপেন করতে পারবেন, যার অ্যাড্রেস লাইন শুরু হবে র্র্দয দিয়ে৷ www.imageshack.us সাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন৷

০৪. যদি ইমেজের সাইজ ৬৪০ * ৬৪০ পিক্সেলের চেয়ে বেশি হয়, তাহলে তা অনলাইনে পাবলিশ করার আগে কমিয়ে নিন৷

০৫. ওয়েবসাইটে ইমেজকে লোকেট করুন অথবা সরাসরি ব্রাউজারে ওপেন করুন৷

০৬. Ctrl+A চেপে ইমেজ সিলেক্ট করুন৷

০৭. Ctrl+C চেপে ইমেজ কপি করুন৷

০৮. জি-মেইলে মেসেজে কার্সর নির্দিষ্ট করুন, যেখানে আপনি ইমেজ দেখতে চান৷ এবার Ctrl+V চাপুন ইমেজ পেস্ট করার জন্য৷

32
মজিলা ফায়ারফক্সের কিছু টিপস - বুকমার্ক ফোল্ডার তৈরি করা

নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে বুকমার্ক ফোল্ডার তৈরি করা যায়৷

০১. সিলেক্ট করুন Bookmarks®Organiz Bookmarks ৷

০২. বুকমার্কস ম্যানেজার টুলবক্সে সিলেক্ট করুন New Folder ৷ এরপর ফোল্ডারের নাম ও অপশনাল বর্ণনা দিয়ে ওকে করুন৷

০৩. তৈরি করা ফোল্ডারে বুকমার্ক পেজ সেভ করার জন্য Bookmarks®Bookmarks This Page-F -এ ক্লিক করুন৷

০৪. অ্যাড বুকমার্কস ডায়ালগবক্সে গিয়ে ক্লিক করুন Create In ড্রপডাউন লিস্টে এবং নতুন তৈরি করা ফোল্ডারের নাম দিয়ে ওকে করুন৷

এ পদ্ধতি অনুসরণ করে আপনার বুকমার্ক পেজকে পছন্দ অনুযায়ী অর্গানাইজ করতে পারবেন৷ মাল্টিপল হোমপেজ ওপেন করা

ফায়ারফক্স ট্যাব সাপোর্ট করে, যা ব্যবহার হয় সিঙ্গেল ব্রাউজারে মাল্টিপল পেজ ওপেন করতে৷ স্বতন্ত্র ট্যাবে মাল্টিপল হোমপেজ ওপেন করার অপশনও এতে রয়েছে৷ যেমনটি রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার ৭-এ৷ যখন ফায়ারফক্স স্টার্টআপ হয় তখন একটিমাত্র ট্যাব ওপেন থাকে৷ অন্য সাইট সার্ফ করতে চাইলে Ctrl+T চেপে অ্যাড্রেস টাইপ করতে হবে৷

স্টার্টআপ স্বয়ংক্রিয়ভাবে পছন্দনীয় ওয়েবসাইট সম্বলিত নতুন ট্যাব ওপেন করার জন্য নিম্নলিখিত উপায়ে কাস্টোমাইজ করতে পারবেন৷

০১. Tools -> Options সিলেক্ট করুন৷

০২. Main ট্যাব সিলেক্ট করুন৷

০৩. স্টার্টআপ গ্রুপে সিলেক্ট করুন Show my home page ৷ এবার Firefox starts ড্রপডাউন লিস্ট আবির্ভূত হবে৷

০৪. Home Page সেকশনে কাঙিক্ষত সাইটের নাম টাইপ করুন৷

০৫. ওকেতে ক্লিক করুন৷
পপআপ ব্লক বা অনুমোদন করা

পপআপ উইন্ডোজ ব্রাউজিংয়ের সময় আপনার সম্মতি ছাড়াই ওপেন হয়৷ নিচে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আপনি এ ধরনের ঝামেলা থেকে পরিত্রাণ পেতে পারেন৷

