Daffodil International University

DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on February 20, 2017, 09:15:48 AM

Title: Our face represents the image of our mind.
Post by: Reza. on February 20, 2017, 09:15:48 AM
চেহারা হল আমাদের মনের আয়না। যে আনন্দে আছে তার মুখ দেখেই আমরা তা বুঝতে পারি। একই ভাবে অসুস্থতা, শারীরিক কষ্ট সবই ফুটে উঠে আমাদের মুখে। আমরা যখন কথা বলি তখন আমাদের মুখে আমাদের মনের ছাপ ফুটে উঠে। আনন্দের খবর দেওয়ার সময় আমাদের মুখ আনন্দিত হয়। বা দুঃখের কথা বলতে গেলে মুখে দুঃখ বোধ ফুটে উঠে। আবার কথা না বললেও অনেক সময় মুখে ফুটে উঠে দুশ্চিন্তা, হতাশা, বা কৌতুক যা হয়ত তখন মনে খেলা করতেছে।
আমাদের মুখে আছে অজশ্র মাংস পেশী। যে মানুষ সব সময় হাসি খুশি থাকে সে তার মুখের নির্দিষ্ট মাংস পেশী বেশী ব্যবহার করে। একই ভাবে যে বেশীর ভাগ সময় দুশ্চিন্তা গ্রস্থ থাকে সেও নির্দিষ্ট মাংস পেশী বেশী ব্যবহার করে। হয়ত হাসি খুশি থাকা মানুষের থেকে ভিন্ন পেশী গুলো। এই ভাবে এক এক জন তাদের মনের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন মাংস পেশী বেশী ব্যবহার করে। সেই পেশী গুলোই বেশী পুষ্ট হয়। চেহারায় আনে আলাদা বৈশিস্ট। এমনকি মানুষের চেহারাতে ছাপ ফেলে দেয় তার সব সময়ের অভ্যাসও।
আমাদের দৈনন্দিন জীবন যাত্রার ছাপও পড়ে আমাদের মুখে। কঠিন ও চালেঞ্জিং পেশাজীবিদের মুখে ফুটে উঠে কঠোরতার ছাপ। আবার সব সময় আদরে থাকা মানুষের চেহারায় ফুটে উঠে আদুরে ভাব। কাওকে প্রথম দেখায় অনেক আপন মনে হয় অথবা আবার কাউকে হয়ত আমরা এড়িয়ে যাই। নকল হাসি নকল দুঃখ বোধ আমরা সবাই চিনি। একই ভাবে তৈলাক্ত হাসি ও কষ্ট করে আনা ফ্যাকাসে হাসিও আমরা ডিটেক্ট করতে পারি।
আমরা যতই লুকাতে চাইনা আমাদের নেগেটিভ দিক গুলোকে - তা আমাদের অজান্তেই ফুটে উঠে আমাদের মুখায়োবে। অনেক সময় তা হয়ত অতীতের আমাদেরকেও সবার সামনে প্রকাশিত করে তোলে। তাই সব সময় পজিটিভ চিন্তা ও কাজ করাই শ্রেয়।
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Emran Hossain on February 21, 2017, 08:28:56 PM

Dear Sir,

Yes sir,Thank you for this post. I am agree with you writeup.

Thanking you,

Emran Hossain
DD-F & A, DIU
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Reza. on March 09, 2017, 10:16:35 PM
আপনার কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ।

আপনার কমেন্টস আমার জন্য অনেক উৎসাহের কারণ হয়ে থাকবে।
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Reza. on March 09, 2017, 11:23:58 PM
ফেস মাসলস ইন স্কেচ।
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Reza. on April 30, 2018, 05:10:11 PM
One of my favorite post.
Title: Re: Our face represents the image of our mind.
Post by: abdussatter on May 05, 2018, 07:41:31 AM
Nice post.
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Reza. on May 07, 2018, 09:40:45 PM
Thank you.
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Mizanur Rahman (GED) on May 14, 2018, 01:41:59 PM
meaningworty & excellent
Title: Re: Our face represents the image of our mind.
Post by: Reza. on June 01, 2018, 02:11:49 AM
Thank you for grading my writing.