০১. Tools -> Options-F -এ ক্লিক করে Content ট্যাবে ক্লিক করুন৷

০২. Block pop-up windows -এর পাশের চেকবক্সে ক্লিক করুন৷

০৩. ওকেতে ক্লিক করুন৷

০৪. যদি বিশেষ কোনো সাইটের পপআপ ব্লক করতে চান, অন্য কোনো সাইটের নয়, তাহলে Block pop-up windows আনচেক করুন৷ এর ফলে বিশ্বস্ত কোনো সাইটের পপআপ কেবল ডিসপ্লে হবে৷ এর জন্য যা করতে হবে - ০৫. Tools -> Options-F -এ ক্লিক করুন৷

০৬. Content ট্যাবে ক্লিক করুন৷

০৭. Exception বাটনে ক্লিক করুন, যা Block pop-up windows -এর সমান্তরালে রয়েছে৷

০৮. আপনার কাঙিক্ষত সাইটের নাম যুক্ত করুন যেগুলোকে পপআপে অনুমোদন করাতে চান৷ এরপর Allow After adding the names of the sites that you wish to permit ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করুন৷

০৯. ওকেতে ক্লিক করুন নতুন সেটিং প্রয়োগ করার জন্য৷

33
স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট টেম্পোরারি ফাইল মুছে ফেলা

আমরা জানি, ইন্টারনেট ব্যবহারের সময় অনেক টেম্পোরারি ফাইল জমা করে রাখে কাজের সুবিধার জন্য। কিন্তু এটি করার ফলে অনেক ফাইল Temp নামে একটি ফোল্ডারে জমা হয়ে কমপিউটারের গতি কমিয়ে দেয়। এ সমস্যা দূর করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অনলাইন বা অফলাইনে থাকাকালীন টুলস মেনুতে গিয়ে InternetOptionsBrowsing History Settings ট্যাবে ঢুকে Never ট্যাবে ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। এরপর থেকে Temp ফাইলগুলো আর জমা হবে না।

সাপ্তাহিক ডিফ্র্যামেন্টেশন করার জন্য শিডিউল তৈরি করা

এটি করার জন্য StartControl PanelPerformance and MaintenancePick a Control Panel icon, Scheduled Task ক্লিক করুন। শিডিউল টাস্কে ঢুকে Add Scheduled Task-এ ডবল ক্লিক করুন। এবার Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে Browse বাটনে ক্লিক করে Select Program to Schedule উইন্ডোতে ফাইল নেম টাইপ করুন %System-root%\system32\defrag.exe এবং Open বাটনে ক্লিক করুন। পারফরমেন্স টাস্কের অমত্মগর্ত, উইকলিতে ক্লিক করে Next-এ ক্লিক করুন। প্রয়োজনীয় সেটআপ দিয়ে Next-এ ক্লিক করে, পরবর্তী উইন্ডোতে ইউজার নেম পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড বক্স পূরণ করে Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে টেক্সট বক্সে টিক চিহ্ন দিয়ে Finish বাটনে ক্লিক করুন।

Run Box, C: যুক্ত করুন। খেয়াল রাখবেন ‘C:’-এর আগে একটি স্পেস থাকে। ওকে বাটনে ক্লিক করুন। Set Account Information dialog box-এ আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বক্স পূরণ করে ওকে করে বের হয়ে আসুন। আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।

34
IT Forum / ফাইল ডাউনলোড ব্লক করা
« on: February 22, 2011, 09:08:26 PM »
ফাইল ডাউনলোড ব্লক করা

ইন্টারনেট বেশ কিছু জাঙ্ক ফাইল দিয়ে পূর্ণ থাকে। এগুলো আপাতদৃষ্টিতে নিরাপদ বা ক্ষতিকর মনে না হলেও পরবর্তী সময়ে ভাইরাস বা স্পাইওয়্যার বিসত্মৃতির কারণ হয়ে দাঁড়ায়। যদি সবাই আপনার কমপিউটারে এক্সেসের সুবিধা পায়, তাহলে কোনো কোনো ব্যবহারকারীকে ব্লক করে দিতে পারেন, যাতে করে ইন্টারনেট থেকে কেউ অনাকাঙ্ক্ষিত ফাইল ডাউনলোড করতে না পারে। আপনি এজন্য সিকিউরিটি ফিচার ব্যবহার করতে পারেন ইন্টারনেট থেকে সিঙ্গেল বা কয়েকটি ডাউনলোডকে প্রতিহত করার জন্য। আর এ কাজটি সম্পন্ন করতে হলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

StartControl Panel-এ ক্লিক করুন।

User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control-এ ক্লিক করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Windows vista Web Filter সিলেক্ট করুন।
Block File Downloads চেকবক্স সিলেক্ট করে ওকে করুন।

এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ব্লক করা

ইন্টারনেটে অনেক ডাউনলোডেবল ফ্রি অ্যাপ্লিকেশন পাওয়া যায়; যার মধ্যে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডাটার জন্য ক্ষতিকর। আবার কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রয়োজনীয় হলেও কমপিউটারের জন্য ক্ষতিকর, বিশেষ করে এই কমপিউটার যদি অন্যরা ব্যবহার করার সুযোগ পায়। উদাহরণস্বরূপ বলা যায়, ফাইল রিমুভাল টুল যেগুলো কোনো সুযোগ না দিয়ে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলে। এমনকি রিকোভারি টুল ব্যবহার করেও উদ্ধার করা যায় না। যদি এ ধরনের কোনো টুল আপনার কমপিউটারে থাকে, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করে অনাকাঙ্ক্ষিত ইউজারদের ব্লক করুন, যাতে আপনার কমপিউটারে অন্যরা অ্যাক্সেস করতে না পারে।
StartControl Panel-এ ক্লিক করুন।
User accounts and family safety সিলেক্ট করুন।
Parental Control সিলেক্ট করে যথাযথ অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
On, enforce current settings সিলেক্ট করুন।
Allow and Block specific programs সিলেক্ট করুন।
Use only the programs that I allow অপশন সিলেক্ট করুন।
এবার যে অ্যাপ্লিকেশনকে ব্লক করতে চান, তা সিলেক্ট করে ওকে করুন।

35
ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা ব্রাউজারে একটি প্লাগইন যুক্ত করে সহজেই জানতে পারবেন লাইভ ক্রিকেট স্কোর। এ জন্য www.bdmusic24.com/forum/index.php?topic=137.0 ঠিকানার সাইট থেকে প্লাগইনটি সেটআপ করলেই ফায়ারফঙ্রে ডান দিকের নিচে ক্রিকেট স্কোর দেখা যাবে। বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হলে স্কোর অপশনটিতে ক্লিক করতে হবে।

36
Open Source Forum / Re: DOWNLOAD ALL DATA ON FORUM TO COMPUTER
« on: February 20, 2011, 12:19:29 AM »
Thanks for your post.

37
Islam & Science / Re: Holy Quran translated in Bangla and English
« on: February 20, 2011, 12:17:19 AM »
thanks.

38
Open Source Forum / Re: Speedup your Windows shut down time
« on: February 20, 2011, 12:16:08 AM »
Thanks for your post.

39
Open Source Forum / Re: 101 short cuts command of pc
« on: February 20, 2011, 12:12:34 AM »
Thanks for your excellent post.

40
IT Forum / হিডেন ফাইল খোঁজে বের করা
« on: February 19, 2011, 04:48:52 PM »
হিডেন ফাইল খোঁজে বের করা

উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফাইল বা হিডেন ফাইল সার্চ করার মাধ্যমে পাওয়া যায় না। কমপিউটারের বিভিন্ন ড্রাইভ এবং ফাইলে থাকার পরও তা খুঁজে পাওয়া যায় না। আপনি চাইলে এক্সপিতে সিস্টেম ফাইল কিংবা হিডেন ফাইল খুঁজে নিতে পারেন। এজন্য প্রথমে Start মেনু থেকে Search-এ গিয়ে All files and folders-এ Cliek করুন। এবার More advanced অপশনে ক্লিক করুন। এরপর আপনার সিস্টেম ফাইল এবং হিডেন ফাইলের জন্য Search System folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন।

41
হার্ডডিস্ক ড্রাইভে অন্যের অ্যাক্সেস প্রতিহত করা

দুর্ঘটনাক্রমে কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে গেলে ব্যবহারকারীকে বেশ খেসারত দিতে হয়। তাই আমাদের উচিত গুরুত্বপূর্ণ ফাইল কোনো নির্দিষ্ট ড্রাইভে বা ফোল্ডারে লুকিয়ে রাখা এবং এই ফোল্ডারে বা পাথে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে তার ব্যবস্থা করা।

আপনি সহজেই কোনো নির্দিষ্ট ড্রাইভে আপনার অতিপ্রয়োজনীয় ফাইলগুলো রেখে Start menu থেকে Run-এ যান। এবার gpedit.mse লিখে Ok করুন। এরপর User Configuration\Administrative Templatest\Windows Components\Windows Explorer-এ গিয়ে Prevent access to drives from my computer-এ দুইবার ক্লিক করুন। এরপর enable-এ ক্লিক করলে একটি drop-down list অ্যাকটিভ অবস্থায় দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজনীয় ড্রাইভ (Restrict all drives) সিলেক্ট করে apply করে Ok করুন।

42
IT Forum / এরোর রিপোর্টিং বন্ধ করা
« on: February 19, 2011, 04:41:27 PM »
এরোর রিপোর্টিং বন্ধ করা

অনেক সময় অবৈধ অপারেশনের কারণে, আবার কখনো কোনো অ্যাপ্লিকেশন হ্যাং করলে গতিরোধ করার জন্য Ctrl+Alt+Del চাপতে হয়, তখন ‘send error report to microsoft’ এই মেসেজ আসে, যা খুবই বিরক্তিকর। এ সমস্যা সমাধানের জন্য My Computer-এ ডান ক্লিক করুন। এবার Properties-এ ক্লিক করে Advance সিলেক্ট করুন। এবার Error Reporting-এ ক্লিক করুন। এরপর Disable error reporting নির্বাচন করুন। এবার দেখুন আপনার কমপিউটারে আর এরোর রিপোর্টিং দেখাচ্ছে না।

43
ডিলিট নিশ্চিতকরণ বার্তা নিষ্ক্রিয় করা

কোনো ফাইলে ক্লিক করে ডিলিট কী-তে চাপলে উইন্ডোজ পপ-আপ করে একটি নিশ্চিতকরণ ডায়ালগ বক্স। এই প্র্যাকটিশকে যৌক্তিকভাবেই ভালো বলা যেতে পারে। কেননা, এতে দুর্ঘটনাক্রমে কোনো ফাইল ডিলিট হবার সম্ভাবনা কমে যায়। তবে ইচ্ছে করলে এই সতর্কীকরণ বার্তাকে ডিজ্যাবল করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Recycle Bin-এ রাইট ক্লিক করে সিলেক্ট করুন Properties অপশন। এর ফলে Recycle Bin Properties ডায়ালগ বক্স পর্দায় আবির্ভূত হবে।

* এবার Display delete confirmation dialog চেকবক্সকে আনচেক করুন নিশ্চিতকরণ বার্তাকে নিষ্ক্রিয় করার জন্য।

* OK-তে ক্লিক করুন।

45
Sports Zone / Re: World cup 2011 Vs Bangladesh
« on: February 18, 2011, 11:54:54 PM »
Good luck Bangladesh cricket team.

Pages: 1 2 [3] 4